পড়াশোনায় মনোযোগ আনার উপায় সম্পর্কিত সকল তথ্য

পড়াশোনায় মনোযোগ আনার উপায়

বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ আনার উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা সকল কাজে মনযোগী হলেও পড়াশুনার ক্ষেত্রে কোন বাচ্চাই মনযোগী হয় না।

কিন্তু পড়াশুনার ক্ষেত্রে মনোযোগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা পড়াশুনায় অমনোযোগী হওয়ার কারনে প্রত্যেক বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় থাকে। প্রায় সকল বাবা মা বলে তাদের বাচ্চারা পড়ায় অমনোযোগী।

বাচ্চাদের পড়ায় মনযোগী করার জন্য কিছু কৌশল অনুসরণ করলেই বাচ্চাদের মনযোগ তৈরি করা সম্ভব। আজকের আর্টিকেলে পড়াশোনায় মনোযোগ আনার উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হল।

মনোযোগ বৃদ্ধির উপায়

বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ আনার উপায় সমস্যা কাটাতে যে সকল বিষয়ে জোর দিতে হবে

১। পড়াশোনার রুটিন

বাচ্চাদের জন্য রুটিন খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের প্রতিদিন দিনে দুইবার পড়তে বসার অভ্যাস তৈরি করতে হবে। বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে তার দিনের কোন‌ কোন সময় পড়তে ভালো লাগে। সেই সময় অনুযায়ী বাচ্চাকে পরানো উচিত। নয়তো অন্য কারও সময় অনুযায়ী পরাতে বসলে সেই সময় বাচ্চার মনোযোগ পড়াশুনায় নাও থাকতে পারে।

২। বাবা মায়ের দায়িত্ব

বেশিরভাগ পরিবারে দেখা যায়, বিভিন্ন কাজে ব্যাস্ত হয়ে বাবা মা বাচ্চাদের পড়াশোনার বিষয়টা খেয়াল রাখতে পারে না। এতে বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ কমে যায়।

পড়াশোনায় মনোযোগ আনার উপায়
পড়াশোনায় মনোযোগ আনার উপায়

তাই পরিবারে যারা থাকে সবাই কিছুটা সময় বের করে বাচ্চার পড়ার দায়িত্ব নিলে বাচ্চাদের পড়তে ভালো লাগবে এবং কথার ফাঁকে, কাজের ফাঁকে, খেলার ছলে পরিবারের সবার দায়িত্ব নিতে হবে‌ পড়ানোর।

৩। সঠিক স্থান নির্বাচন

বাচ্চাদের পড়ানোর জন্য কোলাহল মুক্ত ও নির্জন শান্তি পূর্ণ জায়গা নির্বাচন করা উচিত। এমন জায়গায় বাচ্চাকে পোড়ানো উচিত যাতে বাচ্চার মনোযোগ নষ্ট না হয়।

৪। ইনডোর গেমস

এখন অসংখ্য ইনডোর গেমস বই পাওয়া যায় যা বাচ্চার কগনিটিভ স্কিল বাড়ায়। যেমন নানা ধরনের অ্যাকটিভিটি বুক, বিল্ডিং ব্লকস, পাজলস ইত্যাদি। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করার উপায় হল এই ধরনের খেলা বা বই ওর হাতে তুলে দিলে মনোযোগের সমস্যা অনেকটাই কমে যাবে। ফলে বাচ্চারা খেলার ছলে অনেক কিছু শিখতে পারবে। 

৫। অংকের কেরামতি

ছয় বছর থেকেই বাচ্চাকে নিয়মিত কিছুটা সময় ধরে অঙ্ক কষার অভ্যাস গড়ে তুলতে হবে। অঙ্ক মানে শুধুই সিলেবাসের অঙ্ক নয়। পাঠ্যবইয়ের বাইরেও ধাধা জাতীয় অংক করার অভ্যাস করতে হবে। পড়াশোনায় মনোযোগ আনার উপায় হল ধাঁধার সমাধান করার ছলে অংক করার অভ্যাস গড়ে তুলতে হবে।

৬। খেলার সময় দেয়া

বাচ্চাদের অবশ্যই খেলার সময় দেয়া উচিত। কারণ খোলা আকাশের‌ নিচে খেলাধুলা করলে বাচ্চাদের মনসংযোগ বৃদ্ধি পায়। পড়াশুনার বিষয়ে যেমন খেয়াল রাখা উচিত তেমনি বাচ্চাদের খেলাধুলার বিষয়ে গুরুত্ব দেয়া উচিত।

৭। স্কুলে যেতে উৎসাহ দেয়া

বাচ্চাকে প্রতিদিন স্কুলে যেতে উৎসাহ দেয়া উচিত। এতে প্রতিদিন নতুন কিছু শিখতে পারবে। বাচ্চা‌ প্রতিদিন স্কুলে গেলে পড়ার একঘেয়েমি দূর হবে। ক্লাসের সহপাঠীদের সাথে একসাথে পড়াশোনা করলে পড়ার প্রতি আগ্রহ বাড়বে।

৮। ড্রয়িং এর অভ্যাস

শিশুরা বিভিন্ন জিনিস আকতে ও রং করতে পছন্দ করে। বাচ্চাদের পড়ায় মনোযোগ বাড়তে খাতা আর নতুন রং পেনসিল বক্স উপহার দিন। বাচ্চাকে বিভিন্ন জিনিস আঁকতে উৎসাহ দিলে বাচ্চার মেধার বিকাশ ঘটে। তাই বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ আনার উপায় হিসেবে আঁকতে উৎসাহ দেয়া খুবই গুরুত্বপূর্ণ‌।

৯। বেড়াতে নিয়ে যাওয়া

বাচ্চাকে নিয়ে বেরাতে নিয়ে গেলে বাচ্চাদের মন ভালো থাকে। পড়াশুনার একঘেয়েমি দূর হয়। এমন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত যেখানে বাচ্চারা আনন্দের সাথে অনেক কিছু শিখতে পারে। যার ফলে বেরানোর মাধ্যমেই বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে।

১০। উৎসাহ ও প্রশংসা করা

বাচ্চাদের ছোট ছোট কাজ করতে দিন এবং কাজ শেষে বাচ্চার প্রশংসা করুন। এতে বাচ্চার সকল কাজ করার আগ্রহ বাড়বে। উৎসাহ ও প্রসংসা শিশুর মনোযোগ বাড়াতে বিশেষ ভুমিকা পালন করে। তাই সামান্য উন্নতিতে প্রসংসা করুন।

১১। পড়াশোনায় মনোযোগ আনার উপায় – গল্প বলা

ঘুমানোর আগে কিছুটা সময় বাচ্চাকে গল্প শুনানো উচিত। অভিনয় করে গল্প বললে বাচ্চারা আগ্রহী হয়। গল্পের মধ্যে প্রশ্ন করতে সুযোগ দিতে হবে। এতে বাচ্চার ধৈর্য ধরে শুনার প্রবনতা তৈরি হবে। মনোযোগ বাড়াতে গল্প শুনানোর ভুমিকা গুরুত্বপূর্ণ।

১২। মোবাইল থেকে দূরে রাখুন

বাচ্চাদের অবশ্যই মোবাইল ফোন থেকে দূরে রাখা উচিত। বাচ্চাদের মধ্যে সৃজনশীল ক্ষমতা থাকে। বাচ্চারা নিজের মেধা খাটিয়ে অনেক কিছু তৈরি করতে পারে। কিন্তু বাচ্চারা যদি একবার মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তাদের সৃজনশীল ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

উপসংহার

বাচ্চাদের পড়ায় মনযোগী করতে টেনশন করা উচিত না। বাচ্চাদের বুঝিয়ে ও কৌশল অনুযায়ী পড়াশুনায় মনযোগী করতে হবে। আপনার বাচ্চাকে আপনার থেকে ভালো কেউ বুজবে না।

তাই বাচ্চাকে ভয় না দেখিয়ে, বাচ্চার সাথে রাগারাগি না করে তাদের সাথে সুন্দর ভাবে কথা বলে বুঝিয়ে পড়াশুনায় মনযোগী করতে হবে। উপরে উল্লেখিত পদ্ধতিগুলো পড়াশোনায় মনোযোগ আনার উপায় গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে। 

পড়াশোনায় মনোযোগ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। পড়তে বসার আগে কি করা উচিত?

উত্তরঃ পড়তে বসার আগে পড়ার প্রতি মনোযোগ তৈরি করা দরকার। তাই বাড়ির কোনও শান্তিপূর্ণ জায়গায় পড়তে বসা উচিত। 

২। পড়াশোনা করার সঠিক সময় কখন?

উত্তরঃ আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পর পড়াশোনা করা উচিত। সকাল চারটে ঘুম থেকে উঠে পড়তে বসতে হয়। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মাইন্ড ফ্রি থাকে।

আরও পড়ুন-

শিক্ষামূলক উক্তি ও মনিষীদের মূল্যবান বাণী

Leave a Comment