শিক্ষামূলক উক্তি ও মনিষীদের মূল্যবান বাণী

শিক্ষামূলক উক্তি

শিক্ষাই জাতির মেরুদন্ড। কোনো জাতি শিক্ষা ছাড়া কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবে না।

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যুগে যুগে বিভিন্ন মনিষীগণ শিক্ষামূলক উক্তি রেখে গিয়েছেন।

সেগুলো যদি আমরা হৃদয়ে লালন করে মেনে চলি তবে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো এবং সুখী জীবন অর্জন করতে পারবো।

আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে কিছু শিক্ষামূলক উক্তি জানাবো যা আপনার জীবন বদলে দিবে।

এইসব শিক্ষামূলক উক্তি আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ব্যবহার করতে পারেন। শিক্ষামূলক বাণী প্রত্যেকটা মানুষের জন্যই খুবই প্রয়োজনীয় বিষয়।

আরও পড়ুনঃ- বিখ্যাত উক্তি বাংলা, মনীষীদের মূল্যবান বক্তব্য

বিখ্যাত ব্যাক্তিদের শিক্ষামূলক উক্তি

শিক্ষামূলক উক্তি

১। তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও-আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো।

      –নেপোলিয়ন বোনাপার্ট

২। টিয়া পাখির মতো পড়া মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হলো সেটা যা একজন মানুষের ভেতরের কু-শিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।

       – রেদোয়ান মাসুদ

৩। আজ তুমি এমন ভাবে বাঁচো… যেন কাল তুমি মারা যাবে। আজ তুমি এমনভাবে শিক্ষা অর্জন করো, যেন তুমি সর্বদা বাঁচবে।

       –মহাত্মা গান্ধী

৪। যারা কাপুরুষ শুধু তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, আসল পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

      –ডঃ লুৎফর রহমান।

৫। অন্যকে অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

      –ডেল কার্নেগি

৬। একজন ঘুমন্ত মানুষ কখনোই আরেকজন ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে পারেনা।

      — শেখ সাদী

৭। ‘হ্যাঁ’ এবং ‘না’ কথা দুইটি সবচেয়ে’ পুরনো এবং সবচেয়ে’ ছোট। কিন্তু এ কথা দু’টো বলতেই সবচেয়ে’ বেশি ভাবতে হয়।

    – পীথাগোরাস

৮। মানুষের প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ-কষ্টও কমে গেছে।

    – রেদোয়ান মাসুদ

৯। একজন জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু একজন বোকার মুখ ধরা যায় না।

     –জর্জ হার্বাটর।

১০। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় একজন ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে।

      –কার্লাইল

১১। বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।

– হেনরী ওয়ার্ড বিশার

১২। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে।

   –আইনস্টাইন                                                                                                                                                                                                                                

১৩। যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত।

 –রেদোয়ান মাসুদ

ইসলামিক শিক্ষামূলক উক্তি

  • মহান আল্লাহ তায়াল বলেন-ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।
  • হযরত মোহাম্মদ (সাঃ) বলেন- শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও।
  • হযরত আলী (রাঃ) বলেন- সব দুঃখ কষ্টের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক ভালবাসা ও আকর্ষণ।
  • বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেন- আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকেল ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।
  • ইমাম শাফেঈ (রহ.) বলেন- সকল মানুষই মৃত, যারা জ্ঞানী তারা ব্যতীত; এবং যারা জ্ঞানী তারা সবাই ঘুমিয়ে আছে, যারা ভাল কাজ করে তারা ব্যতীত; এবং যারা ভাল কাজ করে তারা প্রতারিত হয়, যারা আন্তরিক তারা ব্যতীত; এবং যারা আন্তরিক তারা সর্বদা ঘুমিয়ে থাকে। উদ্বেগজনক অবস্থায়।
  • ইবনে তাইমিয়া (রহ.) বলেন- জ্ঞান অন্বেষণ করো, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য তা অন্বেষণ করাও একটি ইবাদত। আর জ্ঞান আপনাকে আরও খোদাভীরু করে তুলে; আর জ্ঞান অনুসন্ধান করা হলো জিহাদ,যারা জানে না তাদের শেখানো হলো দান, পর্যালোচনা করা এবং আরও বেশি করে শেখানো                                                                                                                        তাসবীহের মতো। জ্ঞানের মাধ্যমে আল্লাহকে জানা ও ইবাদত করা যায়।
  • হযরত আলী (রাঃ) বলেন-জ্ঞান আমার সঙ্গী, আমি যেখানেই যাই সেখানেই তা আমার সাথে থাকে। আমার হৃদয় তার ধারক, বইয়ের তাক নয়।
  • হযরত মোহাম্মদ (সাঃ) বলেন- যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো। (অর্থাৎ, যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না।
  • শেখ সাদী (রহঃ) বলেন- একজন জ্ঞানী ব্যক্তি, যে তার আবেগ-কে সংযত রাখে না, সে মশাল ধরে থাকা অন্ধের মতো, সে অন্যকে পথ দেখায় কিন্তু নিজেকে দেখায়না।

শিক্ষামূলক মণীষিদের উক্তি

  1. সব সময় চেষ্টা করবেন অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য। কারণ আমাদের জীবনটা এত দীর্ঘ নয় যে, আপনি নিজে ভুল করবেন তারপর শিক্ষা নেবেন। তাই নিজের কোনো ভুল থেকে শিক্ষা নেয়ার পাশাপাশি অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিৎ।
  1. জীবনে চলার পথে কখনোই কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নিবেন না। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত গুলো বেশিরভাগ সময়ই ভুল হয়। এর পাশাপাশি যখন আপনি প্রচন্ড আনন্দে থাকবেন, তখন কাউকে কোন ধরনের প্রতিশ্রুতি দিবেন না। কারণ আপনার আনন্দে থেকে দেওয়া প্রতিশ্রুতি অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।
  1. সমাজের সব ধরনের মানুষকে সম্মান দিতে শিখুন। কারণ সম্মান হলো আয়নার মতো। আপনি অন্যকে যতটুকু সম্মান দিবেন। ঠিক ততটুকু সম্মান আপনি নিজেও পাবেন। যেমনটা একটি আয়নায় প্রতিবিম্ব হিসাবে দেখা যায়। তাছাড়া বুদ্ধিমান ব্যাক্তিরা সর্বদাই অন্যদের সম্মান করতে জানে।
  1. জীবনে চলার পথে বিভিন্ন সময় নিজেকে কখনো ছোট করতে হয় আবার কখনো বড় করে প্রকাশ করতে হয়। কিন্তু নিজেকে ছোট করতে গিয়ে এতটাও ছোট করবেন না,যেন আপনার গুরুত্বটাই কমে যায়। আবার নিজেকে এতটাও বড় করবেন না যাতে অহংকার প্রকাশ পায়।
  1. আগুনের প্রচন্ড উত্তাপে যেমন লোহাকে চেনা যায়। তেমনিভাবে, কোনো মানুষকে চিনতে হলে তার মেধাকে যাচাই করতে হয়।
  1. সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো সেই, যে নিজের ভুল ত্রুটি দিয়ে অন্যকে বিবেচনা করে।আর বোকা মানুষ তো সেই,যে কখনোই নিজের ভুল ত্রুটিকে স্বীকার করেনা।
  1. সঠিক শিক্ষা আমাদের কেবলমাত্র সভ্য এবং সংস্কারি বানায় না… বরং জীবন কাটানোর সঠিক পদ্ধতিও শেখায়।
  1. নিজেকে শিক্ষিত করে তোলার প্রথম প্রচেষ্টাই ,আমাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করার ক্ষমতা নির্মাণ করে।

পরিশেষে

জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের কমন সমস্যা।

কিছু বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কাজে লাগে সেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিভিন্ন ধরনের বাণী রুপে রেখে গিয়েছেন যা অনুসরণ করলে আমরা ইহকাল ও পরকাল উভয়ক্ষেত্রে উপকৃত হবো। 

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সেইসব বাণী এবং শিক্ষামূলক উক্তি জানিয়েছি । আশা করছি আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগবে।ধন্যবাদ।

শিক্ষামূলক উক্তি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ

১) শিক্ষার্থীদের উক্তি কি?

উত্তর: শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত হতে শুরু করতে হবে। – জিগ জিগলার । আপনার শিক্ষার্থীরা যে বিষয়েই উৎসাহী হোক না কেন, সেই শিক্ষক হোন যিনি তাদের শুরু করতে সাহায্য করেন।

২) শিক্ষা সম্পর্কে সবচেয়ে শক্তিশালী উক্তি কোনটি?

উত্তর: শিক্ষা হল ভবিষ্যতের পাসপোর্ট, কারণ আগামীকাল তাদের জন্য যারা আজকের জন্য প্রস্তুত -ম্যালকম এক্স . এই বিখ্যাত উক্তিটি শুরু হওয়ার সাথে সাথে, “মানবাধিকারের সংগ্রামে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান।

৩) বাচ্চাদের জন্য প্রবাদ অর্থ কি?

উত্তর: একটি প্রবাদ একটি সংক্ষিপ্ত, জনপ্রিয় উক্তি যা জ্ঞান বা উপদেশের একটি অংশ ধারণ করে । এটি তার বার্তা প্রকাশ করার জন্য রূপক ভাষা ব্যবহার করে, এর অর্থ আক্ষরিকভাবে বলার পরিবর্তে।

আরও পড়ুন-

ইসলামিক কথা, ইসলামের আলোকে মহান বানী

হুমায়ুন আহমেদের উক্তি ও মূল্যবান কিছু কথা

Leave a Comment