ট্রেন টিকেট অনলাইন রেজিস্ট্রেশন ও টিকিট বুকিং

ট্রেন টিকেট অনলাইন

বাংলাদেশে ট্রেনে ভ্রমন করা সবচেয়ে নিরাপদ এবং ভ্রমন খরচও তুলনামূলক অনেক কম। তাই দূরপাল্লার ট্রেন ভ্রমন করাটা বেশ আরামদায়ক।

তবে বর্তমানে রেলওয়ে টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। তাই আপনি ঘরে বসেই খুব সহজে ট্রেন টিকেট অনলাইন কাটতে পারেন।

আপনাকে কষ্ট করে আর লম্বা লাইনে সারাদিন দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না।

আপনি অনলাইন থেকে ট্রেনের টিকিট ক্রয় করে নিশ্চিত মনে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। বর্তমানে ১০৪ টি আন্তঃনগর ট্রেনের টিকিট ৭৭টি ষ্টেশনে কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হয়।

দৈনিক ৯০ হাজার এবং মাসিক প্রায় ২৭ লাখ যাত্রীর টিকিট ইস্যু করা হয়। মোট টিকিটের প্রায় ৫০ শতাংশ ১৩ লাখ টিকিট অনলাইনে প্রদান করা হয়।

নতুন এই সিস্টেমে ট্রেন টিকেট অনলাইন কিভাবে কাটা যায় সে বিষয় তুলে ধরা হল।

আরও পড়ুনঃ ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচীর তথ্য সমুহ

টিকিট কাটতে প্রয়োজনীয় কাগজপত্র

ট্রেন টিকেট অনলাইন

ট্রেন টিকেট অনলাইন কাটতে নিম্নের যে কোন একটি প্রয়োজন হবে।

  • জাতীয় পরিচয়পত্র বা NID কার্ড,
  • জন্ম নিবন্ধন সনদ
  • আপনি যদি বিদেশি নাগরিক হন তাহলে  অবশ্যই পাসপোর্টের দরকার।

উপরিউক্ত যে কোন একটি জিনিস ছাড়া আপনি কখনো ট্রেনে করে ভ্রমণ করতে পারবেন না।

উপরের যে কোন একটি ডকুমেন্টস এর  মাধ্যমে আপনি প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েব পোর্টালে যাবেন এবং সেখানে নিবন্ধন করবেন।

রেজিষ্ট্রেশন  ছাড়া রেলওয়ে কোন টিকিট কাটা সম্ভব নয়। তাই NID কার্ড, জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট ভেরিফাইয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করেই বাংলাদেশ রেলওয়ে  টিকিট কাটতে পারবেন।

অনলাইনে নিবন্ধন

দুইভাবে আপনি ট্রেন টিকেট অনলাইন কাটার জন্য নিবন্ধন করতে পারবেন।যথা-

  • বাংলাদেশ রেলওয়ে টিকিট ওয়েবসাইটের মাধ্যমে  অথবা  Rail Sheba অ্যাপস এর মাধ্যমে টিকিট ক্রয় করা যায়।
  • এবং মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে।

যারা অলরেডি রেজিষ্ট্রেশন  করেছেন তারা ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে https://eticket.railway.gov.bd/ লিংক বা Rail Sheba apps দিয়ে লগইন করে রেলওয়ে টিকিট কাটতে পারবেন।

ম্যাসেজের মাধ্যমেও আপনি রেজিষ্ট্রেশনের কাজ কনফার্ম করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে BR<space>NID<space>জন্ম তারিখ (জন্ম তারিখ ফরমেট- বছর>মাস>দিন এভাবে দিতে হবে) দিয়ে এসএমএস পাঠাতে হবে  26969 নম্বরে।

ফিরতি SMS এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রেজিষ্ট্রেশন সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে।

ট্রেন টিকেট অনলাইন – নিবন্ধনের শর্ত

1.12 থেকে 18 বছরে বয়সের মধ্যে যাত্রীরা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি বাংলাদেশ ট্রেনের একাউন্ট থেকে টিকিট কাটে তাহলে ভ্রমনের সময় যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য অবশ্যই তাকে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।

2.বিদেশি নাগরিকদের রেলওয়ে টিকিট কাটতে হলে তাকে অবশ্যই পাসপোর্ট নম্বর প্রদান করতে হবে এবং পাসপোর্টের ছবি আপলোড দেওয়ার মাধ্যমে রেজিষ্ট্রেশনের কাজ  সম্পন্ন করতে পারবে।

3.ভ্রমনকালে যাত্রীকে নিজের NID অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি বা পাসপোর্ট এর ফটোকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

আপনি যদি উপরিউক্ত ট্রেন টিকেট অনলাইন কাটার নিয়মগুলো না মানেন, আপনাকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আইনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। তাই উপরের নিয়ম মেনে টিকিট কেটে নিরাপদে ভ্রমণ করুন।

তবে আপনি অনলাইনে রেজিষ্ট্রেশন করলেই যে রেলওয়ে টিকিট কিনতে পারবেন এমনটা কিন্তু নয়। যদি ট্রেনের সিট খালি থাকে তাহলে অনলাইনে ট্রেনের টিকিক ক্রয় করতে পারবেন। ফলে আপনি যদি আগে আবেদন করেন তাহলে আগে টিকিট কিনতে পারবেন।

অনলাইন রেজিষ্ট্রেশন পদ্ধতি

অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই নিম্নের ধাপগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে অনুসরণ করতে হবে। যথা-

ধাপ-১: ওয়েবসাইটে প্রবেশ করুন

রেজিষ্ট্রেশন করার জন্য প্রথম ধাপে আপনাকে প্রবেশ করতে হবে https://eticket.railway.gov.bd/ এই ওয়েব ঠিকানায়। এই ঠিকানায় প্রবেশ করার পর আপনার সামনে যে পেইজটি ওপেন হবে ঠিক তার উপরের ডান সাইডে রেজিস্ট্রেশনের অপশন দেখতে পাবেন।

ধাপ-২: রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন

রেজিস্ট্রেশন অপশনে আপনি ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফরম। এবার আপনি রেজিস্ট্রেশন ফর্মে  নিচের তথ্যগুলো দিবেন।

  • যাত্রীর পূর্ণ নাম।
  • ইমেল নম্বর।
  • মোবাইল নম্বর
  • ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড।
  • পোস্ট কোরড
  • NID নম্বর
  • ঠিকানা।

এই সব ইনফরমেশনগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করে ফরমের নিচে যে সবুজ রং চিহ্নিত দেখবেন সেখানে Sign up বোতামে ক্লিক করবেন।

ধাপ-৩: OTP কোড পূরণ ও নিবন্ধন সম্পন্ন করুন

সাইন আপ বাটনে ক্লিক করার পরপরই আপনার  মোবাইলে ফোনে একটি OTP কোড যাবে। এবার OTP কোড বসিয়ে Continue বাটনে ক্লিক করতে হবে। Continue বাটনে ক্লিক করার পর  আপনার রেজিষ্ট্রেশনের কাজ কনফার্ম হবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

রেজিষ্ট্রেশন শেষ হওয়ার পর এবার ট্রেন টিকেট অনলাইন  কাটার পালা। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে  আপনাকে  অবশ্যই নিচের  ধাপগুলো পরপর ফলো করতে হবে । যথা-

ধাপ-১: পূণরায় ওয়েবসাইটে প্রবেশ করুন

রেজিষ্ট্রেশন করার পর রেলওয়ে  টিকিট কাটার জন্য আপনাকে পুনরায় প্রবেশ করতে হবে https://eticket.railway.gov.bd/এই ঠিকানায়। এই ঠিকানার হোম পেইজে প্রাথমিক কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাকে পূরন করতে হবে। যথা-

আপনি যে স্টেশন থেকে ভ্রমন শুরু করবেন FROM এ সেই স্থানের নাম উল্লেখ করতে হবে। ধরুন আপনি যশোর থেকে যাত্রা শুরু করবেন তাহলে যশোর উল্লেখ করতে হবে।

To তে আপনি যে স্টেশন পর্যন্ত যাবেন সেই স্থানের নাম লিখুন। ধরুন আপনি কমলাপুর  পর্যন্ত যাবেন তাহলে কমলাপুর উল্লেখ করুন।

Date of Journey বা যাত্রার তারিখ উল্লেখ করতে হবে।

Choose class বা কোন শ্রেনিতে আপনি ভ্রমন করতে  চান সেটা চয়েজ করুন। যেমন AC-B, AC-S ইত্যাদি class।

অবশেষে  SEARCH TRAIN অপশনে ক্লিক করুন।

ধাপ-২: ট্রেন নির্বাচন করুন

ঠিক উপরের পেইজের নিচে SEARCH TRAIN অপশনে গিয়ে ক্লিক করুন দেখবেন আপনার সামনে যে পেইজ ওপেন হবে সেখানে দেখতে পারবেন কোন রেলওয়ে আপনি নির্ধারন করবেন। ট্রেন টিকেট অনলাইন থেকে ট্রেনের তালিকা থেকে আপনি যে কোন একটি ট্রেন নির্বাচন করুন।

ধাপ-৩: ট্রেনের কোচ বা বগি নির্বাচন করুন

আপনার নির্ধারন করা তারিখে ট্রেন সিলেক্ট করলেই সিট খালি পাবেন কিনা তাহা দেখা যাবে। যদি সিট খালি থাকে তাহলে Available সংখা দেখা যাবে।

রেলওয়ের যে কোচ অথবা বগির সিট খালি থাকবে সেখানে খেয়াল করবেন সবুজ রং চিহ্নিত BOOKING NOW স্পষ্টভাবে লেখা আছে।

অনেক সময় দেখা যায় আপনি যে তারিখে ভ্রমণ করতে চাইছেন সেই তারিখের কোন সিট খালি নাও থাকতে পারে। সেক্ষেত্রে, আপনি পেইজের উপরে PREVIOUS Day/NEXT Day এর যে কোন একটিতে ক্লিক করতে পারেন।

অর্থাৎ আপনি যে তারিখে যাত্রা শুরু করতে চাইছিলেন যদি সেই তারিখে সিট খালি না থাকে তাহলে NEXT Day বাটোনে ক্লিক করে পরের তারিখে দেখতে হবে ।

BOOKING NOW এ ক্লিক করলেই দেখতে পাবেন নিচে Select Coach অপশন চলে আসছে। এখান থেকে আপনি  KA,KHA,TA ইত্যাদি নির্বাচন করে দেখুন সিট খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে সাদা দেখা যাবে।

এরপর আপনি খালি সাদা সিটের উপর ক্লিক করুন। সাথে সাথে ডানপাশে খেয়াল করবেন Seat Details দেখা যাবে। অর্থাৎ সিটের সংখ্যা এবং মোট ভাড়া কতো তা দেখা যাবে।

ধাপ-৪: টিকিট ক্রয় করুন

আপনার পছন্দের নির্ধারিত ট্রেনের কোচ অথবা বগি জয়েজ করা হলে এবং সিট নির্বাচন করা হলেই এবার রেলওয়ে টিকিট ক্রয়ের পালা।

ঠিক সিটের উপর ক্লিক করলেই আপনার সামনে যখন Seat Details চলে আসবে তখন কোন বগির কত number সিট বুকিং করছেন তা স্পষ্টভাবে দেখতে পাবেন।

এমনকি আপনি রেলওয়ে টিকিটের দেখতে পাবেন। এবার সব কিছু যদি একদম সঠিক থাকে তাহলে Seat Details এর নিচে কন্টিনিউ Purchase বাটনে ক্লিক করতে হবে।

এবার পেজের নিচে কন্টিনিউ Purchase বোতামে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে Purchase Ticket অপশনটি চলে আসবে।

এই পেইজে Passenger Details এ Passenger Type নির্বাচন করতে হবে।

ধাপ-৫: টিকিটের ফি পরিশোধ করুন

সবশেষে মূল্য পরিশোধ করতে হবে। আপনি ট্রেনের টিকিটের মূল্য  দুই ভাবে পরিশোধ করতে পারবেন। যথা

  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
  • ডেবিট অথবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে।

আপনি যে কোন একটি মাধ্যমে টিকিট মূল্য  পরিশোধ করে আপনি আপনার টিকিট কনফার্ম  করতে পারবেন।

ধাপ-৬: টিকিট প্রিন্ট করুন

ট্রেন টিকেট অনলাইন মূল্য পরিশোধের পর আপনাকে টিকিট কেনা হয়েছে এমন একটা  সাকসেস  ম্যাসেজ দেখাবে। এই ম্যাসেজের নিচে খেয়াল করবেন সবুজ চিহ্নিত আকারে লেখা থাকবে Print Your Ticket Now এবার এই লেখায় ক্লিক করলেই আপনার টিকিট দেখা যাবে।

এরপর আপনি টিকিট ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি টিকিটটা প্রিন্ট করে নিবেন।

উপসংহার

উপরিউক্ত আলোচনা পরিশেষে আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম কিভাবে ট্রেন টিকেট অনলাইন কাটতে হয়।বিজ্ঞানের যুগে উন্নতির সাথে সাথে আমাদের জীবনযাত্রার মান ও অনেক সহজ হয়ে গেছে তাই ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারছি।

লাইনে দাড়িয়ে কষ্ট করে টিকিট কাটার দিন শেষ। তাই যারা ঈদ এবং বিভিন্ন ছুটিতে বাড়ি যেতে চান তাদের এই এই আর্টিকেলটা আশাকরি অনেক উপকারে আসবে।

ট্রেন টিকেট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। ট্রেনের টিকিট কাটার অ্যাপস কি?

উত্তরঃ আমাদের বাংলাদেশের ট্রেনের যাত্রীসেবা সহজ করার জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ রেল সেবা (Rail Sheba)। এই মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই রেলওয়ের টিকেট ক্রয় করা যায়। এছাড়া আমরা সুবিধা হিসাবে জানতে পারবো ট্রেনের রুট, টিকেটের প্রাপ্যতা, বিভিন্ন স্টেশনের ভাড়া, সময়সূচী সহ আরো অনেক কিছু।

২। কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটা যায়?

উত্তরঃ বাংলাদেশ ট্রেনের ই-সেবা ওয়েবসাইটের মাধ্যমেও রেলওয়ের টিকেট কেনা যায়। ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের ই-সেবা ওয়েবসাইট https://www.esheba.cnsbd.com এ প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনার নাম, Email এড্রেস, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে regitresion করতে হবে।

৩। ট্রেনের টিকিট কাটতে কি কি লাগে?

উত্তরঃ বাংলাদেশ ট্রেনের অনলাইন, অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হয়েছে। বাংলাদেশ ট্রেনের অনলাইনে এবং অফলাইনে আন্তঃনগর  টিকিট কাটার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক।

আরও পড়ুন-

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

Leave a Comment