রহিম আফরোজ আইপিএস এর দাম ও যাবতীয় তথ্যস

রহিম আফরোজ আইপিএস এর দাম 

আপনি কি বাসা বা অফিসের জন্য আইপিএস খুঁজছেন? বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি এবং লোডশেডিং এর কারণে বর্তমানে বাসা বাড়ি বা অফিসের জন্য আইপিএস এর কোন বিকল্প নেই।

লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি দিতে আইপিএস সাহায্য করে। যেসব কাজ বিদ্যুৎ ছাড়া চলে না অর্থাৎ একটানা কাজ চালিয়ে যেতে হয়, সেসব কাজে আইপিএস অনেক জরুরী।

অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আইপিএস আমাদের জীবনযাত্রাকে করেছে অনেক সহজ এবং উন্নত। যারা আইপিএস কিনতে চাচ্ছেন এবং দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি সাজিয়েছি।

আজকের আলোচনার বিষয় রহিম আফরোজ আইপিএস এর দাম। সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো। চেষ্টা করব রহিম আফরোজ আইপিএস এর সর্বশেষ দাম সম্পর্কে জানানোর। 

আরও পড়ুনঃ সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

 আইপিএস (IPS) কি 

আইপিএস হলো একটি বিশেষ ধরনের ডিভাইস (Device) বা যন্ত্র। মূলত এই যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ সংরক্ষণ করে রাখা হয়। আইপিএস এর পূর্ণরূপ : IPS – Instant Power Supply. লোডশেডিং এর কারণে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিছু সময়ের জন্য অচল হয়ে যায়।

সেইসব অচল ডিভাইসকে সচল রাখতে আইপিএস ব্যবহার করা হয়। প্রতিটা আইপিএস এর মধ্যে একটি করে ব্যাটারি থাকে। সেই ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ কে রিচার্জ করা হয়। আইপিএস এর মূল কাজ হচ্ছে রিচার্জ করা বিদ্যুৎ পরবর্তীতে কাজে লাগানো যখন লোডশেডিং হয়।

যেমন – ফ্যান, টিভি, কম্পিউটার ইত্যাদি বিদ্যুৎ চলে যাওয়ার পরেও ব্যবহার করতে পারবেন। আইপিএস এর চার্জ থাকা পর্যন্ত এটি কাজ করবে। 

রহিম আফরোজ আইপিএস এর দাম

প্রকারভেদ

আইপিএস (IPS) সাধারণত দুই প্রকার। 

১. ইলেকট্রিক আইপিএস (সরাসরি বিদ্যুৎ থেকে চার্জ গ্রহণ করে ব্যাটারিতে স্টোরেজ করে) 

২. সোলার আইপিএস (সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে চার্জ গ্রহণ করে ব্যাটারিতে স্টোরেজ করে) 

তবে, আমাদের দেশে ইলেকট্রিক আইপিএস এর তুলনায় সোলার আইপিএস এর দাম বেশি। 

আইপিএস কেনার আগে বিবেচ্য বিষয়  

বাসা বাড়ি বা অফিসের কাজে আইপিএস কেনার পূর্বে কিছু বিষয় বিবেচনা করতে হবে। একজন পেশাদার ইলেকট্রিশিয়ান (Professional electrician) এর সঙ্গে আলোচনা করে সঠিক ওয়াট এবং ব্যাটারি ক্যাপাসিটি জেনে ভালো মানের একটি আইপিএস কেনার চেষ্টা করুন। রহিম আফরোজ আইপিএস এর দাম জানার পূর্বে যেসব বিষয় লক্ষ্য করা উচিত তা নিচে বর্ণনা করা হলো :

IPS Capacity  

আইপিএস কেনার পূর্বে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এটি কত ওয়াট (Watt)। ওয়াটের ওপর নির্ভর করে আইপিএস এর কর্মক্ষমতা বা শক্তি। আইপিএস এর শক্তি (Power) আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রগুলোকে পরিচালনার জন্য যথেষ্ট হওয়া উচিত। 

প্রথমে আপনি আপনার প্রতিটি ইলেকট্রিক যন্ত্রের ওয়াট যোগ করুন। এরপর ইলেকট্রিক যন্ত্রগুলো প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করবেন সেই সংখ্যাকে পূর্বে বের করা ওয়াট এর সঙ্গে গুন করুন। এইভাবে আপনি আপনার আইপিএস ক্যাপাসিটি গণনা করতে পারবেন। 

Voltage 

সকল আইপিএসের ভোল্টেজ ইনপুট এবং আউটপুট ক্যাপাসিটি (Voltage input and output capacity) একরকম নয়। বাসা বা অফিসের বিদ্যুৎ সংযোগের ভোল্টেজ অনুযায়ী আইপিএস কিনতে হবে। আমাদের বাসা বাড়িতে সাধারণত ২২০ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

আইপিএস এর স্ট্যান্ডার্ড ভোল্টেজের (Standard voltage) এর মাত্রা সাধারণত ১০০০-৩০০ ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আইপিএস এর মধ্যে AVR functionality থাকলে এটি ইনপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে এবং নিরাপদ সীমার মধ্যে বজায় রাখে।

AVR এর পূর্ণরূপ Automatic Voltage Regulation. অর্থাৎ AVR functionality থাকলে আপনার এলাকায় ভোল্টেজ খুব বেশি ওঠানামা করলেও ডিভাইসগুলো নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। 

Battery capacity 

আইপিএস এ সংযুক্ত থাকে একটি ব্যাটারি। বিদ্যুৎ চলে গেলে সেই ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। চাহিদা অনুযায়ী ডিভাইস গুলোকে যথেষ্ট ভোল্টের ব্যাটারি, এর চার্জ ধারণ করার ক্ষমতা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আইপিএস কিনতে হবে।

কারণ আইপিএস এর মূল প্রাণশক্তি হচ্ছে এর ব্যাটারি। কেনার সময় খেয়াল রাখবেন ব্যাটারি যেন ভালো ব্র্যান্ডের হয়। 

Surge Protection 

বিদ্যুৎ সার্জ এবং ভোল্টেজ ওঠানামার হাত থেকে ডিভাইসগুলোকে রক্ষা করার জন্য একটি Surge Protection ফিচার আছে এমন আইপিএস কিনতে হবে। যার ফলে কম্পিউটার, টেলিভিশন এবং অন্যান্য মূল্যবান সংবেদনশীল ইলেকট্রনিক্স এর ক্ষতি রোধ হবে। 

Alarm and Indicators 

আইপিএস এর বিভিন্ন সংকেত যেমন : Battery low, Faulty wiring, Overload ইত্যাদি থাকলে সুবিধা হয়। যার ফলে আপনি আইপিএসের নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে সতর্ক হতে পারেন। তাই আইপিএস কেনার সময় শব্দ এলার্ম বা LED আছে কি না চেক করে কিনুন। 

Brand and Warranty 

অনেক টাকা ব্যয় করে একটি গুরুত্বপূর্ণ হোম ইলেকট্রনিক্স কেনার ক্ষেত্রে অবশ্যই ভাল ব্র্যান্ড (Brand), ওয়ারেন্টি (Warranty) এবং ভাল কাস্টমার সাপোর্ট (Customer Support) পাওয়া যাবে কিনা তা অবশ্যই খেয়াল করা উচিত। 

ভালো ব্র্যান্ডগুলো আইপিএসের Quality, Durability এরং Customer support কে গুরুত্ব দেয়। বর্তমানে বেশিরভাগ আইপিএস এর ওয়ারেন্টি কার্ড এক বছর বা তার অধিক দিয়ে থাকে। আইপিএস ত্রুটির ক্ষেত্রে ওয়ারেন্টি ব্যবস্থা আপনাকে মানসিক শান্তি দিবে। দোকানদারের নিকট থেকে ওয়ারেন্টি কার্ডটি বুঝে নিবেন। 

আইপিএস এর দাম 

আইপিএস এর মান এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের IPS এর দাম কম বেশি হতে পারে। আইপিএস এর বিভিন্ন মডেল আছে। কেনার পূর্বে বিভিন্ন মডেলের সঙ্গে তুলনা করে দেখতে পারেন কোনটি আপনার লাগবে। আইপিএস এর ভালো ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে এর সঠিক মূল্য যাচাই করে তারপর কিনবেন। 

রহিম আফরোজ আইপিএস এর দাম ২০২৪  

১. মডেল : Rahimafrooz 350VA IPS Light Box 

    মূল্য : ৩৩,৯০০ টাকা 

২. মডেল : Rahimafrooz 550VA Full Set IPS   Light Box 

    মূল্য : ৪১,০০০ টাকা

৩. মডেল : Rahimafrooz Power Pack 1100VA IPS  

    মূল্য : ৫০,৫০০ টাকা

৪. মডেল : Rahimafrooz RZ 950 Sine Wave IPS 

    মূল্য : ৫৩,৩০০ টাকা

৫. মডেল : Rahimafrooz RZ 1125 Sine Wave IPS 

    মূল্য : ৫৯,৩০০ টাকা

৬. মডেল : Rahimafrooz RZ 1650 Sine Wave IPS 

    মূল্য : ৮৮,৯০০ টাকা

৭. মডেল : Rahimafrooz DB Sine Wave 800 VA IPS 600 Watt 

    মূল্য : ৪৫,৫৫০ টাকা

৮. মডেল : Rahimafrooz ION 2 KVA IPS 

    মূল্য : ৮৫,১৫০ টাকা

৯. মডেল : Rahimafrooz IPS VLX Sine Wave 675 VA 2 Hours Backup Soundless 

    মূল্য : ৪১,১০০ টাকা

১০. মডেল : Rahimafrooz 1275-Watt IPS Control Unit 

      মূল্য : ২১,০০০ টাকা

রহিম আফরোজ আইপিএস কেন কিনব 

বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাটারি এবং আইপিএস ব্র্যান্ডের নাম হচ্ছে রহিম আফরোজ। দীর্ঘদিন ধরে রহিম আফরোজ ব্যান্ডটি ভালো মানের সেবা দেওয়ার মাধ্যমে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হয়েছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি করা আইপিএস এবং ব্যাটারি এই ব্র্যান্ডের।

রহিম আফরোজ ব্যান্ডের নিজস্ব শোরুম এবং সার্ভিস পয়েন্ট আছে। রহিম আফরোজ আইপিএস এর দাম সম্পর্কেতো উপরে জানলাম। এবার এর বিশেষ কিছু সুবিধা নিচে দেওয়া হল :

ক্যাপাসিটি 

বাসা বাড়ি, অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম ক্যাপাসিটির রহিম আফরোজ আইপিএস বাজারে পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে অধিক ব্যবহার করা হয় ২৮০-ওয়াট, ৪০০-ওয়াট, ৬০০-ওয়াট, ৭৫০-ওয়াট, ৮৮০-ওয়াট, ১,০০০-ওয়াট এবং ১,২০০-ওয়াট ক্যাপাসিটির রহিম আফরোজ আইপিএস। 

স্বয়ংক্রিয় রিসেট সিস্টেম 

স্বয়ংক্রিয় রিসেট সিস্টেম রয়েছে রহিম আফরোজ আইপিএস এর। এই সিস্টেম অতিরিক্ত লোড চলাকালীন সময়ে আইপিএস ভালো রাখতে স্বয়ংক্রিয়ভাবে রিসেট করে। যার ফলে আইপিএস এর ব্যাটারি কন্ডিশন ভালো থাকে। 

ডিসপ্লে ইন্ডিকেশন 

রহিম আফরোজ আইপিএস এর মধ্যে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে এবং এলইডি লাইট ইন্ডিকেশন ডিসপ্লে। যার মাধ্যমে আইপিএস এর বর্তমান লোডের পরিস্থিতি প্রদর্শিত হয়। অতিরিক্ত লোড পড়লে ডিসপ্লেতে প্রদর্শিত হয় অথবা এলইডি লাইট জ্বলতে থাকে। 

শর্ট সার্কিট প্রটেকশন 

বেশিরভাগ রহিম আফরোজ আইপিএস এ শর্ট সার্কিট প্রটেকশন যুক্ত করা থাকে। অস্বাভাবিক ইলেকট্রিসিটি বা ওভার কারেন্ট সনাক্ত হওয়ার সঙ্গে শর্ট সার্কিট প্রটেকশন ফিউজটি কেটে যায়। যার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। 

ওভার ভোল্টেজ প্রটেকশন 

মূলত বৈদ্যুতিক শক্তিকে ব্যাটারির শক্তিতে রূপান্তরিত করে রহিম আফরোজ আইপিএস। বৈদ্যুতিক শক্তির ভোল্টেজ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে আইপিএসকে সুরক্ষিত রাখে এর ওভার ভোল্টেজ প্রটেকশন।

এছাড়াও রহিম আফরোজ আইপিএস এর ওপেন সার্কিটে কোন প্রকার সমস্যা হলে ওভার ভোল্টেজ প্রটেকশন অভ্যন্তরীণ পাওয়ার ট্রানজিস্টরকে রাখে সুরক্ষিত। 

ব্যাটারি ক্যাপাসিটি 

রহিম আফরোজ আইপিএস এর সাথে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা যায়। এমনকি অধিক ওয়াট সম্পূর্ণ আইপিএস এর সঙ্গে একের অধিক ব্যাটারি সহজেই ব্যবহার করা যায়।

এই ব্র্যান্ডের আইপিএস এর ওয়াট ক্যাপাসিটির ভিত্তিতে নির্দিষ্ট ওয়াটে আউটপুট দিতে পারে এবং ব্যাটারি অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ভিত্তিতে ব্যাকআপ সময় বৃদ্ধি বা হ্রাস পায়। 

বর্তমানে রহিম আফরোজ আইপিএস এর সাথে এক বা অধিক ১০০ অ্যাম্পিয়ার, ১৫০ অ্যাম্পিয়ার, ১৮০ অ্যাম্পিয়ার এবং ২০০ অ্যাম্পিয়ার রহিম আফরোজ এর ব্যাটারি ব্যবহার করা হয়। 

আইপিএস ব্যবহারে সর্তকতা 

  • বাসা বাড়ি, অফিস বা কারখানাতে আইপিএস সংযোগ দেওয়ার পূর্বে ভালো ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান দ্বারা ওয়ারিং চেক করে নিতে হবে। 
  • আইপিএস স্থাপন করার পূর্বে শুষ্ক এবং কম চলাচল হয় এমন জায়গা নির্বাচন করতে হবে। 
  • বাসা বাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ আছে তার ভোল্টেজ চেক করে নেন আইপিএস সংযোগের পূর্বে। 
  • আইপিএস এর ব্যাটারিতে এসিড পরিমাণ মতো আছে কিনা তা চেক করতে হবে। ব্যাটারীতে এসিডের সঙ্গে পানির পরিমাণ কমে গেলে পুনরায় পানি দিতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। 
  • আইপিএস ইনভার্টার এর সাথে ব্যাটারি সংযোগ ঠিকমতো আছে কিনা তা প্রায়ই চেক করতে হবে। 
  • ব্যাটারি এবং আইপিএস এর মধ্যে সংযোগ তারে কার্বন জমেছে কিনা তা খেয়াল করে পরিষ্কার রাখতে হবে। 
  • আইপিএস এর লোড পাওয়ার বিবেচনা করে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবেন। প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান বা অন্য কোন ইলেকট্রিক পণ্য চালিয়ে রাখবেন না। 
  • শিশুদেরকে আইপিএস স্থাপন করার জায়গায় যাতায়াত করা থেকে বিরত রাখুন। 
  • আবহাওয়া খারাপ থাকলে বিশেষ করে ঝড় অথবা বজ্রপাতের সময় আইপিএস সংযোগ বন্ধ রাখুন। 

শেষকথা 

আশা করছি উপরের আলোচনা থেকে বুঝতে পেরেছেন রহিম আফরোজ আইপিএস এর দাম এবং কেন কিনবেন সেই সম্পর্কে। রহিম আফরোজ একটি বাংলাদেশি ব্র্যান্ড। এর গুণগত মান এবং ভালো কাস্টমার সাপোর্টের জন্য অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

রহিম আফরোজ আইপিএস সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া যে কোনো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বদা আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। 

রহিম আফরোজ আইপিএস এর দাম সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর / FAQ 

১. আইপিএস (IPS) কি?

উত্তর : যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যায় তাকে আইপিএস বলে।  আইপিএস এর পূর্ণরূপ Instant Power Supply. 

আইপিএস একটি DC ব্যাটারির সঙ্গে সংযুক্ত থাকে। যা বিদ্যুৎ থাকা অবস্থায় AC বিদ্যুৎ থেকে চার্জ নিয়ে রাখে। বিদ্যুৎ চলে গেলে (Load-shedding) ব্যাটারীতে সঞ্চয় করা বিদ্যুৎ আবার AC তে রূপান্তরিত করে সরবরাহ করে। 

সাধারণত আইপিএস দুই প্রকার :

  • ইলেকট্রিক আইপিএস 
  • সোলার আইপিএস 

২. রহিম আফরোজ এর মালিক কে?  

উত্তর : আইপিএস এবং ব্যাটারির বাংলাদেশি কোম্পানি হচ্ছে রহিম আফরোজ। চট্টগ্রামে ১৯৫৪ সালে আব্দুর রহিম এর নেতৃত্বে ছোট্ট একটি ট্রেডিং কোম্পানির যাত্রা শুরু করেন। যা আজ বাংলাদেশের অন্যতম একটি বড় গ্রুপ হিসেবে পরিচিতি এবং প্রতিষ্ঠা লাভ করেছে। 

৩. রহিম আফরোজ আইপিএস ব্যাটারি কোথায় পাওয়া যাবে? 

উত্তর : রহিম আফরোজ আইপিএস ব্যাটারি বাংলাদেশের সকল প্রকার আইপিএস ব্যাটারি স্টোরে পাবেন। 

৪. সবচেয়ে ভালো আইপিএস ব্যাটারির নাম কি? 

উত্তর : আপনি যদি কম খরচে সবচেয়ে ভালো আইপিএস ব্যাটারি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই রহিম আফরোজ এর আইপিএস ব্যাটারি কিনতে পারেন। 

আরও পড়ুন-

ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

আয়কর রিটার্ন দাখিলের নিয়ম

Leave a Comment