ক্যান্সারের লক্ষণ

ক্যান্সারের লক্ষণ

ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ এটিকে মরণ ব্যাধি মনে করে। যার মানে ক্যান্সার হলে মৃত্যু অনেকটা নিশ্চিত এমনটাই অধিকাংশ মানুষের ধারনা। কিন্তু ৭০ এর দশকের পরে ক্যান্সারে আক্রান্ত মানুষের বেঁচে থাকার হার প্রায় তিনগুণ বেড়েছে। আর এর সবই সম্ভব হয়েছে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর কারণে।

ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করানোর জন্য ক্যান্সারের লক্ষণ গুলো জানা খুব জরুরী। ক্যান্সার খুব মারাত্মক পর্যায়ে না গেলে চিকিৎসার মাধ্যমে একটি ভাল ফলাফল পাওয়া সম্ভব।

কিন্তু সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় আমরা ছোট-খাট উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে অনিহা প্রকাশ করি বা সেগুলোকে তেমন গুরুত্ব দেই না। যা পরবর্তিতে বড় আকার ধারন করে এবং চিকিৎসা বিজ্ঞানের আওতার বাইরে চলে যায়। আর যার ফলাফল প্রায় সবার জানা।

ক্যান্সারের লক্ষণ

ক্যান্সারের ১০ টি লক্ষণ

মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন সে রোগের উপসর্গ বা লক্ষন দেখা দেয় ক্যান্সারও এর ব্যতিক্রম না। ক্যান্সারে আক্রান্ত রোগীর লক্ষন গুলো হলো:

দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করা 

দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করা ক্যান্সারের  লক্ষণ। আপনি যদি দীর্ঘ সময় ধরে কান্ত অনুভব করেন, তাহলে এটা অনেক রোগের লক্ষণ হতে পারে। এটা ক্যান্সারও হতে পারে।  মলাশয়ের ক্যান্সার  বা ব্লাড ক্যান্সার  হলে সাধারণত এই লক্ষণ দেখা যায়। আপনি যদি কোন কাজ করে দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করেন তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন

শরীরের দীর্ঘদিনের ব্যথা

শরীরের দীর্ঘদিনের ব্যথা ক্যান্সারের লক্ষণ গুলোর মধ্যে অন্যতম একটি লক্ষন। কোন কারণ ছাড়া যদি শরীরে দীর্ঘদিন ধরে ব্যথা হয়, এবং সেই ব্যথা যদি ওষুধ খেয়ে না কমে তাহলে ভাববেন আপনার শরীরে কোন রোগে আক্রমণ হয়েছে। শরীরের কোন জায়গায় ব্যথা করে তার ওপর নির্ভর করে কি ধনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে।

ক্যান্সার ছাড়া অন্য কারনেও শরীর ব্যথা হতে পারে। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে বিলম্ব না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

হঠাৎ ওজন কমে যাওয়া

কোন কারণ ছাড়া হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া ভালো লক্ষন না। অনেক ক্যান্সার রোগীর শরীরের ওজন হঠাৎ করে দ্রুত কমে যায়। শরীরের ওজন হঠাৎ করে দ্রুত গেলে কমে গেলে, দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন।

অস্বাভাবিক মাংসপিণ্ড দেখা

আপনি যদি শরীরের কোন অংশে অস্বাভাবিক মাংসপিণ্ড দেখতে পান বা জমাট দেখতে পান তাহলে এটা চিন্তার বিষয়। শরীরের মাংস পিণ্ড দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। শরীরের মাংস পিণ্ড দেখা দেওয়া ক্যান্সারের লক্ষণ গুলোর মধ্যে একটি।

ঘন ঘন জ্বর হওয়া

ঘন ঘন জ্বর হওয়া ভালো লক্ষন না, এটি ক্যান্সারের লক্ষণ গুলোর মধ্যে একটি। যদি আপনার কয়দিন পর পর জ্বর হয় তাহলে কাল ক্ষেপন না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ক্যান্সার হলে শরেীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে যার কারনে ঘনঘন জ্বর হয়।

ত্বকের অস্বাভাবিক পরিবর্তন দেখা দেওয়া

আমরা অনেকেই জানি যে ত্বকে ক্যান্সার হয়, যাকে স্কিন ক্যান্সার বলা হয়স্কিন ক্যান্সারের প্রথম লক্ষন ত্বকের অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়া। যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের  ফুসকি দেখা যাওয়া। শরীরের কোন অংশে ঘা হলে সেটা তাড়াতাড়ি  ভালো না হওয়া ইত্যাদি। তকে ক্যান্সার হলে এসব লক্ষণ দেখা দেয়।

তবে এসব লক্ষন ক্যান্সার ছাড়া অন্য রোগের কারনেও দেখা দিতে পারে। এসব লক্ষন ক্যান্সারের কারনে দেখা দিচ্ছে নাকি অন্য কোনো কারনে তা নির্ধারন করার জন্য ডাক্তারের পরামর্শ দেয়া জরুরী।

খাবারের প্রতি অনিহা

হঠাৎ করে খিদে কমে যাওয়া, খাবার খাওয়ার প্রতি অনীহা আসা, খাবার খেলে পেটে ব্যথা করা, নিয়মিত বদহজম হওয়াও ক্যান্সারের লক্ষন গুলোর মধ্যে একটি। এমনটি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিনভ

অকারণে রক্তক্ষরণ হয়

অকারনে বা কোনো প্রকার আঘাত পাওয়া ছাড়াই নাক, কান, মুখ দিয়ে রক্ত বের হয় ব্লাড ক্যান্সারের লক্ষন। এমনটা হলে রোগী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাই শরীরের কোন অঙ্গ দিয়ে অকারনে যদি রক্ত বের হয় সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

গলা ব্যথা

ক্যান্সার হলে গলা ব্যথা করে। ঠান্ডা কিছু খেলে সাধারণত গলা ব্যথা করে। কিন্তু অনেকের সবসময়ই গলা ব্যথা করে।  গলা ব্যথা করলে সব সময় ক্যান্সার হয় না। টনসিল বা ্লেএমন অনেক কারনে গলা ব্যথা হতে পারে। কিন্তু সবসময় ব্যথা করলে বিষয়টা নিয়ে ভাবা জরুরী।

স্তন ক্যান্সারের লক্ষণ

  • স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া
  • স্তনবৃন্তের আকারে পরিবর্তন
  • স্তনের আকার বা আকৃতির পরিবর্তন
  • স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া
  • স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া
  • স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া
  • বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া

ক্যান্সার কি

মানুষের দেহ অনেকগুলি কোষ দ্বারা গঠিত এবং এই কোষগুলিতে সর্বদা বিভাজন থাকে। এটি একটি সাধারণ প্রক্রিয়া যেখানে শরীর নিয়ন্ত্রণ করা হয়। তবে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা কোষের রোগটিকে ক্যান্সার বলে। এতে, কোষগুলি অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং দেহের বিকাশ ব্যবস্থায় বাধা দেয়।

উপসংহার

উপরে যে সব লক্ষণগুলো তুলে ধরা হয়েছে এগুলোই ক্যান্সারের লক্ষণ। তবে কেন্সার ছাড়াও এসব লক্ষন দেখা দিতে পারে। সব লক্ষণ এর মধ্যে কোন একটা লক্ষণ যদি আপনার শরীরে দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কারন অধিকাংশ ক্যান্সার-ই প্রাথমিক অবস্থা থেকে চিকিৎসা নিলে নিরাময় সম্ভব। পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আরও পড়ুন-

প্রেসার লো হলে কি খেতে হবে

Leave a Comment