টিকটকে ভাইরাল হওয়ার উপায় ও ভিউ বৃদ্ধির পদ্ধতি

টিকটকে ভাইরাল হওয়ার উপায়

বর্তমান সময়ে জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে টিকটক অন্যতম। আমাদের দেশসহ বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী টিকটকে ভিডিও আপলোডের মাধ্যমে অর্থ উপার্জন করছে। টিকটকে অর্থ আয়ের জন্য ভিডিওতে অধিক ভিউ প্রাপ্তির প্রয়োজন হয়।

এ ক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়া সবচেয়ে কার্যকর উপায়। সাধারণত, টিকটক ভিডিওটি ২.৫ লক্ষ থেকে ১ মিলিয়নের মধ্যে ভিউ পেলে সেটিকে ভাইরাল ভিডিও হিসেবে গণ্য করা হয়।

টিকটক আইডি ভাইরাল করার কিছু নিয়ম রয়েছে। নিয়ম গুলো ফলো করে টিকটক ভিডিও করলে অবশ্যই ভাইরাল হবে। আজ টিকটকে ভাইরাল হওয়ার উপায় নিয়ে আলোচনা করব।

টিকটকে ভিডিও ভাইরাল করার উপায়

১। প্রতিদিন ভিডিও দেয়া

নিয়মিত সময় করে ভিডিও দিলে টিকটক অ্যালগরিদম তা সামনে নিয়ে আসতে সাহায্য করে। দুই একটা ভিডিও দিয়ে ভাইরাল হওয়ার কথা চিন্তা করলে তা কখনো হবে না।

টিকটকে ভাইরাল হওয়ার উপায়
টিকটকে ভাইরাল হওয়ার উপায়

২। ভিডিওতে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করা

টিকটকে কিছু নির্দিষ্ট গান ও সাউন্ড নিয়মিতভাবে ভাইরাল হয়, যার ভিডিওগুলো ভিউয়াররা বারবার দেখে। ভিউয়াররা আগ্রহী যে, একই সাউন্ড ব্যবহার করে বিভিন্ন টিকটকাররা কেমন ভিডিও তৈরি করেছে। অতএব, ট্রেন্ডিং সাউন্ড মিউজিক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৩। ভাইরাল ভিডিওর সাথে লিফটিং করুন

ভাইরাল ভিডিওর সাথে লিপসিং করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লিপসিং ভিডিও করার আগে দেখতে হবে এক থেকে দুই দিনের মধ্যে কি বিষয়ের উপর ভিডিও ভাইরাল হয়েছে। সেই বিষয়ের উপর লিপসিং করতে হবে। কারণ, কোন ভাইরাল ভিডিও লিপসিং করলে টিকটক ওই ভিডিও ভাইরাল করে। কিন্তু খেয়াল রাখতে হবে ভিডিওর কোয়ালিটি যেন ভাল হয়।

৪। ভিডিওতে ইফেক্ট ব্যবহার করুন

টিকটক ভিডিও সময় বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে হবে। কারণ, টিকটক অ্যাপস অনেক ধরনের নতুন নতুন ইফেক্ট দিয়ে থাকে। সেই ইফেক্ট ব্যবহার করলে টিকটকের কাছে ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন মনে হয়। যার ফলে টিকটক ভিডিও গুলো ভাইরাল করে। টিকটক ভিডিও ভাইরাল হয় না কেন এই প্রশ্নের একটি উত্তর হতে পারে, টিকটক ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই ইফেক্ট ব্যবহার করতে হবে।

৫। কমেন্টের রিপ্লাই দিতে হবে

আপনার টিকটকের যদি কেউ কমেন্ট করে থাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে। কারণ, কমেন্টে যদি রিপ্লাই দেন তাহলে  যে কমেন্ট করেছে তার ভালো লাগে। কমেন্টের রিপ্লে দিলে আপনার একাউন্ট অবশ্যই ফলো দিয়ে রাখবে। নিয়মিত রিপ্লে দিলে ভিডিও শেয়ার করে। যার ফলে অনেকে দেখার সুযোগ পায়। এই কারণে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই কমেন্টের রিপ্লে দিতে হবে।

৬। বেশি করে ভিডিও দিতে হবে

টিকটকে ভাইরাল হওয়ার উপায় হল প্রতিদিন তিন থেকে চারটি টিকটক ভিডিও আপলোড করতে হবে। একইসাথে যেন দুটি ভিডিও আপলোড না হয়। দিনের বিভিন্ন সময় ভিডিও আপলোড করতে হবে। খেয়াল রাখতে হবে এক ঘণ্টার মধ্যে যেন দুইটা ভিডিও আপলোড না হয়। আর যে ভিডিওটি ভালো মানের সেটা অবশ্যই সন্ধ্যা ৭টার পর আপলোড দিতে হবে। ওই সময় টিকটক ব্যবহার সংখ্যা বেশি থাকে।

৭। ভিডিওর সময় ঠিক রাখা

টিকটক ভাইরাল ভিডিও সময় ৩০ সেকেন্ডের বেশি করবেন না। যদি আপনি ৩০ সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করেন এবং সেটি সম্পূর্ণভাবে দর্শকদের দ্বারা না দেখা হয়, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। সুতরাং, আপনার পুরো ভিডিওটি ৩০ সেকেন্ডের মধ্যে দেখানোর চেষ্টা করুন। এভাবে টিকটকের অ্যালগরিদমের অনুসারে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

৮। ভাইরাল গানের সাথে ভিডিও করা

যেসব গান বর্তমান সময়ে ভাইরাল সেই গানের সাথে টিকটক ভাইরাল ভিডিও করা। ভাইরাল গান সকলেই শুনে। আর যদি সেই গানে টিকটক করা হয় তাহলে টিকটক সবাই দেখবে। টিকটক দেখে ভালো লাগলে শেয়ার করবে। এইভাবে টিকটক করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৯। এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করুন

কাজ করে ক্লান্ত হয়ে গেলে একটু আনন্দের জন্য টিকটক দেখে। এই কারণে টিকটক করার সময় ইন্টারটেনমেন্ট ভিডিওগুলো বেশি তৈরি করতে হবে। যাতে করে ভিডিও দেখে সবাই আনন্দ পায়। এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো বেশি পরিমাণ ভাইরাল হয়।

১০। টাইটেল ও হ্যাসট্যাগ ব্যাবহার করুন

নির্দিষ্ট টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি একই ধরণের ভিডিও যারা শেয়ার করেছেন, তাদের টাইটেল ও হ্যাশট্যাগগুলি পর্যবেক্ষণ করে, সেখান থেকে ধারণা নিয়ে উপযুক্ত টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।

১১। টিকটকে ভাইরাল হওয়ার উপায় – ভিডিও কোয়ালিটি

টিকটক ভিডিও করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওর কোয়ালিটি যেন ভাল হয়। কোয়ালিটি ভালো বলতে সবাই যেন ক্লিয়ার দেখতে পাই। ভিডিও করার সময় ক্যামেরা যেন স্থির থাকে। ভিডিও কোয়ালিটি ভালো হলে ভিডিও  ভাইরাল হবার সম্ভাবনা বেশি থাকে।

শেষ কথা

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া হচ্ছে টিকটক ভিডিও। তাই আমাদের জানা উচিত টিকটকে ভাইরাল হওয়ার উপায়। অল্প বয়সী ছেলেমেয়েরা টিকটক ভিডিও এর মাধ্যমে অনেকে টাকা আয় করছে। এই আশায় অনেকেই  টিক টক ভিডিও করছে। কিন্তু সবাই ভাইরাল হতে পারছে। উপরে যে সব আলোচনা করা হয়েছে। সবগুলো ফলো করে চললে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে।

ভিডিও ভাইরাল করতে হলে  মানসম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। নির্দিষ্ট সময় ভিডিও ছাড়তে হবে। তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যে ভিডিও ভাইরাল হবে। তাই কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবো এই সম্পর্কে জানতে সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।

আরও পড়ুন-

টাকা ইনকাম করার অ্যাপস, আয় করার নতুন অ্যাপস

Leave a Comment