রবি ইন্টারনেট অফারের কোডসমুহ, রিচার্জ ও মেয়াদ

রবি ইন্টারনেট অফারের কোড 

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বর্তমানে যা করি না কেন সবকিছুই ধীরে ধীরে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে তাই যেকোন প্রয়োজনে আমাদের ব্রাউজিং করতে হয়। 

আর ব্রাউজিং করার জন্য আমাদের সবারই ইন্টারনেট প্রয়োজন। যারা রবির গ্রাহক রয়েছেন তাদের জন্য রবি ইন্টারনেট অফারের কোড জানা দরকার | সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রবি অন্যতম ভূমিকা রাখছে।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকা গুলোতে ও  রবির ইন্টারনেট সেবা গ্রাহকদেরকে মুগ্ধ করেছে। তাই যারা রবি ইন্টারনেট অফার গুলো সম্পর্কে জানতে চেয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে তা জেনে নিতে পারেন। আজকের আর্টিকেলে রবি ইন্টারনেট অফারের কোড সম্পর্কিত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ রবিতে এমবি দেখে কিভাবে, প্রয়োজনীয় কোড সমুহ

রবি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেশন কোড

রবি ইন্টারনেট অফারের কোড

রবি ইন্টারনেট অফারের কোড। বাংলাদেশের সকল রবি গ্রাহকদের জন্য যে সকল নতুন নতুন রবি ইন্টারনেট অফার নিয়ে এসেছে। সে অফার গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। 

কোন অফারে একই রকম মেয়াদ পাবেন। কত টাকায় কত জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। রবি ইন্টারনেট অফার প্যাকেজ গুলো –

রবি ৪৮ টাকায় ১ জিবি

  • রবি ইন্টারনেট 1 GB ।
  • মেয়াদ 4 দিন।
  • মাত্র 48 টাকা রিচার্জে।
  • রবি ইন্টারনেট অফার এক্টিভেশন কোড *123*48# ।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ২৫ টাকায় ২ জিবি

  • রবি ইন্টারনেট 2 GB ।
  • মেয়াদ 3 দিন।
  • মাত্র 25 টাকা রিচার্জে।
  • রবি ইন্টারনেট অফার এক্টিভেশন কোড *123*1428# ।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ১০৮ টাকায় ৩ জিবি

  • রবি ইন্টারনেট 3 GB ।
  • মেয়াদ 7 দিন।
  • মাত্র 108 টাকা রিচার্জে।
  • রবি ইন্টারনেট অফার এক্টিভেশন কোড *123*108# ।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ১৪৮ টাকায় ৬ জিবি

  • রবি ইন্টারনেট 6 GB ।
  • মেয়াদ 7 দিন।
  • মাত্র 148 টাকা রিচার্জে।
  • রবি ইন্টারনেট অফার এক্টিভেশন কোড *123*148#।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে। তবে এই অফারটি রবি কিছু নাম্বারে 148 টাকায় 18 জিবি দিয়ে থাকে।

রবি ৪৪৯ টাকায় ২০ জিবি

  • রবি ইন্টারনেট 20 GB।
  • মেয়াদ 30 দিন।
  • মাত্র 449 টাকা রিচার্জে।
  • রবি এই অফারটি রিচার্জের মাধ্যমে নেয়া যাবে।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ২ জিবি ৯৪ টাকায়

  • রবি ইন্টারনেট 2 GB।
  • রবি 50 মিনিট।
  • মেয়াদ 3 দিন।
  • মাত্র 94 টাকা রিচার্জে।
  • রবি এই অফারটি রিচার্জের মাধ্যমে নিতে পারবেন।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • রবি মিনিট চেক কোড *222*3#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ৬ জিবি ১৯৬ টাকায়

  • রবি ইন্টারনেট 6 GB।
  • রবি 100 মিনিট।
  • মেয়াদ 7 দিন।
  • মাত্র 196 টাকা রিচার্জে।
  • রবি এই অফারটি রিচার্জের মাধ্যমে উপভোগ করতে হবে।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • রবি মিনিট চেক কোড *222*3#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ৩ জিবি ২১৯ টাকায়

  • রবি ইন্টারনেট 3 GB।
  • রবি 150 মিনিট।
  • মেয়াদ 30 দিন।
  • মাত্র 219 টাকা রিচার্জে।
  • রবির এই অফারটি শুধু রিচার্জের মাধ্যমে নিতে হবে।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • রবি মিনিট চেক কোড *222*3#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ৪০ জিবি ৮৯৯ টাকায়

  • রবি ইন্টারনেট 40 GB।
  • রবি 700 মিনিট।
  • মেয়াদ 30 দিন।
  • মাত্র 899 টাকা রিচার্জে।
  • রবি এই অফারটি রিচার্জের মাধ্যমে নিতে হবে।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • রবি মিনিট চেক কোড *222*3#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

রবি ২০০ এমবি ২৯ টাকায়

  • রবি ইন্টারনেট 200 MB।
  • রবি 15 মিনিট।
  • মেয়াদ 7 দিন।
  • মাত্র 29 টাকা রিচার্জে।
  • রবি এই অফারটি স্ক্র্যাচ কার্ড কিনে উপভোগ করতে হবে।
  • রবি ইন্টারনেট অফার চেক কোড *121*3*3# or *8#।
  • রবি মিনিট চেক কোড *222*3#।
  • শর্ত: যারা রবির এই অফারটির ব্যবহার করবেন তাদের অবশ্যই অফারের শেষ হওয়ার আগে এই অফারটি উপভোগ করে নিতে হবে। পুনরায় অফারটি গ্রহণযোগ্য হবে।

পরিশেষে 

রবি বর্তমানে গ্রাহকদের জন্য নতুন নতুন ইন্টারনেট অফার নিয়ে এসেছে। যেসব এর রবি ইন্টারনেট অফারের কোড গুলো বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। ধীরে ধীরে রবি অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটর হয়ে উঠেছে। 

অনেক অফার দিচ্ছে গ্রাহক সুবিধার জন্য। আশা করি আজকের আর্টিকেলে রবি ইন্টারনেট অফারের কোড গুলো সম্পর্কে বিস্তারিত বোজাতে পেরেছি।

রবি ইন্টারনেট অফার সম্পর্কিত প্রশ্ন উত্তর / FAQ

১। রবি সিমে কত টাকায় কত এমবি ?

উত্তরঃ রবি সিমে এমবি প্যাকেজের মূল্য এবং মেয়াদকাল বিভিন্ন সময় পরিবর্তনশীল হতে পারে, এটি অফিসিয়াল Robi ওয়েবসাইট ও অ্যাপ থেকে নতুনদের জন্য জেনে নেওয়া উচিত।

২। রবি সিমে ব্যালেন্স দেখে কিভাবে ?

উত্তরঃ এই প্রশ্নের উত্তরটি ও আমার আর্টিকেলে খুব সুন্দর ভাবে দেওয়া রয়েছে । তারপরেও আপনাদের সুবিধার্থে আমি রবি সিমের ব্যালেন্স দেখার কোড টি অন্তর্ভুক্ত করছি *৮৪৪৪*৮৮# (*8444*88#) ।

৩। রবিতে এমবি দেখতে হয় কি করে ?

উত্তরঃ রাবিতে এমবি কিভাবে দেখতে হয় তা আমার নিবন্ধের উপরের অংশে ভালভাবে উত্তর দেওয়া হয়েছে এবং আপনি যদি আমার সম্পূর্ণ নিবন্ধটি পড়েন তবে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আরও পড়ুন-

রবি সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি ও কোড সমুহ

রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন সম্পর্কিত সকল তথ্য

Leave a Comment