বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা ও ক্রিম এর ব্যবহার

বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা 

কম বেশি সকলেই আমরা বেটনোভেট এন ক্রিমের নাম শুনেছি। তবে এর উপকারিতা কয়জনে জানি? যেকোনো ওষুধ বা ত্বকে মাখার ক্রিম সম্পর্কে না জেনে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।

তাই আপনাদের সুবিধার্থে আজকে আলোচনা করব বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ত্বকের বিভিন্ন রকম রোগ (মেছতা, ব্রণ ইত্যাদি) দমনে বেটনোভেট এন ক্রিম (Betnovate-N Cream) সাহায্য করে।

বেটনোভেট এন ক্রিমটি দুইটি ওষুধের সংমিশ্রণ। ওষুধ দুইটি হলো :

  • বিটামিথাসোন
  • নিওমাইসিন  

বিটামিথাসোন একটি কর্টিকোষ্টেরয়েড এবং নিওমাইসিন একটি অ্যান্টিবায়োটিক। স্টেরয়েড এমন একটি উপাদান যা আমাদের শরীরে তাৎক্ষণিক কাজ করে। ক্রিমটি ত্বকের রোগ দমন করার পাশাপাশি প্রদাহকে হ্রাস করে এবং বিভিন্ন অবস্থার প্রতিক্রিয়ায় সাড়া দেওয়ার জন্য প্রতিরক্ষা সিস্টেম অথবা পদ্ধতির ক্ষমতা বৃদ্ধি করে। 

আরও পড়ুনঃ সিনকারা সিরাপ এর উপকারিতা ও সিরাপ খাওয়ার নিয়ম

বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা ও কাজ 

বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা

সঠিক নিয়মে বেটনোভেট এন ক্রিম ব্যবহার করলে পেতে পারেন অনেক উপকারিতা। নিম্নে বর্ণনা করা হয়েছে বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা সমূহ।

  • বেটনোভেট এন ক্রিম ব্যবহারে মুখের অতিরিক্ত ব্রণ দূর হয়ে যায়। 
  • ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগও মুছে যাবে। 
  • ব্রণ এবং ব্রনের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। 
  • মেছতা দূর করতে সাহায্য করে। 
  • একজিমা দূর করে। তাই আপনার একজিমা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেটনোভেট এন ক্রিম ব্যবহার করতে পারেন। 
  • বেটনোভেট এন ক্রিম ত্বকের চুলকানি রোধ করে। 
  • রুক্ষ ত্বক করে তোলে কোমল। 
  • ত্বকের বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণ রোধে কার্যকরী এই ক্রিম। 

বেটনোভেট এন ক্রিম এছাড়াও যেসব রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তার একটি তালিকা নিচে দেওয়া হলো :

  • স্কিন ইনফেকশন 
  • এলার্জি রাইনাইটিস 
  • চোখের সংক্রমণ 
  • কানের ইনফেকশন 
  • চুলকানি 
  • ডার্মাটাইটিস 
  • কন্টাক্ট ডার্মাটাইটিস 
  • সোরিয়াসিস 
  • ব্যাকটেরিয়াল ইনফেকশন 
  • চর্মরোগ 
  • চোখের পাতায় ফোড়া 
  • চোখ ফোলা 
  • কনজাঙ্কটিভাইটিস
  • ইউভাইটিস 

বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া 

আমরা ইতিমধ্যেই জেনেছি বেটনোভেট এন ক্রিমে রয়েছে স্টেরয়েড নামক উপাদান। এই উপাদানটি শরীরে খুব দ্রুত কাজ করে। তবে মনে রাখবেন যেসকল ওষুধ খুব দ্রুত কাজ করে তার পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু বেশি হয়। মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলেও এই ক্রিম এর কিছু অপকারিতা প্রকাশ পেতে পারে। বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিচে দেওয়া হল :

  • ত্বকের চুলকানি (Skin Itch) এবং লালভাব 
  • ত্বকের জ্বালাপোড়া (Skin irritation) 
  • ত্বকের রং পরিবর্তন (Change in skin colour) 
  • ত্বক পাতলা হওয়া 
  • ত্বকের স্থায়ী সংক্রমণ (Persistent infections) 
  • মুখ, নাক এবং চোখের ওপর প্রভাব 
  • ব্রণ (Acne) 
  • ত্বকে ব্যথা হতে পারে 
  • ঘুমের ভাব হতে পারে 

তাই বেটনোভেট এন ক্রিম এর গুরুতর প্রভাব এড়ানোর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বা মাত্রা গ্রহণ করবেন। ব্যক্তি বিশেষে এর পার্শ্ব প্রতিক্রিয়া ভিন্ন রকম হতে পারে। অনেকের আবার পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে। কেউ ব্যবহার করে উপকৃত হলে তার কথায় ব্যবহার করবেন না। ডক্টরের পরামর্শ নিয়ে আপনার স্কিন অনুযায়ী বেটনোভেট এন ক্রিম ব্যবহার করতে হবে।

বেটনোভেট এন ক্রিম এর ব্যবহার 

বেটনোভেট এন ক্রিম এর কাঙ্খিত ফলাফল পেতে হলে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে হবে। এর ব্যবহার পদ্ধতি নিচে দেওয়া হল :

  • প্রথমে পরিষ্কার পানি নিয়ে মুখমণ্ডল অথবা আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন। 
  • এরপর আঙ্গুল দিয়ে আক্রান্ত স্থানে বেটনোভেট এন ক্রিম এপ্লাই করুন। 
  • অপেক্ষা করুন ২০ থেকে ২৫ মিনিট। 
  • পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • সবশেষে সুতি নরম তাওয়াল দিয়ে মুছে ফেলুন। 

তবে অনেক চিকিৎসক আবার পরামর্শ দেন, ক্রিম এপ্লাই করে সারারাত রেখে পরের দিন সকালে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে। সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। মনে রাখবেন মাত্রাতিরিক্ত ক্রিম ব্যবহারের ফলে উপকারের তুলনায় অপকারই বেশি হবে। তাই সতর্ক থাকবেন বেটনোভেট এন ক্রিম ব্যবহারের ক্ষেত্রে। 

বেটনোভেট এন ক্রিম ব্যবহারে সর্তকতা 

বেটনোভেট এন ক্রিম ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন : 

  • বেটনোভেট এন ক্রিম আক্রান্ত স্থান ব্যতীত চোখ, মুখ এবং নাকের ত্বকের ওপর লাগাবেন না। 
  • যদি ক্রিমটি চোখ, মুখ এবং নাকের ত্বকের সংস্পর্শে আসে তাহলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 
  • ক্রিমটি বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে হবে। 
  • মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ বা মাত্রা মেনে চলবেন। 

শেষকথা 

আজকালতো ব্রণ এবং মেছতা একটি সাধারণ সমস্যা হয়ে গিয়েছে। আমরা জানতে চাই ব্রণ এবং মেছতা দূর করার একটি কার্যকরী ওষুধ সম্পর্কে। বেটনোভেট এন ক্রিম এমন একটি ক্রিম যা ব্যবহারের ফলে ব্রণ এবং মেস্তা দূর হয়ে যায়।

তবে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। বয়ঃসন্ধিকালে অনেকের মুখে ব্রণ দিয়ে ভরে যায়। সেই ব্রণ থেকে আবার দাগ হয়। আবার অনেকের মুখে মেছতা হয়ে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এসব কিছু সমাধান দিতে পারে বেটনোভেট এন ক্রিম।

উপরের আলোচনা থেকে নিশ্চয়ই বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। আপনার যদি বেটনোভেট এন ক্রিম সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

এছাড়া এই ক্রিমটি ব্যবহার করে আপনি কেমন উপকৃত হলেন সেটা জানাতেও ভুলবেন না। আমরা আপনার কমেন্টের উত্তর দিতে সর্বদা প্রস্তুত। 

বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর / FAQ

১. বেটনোভেট এন ক্রিম এর দাম কত? 

উত্তর : বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বেটনোভেট এন ক্রিম পাওয়া যায়। বেটনোভেট এন ক্রিম এর দাম ৪০ টাকা থেকে ৫৫ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে সময়ের সঙ্গে ওষুধের মূল্য পরিবর্তিত হয়। তাই কেনার পূর্বে প্যাকেটের গায়ে দাম দেখে অবশ্যই কিনবেন। 

২. গর্ভবতী মহিলাদের কি বেটনোভেট এন ক্রিম ব্যবহার করা যাবে? 

উত্তর : না, গর্ভবতী মহিলাদের বেটনোভেট এন ক্রিম ব্যবহার না করাই ভালো। গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের বেটনোভেট এন ক্রিম ব্যবহারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

৩. Betnovate কি মুখের জন্য ক্ষতিকর? 

উত্তর : বেটনোভেট (Betnovate) আমাদের ত্বকের ব্রণ, মেছতা এবং আরো কিছু রোগ দূর করতে সাহায্য করে। তবে আমাদের মুখের ত্বক সংবেদনশীল, সূক্ষ ও পাতলা। তাই বেটনোভেট ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে। 

আরও পড়ুন-

কোলেস্টেরল কমানোর উপায়

মুখে ব্রণ কমানোর উপায়

Leave a Comment