ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি শেখার সহজ উপায়

আপনি কি ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য । আন্তর্জাতিক ভাষা ইংরেজি (English)। বিশ্বের অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। বিশ্বের প্রায় ৫২ টি দেশের জাতীয় বা সরকারি ভাষা হল ইংরেজি। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৩৫ শতাংশই ইংরেজিভাষী। আন্তর্জাতিক যোগাযোগ এবং বিভিন্ন পেশায় ইংরেজি ভাষার ব্যাপক হারে ব্যবহাৃরের ফলে, বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি অধীত দ্বিতীয় ভাষা ইংরেজি (english)। আমাদের মায়ের ভাষা বাংলা হলেও দ্বিতীয় ভাষা বা অধীত ভাষা ইংরেজি। লেখাপড়া থেকে শুরু করে চাকরি-বাকরি সব ক্ষেত্রেই ইংরেজির গুরুত্ব দিন দিন বেড়েই যাচ্ছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে ইংরেজি শিখি তাতে প্রকৃত অর্থে ইংরেজি শিক্ষার লক্ষ্য অর্জন করতে পারছে না। 

ইংরেজি ভাষা কেন শিখবেন? ইংরেজি ভাষার গুরুত্ব কি? ইংরেজি (english) ভাষা শেখার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ইংরেজি (english) শেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে। উচ্চশিক্ষা, চাকুরীর পরীক্ষা, ফ্রিল্যান্সিং জব, দেশের বাহিরে চাকরি, নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা ইত্যাদি আরো অনেক কারণে ইংরেজি ভাষা শিখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি  ইংরেজি ভাষায় কথা বলা, ইংরেজি ভাষা (english) যথার্থভাবে বোঝা, গ্রামার সবকিছুই জানতে হবে। ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সহজ কয়টি উপায় অবলম্বন করে আপনিও ইংরেজি (english) ভাষা শিখতে পারবেন। নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে অবশ্যই ইংরেজি ভাষা শেখার বিকল্প নেই।


আরও পড়ুনঃ Quora মার্কেটিং কি? কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন 


ইংরেজি শেখার গুরুত্ব 

ইংরেজি ভাষা শেখার আগে জেনে নিন এটি কেন শিখবেন বা এর গুরুত্ব কি। নিচে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো –

  • ভালো একটি ক্যারিয়ার বিল্ড-আপ এর স্বপ্ন পূরণ করার জন্য ইংরেজি (english) ভাষা শেখা বাধ্যতামূলক। ইংরেজি ভাষা যথাযথভাবে বলতে, লিখতে এবং বুঝতে পারলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। 
  • বর্তমানে টাকা আয় করার অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। বিশ্বের নানা দেশ থেকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। 
  • উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও ইংরেজি (english) শেখার বিকল্প নেই। বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (যেমন – অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ইয়েল, প্রিন্সটন ইত্যাদি) ইংরেজি (english) ভাষাতেই শিক্ষা প্রদান করা হয়। 
  • বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যবসায়ীক যোগাযোগ রাখার জন্য আপনাকে ইংরেজি (english) শিখতে হবে। বিশ্ব ব্যবসায়ের বেশিরভাগ সদর দপ্তর মূলত ইংলিশ প্রধান দেশ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যতে। 
  • যারা ভ্রমণ করতে পছন্দ করেন, বিশ্ব ভ্রমণের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব অপরিহার্য। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার করা ভাষা হচ্ছে ইংরেজি। 
  • আন্তর্জাতিক ভাষা ইংরেজি (english) হওয়ায় এই ভাষা শিখতে পারলে বিভিন্ন দেশের মানুষের জীবনযাপন পদ্ধতি, সভ্যতা, আচার-ব্যবহার ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন । 
  • বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া দায়। ইন্টারনেটের বিষয়বস্তুগুলো বেশিরভাগ লেখা থাকে ইংরেজিতে। 
  • মাতৃভাষার পাশাপাশি ইংরেজি (english) ভাষা রপ্ত করতে পারলে আপনার স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, বয়স বাড়ার সাথে সাথে ভাষা জ্ঞান মস্তিষ্ককে রক্ষা করে। এক্ষেত্রে দ্বিভাষিক হওয়া মন্দ কিছু নয়। 
  • ইংরেজি শিক্ষা আপনাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আপনি সবার সামনে নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন। বন্ধুমহলে নিজের একটি আলাদা অবস্থান গড়ে তুলতে পারবেন। 

ইংরেজি শেখার উপায় 

প্রবাদে আছে, “কিছু জানতে হলে শিখতে হয়”।  ইংরেজি (english) ভাষার দক্ষতা নির্ভর করে চারটি মানদণ্ডের ওপর – শোনা, বলা, পড়া এবং লেখা। আপনার ইংরেজি শেখার যাত্রা আনন্দদায়ক করার জন্য ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হলো – 

১. অডিও বই শুনুন

ইংরেজি (english) শেখার জন্য আপনি অডিও বই শুনতে পারেন। অন্য কোন কাজ করার পাশাপাশি আপনি অডিও বই শুনতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে এবং দক্ষতাও বৃদ্ধি পাবে। অনুপ্রেরণাদায়ক ঘটনা, ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক বই, আলোচিত ব্যক্তিদের জীবনী ইত্যাদি অডিও বই আকারে পাওয়া যায়। ইউটিউবে বেশ কয়েকটি অডিও বইয়ের চ্যানেল পাবেন। অডিবলের মতো অ্যাপ থেকে অডিও বই শুনতে পাবেন। গল্প, উপন্যাস, ফিকশন, নন-ফিকশন সবই রয়েছে । নিচে অডিও বইয়ের লিংক দেওয়া হল – Amazon , Audible 

 ২. পডকাস্ট শুনুন

পডকাস্ট হলো এক ধরনের অডিও অনুষ্ঠান। পডকাস্টে সব ধরনের আলোচনাই থাকতে পারে যেমন – বিনোদনমূলক, অনুপ্রেরণামূলক, রাজনৈতিক আলোচনা, উন্নয়নমূলক আলোচনা, সফলতার গল্প ইত্যাদি। ইংরেজি (english) শেখার জন্য (english to bangla) প্রতিদিনের অবসর সময়টি আপনি পডকাস্ট শুনে ব্যয় করতে পারেন। ইংরেজি শেখা ও বোঝার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জানার জন্য ব্রিটিশ কাউন্সিল এবং বিবিসির পডকাস্ট শুনতে পারেন। লিংক নিচে দেওয়া হল – LearnEnglish,  BBC

৩. TEDx Talk

ইংরেজি শেখেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য TEDx Talk এর কথা না বললেই নয়। এই মঞ্চে বক্তারা তাদের নিজেদের ভাবনা উপস্থাপন করেন। এই মঞ্চের বেশিরভাগ বক্তা খুব ভালো পাবলিক স্পিকার। তাদের উচ্চারণ এবং বাচনভঙ্গি অনুসরণ করলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। বিভিন্ন দেশে এই অনুষ্ঠান হওয়ার কারণে, বিভিন্ন দেশের Accent  সম্পর্কে জানতে পারবেন। এটি শুধু আপনাকে ইংরেজি শেখাতে সাহায্য করবে না বরং আপনার জ্ঞানের ভান্ডার কেউ সমৃদ্ধ করবে। লিংক নিচে দেওয়া হল – TedTalk


আরও পড়ুনঃ Drop Shipping বিজনেস কী? ড্রপশিপিং ব্যবসা করার সুবিধা


৪. ইংরেজি কার্টুন এবং সিনেমা দেখুন 

ইংরেজি শেখার স্মার্ট একটি পদ্ধতি হচ্ছে নেটিভ স্পিকারদের বাচনভঙ্গি অনুসরণ করাঅর্থাৎ তাদের Accent অনুসরণ করা। ইংরেজি সিনেমা, কার্টুন বা টেলিভিশনের সংবাদ ইত্যাদি হতে পারে আপনার ইংরেজি শেখার সহজ উপায় কয়েকটি কার্টুনের নাম দেওয়া হলো –

  • Peppa pig
  • Dora the explorer
  • SpongeBob SquarePants 
  • Scooby doo
  • Simpsons

ইংরেজি শেখাকে আরো সহজ করতে কয়েকটি মুভির লিস্ট নিচে দেওয়া হল –

  • Jurassic Park (1993)
  • Notting Hill (1999)
  • The Hunger Games (2012)
  • The Queen (2006)
  • The Wizard of Oz (1939) 
  • Men in Black (1997)
  • The Babadook (2014)

৫. ইংরেজি সংবাদপত্র এবং বই পড়ুন 

ইংরেজিতে (english) দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজন সমৃদ্ধ ভোকাবুলারি, সঠিক ব্যাকরণ, সঠিক বানান এবং উচ্চারণ। এই বিষয়গুলোকে আয়ত্ত করার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে। ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে আপনি সংবাদপত্র এবং বই পড়তে পারেন। বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ইংরেজি সংবাদপত্রের তালিকা নিচে দেওয়া হল –

  • The Daily Star, Dhaka 
  • The Independent, BD
  • New AGE, Bangladesh 
  • The Bangladesh Today 
  • Prothom Alo, English 
  • Dhaka Tribune 
  • The Daily Observer 

নতুন ভাষা সহজে শিখতে সেই ভাষার বই পড়ার কোন বিকল্প নেই। ইংরেজি ভাষা শেখার জন্য উত্তম মানের কয়েকটি বইয়ের তালিকা নিচে দেওয়া হল –

  •  দ্য উইন্ড ইন দ্য উইলোজ (The Wind in the Willows)
  • হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন (Harry Potter and the Philosopher’s Stone)
  • লর্ড অফ দ্য ফ্লাইজ (Lord of the Flies)
  • অ্যানিম্যাল ফার্ম (Animal Farm)
  • দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী (The Old Man and the Sea)
  • টিউজডেজ উইথ মরি (Tuesdays with Morrie)
  • হাই ফাইডেলিটি (High Fidelity)
  • দ্য গিভার (The Giver)
  • ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স (Fantastic Mr Fox)

৬. ইংরেজি নিয়ে ভাবুন এবং নিজের সাথে কথা বলুন

প্রতিদিন অন্তত যেকোনো একটি বিষয় নিয়ে ভাবুন এবং আপনার ভাবনার বিষয়বস্তু ইংরেজি ভাষাতে (english to bangla) রূপান্তরিত করুন। নিজের সাথে ইংরেজিতে কথা বলাও ইংরেজি (english) শেখার সহজ উপায় হতে পারে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলবেন ইংরেজিতে। এই অনুশীলনটি রপ্ত করতে থাকুন, দেখবেন খুব কম সময়ে ইংরেজিতে পারদর্শী হয়ে গেছেন। জোরে জোরে পড়ে নিজেকে শোনান। 

ইংরেজি বলে রেকর্ড করে শুনুন, নিজেই নিজের ইংরেজির উন্নতি দেখতে পারবেন। রেকর্ড করার জন্য বই বা পত্রিকা ব্যবহার করতে পারেন। রেকর্ডটি শুনে আপনার উচ্চারণ এবং টোন নিজেই যাচাই করতে পারবেন। দরকার পড়লে কোন বন্ধুকে শোনাবেন যে কিনা ইংরেজিতে পারদর্শী। ইংরেজি শেখার সহজ উপায় এর মধ্যে আরো রয়েছে আপনার প্রয়োজনীয় নোটটি ইংরেজিতে লেখুন। ইংরেজি শেখার জন্য আপনি ছোটদের গল্পের বইও পড়তে পারেন। এতে ইংরেজি ভোকাবুলারিও সমৃদ্ধ হবে এবং গ্রামারেও যথেষ্ট উন্নতি হবে।


আরও পড়ুনঃ ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়


৭. ফেসবুক এবং ইউটিউব

শুনতে অবাক লাগলেও ফেসবুক কিন্তু ইংরেজি (english) শেখার দারুন মাধ্যম। ফেসবুকে স্ট্যাটাস বা ছবিতে ক্যাপশন দেওয়ার সময় ইংরেজিতে লেখার (english to bangla) চর্চা করুন। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনি ছোট গল্প,  আপনার মনের ইচ্ছা, ফিকশন ইত্যাদি লিখে পোস্ট করতে পারবেন ইংরেজি ভাষায়। এতে অবসর সময় কাটল সেই সাথে ইংরেজি ভাষারও চর্চা হয়ে গেল। বর্তমানে ইংরেজি শেখার জন্য ফেসবুকে অনেক পেইজ খোলা আছে, সেগুলোকে ফলো করতে পারেন। ইংরেজি শেখার জন্য জনপ্রিয় কয়েকটি youtube চ্যানেলের নাম নিচে দেওয়া হল –

  • BBC Learning English
  • English Addict
  • Easy English
  • Munzereen Shahid
  • Jennifer ESL
  • VOA Learning English
  • Maisun’s World 
  • Business English Pod
  • Rachel’s English 
  • Fun Kids English

৮. ইংরেজি গ্রামার শিখুন

ইংরেজি শেখার জন্য আপনাকে সঠিক গ্রামার জানতে হবে। গ্রামার সঠিকভাবে না জানা পর্যন্ত ইংরেজি (english) শেখা পরিপূর্ণ হবে না। গ্রামার শেখার জন্য ভালো মানের কোন বই অথবা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে Basic English grammar শেখার চেষ্টা করুন। শুরুতেই আপনাকে Parts of Speech (Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction & Interjection) সম্পর্কে  ভালো করে জেনে নিতে হবে। 

ইংরেজি শেখার জন্য আপনাকে Tenses সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। Tense তিন প্রকার –

  • Present Tense
  • Past Tense
  • Future Tense

প্রত্যেকটি Tense এর খুঁটিনাটি সব জানতে হবে। তাহলে ইংরেজিতে নিজেই বাক্য তৈরি করতে পারবেন। কিছু অ্যাপস (App) রয়েছে গ্রামার শেখার জন্য সেগুলোর সাহায্য নিতে পারেন।


আরও পড়ুনঃ ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম


৯. ইংরেজি শেখার অ্যাপ ও ওয়েবসাইট

ইংরেজি শেখার প্রয়োজনীয়তার শেষ নেইঅনলাইনের এ যুগে ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ ও ওয়েবসাইট। Google Play Store রয়েছে বেশ কিছু ইংরেজি (english) শেখার অ্যাপ। যার সাহায্য খুব সহজে এবং বিনামূল্যে শিখতে পারবেন ইংরেজি। বেসিক থেকে এডভান্স ইংলিশ শেখার জন্য অ্যাপগুলো আপনার উপকারে আসতে পারে। কিছু কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি টেস্ট দিতে পারবেন। আবার কিছু কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে বিশাল কমিউনিটির সাথে ইংরেজি বলার প্র্যাকটিস করতে পারবেন। ইংরেজি শেখার কয়েকটি অ্যাপের তালিকা নিচে দেওয়া হল –

  • Knudge.me  
  • Babbel
  • Quizlet
  • LearnEnglish Grammar
  • English with Lingualeo
  • Busuu
  • Memrise
  • English Grammar Practice
  • Magoosh Vocabulary Builder
  • PowerVocab

শেষকথা 

ওপরের আলোচনায় চেষ্টা করেছি ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে বলার। আশা করছি এখন আপনারা সবাই পর্যাপ্ত অনুশীলন এর মাধ্যমে ইংরেজি ভাষাটি আয়ত্ত করবেন। সময়ের সাথে তাল মিলানোর জন্য ইংরেজি (english) ভাষা অবশ্যই শিখতে হবে। প্রতিটি সেক্টরে ইংরেজি (english) ভাষার প্রয়োজনীয়তা আছে। অল্প অল্প করেই শুরু করুন আপনার ইংরেজি শেখার যাত্রা। প্রতিদিন দশটি নতুন শব্দ শেখা থেকে শুরু করতে পারেন। সেই শব্দগুলোর মানে শেখার চেষ্টা করুন।

ইংরেজিতে ভাবুন, বই পড়ুন, লিখুন, মোটকথা ইংরেজির পেছনে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করুন। আন্তর্জাতিক এই ভাষা আয়ত্ত করলে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। লেখাপড়া, চাকরি বা ভ্রমণ সব বিষয়ে আপনি থাকবেন কমফোর্টেবল। তাই দেরি নয় আজি শুরু করুন আপনার ইংরেজি ভাষা শেখার যাত্রা। 

 

ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর / FAQ’s 

১. ইংরেজি ভাষা কেন শিখব? 

উত্তর : আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি। এছাড়াও সবচেয়ে বেশি দেশের কথ্য ভাষা ইংরেজি। বর্তমানে প্রতিটি সেক্টরেই ইংরেজি ভাষার দরকার। লেখাপড়া, চাকরির ভাইবা, চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য, উন্নত দেশে স্থায়ী হওয়া ইত্যাদি সকল ক্ষেত্রে ইংরেজি দরকার। অনলাইনের এ যুগে ইংরেজি ভাষা শেখা বাধ্যতামূলক। 

২. ইংরেজি শিখতে কতদিন সময় লাগে? 

উত্তর : সময় নির্ভর করে ব্যক্তির ওপর। ঠিকভাবে অনুশীলন করলে মোটামুটি তিন-চার মাসের মধ্যে আপনি ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারবেন। 

 

আরও পড়ুন-

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

শেয়ার বাজার কি? বিনিয়োগের নিয়ম

 

Leave a Comment