ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স নতুন করে থাকলে চেক করার মাধ্যমে নিশ্চিত হতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স (driving licence) যথার্থই তৈরি হয়েছে কিনা। তবে লাইসেন্স চেক করার জন্য প্রথমে নিয়ম কানুন গুলো জেনে নিন পেজের মাধ্যমে।

বিশেষ করে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স (driving licence) এর জন্য আবেদন করেছেন। সবার মনে চিন্তা থাকে যে আমার লাইসেন্স টি কবে পাবো, এটি সঠিকভাবে হয়েছে কিনা বা ছবি ঠিকঠাক এসেছে কিনা, কবে নাগাদ লাইসেন্স হাতে পাব ? আজকে আমরা ড্রাইভিং লাইসেন্স চেক করার বিভিন্ন উপায় নিয়ে  আলোচনা করব।

আরও পড়ুনঃ Quora মার্কেটিং কি? কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন

ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৩ 

ড্রাইভিং লাইসেন্স (driving licence) পাওয়া যেন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা লাইসেন্সের আবেদনের পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কারো কারো লাইসেন্স পেতে কয়েক বছর লেগে যায় আবার কেউ কেউ কয়েক মাসের মধ্যে পেয়ে যায়। লাইসেন্স এর আবেদনের পর এটি কত দিনের মধ্যে পাওয়া যাবে,  এটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা ইত্যাদি তথ্য জানতে হলে ড্রাইভিং লাইসেন্স (driving licence) চেক প্রয়োজন হয়। বর্তমানে লাইসেন্স চেক করার বিভিন্ন উপায় রয়েছে এবং এগুলোর মাধ্যমে খুব সহজেই লাইসেন্স চেক করা সম্ভব হয়।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সময় বিআরটিএ অফিস থেকে একটি ফরম দেওয়া হয়। এই ফর্মে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। এই রেফারেন্স নাম্বার এর মাধ্যমে লাইসেন্স সম্পর্কে যেকোনো তথ্য পাওয়া যায়। অনলাইনে ওয়েবসাইট  বিআরটিএ লাইসেন্স স্ট্যাটাস এ প্রবেশ করে আপনার রেফারেন্স নাম্বার এবং জন্মতারিখ দিয়ে সহজেই লাইসেন্স চেক করতে পারবেন।  ফর্মটি দেখতে একদম নিচে ছবির মত হবে।

অনলাইনের মাধ্যমে নাম্বার দিয়ে যেভাবে ড্রাইভিং লাইসেন্স (driving licence) চেক করা যায় উল্লেখ করা হলো : 

এর জন্য আপনার দুটি তথ্য প্রয়োজন একটি রেফারেন্স নাম্বার অপরটি আপনার জন্ম তারিখ। এই দুইটি তথ্যের সাথে শুধু প্রয়োজন একটি স্মার্টফোন। লাইসেন্স চেক করার ধাপগুলি আলোচনা করা হলো :

  • প্রথমে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স (driving licence) স্ট্যাটাস ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশের পর দেখবেন একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে
  • প্রথম অপশনেই একটি ডিএল রেফারেন্স নাম্বার দেওয়া আছে। এখানে আপনার লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি প্রদান করুন। এরপর আপনার জন্ম তারিখটি নিচে সঠিকভাবে প্রদান করুন। 
  • এসব গুলি কাজ সম্পন্ন করার পর সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে লাইসেন্স এর তথ্যগুলো পেয়ে যাবেন। 
  • এবং নিচে লাইসেন্স ডাউনলোড এর অপশন দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অনলাইন কপিটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম 

বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স (driving licence) চেক করার জন্য যারা আবেদন করেছেন আবেদনের পরবর্তী পর্যায়ে তাদের স্বাক্ষর ছবি সব তথ্য নেওয়া হয়। এরপর একটি স্লিপ প্রদান করা হবে। লাইসেন্সের আবেদন হয়ে গেলে লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে অপেক্ষা করতে হবে। লাইসেন্স কবে সংগ্রহ করা যাবে সেটি বিআরটিএ অফিস কর্তৃক জানিয়ে দেওয়া হয়। কিন্তু যদি অফিস কর্তৃক লাইসেন্স পাওয়ার ডেট জানিয়ে দেওয়ার না হয় সেক্ষেত্রে যারা আবেদন করেছেন ড্রাইভিং লাইসেন্স (driving licence) স্ট্যাটাস তাদের চেক করে নেওয়া উচিত। এছাড়াও লাইসেন্স (driving licence) কখন হবে বা হয়েছে কিনা বা লাইসেন্স পাওয়ার পরেও যদি অনলাইন কপিটির প্রয়োজন হয় তবে লাইসেন্স যাচাই করলে এসব তথ্য পাওয়া সম্ভব। 

ডিএল চেকার অ্যাপ

ডিএল চেকার আপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। আপনার যদি একটি স্মার্ট ফোন থাকে তবে স্মার্টফোনের সাহায্যে প্লে স্টোর থেকে ডিএল চেকার অ্যাপটি ইন্সটল করুন। পূর্বে এই অ্যাপটি দিয়ে ড্রাইভিং লাইসেন্স (driving licence) চেক করতে সমস্যা হলেও বর্তমানে এটি খুব সহজ হয়ে গিয়েছে। যেভাবে ডি এল চেকআপের মাধ্যমে যেসব ধাপ অনুসরণ করে আপনি লাইসেন্স চেক করতে পারেন –

DL checker এপ টি ডাউনলোড করুন এই লিংক থেকে:-

  • ডিএল চেকার অ্যাপটি ইনস্টল করার পরে প্রথমে অ্যাপটিতে প্রবেশ করতে হবে। 
  • এরপর অ্যাপটিতে প্রবেশের পর  দুটি তথ্য দেওয়া থাকবে সেখান থেকে শুধু একটি তথ্য দিতে হবে। 
  • দুটি তথ্য হলো একটি বিল নম্বর বা ড্রাইভিং লাইসেন্স (driving license)  নাম্বার এবং আরেকটি হচ্ছে বিআরটিএ রেফারেন্স নাম্বার। 
  • এই দুইটির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে হবে এবং গেট ডাটা বাটনে ক্লিক করতে হবে।
  • এসব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার লাইসেন্স ছবিসহ এখানে দেখতে পাবেন এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। 

এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক

এ পর্যায়ে জেনে নেব এসএমএস এর মাধ্যমে কিভাবে ড্রাইভিং লাইসেন্স (driving license) চেক করার উপায়। এর মাধ্যমে যদি ড্রাইভিং লাইসেন্স চেক করতে চান তবে অবশ্যই কিছু ধাপ অনুসরণ করতে হবে। এসব ধাপ গুলি উল্লেখ করা হলো :

  • প্রথমেই আপনাকে মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে যেতে হবে এবং সেখানে করতে হবে DL লেখাটি অবশ্যই বড় অক্ষরের  হতে হবে।
  • এটি লিখা হয়ে গেলে মাঝখানে একটি স্পেস রেখে ড্রাইভিং লাইসেন্সের (driving license) রেফারেন্স নাম্বারটি লিখতে হবে।
  • এরপর এস এম এস টি পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে

কিছুক্ষণ অপেক্ষা করুন একটি ফিরতি এসএমএস আসবে এবং এই এসএমএস এর মাধ্যমে লাইসেন্স সংক্রান্ত আপনি সব তথ্য পেয়ে যাবেন যেমন DL 567676।

পরিশেষে

বর্তমানে পৃথিবী অনেক উন্নত হচ্ছে ফলে আমাদের আশা-আকাঙ্ক্ষা সবকিছুই যেন আকাশচূড়া। তাই প্রয়োজনে বা শখে একটি ব্যক্তিগত গাড়ি না থাকলেই নয়। আবার অনেকেই ব্যবসায়ের জন্য গাড়ি কিনে থাকে। তবে গাড়ি কেনার প্রক্রিয়া সহজ হলেও ড্রাইভিং লাইসেন্স (driving license) করা যেন খুবই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। লাইসেন্স ছাড়া বৈধভাবে ড্রাইভিং সম্ভব নয়। লাইসেন্স চেক করার বিভিন্ন উপায় উপরে আলোচনা করা হয়েছে। যেকোনো একটি উপায় অবলম্বন করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স (driving license) চেক করতে পারেন। যেটি আপনার কাছে বেশি অপেক্ষা খেতে সুবিধা মনে হয় সে পদ্ধতি বাছাই করতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ’s

১. ড্রাইভিং লাইসেন্স কিভাবে চেক করা যায়?

উত্তর: রেফারেন্স নম্বর ও জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে।

২. মোবাইল নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়?

উত্তর: মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে DL<space>Reference Number লিখে সেন্ড করতে হবে ২৬৯৬৯ নম্বরে।

৩. রেফারেন্স নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা কি যায়?

উত্তর: BRTA driving license checker app গিয়ে রেফারেন্স নম্বর দিয়ে চেক করা যায়।

আরও পড়ুন-

Drop Shipping বিজনেস কী? ড্রপশিপিং ব্যবসা করার সুবিধা

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

Leave a Comment