জাতীয় পরিচয় পত্র যাচাই

জাতীয় পরিচয় পত্র

দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক নথি হলো জাতীয় পরিচয় পত্র বা National Id Card। ভোটদান ছাড়াও বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার জন্য জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।

বয়স ১৮ পাড় হলেই যেকোনো বাংলাদেশি নাগরিক জাতীয় নির্বাচন কমিশন বরাবর NID এর জন্য আবেদন করতে পারে। যেকোনো ব্যক্তিকে চাকরিতে নিয়োগের পূর্বে, বাসা ভাড়া দেওয়ার পূর্বে, অপরিচিত ব্যক্তি হতে কোনো জিনিস ক্রয়ের পূর্বে এবং বিভিন্ন নিরাপত্তাজনিত কারনে আমরা জাতীয় পরিচয় পত্র নিয়ে থাকি।

এর ফলে ঐ ব্যক্তির পরিপূর্ণ তথ্য আপনার হাতে চলে আসে। জাতীয় পরিচয় পত্র যাচাই এর মাধ্যমে যেকোনো ব্যক্তির পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুনঃ গজ কাপড়ের জামার ডিজাইন

জাতীয় পরিচয় পত্র যাচাই নিয়ম

বর্তমানে খুব সহজেই জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। জাতীয় পরিচয় পত্র যাচাই বা চেক এর উপায়গুলো হলো:

  • এসএমএসের মাধ্যমে 
  • NID নম্বর এর মাধ্যমে 
  • অ্যাপ (App) এর মাধ্যমে 
  • porichoy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে 
  • Idtax.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে 

এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই 

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নিজের অথবা অন্য যে কারো পরিচয় পত্র যাচাই করে নেওয়া যায়। SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম নিম্নে দেওয়া হলো:

  • প্রথম নিজের মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে
  • এরপর টাইপ করুন,  NID<Space>FROM NUMBER<Space>DD-MM-YYYY 
  • টাইপ শেষ হলে মেসেজ পাঠিয়ে দিন 105 এই নম্বরে

মেসেজ সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই একই নম্বর থেকে একটি ফিরতি মেসেজ আসবে যার মাধ্যমে আপনাকে আপনার NID NUMBER জানিয়ে দেওয়া হবে। এইভাবে আপনি খুব সহজেই এসএমএসের মাধ্যমে  যাচাই করতে পারবেন।

NID নম্বর এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই 

যেকোনো জাতীয় পরিচয় পত্রে ১০ ডিজিটের একটি নম্বর থাকে যাকে NID নম্বর বলা হয়। এই পদ্ধতিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। নিম্নে ধাপসমূহ তুলে ধরা হলো:

  • প্রথমেই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে 
  • ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনাকে একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে মাঝ বরাবর কিছু খালিঘর দেখতে পাবেন 
  • খালিঘরে ওপরে দুটি ছোট বৃত্ত থাকবে। আপনার যদি ইতোমধ্যেই NID কার্ড থাকে তবে “এন.আই.ডি নম্বর” এর পাশের বৃত্তটিতে টিক চিহ্ন দিন। আর যারা এখনো মূল জাতীয় পরিচয় পত্র পাননি তারা “ফর্ম নম্বর” এর পাশের বৃত্তটিতে টিক চিহ্ন দিন 
  • এরপর নিচের খালিঘরটিতে আপনার NID নম্বর অথবা ফর্ম নম্বরটি বসিয়ে দিন (উপরে টিকচিহ্ন অনুসারে) 
  • এরপরের বক্সটিতে নিজের জন্মতারিখ বসিয়ে দিন 
  • এরপর নিচে থাকা ক্যাপচাটি সম্পন্ন করে “ভোটার তথ্য দেখুন” নামক বোতামে ক্লিক করুন 

বোতামটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার কাঙ্খিত জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য আপনার সামনে তুলে ধরা হবে।

অ্যাপ (App) এর মাধ্যমে যাচাই 

অ্যাপ(App) এর মাধ্যমেও জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। Google Play store (প্লে স্টোর) এ “Online GD” নামক একটি অ্যাপ রয়েছে যা ব্যবহার করে সহজেই জাতীয় পরিচয় পত্র চেক করে নেওয়া যায়। “Online GD” অ্যাপ এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের পদ্ধতি হলো:

  • প্রথমেই  Google Play Store থেকে “Online GD” অ্যাপটি নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে
  • অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করে ওপেন করার পর বাম পাশে নিচের দিকে কর্ণারে থাকা “নিবন্ধন” নামক বোতামে ক্লিক করুন
  • এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে দুটি খালিঘর রয়েছে। ১ম খালি ঘরটিতে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর বা NID নম্বরটি বসাতে হবে এবং ২য় খালি ঘরের মধ্যে আপনার জন্ম তারিখ বসাতে হবে 
  • খালি ঘরগুলো ঠিকভাবে পূরণ করার পর নিচে থাকে “পরিচয়পত্র যাচাই” নামক বোতামে ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হবে

এই নতুন পেজটিতেই আপনার কাঙ্খিত জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলোর সাথে মিলিয়ে আপনি কাঙ্খিত জাতীয় পরিচয় পত্র যাচাই করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

porichoy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় পত্র যাচাই

জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের জন্য অন্যতম কার্যকরী এক মাধ্যম হলো porichoy.gov.bd। এই ওয়েবসাইটের সার্ভারে বাংলাদেশের সকল ভোটারের তথ্য রয়েছে। তবে এই ওয়েবসাইটে সকলকে ACCESS বা প্রবেশাধিকার দেওয়া হয় না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গকেই এই সাইটে NID যাচাইয়ের সুযোগ দেওয়া হয়। ব্যাংক একাউন্ট খোলা অথবা মোবাইল ব্যাংকিং এর সময় কোনে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের জন্য এই সাইট ব্যবহার করা হয়। এছাড়াও আইনপ্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন সরকারি দপ্তর জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের জন্য এই সাইট ব্যবহার করে।

তাই বুঝতেই পারছেন নির্দিষ্ট কিছু খাতের সাথে যুক্ত প্রতিনিধিদেরই এই ওয়েবসাইটের প্রবেশাধিকার দেওয়া হয়। porichoy.gov.bd তে ACCESS পেতে হলে অবশ্যই কিছু শর্ত পূরন করতে হয়। সেসব শর্ত পূরন করে যদি আপনি সাইটটির ACCESS পেয়ে যান তবে স্বল্প সময়ে ও সহজেই আপনি যেকোনো জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।

Idtax.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যাচাই

বাংলাদেশের সরকারের ভুমিসেবা অধিদপ্তরের 

ওয়েবসাইট Idtax.gov.bd থেকেও যেকোনো জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। Idtax.gov.bd ওয়েবসাইটে জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের পদ্ধতি নিম্নে তুলে ধরা হলো :

  • প্রথমেই Idtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে
  • ওয়েবসাইটে প্রবেশের পর “নাগরিক” অপশনটিতে ক্লিক করুন 
  • নতুন একটি পেজ ওপেন হবে যেখানে প্রথম যে খালিঘরটি রয়েছে সেখানে নিজের মোবাইল নম্বর বসাতে হবে 
  • এরপর নিচের ঘরটিতে জাতীয় পরিচয় পত্রের নম্বর বসাতে হবে 
  • এরপরে ঘরটিতে নিজের জন্মতারিখ বসাতে হবে 
  • সবকিছু পূরণ করার পর নিচের দিকে ডানপাশে থাকা “পরবর্তী পদক্ষেপ” নামক বোতামে ক্লিক করতে হবে

“পরবর্তী পদক্ষেপ” বোতামে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্খিত জাতীয় পরিচয় পত্রের তথ্যসমূহ আপনার সামনে উপস্থাপন করা হবে। 

নকল NID কার্ড চেনার উপায়

উপরে উল্লেখিত মাধ্যমে আপনি যেকোনো জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করে নিতে পারবেন। তবে আপনার হাতে থাকা  NID কার্ড বা জাতীয় পরিচয় পত্রটি যদি নকল অথবা জাল হয় তবে কোনো সার্ভারেই ঐ পরিচয় পত্র সমন্ধে কোনে তথ্য খুঁজে পাওয়া যাবেনা। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে যাচাইয়ের ক্ষেত্রে ঐ জাতীয় পরিচয় পত্র যদি ভূয়া অথবা জাল হয় তাহলে কোনো ইনফরমেশনই দেখাবে না এবং নম্বর ভুল হয়েছে বলা হবে। এক্ষেত্রে মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যাবে যে ঐ জাতীয় পরিচয় পত্রটি নকল।

পাশাপাশি অন্যান্য সাইট অথবা অ্যাপ এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে গেলেও একই বিষয়টি ঘটবে। জাল NID কার্ড এর তথ্য কোনো সাইটেই খুঁজে পাওয়া যাবেনা। তাই যেকোনো সাইটেই NID কার্ড চেক করার সময় যদি ERROR লেখা উঠে অথবা কোনো ইনফরমেশন খুঁজে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে ঐ জাতীয় পরিচয় পত্রটিতে সমস্যা রয়েছে। 

শেষকথা

বর্তমানে অপরাধের হার বেড়ে যাওয়ার পাশাপাশি জালিয়াতির নিত্যনতুন পন্থা আবিষ্কার হচ্ছে। তারই একটি অংশ হিসেবে নকল ও ভুয়া জাতীয় পরিচয় পত্র অহরহ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে নকল NID কার্ড তৈরী শাস্তিযোগ্য অপরাধ হলেও প্রতারকরা প্রতিনিয়ত নকল NID কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে।

তাই নিরাপত্তা অথবা অন্য যেকোনো কারণে যখনই কারো জাতীয় পরিচয় পত্র সংগ্রহের প্রয়োজন হবে, সেটি ভালোভাবে যাচাই করে নিবেন। বর্তমানে তথ্য প্রযুক্তির বদৌলতে ক্ষণিকের মধ্যেই যেকোনো জাতীয় পরিচয় পত্র যাচাই করে নেওয়া যায়। এর ফলে একদিকে সাধারণ নাগরিকদের ভোগান্তি কমেছে অন্যদিকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত হচ্ছে। সেইসাথে প্রতারকদের প্রতারণার ফাঁদ হতে বাঁচতে হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র নিয়ে আরো বেশী সচেতন থাকতে হবে। 

জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর / FAQ

১. জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় কী? 

উত্তর: নিজের জাতীয় পরিচয় পত্রটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে অথবা হারিয়ে গেলে আপনার নিকটস্থ থানায় একটি জিডি করুন। সেই জিডির কাগজ নিয়ে উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে আপনাকে নতুন জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে। 

২. জাতীয় পরিচয় পত্রে ভুল থাকলে সংশোধনের উপায় কী?

উত্তর: জাতীয় পরিচয় পত্রে কোনো ভুল থাকলে তা নির্বাচন অফিসে গিয়ে সংশোধন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। 

৩. জাতীয় পরিচয় পত্র বানানোর সময় কি কি কাগজপত্র লাগে?

উত্তর: নতুন ভোটার হওয়ার সময় অর্থাৎ জাতীয় পরিচয় পত্র বানানোর সময় বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যথা: জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, প্রত্যয়ন পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউটিলিটি বিলের কপি ইত্যাদি। 

আরও পড়ুন-

ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়

Leave a Comment