এয়ারটেল ব্যালেন্স চেক
এয়ারটেল বাংলাদেশ একটি স্বনামধন্য সিম প্রদানকারী সংস্থা। এয়ারটেল সিমের বিভিন্ন সুবিধা ও অফারের কারনে দেশে তার গ্রাহক সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আজকের আর্টিকেলের মুল লক্ষ্য হল এয়ারটেল সিমের সমস্ত কোড সম্পর্কে তথ্য প্রদান করা।
এই আর্টিকেলের মাধ্যমে আপনারা এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড, এমবি চেক করার কোড, মিনিট ব্যালেন্স চেক করার কোডসহ সিমের প্রয়োজনীয় সমস্ত কোড সম্পর্কে জানতে পারবেন।
এয়ারটেল সিমে নাম্বার দেখার কোড
অনেকে এয়ারটেল সিমের নাম্বার দেখতে জানেন না। কোড ব্যাবহার করে খুব সহজেই আপনি সিমের নাম্বার দেখতে পারেন।
১। আপনার ফোনের ডায়াল প্যাডে টাইপ করুন *282#। ফিরতি এসএমএসে জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার।
২। ফোনের ডায়াল প্যাডে টাইপ করুন *2#। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার নাম্বারটি স্ক্রিনে দেখতে পাবেন।
৩। গুগল প্লে স্টোর থেকে My Airtel App টি ইন্সটল করুন। সেখানে লগ ইন করলে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পাবেন।
এয়ারটেল ব্যালেন্স চেক করার কোড
কোড | সার্ভিস সমূহ |
*০# | মিনিট বান্ডেল |
*১# | বকেয়া বিল |
*২# | নিজের মোবাইল নাম্বার দেখা |
*৩# | ডাটা এমবি চেক |
*৪# | ইন্টারনেট প্যাক কেনা |
*৫# | জনপ্রিয় ভ্যাট বন্ধ ও চালু |
*৬# | নিজ প্যাকেজ ও কল ট্যারিফ |
*৭# | প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু |
*৮# | প্রিপেইড এয়ার ক্রেডিট |
*৯# | সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট |
এয়ার টেল সিমের সকল কোড
কোড | সার্ভিস সমূহ |
*২৮২# | এয়ারটেল নাম্বার চেক |
*১৪১# | এয়ারটেল টকটাইম লোন |
*১২১*৭*১১# | এয়ারটেল সিমে এফএনএফ নাম্বার চালুর জন্য |
*১২১*৭*১৩# | এফএনএফ নাম্বার দেখার কোড |
*১২১*৭২# | এয়ারটেল সিমে কল ব্যাক করার কোড |
*১২১*৪*১২# | মিস কল এলার্ট অন কোড |
*১২১*৪*২২# | মিস কল এলার্ট অফ কোড |
*১২১*৫# | রিকোয়েস্ট কল দেওয়ার কোড |
*১২১৪১১# | এয়ারটেল সিমে পছন্দের গান সেট করার কোড |
*৯৯৯# | এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখার কোড |
*১২৩*১০# | ডেটা ব্যালেন্স চেক |
*১২১*৭# | SMS ব্যালেন্স চেক |
*১২১*২# | Airtel নম্বরে প্ল্যান এবং ভ্যালিডিটি চেক |
*১২৩# | Airtel মেইন ব্যালেন্স বা টকটাইম চেক |
*১২১# | এয়ারটেল পোস্টপেইড ডেটা ব্যালেন্স চেক |
*৮৮৮# | এয়ার টেল মিস কল এলার্ট সার্ভিস |
*১২১*১# | চেক আনলিমিটেড প্যাক |
*২২২# | এয়ার টেল ভয়েস বা রোমিং প্যাক |
SMS “BP” To ১২১ | এয়ারটেল পোস্ট পেইড কারেন্ট বিল প্ল্যান চেক |
SMS “OT” To ১২১ | এয়ারটেল পোস্ট পেইড বকেয়া বিল চেক |
SMS “PMT” To ১২১ | এয়ারটেল পোস্ট পেইড বিল পেমেন্ট চেক |
SMS “UNB” To ১২১ | Airtel Postpaid Current Plan Usage Check |
*১২১*৯# | Airtel data balance check for 2G users |
এয়ারটেল ব্যালেন্স চেক –Thanks App
Thanks app এর মাধ্যমে এয়ারটেল ব্যালেন্স চেক করতে পারেন।
১। প্রথমে গুগল প্লে স্টোর বা Apple অ্যাপ স্টোর থেকে আপনার ডিভাইসে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করুন।
২। অ্যাপটি ইন্সটল করে নিন এবং আপনার এয়ারটেল মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন।
৩। তারপর অ্যাপের ‘সেবা’ বিভাগে প্রবেশ করুন এবং সেখানে আপনি আপনার সক্রিয় রিচার্জ, ডেটা ব্যবহার, SMS ব্যালেন্স এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পারবেন।
৪। এছাড়াও, অ্যাপটি আপনার Airtel রিচার্জ প্যাকের বৈধতা প্রদর্শন করবে।
ওয়েব সাইট থেকে এয়ারটেল ব্যালেন্স চেক
১। আপনি প্রথমে লিঙ্কে ক্লিক করে বা Google-এ “Airtel Selfcare” সার্চ করে Airtel Selfcare-এ পৌঁছতে পারেন।
২। এখানে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে না; আপনি আপনার ফোন নম্বরের OTP ব্যবহার করে লগইন করতে পারবেন।
৩। লগইন করার পরে, আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে আপনার এয়ারটেল নম্বরের ব্যালেন্স দেখাবে। এখানে আপনি মেইন ব্যালেন্স, SMS ব্যালেন্স, এয়ারটেল ব্যালেন্স চেক এবং অন্যান্য বিস্তারিত চেক করতে পারবেন।
৪। এসএমএস: “BAL” লিখে 121 নম্বরে এসএমএস প্রেরণ করে আপনার ইন্টারনেট ব্যালেন্স পরীক্ষা করুন।
পরিশেষে
আধুনিক বিশ্বে ইন্টারনেট ব্যবহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংযোগ একইসাথে ব্যবহারকারীদের নিজস্ব প্রয়োজনীয় তথ্য এবং সেবাগুলির সাথে যুক্ত রয়েছে। বাংলাদেশে, এয়ারটেল একটি অত্যন্ত জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান,
যা তার গ্রাহকদের বিভিন্ন ইন্টারনেট পরিকল্পনা এবং অফার সরবরাহ করে। প্রয়োজনে, গ্রাহকদের নিজস্ব ইন্টারনেট ব্যবহার তথ্য যাচাই করার জন্য এয়ারটেল ব্যালেন্স চেক করা উচিত। এই ধরনের উপায়গুলি প্রয়োজনীয় ডেটা ব্যবহারের অনুমান করে এবং ব্যবহারকারীদের সময়ের মধ্যে ইন্টারনেট সংযোগ বজায় রাখে।
যেহেতু এখন আপনি কীভাবে এয়ারটেল থেকে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন, তাই আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও এই তথ্য গুলো শেয়ার করুন। কখনও অপ্রত্যাশিত ডেটা শেষ হয়ে গেছে অথবা অনলাইনে ফিরে আসা প্রয়োজন হলে এই কোডগুলো আপনাকে সহায়তা করতে পারে।
এয়ারটেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
১। নিজের এয়ারটেল নাম্বার কিভাবে দেখব?
উত্তরঃ আপনার Airtel নম্বর থেকে *121*1# বা *282# ডায়াল করুন।
২। এয়ারটেল নাম্বার চালু আছে কিনা চেক?
উত্তরঃ এয়ারটেল নম্বরের বৈধতা যাচাই করতে, আপনি এয়ারটেল ওয়েবসাইটে যেতে পারেন বা আপনার স্মার্টফোনে Airtel ধন্যবাদ অ্যাপ খুলতে পারেন।
৩। এয়ারটেল এক জিবি কত?
উত্তরঃ যেসব প্রিপেড প্যাকে এয়ারটেল প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করে, সেগুলি রিচার্জ করতে ইউজারদের যথাক্রমে ২০৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৫ টাকা খরচ করতে হয়।