৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল, দাম ও ফিচার

৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

আজকাল স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। অনেকেই আছেন যারা সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সবসময় ফোন ব্যবহার করেন। ছোট থেকে বড় সব কাজই এখন স্মার্টফোনে সম্পন্ন হয়। অনলাইন শপিং থেকে শুরু করে যে কোনও জরুরি কাজ, সবই ফোনের মাধ্যমে করা সম্ভব। 

কিছু মানুষ শুধুমাত্র প্রয়োজনের সময় ফোন ব্যবহার করেন। তাদের জন্য অনেক টাকায় ফোন কিনতে ইচ্ছুক নন। তাদের জন্য বাজারে কিছু ভালো স্মার্টফোন আছে, যেগুলি কিনতে প্রচুর টাকা খরচ করতে হবে না। এমনকি আপনি মাত্র ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন পেতে পারেন। এগুলি বাজারের মিড-রেঞ্জের ফোন।

নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সবার হাতেই শোভা পাচ্ছে নানান ব্র্যান্ডের, নানান ডিজাইন, নানান মূল্যের ও বৈশিষ্ট্যের ফোন। অনেকের আবার কাজের সুবাদে থাকছে একাধিক ফোন। আজ আমরা জেনে নেব ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কোনগুলো বাজারে রয়েছে।

৫০০০ টাকার মধ্যে সেরা মোবাইল

প্রাথমিক সময়ে মোবাইল শুধু যোগাযোগ বা কথাগুলোর পরিমাণ বেড়ে দাড়িয়েছে অনেক বেশি। প্রতি বছর এমনকি প্রতি মাসেই বের হচ্ছে নতুন নতুন ফিচার ও মডেলের ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল। আমরা আজ জেনে নেব কম মূল্যে বা ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন কোনগুলো সেই সম্পর্কে।

১। SYMPHONY V-99 + 3g

  • ডিসপ্লে- পাঁচ ইঞ্চি
  • প্রসেসর কোয়াড- কোর
  • র‍্যাম ( RAM)- ১ জিবি
  • রম /স্টোরেজ (ROM)-  ৮ জিবি
  • পেছনের ক্যামেরা (Back Camera) ৫ মেগাপিক্সেল
  • সামনের ক্যামেরা (Front Camera)  ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি ক্যাপাসিটি লিথিয়াম আই-অন ২০০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৩৮৯০ ( তিন হাজার আটশত নব্বই
৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

এই ফোনটির ব্যবহারের পর রিভিউ যথেষ্ট ভালো পাওয়া গিয়েছে, যদি সাড়ে তিন হাজারের ওপর একটু ভালো মোবাইল কিনতে চান তাহলে এই মোবাইলটি বেশ ভালো পছন্দ হবে আশা করি।

২। WALTON PRIMO E-12 4g

  • ডিসপ্লে- পাঁচ ইঞ্চি
  • প্রসেসর –  কোয়াড কোর প্রসেসর
  • প্রাইমারি ক্যামেরা (Primary Camera) ৫ মেগাপিক্সেল
  • সেকেন্ডারি ক্যামেরা (Secondary Camera) ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম -১ জিবি
  • রম (স্টোরেজ)- ৮ জিবি
  • ব্যাটারি ক্যাপাসিটি -২০০০ এম এ এইচ
  • অফিশিয়াল বাজার মূল্য- চার হাজার চারশত নব্বই (৪৪৯০) টাকা 

৩। NOKIA C1

  • ডিসপ্লে- ৫.৪৫ ইঞ্চি
  • প্রসেসর -কোয়াড কোর ১.৩ (গিগা হার্জটস)
  • রম /স্টোরেজ (ROM)- ১৬ জিবি
  • র‍্যাম (RAM)-১ জিবি
  • ক্যামেরা- ৫ মেকাপিক্সেল
  • ব্যাটারি- ২৫০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৫০০০(পাঁচ হাজার) টাকা

৪। MAXIMUS p11

  • ডিসপ্লে- ৫.৪৫ ইঞ্চি
  • প্রসেসর- কোয়াড কোর প্রসেসর
  • মেইন ক্যামেরা (Main Camera) – ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা (Front Camera)- ৫ মেগাপিক্সেল 
  • র‍্যাম (RAM)- ২ জিবি
  • রম /স্টোরেজ( ROM)- ১৬ জিবি
  • ব্যাটারি- ৩১০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৪৯৯০ ( চার হাজার নয়শত নব্বই টাকা )

৫। WALTON PRIMO E11

  • ডিসপ্লে-  ৫ ইঞ্চি আই পি এস (এল সি ডি) এইচ ডি +
  • প্রসেসর- কোয়াড কোর প্রসেসর
  • মেইন ক্যামেরা- ৫ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম (RAM)- ১ জিবি
  • রম/ স্টোরেজ (ROM)- ১৬ জিবি
  • ব্যাটারি- ২০০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৪২৯৯ (চার হাজার দুইশত নিরানব্বই টাকা)

৬। ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল – ITEL MAGIC 3

  • ওয়েট (ওজন)- ১২০ গ্রাম
  • নেটওয়ার্কের ধরন- 2g
  • র‍্যাম (RAM)- ৮ এম বি
  • রম /স্টোরেজ (ROM)- ৮ এম বি
  • কার্ড স্লট- মাইক্রো এস ডি থেকে ৬৪ জিবি
  • নেটওয়ার্ক সিম- ডুয়াল সিম
  • ডিসপ্লে- ২.৪” ইঞ্চি
  • টাচ কিপ্যাড ডিসপ্লে
  • মাল্টিমিডিয়া- এম পি থ্রি, এম পি থ্রি
  • ব্যাটারি- ১৫০০ এম এ এইচ
  • বাজারমুল্য- ২১০০ টাকা (দুই হাজার একশত টাকা) 

৭। SYMPHONY V-128

  • ডিসপ্লে-  ৫.৭ ইঞ্চি এইচ ডি +
  • প্রসেসর- কোয়াড কোর প্রসেসর
  • মেইন ক্যামেরা (Main Camera)- ৫ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা (Front Camera) – ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম (RAM)- ১ জিবি
  • রম/ স্টোরেজ (ROM)- ৮ জিবি
  • ও এস (O S)-এন্ড্রয়েড  অপারেটিং সিস্টেম
  • ব্যাটারি- ২০০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৪৫৯০ টাকা (চার হাজার পাঁচশত নব্বই টাকা)

৮। SYMPHONY i12

  • ডিসপ্লে – ৫.৪৫ ইঞ্চি
  • প্রসেসর – কোয়াড কোর প্রসেসর
  • মেইন ক্যামেরা (Main Camera)- ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা (Front Camera) – ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম (RAM)- ১ জিবি
  • রম/ স্টোরেজ (ROM)- ১৬ জিবি
  • ব্যাটারি- ২৪০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৪৩৯০ টাকা (চার হাজার তিনশত নব্বই)

৯। TECNO POP 5S

  • ডিসপ্লে – ৫.৪৫ ইঞ্চি
  • সেলফি ক্যামেরা  (Selfie Camera)- ২ মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরা (Back Camera) – ৫ মেগাপিক্সেল
  • র‍্যাম (RAM)- ২ জিবি
  • রম/ স্টোরেজ (ROM)- ৩২ জিবি
  • ব্যাটারি-  ৩০২০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৫০০০ টাকা (পাঁচ হাজার টাকা)

১০। MAXIMUS P9

  • ডিসপ্লে – ৫.৪৫ ইঞ্চি
  • প্রসেসর- কোয়াড কোর প্রসেসর
  • সেলফি ক্যামেরা  (Selfie Camera)- ৫ মেগাপিক্সেল
  • ব্যাক ক্যামেরা (Back Camera) – ৮ মেগাপিক্সেল
  • র‍্যাম (RAM)- ১ জিবি
  • রম/ স্টোরেজ (ROM)- ৮ জিবি
  • ব্যাটারি-  ২২০০ এম এ এইচ
  • বাজারমূল্য- ৫০৯৯ টাকা (পাঁচ হাজার  নিরানব্বই টাকা)

১১। SYMPHONY V105

  • ডিসপ্লে -৫ ইঞ্চি
  • অ্যানড্রয়েড – ওরিও ৮.১ গো এডিশন
  • র‍্যাম – ১জিবি
  • রোম – ৮ জিবি
  • ব্যাটারি – ২২০০ এম এ এইচ
  • ক্যামেরা – ডুয়েল
  • বাজারমূল্য – ৪১০০ টাকা

১২। WALTON PRIMO F9

  • ডিসপ্লে – ৫.৪৫ ইঞ্চি
  • অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিশন
  • র‍্যাম – ১ জিবি ডিডিআর৩
  • রোম- ১৬ জিবি
  • ব্যাটারি -২৫০০ এম এ এইচ
  • ক্যামেরা – সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেল
  • বাজারমূল্য – ৫০০০ টাকা

১৩। MAXIMUS P7 PLUS

  • ডিসপ্লে – ৫.৪৫ ইঞ্চি
  • অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও গো এডিশন
  • র‍্যাম – ১ জিবি
  • রোম- ৮ জিবি
  • ক্যামেরা – সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেল
  • বাজারমূল্য – ৪৯০০ টাকা

১৪। MICROMAX Bolt Q381

  • সিম – ডুয়েল
  • র‍্যাম – ১ জিবি
  • রোম- ৮ জিবি
  • ক্যামেরা – সামনে ০.৩ মেগাপিক্সেল ও পিছনে ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি -২০০০ এম এ এইচ
  • বাজারমূল্য – ৪৯০০ টাকা

১৫। ITEL A23 PRO

  • প্রসেসর – কোয়াড কোর 1.4GHz
  • ডিসপ্লে – ৫ ইঞ্চি
  • অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ৯ পাই গো এডিশন
  • র‍্যাম – ১ জিবি
  • রোম- ৮ জিবি
  • ব্যাটারি -২৪০০ এম এ এইচ
  • ক্যামেরা – সামনে ০.৩মেগাপিক্সেল ও পিছনে ২মেগাপিক্সেল
  • বাজারমূল্য – ৪৯০০ টাকা

শেষ কথা

মোবাইল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাড়িয়েছে। সাধ্যের মধ্যে ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল আপনারা চাইলে উপরে উল্লেখিত যেকোন মোবাইলটি আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। চলার প্রতিটি পদক্ষেপে মোবাইলের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করতে পারি না, তবে এর অধিক ব্যবহার কেড়ে নিতে পারে আমাদের মানসিক ও শারীরিক প্রশান্তি।

আরও পড়ুন-

নতুন মোবাইল ফোন 2023, বাজারদর ও ফোনের বৈশিষ্ট্য

Leave a Comment