রাউটার কি
আজ আমরা জানবো Wifi রাউটার কী রাউটার কিভাবে কাজ করে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। রাউটার বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। রাউটার নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। রাউটার এমন একটি নেটওয়ার্ক যা দুইটি ডিভাইস এর মধ্যে সংযোগ স্থাপন করে। রাউটার ওয়াইফাই লাইন থেকে নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইসে সরবরাহ করে থাকে। রাউটার ছাড়া ওয়াইফাই লাইন চালানো অসম্ভব।
রাউটারের বিভিন্ন ধরন রয়েছে, তবে বেশির ভাগ রাউটার ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) এবং ডব্লিউ এ এন (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক) এর মধ্যে ডেটা সংযোগ করে। সাধারণত আমরা ল্যান রাউটার ব্যবহার করে থাকি।
আরও পড়ুনঃ ২০২৩ সালের সেরা ১০টি স্মার্টফোন এর তালিকা
রাউটার কাকে বলে
রাউটার ছাড়া বর্তমান সময়ে কোন ইন্টারনেট ডেটা আদান প্রদান করা সম্ভব না। রাউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়। নির্দিষ্ট একটি সংযোগ স্থান থেকে সকলগুলো ডিভাইস একই ডাটার মাধ্যমে চালানো হয়।
রাউটার হল এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যাকে একটি কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস বলা যেতে পারে।
এ নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংযোগ স্থাপন করা এবং ডাটা আদান প্রদান করা যায়। রাউটার প্রধান কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। সকল ডিভাইস একটি নির্দিষ্ট সংযোগের মধ্যে রাখা। এই যোগাযোগ স্থাপন করতে আইপি এড্রেস এর ব্যবহার করা হয়।
রাউটার এর কাজ কি?
মোবাইল ডেটা ব্যয়বহুল হওয়ার ফলে সবাই ওয়াইফাই ডেটা ব্যবহার করা শুরু করেছে। ওয়াইফাই ডেটা কম খরচে ব্যবহার করা যায় এবং কাজের ভালো গতি পাওয়া যায়। বর্তমান সময়ে অফিস, আদালত, বাসা বাড়ি সব জায়গায় ওয়াইফাই ডেটা ব্যবহার করা হয়। ওয়াইফাই ব্যবহার করার জন্য প্রয়োজন রাউটার। রাউটার ছাড়া ওয়াইফাই চালানো অসম্ভব।
wifi সংযোগ রাউটারের মাধ্যমে কম্পিউটার মোবাইল ফোনে ডেটা আদান প্রদান করা হয়। রাউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়। ওয়াইফাই এর একটি সংযোগ থেকে অনেকগুলো ডিভাইসের সাথে সংযোগ করা হয় রাউটারের মাধ্যমে। যার ফলে কম খরচে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা সম্ভব হয়।
রাউটার এর কাজ সংযোগ স্থাপন করা। সংযোগ ছাড়া কোন ধরনের ডেটা আদান প্রদান করা সম্ভব হয় না। এ কারণে, রাউটার ছাড়া ওয়াইফাই সংযোগ স্থাপন করা সম্ভব না। দিন দিন রাউটারের জনপ্রিয়তাবৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
রাউটার এর প্রকারভেদ: রাউটার কিভাবে কাজ করে।
রাউটারের কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাউটার ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে বাসা বাড়ির জন্য এক ধরনের অফিস আদালতের জন্য এক ধরনের রাউটার ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে কিছু জনপ্রিয় রাউটার রয়েছে। নিম্নে জনপ্রিয় কিছু রাউটার সম্পর্কে আলোচনা করা হলো:
- Broadband Routers
- Wireless Routers
- Core Routers
- Edge Routers
- Inter provider border Routers
উপরে যেসব রাউটারের উল্লেখ করা হয়েছে চলুন জেনে নেই এসব রাউটার কিভাবে কাজ করে।
১. Broadband Routers
Broadband Routers গুলো দুইটি বা তার চেয়ে অধিক কম্পিউটারগুলোর সংযোগ এর জন্য ব্যবহার করা হয়। পরস্পরের সাথে ইন্টারনেট কানেকশন করা হয় এ রাউটার দিয়ে। Broadband Routers এর মাধ্যমে অনেক গতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব।
এই রাউটার গুলো দিয়ে Wired connection এর মাধ্যমে Modem থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করা যায়। তারপর আপনার অফিস বা বাসা থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট কানেকশনের জন্য Broadband Routers ব্যবহার করা হয়।
২. Wireless Routers
বর্তমান সময়ে Wireless Routers এর ব্যবহার ও চাহিদা অনেক। অফিসের কাজে বা ব্যক্তিগতভাবে বাসায় ব্যবহার জন্য এ রাউটার সবার কাছে জনপ্রিয়। বেশিরভাগ বাসাবাড়িতে Wireless Routers দেখা যায়।
এই রাউটার গুলোর মাধ্যমে একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার তার ছাড়া সংযোগ স্থাপন করতে পারে। এবং অনেক গতি সম্পন্ন ভাবে তথ্যাদান প্রদান করতে পারে। এ কারণে এ রাউটারকে ওয়ারলেস রাউটার বলা হয়। এসব রাউটারের কিছু নির্দিষ্ট এরিয়া রয়েছে।
নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে থাকে। এ কারণে বাসা বাড়িতে এবং অফিসে Wireless Routers ব্যবহার করা হয়ে থাকে। এ রাউটার নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড ব্যবহার করার ফলে সুরক্ষিতভাবে রাউটার ব্যবহার করা যায়। অন্য কেউ কোন ধরনের ডিভাইস এই রাউটারে সংযোগ করতে পারে না।
৩. Core Routers
Core Routersএর মাধ্যমে, বিভিন্ন আলাদা আলাদা স্থানে থাকা রাউটার গুলো একসাথে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়। ধরুন আপনার বাসায় বা কোম্পানিতে ১১ টি রাউটার ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। এখন সেই ১১ টি ভিন্ন ভিন্ন রাউটার গুলো একসাথে পরস্পরের সাথে সংযোগ করার জন্য Core Routers ব্যবহার করতে হয়।
৪. Edge Routers
Edge Routers গুলোকে internet service provider বা ISP পাশে বসানো হয়। বাহিরের protocol যেমন Border Gateway Protocol (BGP) গুলোকে অন্য ISP এর BGP সাথে Configure করে রাখতে ব্যবহার করা হয়।
৫. Inter provider border Routers
আমরা প্রায় সকলেই ISP মানে তো অবশ্যই জানি। ISP এর অর্থ হল “Internet Service Provider”. যেমন, Link3, Amber It, BSNL, Reliance ইত্যাদি, যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এই ধরনের সংযোগ পরস্পরের সাথে যুক্ত করতে Inter provider border Routers ব্যবহার করা হয়।
রাউটার কেন ব্যবহার করা হয়?
বর্তমান সময়ে সকল কাজ ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। প্রত্যেকটা অফিসে একটি করে ইন্টারনেট সংযোগ থাকে। একটি সংযোগ থেকে প্রত্যেকটি কম্পিউটার বা মোবাইল ফোনে সংযোগ স্থাপন করতে রাউটার ব্যবহার করতে হয়। রাউটার ছাড়া কোনভাবেই একটি লাইনে অনেকগুলো ডিভাইস সংযোগ করা সম্ভব না। অনেক সময় অফিসের প্রত্যেকটি কম্পিউটার একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে সংযোগ করতে রাউটার ব্যবহার করা হয়।
এছাড়া একটি মডেলের সাহায্যে সকল ডিভাইস চালানোর জন্য রাউটার ব্যবহার করতে হয়। রাউটার ব্যবহারের ফলে কম খরচে অনেকগুলো ডিভাইস পরস্পরের সাথে সংযোগ স্থাপন করা যায়।
আরও পড়ুনঃ টিকটকে ভাইরাল হওয়ার উপায়
রাউটার কিভাবে কাজ করে
সাধারণত রাউটারে কাজ করছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ইন্টারনেট সংযোগ প্রদান করার। সাধারণভাবে বলতে গেলে রাউটার তাদের ডাটা প্যাক ফরওয়ার্ড করে একটি নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ডিভাইস সংযোগ করে। রাউটার ডেলিভারি বয় এর মত কাজ করে। কোম্পানির মাল যেমন ডেলিভারি বয় প্রত্যেকটা দোকানে দোকানে পৌঁছে দেয় ঠিক একই ভাবে রাউটার তার ইন্টারনেট প্যাকেজ প্রত্যেকটা ডিভাইসে পৌঁছায় দেয়।
পকেট রাউটার কি?
পকেট রাউটার কে পোর্টেবল পকেট ওয়াইফাই রাউটার বলা হয়। এ ধরনের রাউটার গুলো সাধারণ রাউটার তুলনায় অনেক ছোট হয়ে থাকে। যেকোনো সময় যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। পকেট রাউটার গুলো থাকে প্রটেবল। যার ফলে ওয়াইফাই এবং মডেম সংযোগ দেওয়া যায়। এটাই একটি সাধারন রাউটার, প্রথমে তারের মাধ্যমে মডেমের সাথে সংযোগ করতে হয়।
তারপর ওয়াইফাই ব্যবহার করে অন্যান্য ডিভাইস মডেম থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এই রাউটারটি ব্যবহার করার জন্য একটি সিম কার্ডের প্রয়োজন হয়। সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রাউটারের প্রদান করা হয়। তারপর রাউটার থেকে ওয়াইফাই সংযোগ চালু করতে হয়। আপনি যদি কোন কোম্পানির রাউটার ব্যবহার করেন তাহলে সেখানে কোম্পানির সিম কার্ড লাগানো থাকে।
পকেট রাউটার এর সুবিধা হচ্ছে আপনি যেকোন স্থানে একাধিক ডিভাইস সংযোগ করে একটি সিম থেকে চালাতে পারেন। যাতে করে এক সিমের মাধ্যমে সকল কাজ করা সম্ভব।
বাংলাদেশে পকেট রাউটার তেমন দেখা যায় না। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে এ রাউটারের অনেক জনপ্রিয়তা রয়েছে। কারণ, তারা বাংলাদেশের মানুষের থেকে অনেক পরিশ্রমী হয়ে থাকে। এসব কারণে, তারা রাউটার সব সময় কাছে রাখে।
পকেট রাউটারের সুবিধা: রাউটার এর কাজ কি?
দিন দিন পকেট রাউটার জনপ্রিয় হয়ে উঠছে। এর অনেক কারণ রয়েছে। পকেট রাউটার ব্যবহারের সুবিধা কি কি সে সম্পর্কে আলোচনা করা হলো:
- নিজের পকেটে সব সময় রাখা যায়।
- যে কোন সময় ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যায়।
- অন্যান্য রাউটারগুলোর তুলনায় এর দাম একটু কম হয়।
- এ রাউটার ব্যবহার করতে কোন তারের প্রয়োজন পড়ে না।
- একটি সিম কার্ডের মাধ্যমে অনেকগুলো ডিভাইস চালানো সম্ভব।
রাউটার এর ইতিহাস
আজ আমরা জানব, Wifi রাউটার কি রাউটার কিভাবে কাজ করে, ও এর ইতিহাস চলুন জেনে নেওয়া যাক- ১৯৭২ সালে রাউটার আবিষ্কারের কথা প্রথম মাথায় আসে। সে সময় এটিকে Gateway নামে ডাকা হতো। Computer Networking Research কোম্পানি যারা International network working group এই নামে পরিচিত ছিল। তারা একটি টিম তৈরি করে। ১৯৭৬ সালে রাউটার সর্বপ্রথম Develop করে। রাউটার আবিষ্কার করেন Ginny Strazisar ও তার টিমের সবাই মিলে।
শেষ কথা
আজ আমরা সংক্ষেপে জানলাম যে, “Wifi রাউটার কি রাউটার কিভাবে কাজ করে রাউটার এর কাজ কি? বর্তমান সময়ে একটি প্রয়োজনীয় যন্ত্র হচ্ছে রাউটার। রাউটার ছাড়া বড় ধরনের কোন সংযোগ স্থাপন করা সম্ভব না। রাউটার কানেকশন আসার ফলে খুব সহজেই কম খরচে ইন্টারনেট সংযোগ চালানো সম্ভব হচ্ছে।
রাউটার এর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ইন্টারনেট সংযোগ ডেলিভারির কাজ করে রাউটার। আশা করি সম্পূর্ণ লেখাটি পড়লে রাউটার সম্পর্কে ধারণা পাবেন। দেখার মধ্যে কোন ভুল থাকতে ক্ষমা করে দিবেন না। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন-
ফেসবুক থেকে আয় করার উপায়
কাটুন ভিডিও বানানোর অ্যাপস