দারাজ অনলাইন শপিং
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এই বিষয় নিয়ে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তাই আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক। দারাজ অনলাইন শপিং থেকে পণ্য কেনার বিস্তারিত সকল তথ্য সম্পকে। বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ।
এখন মানুষ প্রযুক্তির ফলে ঘরে বসেই পুরো দুনিয়া ঘুরতে পারে, সকল সেবা সমুহ গ্রহণ করতে পারে। একটা সময় ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন- খাবার, পোশাক, বিভিন্ন প্রসাধনী, ঔষুধ ইত্যাদি কিনার জন্য বাজারে যেতেই হত। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই সকল পণ্য বাজারে না গিয়ে ঘরে বসেই অনলাইনে অর্ডার করার মাধ্যমে পাওয়া যাচ্ছে।
আপনি শুধু অর্ডার করবেন। ব্যাস কাজ শেষ। পণ্য আপনার ঘরের দরজায় চলে আসবে। অনলাইনে কেনা কাটা করার কথা যখন আসলোই তখন বলে রাখি বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান হলো দারাজ অনলাইন শপিং। যেখানে একজন মানুষের দৈন্দিন জীবনে যা যা প্রয়োজন এক কথায় সব পাবেন হাতের নাগালের মধ্যে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে দারাজ এ নিজের প্রয়োজনীয় পন্যটি দেখে,
কিনার জন্য অর্ডার করবে। তাই দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এর বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানব। আপনি যদি দারাজে অর্ডার করার নিয়ম এর বিষয়ে জেনে নিতে চান তাহলে কিন্তু আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কারন আজকে আমি এ বিষয়ে বিস্তারিত সব বলব।প্রিয় পাঠক, তার আগে চলুন জেনে নিই দারাজ থেকে শপিং করার সুবিধা গুলোর বিষয়ে কিছু বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ গ্রাফিক্স ডিজাইন কি
দারাজ অ্যাপ থেকে পণ্য কেনার সুবিধা
দারাজ থেকে ভালো মানের পণ্য আপনি পেতে পারবেন। আমরা সবাই ঈদ, পুজো কিংবা কোন উৎসব ছাড়াও পোশাক ও সাজসজ্জা কিনে থাকি। এবং আমাদের কিনা জিনিসটা যাতে ভালো হয়। তার প্রত্যাশা আমরা সকলেই করি। আর এই দারাজে আপনার পছন্দমত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এবং সময়মত প্রোডাক্ট হাতে পেতে পারবেন। তাছাড়া কোন ঝামেলা ছাড়াই একসাথে অনেক গুলো পণ্য আপনি অর্ডার করতে পারবেন।
এবং আপনাকে সাথে সাথেই কিন্তু পেমেন্ট করতে হবে না। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি বা নগদ মূল্য পরিশোধ করতে পারবেন। আর যদি টাকা দিয়েই অর্ডার করতে চান তাহলে আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যেমনঃ বিকাশ, নগদ রকেট, উপায় ইত্যাদির মাধ্যম। তাছাড়া দারাজে বিভিন্ন উৎসব উপলক্ষ্যেই বেশিরভাগ পণ্যেই আপনি কিছু পরিমাণ discount পেতে পারবেন। যা আপনার জন্য বেশ লাভজনক। তো মুলত এগুলোই ছিলো দারাজ থেকে শপিং করার সুবিধা।
দারাজ থেজে আপনি যদি কোন একটি প্রোডাক্ট ক্রয় করতে চান, তাহলে সবার আগে প্রয়োজন দারাজ App। তাই সবচেয়ে আগে আপনার এন্ড্রয়েড মোবাইলে Daraz App টি ডাউনলোড করে নিতে হবে। এরপর দারাজ অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে এটি install করে নিতে হবে। এবার কিভাবে দারাজ থেকে পন্য কিনবেন তারর নিয়ম জানার জন্য নিচের স্টেপ গুলো follow করুন।
ধাপঃ ১
Daraz App টি নিজের ফোন এ install করার পর আপনাকে দারাজ অ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে আপনি একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে বিভিন্ন পণ্যের ছবি আসবে। এবং নিচে দাম লেখা থাকবে।
ধাপঃ ২
এবার আপনাকে আপনাত প্রোডাক্টটি করতে হবে। এজন্য আপনি যে পণ্যটি কিনতে চান সেটির নাম উপরের সার্চ বারের মধ্যে সার্চ করে দেখে নিবেন।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন ও কিভাবে করবেন
ধাপঃ ৩
এবার যদি দেখেন আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটি পেয়ে গেছেন তবে সেটি বাছাই করে নিতে হবে। যেটা পছন্দ হয়েছে সেটির উপর এবার ক্লিক করবেন। ক্লিল করার পর দেখবেন Buy Now লেখা আছে। এবার Buy Now তে ক্লিক করতে হবে। আর যদি আপনি একসাথে একের অধিক পণ্য কিনতে চান তাহলে সেগুলো চার্টে যোগ করুন। বা Add to cart এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর Checkout বা চেকআউট নামের একটি অপশন দেখতে পারবেন।
এখানে ঠিকানা যোগ করুন নামে একটি অপশন আছে। এখানে আপনাকে আপনার ঠিকানা যোগ করতে হবে। অবশ্যই আপনার ঠিকানা বা address টি ভালোভাবে যোগ করে নিন। কারন এই ঠিকানায়ই আপনার পণ্য পাঠনো হবে। এরপর আপনাকে আপনার phone number এবং email address যোগ করতে হবে। এরপর দেখবেন নিচে ডেলিভারি চার্জ কত তা দেওয়া আছে। তারপর সে অনুযায়ী টাকা পেমেন্ট করতে হবে। মানে ডেলিভারি চার্জ আগে জমা দিতে হবে।
এবারে একদম নিচে চার্জ সহ প্রোডাক্টের মোট মূল্য দেখতে পারবেন। এরপর সেখান থেকে অর্ডার প্লেস করুন অথনা Place order এ ক্লিক করতে হবে। এরপর আপনি order number নামক একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি কত তারিখের মধ্যে পণ্য হাতে পাবেন সেটিও দেখানো হবে। আর এভাবেদারাজ থেকে প্রোডাক্ট কিনতে হয়। আমি আশা করি, আপনারা সবকিছু ভালো ভাবে বুঝতে পেরেছেন। আর এভাবেই আপনারা দারাজে অর্ডার করবেন।
আপনার পণ্য কিভাবে হাতে পাবেন
দারাজ অনলাইন শপিং থেকে যখন অর্ডার করবেন, তা order করার পর যদি আপনার লোকেশন দূরে হয়। তাহলে একদিন অথবা দুইদিন পর আপনার কাছে একটি কল আসতে পারে। যেখানে বলা হবে দারাজ বাংলাদেশ থেকে আপনি যদি অর্ডারকৃত পণ্যটি পেতে চান তাহলে ১ চাপুন আর যদি অর্ডার বাতিল করতে ২ চাপুন। যেহেতু আপনি পণ্য কিনবেন তাই আপনাকে ১ চাপতে হবে।
এরপর App এ দেওয়া তারিখ অনুযায়ী কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান আপনাকে কল করে সেই জায়গায় যেতে বলবে যেখানকার ঠিকানা আপনি নিজেই দিয়েছিলেন। এরপর আপনি আপনার পণ্যটি একেবারে হাতে পেয়ে যাবেন। আর যদি আপনার লোকেশন কাছে হয়ে থাকে তা হলে এক দিনের মধ্যেয় আপনার পণ্য টি হাতে পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম
শেষ কথা
প্রিয় পাঠক, আশা করি আপনি দারাজ অনলাইন শপিং এই সম্পর্কে জানতে পেরেছেন। প্রযুক্তির কারনে আজ আমরা ঘরে বসেই বাইরের সব কিছু সব সহজেই উপভোগ করতে পারছি। দারাজ এমন একটি App যেখান থেকে খুব সহজেই আপনি ঘরে বসে সব কিনতে পারছেন। আর যারা এতদিন দারাজ থেকে কিভাবে পণ্য ক্রয় করতে হয়। তা জানতেন না তারা আজ আমার আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই জেনে গেলেন। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দ পণ্যটি দারাজে অর্ডার করে ফেলুন। শেষ পয়ন্ত আমাদের সাথে থাকার জন্য আপনার “ধন্যবাদ” আপনার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।
আরও পড়ুন-
Quora মার্কেটিং কি? কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন
Drop Shipping বিজনেস কী? ড্রপশিপিং ব্যবসা করার সুবিধা