গজ কাপড়ের জামার ডিজাইন

গজ কাপড়ের জামার ডিজাইন

সেই আদিকাল থেকে আমাদের সমাজে বিভিন্নভাবে গজ কাপড়ের ব্যবহার হয়ে আসছে। তবে আজ বিশেষ ভাবে কথা বলতে চাই গজ কাপড়ের জামার ডিজাইন সম্পর্কে। গজ কাপড়ের মূল আকর্ষণ  নির্ভর করে একটি ডিজাইনের উপর

একটি মার্জিত জামা তৈরির  ডিজাইন এ হয়ে উঠতে পারে আপনার গজ কাপড় টি আরো আকর্ষণীয়।অনেকেই আবার গজ কাপড় কিনে এনে নিজেই বাসায় অনেক রকম ডিজাইন দিয়ে জামা পাঞ্জাবি ইত্যাদি আরো অনেক কিছু তৈরি করতে চান।

অনেক সময় দেখা গেছে একটি ডিজাইনের জামা তে অনেক রকমের কাপড় ব্যবহার করা হয়েছে। যারা এই গজ কাপড় নিয়ে নিজেদের ধারণাটি আরেকটু বাড়াতে চান অনুগ্রহ করে তারাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে ফেলুন, আমরা চেষ্টা করব আপনাকে  গজ কাপড়ের জামার ডিজাইন নিয়ে নতুন নতুন তথ্য দেবার জন্য।

গজ কাপড় কি?

আমরা এখানে হয়তো মোটামুটি সবাই জানি যে গজকাপর কি। তবে যারা জানে না তাদের জন্য বলে রাখি পরিমাপের একক কে আমরা গজ বলি।  যেমন- গজ ,ফুট, ইত্যাদি আরো বেশ কিছু ভাবে আমরা বলতে পারি। মূলত বলা চলে দোকানিরা যে কাপড়গুলো মেপে কাটে তাকেই বলা হয় গজ কাপড়। এই গজকাপরের আবার অনেক রকম ধরন রয়েছে। যদিও আমাদের এই একটি কনটেন্ট এর সবগুলো ধরন তুলে ধরা সম্ভব হবে না তারপরেও আমি খুব ইম্পরট্যান্ট কয়েকটি ধরন আপনাদেরকে বলার চেষ্টা করব।

আরও পড়ুনঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা

গজ কাপড়ের জামার ডিজাইন কিভাবে তৈরি করবেন

গজ কাপড়ের জামার ডিজাইন আপনি কি হরেক রকমের  ডিজাইন দেখতে  চান? অথবা খুঁজছেন আপনার কেনা গজ কাপড় দিয়ে আপনি কিভাবে জামা তৈরি করবেন? আমরা অনেক সময়ই অনলাইনে জামার ডিজাইন খুঁজে থাকি। সব থেকে বড় কথা জামার ডিজাইন যদি ভালো না হয় তাহলে যত সুন্দর গজ কাপড়ের হোক না কেন মোটেই আকর্ষণীয় দেখায় না। তাই অবশ্যই একটি জামা তৈরির ক্ষেত্রে যেমনটি গজ কাপড় বড় অবদান রাখে তেমনি ডিজাইন হতে হবে আকর্ষণীয়।

আমরা আজকে আলোচনা করবো গজকাপর টি কি? কোন কোন কোন কোন কাজে ব্যবহার করবেন? কোনটি দিয়ে জামা বানালে ভালো লাগবে আর কোনটি দিয়ে বানালে ভালো লাগবে পাঞ্জাবি? সকল বিষয় গুলি তুলে ধরার চেষ্টা করব আজকের আর্টিকেলে।

আমি আজ বেশ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যেমন- গজ কাপড় দিয়ে গাউন ডিজাইন করবেন কিভাবে, নতুন নতুন ডিজাইনের কিছু জামা তৈরি করবেন কিভাবে, গজ কাপড় দিয়ে জামার ডিজাইন ২০২৩, গজ কাপড় দিয়ে কিভাবে জামা তৈরি করবেন, কোন জামা বানাতে কি পরিমান গজ কাপড়ের প্রয়োজন হবে, গজ কাপড়ের নাম এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব

আশা করা যায় আমার ডিজাইন গুলো অনুসরণ করলে আপনারা সেম টু সেম এই ডিজাইনের জামা তৈরি করতে পারবেন। নতুন নতুন এবং আকর্ষণীয় কিছু জামার ডিজাইন দেওয়ার চেষ্টা করবো আমার এই পোস্টে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, পোস্টটি সম্পূর্ণ পড়ুন । আর দেরি না করে চলুন  দেখে আসি নতুন কিছু জামার ডিজাইন, যাতে আপনারা ঝটপট বেছে নিতে পারেন আপনার জামার ডিজাইন।

ভয়েল কাপড়-

যারা সবসময় কাজ করে তারা জানেন যে কাপড়ের মধ্যে অন্যতম জনপ্রিয় কাপড় হচ্ছে ভয়েল কাপড়। এই কাপড় দিয়ে জামা বানিয়ে পড়তে যতটুকু আরামদায়ক হবে ঠিক  তেমনি ডিজাইনটি সুন্দর হলে ফুটে উঠবে জামাটি। তাই আপনি যদি গজ কাপড় কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে ভয়েল কাপড় কিনে নিয়ে আসতে পারেন। গজ কাপড় গুলো সাধারণত মাফ করে দাম রাখা হয়। ভয়েল কাপড় বিভিন্ন রকম দামের হয়ে থাকে, ১০০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা গজ পর্যন্ত ভয়েল কাপড় পাওয়া যায়, তবে বিভিন্ন মার্কেট ভেদে বাসস্থান ভেদে কাপড়ের দামের কিছুটা তারতম্য থাকতেই পারে।

পপলিন কাপড়-  

ভয়েল কাপড়ের পাশাপাশি পপলিন কাপড়ের কদরও কিছু কম নয়। গজ কাপড়ের বাজারে  পপলিন কাপড়ের জনপ্রিয়তা রয়েছে বেশ। তবে ভয়েল কাপড়ের তুলনায় পপলিন কাপড়ের দাম কিছুটা বেশি, জামার ডিজাইন ফুটিয়ে তুলতে এই কাপড়টি দেশ সহযোগিতা করে, এই কাপড়ের ডিজাইন গুলো বেশ ফুটে উঠে। এবং আকর্ষণীয় দেখায়।

প্রিন্টের গজ কাপড়-

অনেকেই জামা এবং পাঞ্জাবি ক্ষেত্রে হরেক রকম ডিজাইন করার জন্য প্রিন্টের গজ কাপড় ব্যবহার করে থাকেন। অন্যান্য গজ কাপড়ের মতোই এই কাপড়ের দাম হিসেবেই দাম ধরা হয়, তবে প্রিন্টের গজ কাপড়ের কিছু ধরন আছে, সব ধরনের কাপড়ে মোটামুটি প্রিন্টের পাওয়া যায় যেমন ভয়েল কাপড় প্রিন্ট হয়।  লিলিয়ান  কাপড়ের ও প্রিন্ট হয়, জর্জেট, ভেলভেট সহ প্রায় সকল ধরনের কাপড় এই প্রিন্টার পাওয়া যায়, তাই এই কাপড়ের দাম নির্ধারণ হয় যেই কাপড়ের প্রিন্ট সেই কাপড়ের দাম অনুসারে।

আরও পড়ুনঃ হালাল ব্যবসার আইডিয়া

নতুন গজ কাপড়ের জামার ডিজাইন

গজ কাপড়ের জামার ডিজাইন আপনারা হয়তো জানেন যে অনলাইনে সুন্দর সুন্দর জামার ডিজাইন পাওয়া যায়। আর কোথাও খুঁজতে হবে না আশা করি আপনাদের জন্য রয়েছে আমাদের এই পোস্টটি যেখানে আপনারা সুন্দর সুন্দর জামার ডিজাইন পেয়ে যাবেন আশা করি।

আর যারা নতুন নতুন জামার ডিজাইন এর ছবি খুঁজছেন তারাও আমাদের এই পোস্ট থেকে অনেক রকমের জামার ডিজাইন এর ছবি ও পেয়ে যাবেন, এই ছবিগুলোর ভেতর থেকে আপনি আপনার পছন্দমত জামার ডিজাইন পেয়ে যাবেন আশা করি।

গজ কাপড়ের জামার ডিজাইন কিভাবে করবেন

গজ কাপড়ের জামার ডিজাইন আপনি যদি মনে করেন যে আপনি গজ কাপড় দিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করবেন তা হলে আপনাকে সর্ব প্রথমে ডিজাইন সম্পর্কে জানতে হবে। আপনি যদি দর্জির কাছে গজ কাপড় দিয়ে বলেন যে আমাকে সুন্দর ডিজাইনের জামা বানিয়ে দিন সেই ক্ষেত্রে দর্জির বানানোর ডিজাইন টি আপনার পছন্দ নাও হতে পারে, আপনি নিজে অনলাইন থেকে কোন ডিজাইন পছন্দ করে নিন এবং সেই অনুসারে গজ কাপড় কিনে দর্জিকে ডিজাইন দিয়ে জামা বানাতে দিন। সেক্ষেত্রে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনার কেনা গজ কাপড় দিয়ে জামা বানানো হবে এবং আপনি সেটি পড়তে পারবেন আপনার পছন্দমত।

বিউটিফুল গজ কাপড়ের জামার ডিজাইন

বেশিরভাগ মানুষই কিন্তু চায় খুব সুন্দর ভালো ভালো মানের ডিজাইন এবং আপনার সংগ্রহের ডিজাইন গুলোর বেশির ভাগই কিন্তু অনলাইন থেকেই নেওয়া বলে আমি ধারণা করছি। তাই আপনি এখান থেকে বেশ ভালো ভাবেই একটি ধারণা নিতে পারবেন যে আপনার জামার ডিজাইন টি কেমন হওয়া উচিত।

বাচ্চাদের গজ কাপড়ের জামার ডিজাইন

বড়দের সাথে সাথে বাচ্চারাও কিছু কম যায় না বড়দের কাপড়ের পাশাপাশি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন করা যায়, মাত্র ১ গজ কাপড় এই আপনি ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ফ্রক তৈরি করতে পারবেন। আমাদের দেওয়ার আজকের ডিজাইন গুলো বড়দের পাশাপাশি আপনি আপনার ছোট্ট মেয়েটির জন্য বানিয়ে ফেলতে পারেন সুন্দর ডিজাইনের একটি জামা।

মেয়েদের গজ কাপড়ের জামার ডিজাইন

সকল ঘরের সকল মেয়েরাই খুব ভাল করেই জানে যে গজ কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানানো যায়। আপনিও যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই, আশা করছি নিচে দেওয়া ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের জামার ডিজাইন আপনি পেয়ে যাবেন এবং মুগ্ধ হবেন। এ সময়ের জনপ্রিয় কিছু জামার ডিজাইন নিচে দেখে নিন। যে ডিজাইন গুলো এই বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

গজ কাপড়ের জামার ডিজাইন এর বেশকিছু ছবি

এখানে গজ কাপড়ের ডিজাইন নিয়ে কিছু ছবি দেওয়া হলঃ

ডিজাইন 1

প্রিন্টের গজ কাপড় থেকে আপনি চাইলেই বানাতে পারেন এমন আকর্ষণীয় থ্রি পিচ।

goj kaporer jamar design

ডিজাইন 2

এক কালার গজ কাপড়ের সাথে প্রিন্টের সংমিশ্রণে বানিয়ে ফেলতে পারেন একটি শর্ট গাউন।

সুতি গজ কাপড়ের জামার ডিজাইন

ডিজাইন 3

যারা গোলাপি প্রেমি তারা অবশ্যই পিন্টের গজ কাপড় থেকে গোলাপি রঙ টাকে প্রাধান্য দিতে চাইলেই নিজের পছন্দমত তৈরি করে নিতে পারেন সুন্দর ও আকর্ষণীয় লং গাউন।

গজ কাপড়ের জামার ডিজাইন

 ডিজাইন 4

যারা একটু হাল্কা রঙ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কম্বিনেশন হতে পারে, গজ কাপড় থেকে বানানো এই ডিজাইনের গাউনটি।

suti jamar design

ডিজাইন 5

এক পিচের জন্য ব্লক প্রিন্ট থেকে বেছেই নিতে পারেন গাঢ়  গোলাপি রঙয়ের কাপড়।

গজ কাপড়ের জামার ডিজাইন

ডিজাইন 6

শুভ্রতার প্রতিক হিসেবে সাদা সবসময় সবার পছন্দের শীর্ষে গজ কাপড় থেকে আপনারা বেছে নেওয়া সাদা প্রিন্টের গাউনই বাডিয়ে দিতে পারে আপনার সৌন্দর্যকে।

গজ কাপড়ের জামার ডিজাইন

ডিজাইন 7

ফ্যাশন সচেতনাই সাদা গোলাপির ব্যাবহার অনন্য। আপনি যদি গাউন বানানোর ক্ষেত্রে পছন্দের কম্বিনেশন খুজতে ব্যর্থ হন, তবে কোন ভাবনা ছাড়ায় বানিয়ে ফেলুন সাদা ওঁ গোলাপি সংমিশ্রণে একটি আকর্ষণীয় গাউন।

গজ কাপড়ের জামার ডিজাইন

ডিজাইন 8

খয়েরি ওঁ অফ হোয়াইট রঙয়ের গজ কাপড় দিয়ে মানসম্মত  একটি ডিজাইন বেছেই নিতে পারেন আপনার জন্য।

ডিজাইন 9

সাদা ওঁ আকাশী রঙয়ের জুডী মেলা ভার। তাই  যারা গাউন বানানোর চিন্তায় আছেন তারা চট করে বানিয়ে ফেলুন সাদা আকাসি রঙ মিশ্রণের একটি অনিন্দ্য গাউন।

সুতি জামার ডিজাইন

ডিজাইন 10

প্রিন্ট যখন সাদার সংগে তখন গজ কাপড়ের কথা না বললেই নয়। আর তাই নিজেকে আরও আকর্ষণীয় কর তোলার জন্য সাদার সাথে যেকোনো প্রিন্টের মিস্রনে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় একটি গাউন।

গজ কাপড়ের জামার ডিজাইন নিয়ে – শেষ কথা 

গজ কাপড়ের জামার ডিজাইন নিয়ে বানানো বেশকিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম যা দিয়ে বড়দের পাশাপাশি আপনারা আপনাদের ছোট্ট মেয়েটির জন্য জামা বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে। আশা করি এই ডিজাইনগুলো আপনাদের অনেক  ভালো লেগেছে, আপনাদের সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করব আমাদের এই পেজে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।

আরও পড়ুন-

৭ দিনে চুল লম্বা করার উপায়

মেয়েদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ ফ্যাশন টিপস

Leave a Comment