দুবাই রাজকন্যা শেখা মেহেরা গল্প

দুবাই রাজকন্যা শেখা মেহেরা

আজ আমরা জানব, দুবাই রাজকন্যা শেখা মেহেরা গল্প  দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েশন পড়াশুনা করেন। বর্তমান সময়ে শেখা মেহেরা তার বাবার সাথে কাজ করছেন দুবাইয়ের উন্নয়নের জন্য। 

দুবাই রাজকন্যা মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের মেয়ে শেখা মেহেরা। রাজকন্যা শেখা মেহেরা তার বিলাসি জীবনের গল্প বলে শেষ করার মতো নয়। বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ার এর নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে

যার মূল্য অন্তত ১৩০ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশী টাকার অংকে দাঁড়ায় ৯৯০ কোটি টাকা। জানলে অবাক হবেন শেখা মেহেরা বর্তমান সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ইউ এস ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। যা তিনি তার বাবার উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

তার শখ হচ্ছে হোয়াটস রাইটিং এবং তার মোট ১১ টি ঘোড়া রয়েছে। এর মধ্যে সবথেকে দামি ঘোড়াটি তিনি নিলামে ক্রয় করেছিলেন। যার দাম ৩.৬ মিলিয়ন ডলার। যার পিছনে তিনি প্রতি বছর চার মিলিয়ন ডলার খরচ করেন।

আরও পড়ুনঃ হালাল ব্যবসার আইডিয়া

এছাড়া শেখা মেয়েরা মাসে কত গাড়ি পরিবর্তন করে তার সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। অনেক সময় শোনা যায় শেখা মেহেরার একটি প্রাইভেট বিমান রয়েছে। এছাড়াও তার রয়েছে দুটি রয়েল বেঙ্গল টাইগারও। যার পেছনে তার অন্তত এক কোটি টাকা খরচ হয়।

এছাড়া দুই বছর পূর্বেই শেখা মেহেরা এর ২৪ তম জন্মদিনে তার বাবা ৩৪ কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেন। তবে এই গিফটের গাড়ি ছাড়া দুবাই রাজকন্যা শেখা মেহেরা এর আরো অনেক গাড়ি রয়েছে যেমন ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউ আরো কত ব্র্যান্ডের গাড়ি। যা দুবাই এর মতো জায়গায় স্বাভাবিক।

তাই দুবাই রাজকন্যা শেখা মেহেরা গল্প সম্পর্কে জানতে সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।
আপনার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

আরও পড়ুন-

গজ কাপড়ের জামার ডিজাইন

মেয়েদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ ফ্যাশন টিপস

Leave a Comment