পুরুষের মেছতা দূর করার ক্রিম ও ব্যাবহারবিধি

পুরুষের মেছতা দূর করার ক্রিম

অতিরিক্ত প্রসাধনী ব্যবহার বা হরমোনাল বিষয় অথবা যেকোনো ধরণের স্কিন প্রবলেমের জন্য দেখা দিতে পারে মেছতা। সাধারণত পুরুষের মেছতা এবং নারীর মেছতা দূর করার ক্রিম একই। 

তবে আজ আলাদাভাবে বেশকিছু পুরুষের মেছতা দূর করার ক্রিম, ফেসওয়াশ এবং এই মেছতা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনার চেষ্টা করবো। সুতরাং সাথেই থাকুন। 

আরও পড়ুনঃ এলার্জি দূর করার উপায় ও ঔষধের নাম

পুরুষের মেছতা দূর করার ক্রিম

পুরুষের মেছতা দূর করার ক্রিম

শুরুতেই বলে রাখি সাধারণত পুরুষদের তুলনায় বয়স্ক নারীদের অনেক বেশি পরিমাণে মেছতার সমস্যা দেখা দেয়। তবে গুটিকয়েক যেসব পুরুষ এই সমস্যার মধ্য দিয়ে যায় তারা সমাধান হিসাবে নিচের পুরুষের মেছতা দূর করার ক্রিমগুলি ব্যবহার করে ভালোই উপকৃত হতে পারে। 

১. জাপান ফ্রিকল রিমুভিং ক্রিম

স্কিন কেয়ারের ক্ষেত্রে সাধারণত জাপানিজ এবং কোরিয়ান প্রোডাক্টগুলি বেশ কোয়ালিটিসম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে মেছতার দূর করার উপায় হিসাবে জাপানিজ ক্রিম জাপান ফ্রিকল রিমুভিং ক্রিমের সাহায্য নেওয়া যেতে পারে৷

ক্রিম ধীরে ধীরে ত্বকের মেছতার দাগ দূর করে ত্বককে দাগমুক্ত করে তোলে। সাধারণত সূর্যের সংস্পর্শে আসার কারণে মেছতা দেখা দেয় বলে এই ক্রিমটি ত্বকের প্রটেকশন হিসাবে কাজ করে৷ বলে রাখা ভালো এই ক্রিমটি ব্যবহারের সময় কেবল মেছতা রয়েছে এমন স্থানে ব্যবহার করতে হবে।

ফলে ক্রিমটিতে থাকা হাইড্রোকুইনোন, কোজিক অ্যাসিড, আরবুটিন এবং ভিটামিন সি উপাদান ধীরে ধীরে ত্বকের দাগের পরিমাণ কমিয়ে আনবে। তবে মনে রাখতে হবে এই ক্রিমের অতিরিক্ত ব্যবহারের কারণে ত্বকের জ্বালাপোড়া দেখা দিতে পারে।

পাশাপাশি ত্বকের রোগ হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে। আপনারা যারা এই মেছতা রিমুভার ক্রিমটি কিনতে চান তারা নিকটস্থ যেকোনো কসমেটিকসের দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। 

আর এটির দাম পড়বে মাত্র ৫০০/-। যাইহোক! চলুন একনজরে এই পুরুষের মেছতা দূর করার ক্রিমটির কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিই: 

  • এটি একইসাথে পৃথিবীর একমাত্র ভিটামিন-সি অ্যান্টি-ফ্রেকল হোয়াইটনিং ক্রিম
  • শরীরের সমস্ত কালো দাগ দূর করতে চোখ বন্ধ করে এটি ব্যবহার করা যাবে
  • ত্বকের কালো দাগ দূর করে ত্বক ফর্সা ও উজ্জ্বল করবে
  • ত্বকের দাগ কমিয়ে ত্বককে ন্যাচারাল ক্লিন স্কিনে পরিণত করবে 

২. বায়ো কেয়ার সুথিং ফ্রেকল ক্রিম

বায়ো কেয়ার সুথিং ফ্রেকল ক্রিম হলো বায়োজিনের তৈরি সেরা মানের একটি মেছতা রিমুভার ক্রিম। যা আপনি পুরুষের মেছতা দূর করার ক্রিম হিসাবে নিয়মিত ব্যবহার করতে পারেন।

পানি, সোডিয়াম ল্যাকটেট, ক্যাপ্রিলিক/ক্যাপ্রিক ট্রাইগ্লিসারাইড, সেটিরিল অ্যালকোহল এবং বিউটিলিন গ্লাইকলসহ ত্বকের উপকারী বিভিন্ন উপাদানের সাহায্যে সাধারণত এই ক্রিম তৈরি করা হয়ে থাকে। 

ক্রিমটি আপনি দারাজে কিংবা বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন আর এই ক্রিমের দাম পড়বে ৯৯৯/-। যাদের ত্বকে নতুন নতুন মেছতার সমস্যা দেখা দিয়েছে তারা এটি টানা ৪/৬ সপ্তাহ ব্যবহার করবেন। 

আর যাদের বেশ পুরোনো মেছতার দাগ রয়েছে তারা এটি টানা ৩/৬ মাস ব্যবহারে ভালো ফল পাবেন। চলুন এই ক্রিম ব্যবহারে একজন মেছতারোগী হিসাবে আপনি কি কি সুবিধা পাবেন সে-সম্পর্কে জেনে নিই: 

  • এটি ব্যবহারে আপনার ত্বকের হাইপারপিগমেন্টেশন হ্রাস পাবে
  • মেছতাসহ যেকোনো ধরণের দাগ সেরে যাবে 
  • ত্বককে পূর্বের চাইতে অনেক বেশি পরিমাণে ঝকঝকে করে তুলবে
  • এটিকে আপনার দাগ দূর করার ক্রিম হিসাবে ব্যবহার করার পাশাপাশি ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন

৩. ভিন্স অ্যাডভান্সড ফ্রেকল ক্রিম

পুরুষের মেছতা দূর করার ক্রিমের তালিকায় আমরা ভিন্স অ্যাডভান্সড ফ্রেকল ক্রিমটিকেও রাখতে পারি। ক্রিমটি নতুন হলেও এর অনেক বেশি কার্যকর ক্ষমতা রয়েছে। এতে থাকা ওয়ান্ডারলাইট এবং কোএনজাইম কিউ শক্তি আপনার ত্বকের মেছতার সমস্যাকে পুরোপুরি শূণ্যের কোঠায় নিয়ে আসবে। 

তাছাড়া ত্বকের দীর্ঘস্থায়ী হাইড্রেশন নিশ্চিত করতেও এই পুরুষের মেছতা দূর করার ক্রিমটির জুড়ি মেলা ভার। দোকান কিংবা শপের তারতম্য অনুযায়ী এই ক্রিমটির দাম ১৩৮০/৯০ টাকার মতো হতে পারে। যারা লোকালি এই ক্রিম কিনতে পাবেন না তারা সরাসরি দারাজে অর্ডার করতে পারেন। 

ভালো রেজাল্ট পেতে এই ক্রিমটির সামান্য পরিমাণ অংশ আঙ্গুলের ডগায় নিয়ে তা দাগযুক্ত স্থানে ম্যাসাজ করতে হবে। সর্বোচ্চ রেজাল্ট পেতে এটি নিয়মিত ২ বার ব্যবহার করার চেষ্টা করুন। সেই সাথে ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বক ক্লিন করে নেওয়ার চেষ্টা করুন। 

আর হ্যাঁ বাচ্চাদের এটি কোনোমতেই ব্যবহার করতে দেওয়া যাবে না। পাশাপাশি চোখের আশেপাশে এটি ব্যবহার করার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পুরুষের মেছতা দূর করার ক্রিমটি সম্পর্কে তো জানলেন!

এবারে চলুন শেষবারের মতো দেখে নিই এই ক্রিমটি ব্যবহারে আপনি কি কি উপকার পাবেন: 

  • এটির নিয়মিত ব্যবহার আপনার ত্বককে ময়েশ্চারাইজড এবং কোমল রাখতে সাহায্য করবে
  • ক্রিমটি আপনার স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে
  • ত্বককে ব্রাইট করে তুলবে
  • মেছতাসহ ত্বকের যেকোনো দাগ দ্রুত দূর করবে
  • ত্বককে পরিষ্কার, মসৃণ এবং ফর্সা করে তুলবে 

পুরুষের মেছতা দূর করার ফেসওয়াস

ইতিমধ্যেই আলোচিত পুরুষের মেছতা দূর করার ক্রিমগুলি ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বককে ক্লিন করে নিতে হবে। এক্ষেত্রে সাধারণ সাবান বা ফেসওয়াশ ব্যবহার না করে নিচের পুরুষের মেছতা দূর করার ফেসওয়াসগুলির সাহায্য নিতে পারেন। 

ভিন্স অ্যাডভান্সড ফ্রেকল ফেসওয়াশ

ভিন্স অ্যাডভান্সড ফ্রেকল ফেসওয়াশ হলো বেশ জনপ্রিয় একটি অ্যান্টি-ফ্রিকেল স্কিন রিভাইটালাইজিং ফেসওয়াশ। যা তৈরিতে ত্বকের উপকারী বিভিন্ন উপাদানের সাহায্য নেওয়া হয়েছে। 

ফেসওয়াশটি আপনাকে ত্বকের ভেতর থেকে তেল, ময়লা এবং ধুলাবালি দূর করতে সাহায্য করবে৷ পাশাপাশি ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বকের সতেজতা ধরে রাখতে এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করতে পারেন। ফেসওয়াশটি কিনতে গেলে আপনাকে গুনতে হবে ৭০০/-। 

ডক্টর জেমস একনে এন্ড ফ্রেকল ফেসিয়াল ফোম ফেসওয়াশ

এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। বলে রাখা ভালো ফেসওয়াশটি মূলত একটি ফোম বেইজড ফেসওয়াশ। প্রতি ১ প্যাকেট ফেসওয়াশে আপনি পাবেন ১০০ গ্রাম পরিমাণ ফেসওয়াশ। 

আপনিও কি ত্বকের যত্নে এই ডক্টর জেমস একনে এন্ড ফ্রেকল ফেসিয়াল ফোম ফেসওয়াশটি ব্যবহার করতে চান? যদি চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ১০০০/-। 

পুরুষের মেছতা দূর করার উপায়

পুরুষের মেছতা দূর করার ক্রিম সম্পর্কিত আর্টিকেলের একেবারে এই শেষ অংশে এসে জানবো পুরুষের মেছতা দূর করার উপায়। যা ফলো করতে হলে সহজকিছু স্টেপের সাহায্য নিলেই হবে। যেমন: 

লেবু ব্যবহার করুন

মেছতা কিংবা ত্বকের যেকোনো দাগ দূর করতে লেবু ম্যাজিকের মতো কাজ করে থাকে। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকে যথেষ্ট পরিমাণে মেলানিন উৎপন্ন করতে বাঁধা প্রদান করে। 

ভালো রেজাল্ট পেতে নিয়মিত মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি তুলোর প্যাড দিয়ে দাগযুক্ত ত্বকে লাগিয়ে নিন। পরে ১৫ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। 

হলুদ ব্যবহার করুন 

একজন পুরুষ মেছতারোগী হিসাবে পুরুষের মেছতা দূর করার ক্রিম ব্যবহারের পাশাপাশি হলুদ ব্যবহার করুন। হলুদের সাহায্য মেছতা দূর করতে ১ চা চামচ হলুদের গুড়ার সাথে ১-২ চা চামচ দুধ এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। 

এবারে মিশ্রণটি ত্বকে ২০ মিনিটের জন্য রেখে দিয়ে হালকা গরম পানির সাহায্য ধুঁয়ে নিবেন। গরম পানি ব্যবহারের পর কিন্তু ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে ভুলবেন না। 

অ্যালোভেরা ব্যবহার করুন

সোজা বাংলায় অ্যালোভেরায় অ্যালোসিন রয়েছে। যা ত্বকের পিগমেন্টেশন কমাতে কার্যকরভাবে কাজ করে থাকে। মেছতা কমাতে আপনি চাইলে সরাসরি গাছ থেকে তুলে এনে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। 

অথবা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে তা ত্বকে লাগাতে পারেন। মেছতার দাগ বেশ কম সময়ের মাঝে দূর করতে প্রতিদিন ৫ মিনিট অ্যালোভেরা জেল দিয়ে মুখে ম্যাসাজ করতে থাকুন। ম্যাসেজের পর আরো ১০ মিনিট ত্বকে অ্যালোভেরা রেখে অপেক্ষার পর ধুঁয়ে ফেলুন। 

মধু ব্যবহার করুন 

পিগমেন্টেশন হালকা করতে মধুর ব্লিচিং ফিচার বেশ কার্যকর ভুমিকা পালন করে থাকে। মেছতাকে চিরতরে বিদায় জানাতে চিনি বা লবণের সাথে মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। ধীরে ধীরে এই স্ক্রাব পুরো ফেইসে ব্যবহার করে ধুঁয়ে ফেলতে পারেন। 

ইতি কথা

পুরুষের মেছতার দূর করতে আশা করি উপরোক্ত পুরুষের মেছতা দূর করার ক্রিমগুলির ব্যবহারই যথেষ্ট হবে। পাশাপাশি সঠিক চিকিৎসা গ্রহণ করাটাও জরুরি। মেছতার ভালো চিকিৎসা বা যেকোনো পরামর্শ পেতে সরাসরি বায়োজিনের অফিসে যেতে পারেন।

অথবা মোবাইল ফোন বা ইমেইলের সাহায্যে কন্টাক্ট করে আপনার ত্বকের কন্ডিশন জানিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করতে পারেন। আশি করি খুব অল্প সময়ের মধ্যেই মেছতার সমস্যা দূর হয়ে যাবে। 

পুরুষের মেছতা দূর করার ক্রিম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১. পুরুষের মেছতা দূর করার ক্রিম কোনটি? 

উত্তরঃ পুরুষের মেছতা দূর করার ক্রিম হিসাবে বর্তমানে জাপান ফ্রিকল রিমুভিং ক্রিমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে 

২. মেছতা দূর করার উপায় কি? 

উত্তরঃ মেছতা দূর করার উপায় হলো নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা, ত্বকে মধু এবং অ্যালোভেরা এপ্লাই করা, মেছতা দূর করার ফেসওয়াশ এবং ক্রিম ব্যবহার করা 

৩. তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায় কি? 

উত্তরঃ তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায় হলো সানস্ক্রিন এবং লেবুর রস ব্যবহার করা

৪. এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় কি? 

উত্তরঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় হলো এলোভেরার সাথে হালকা মধু মিশিয়ে ত্বকে এপ্লাই করে তা কুসুম গরম পানির সাহায্যে ধুঁয়ে ফেলা 

৫. মেছতা দূর করার ঔষধের নাম কি? 

উত্তরঃ মেছতা দূর করার ঔষধের নাম হলো মেলাডার্ম

আরও পড়ুন-

ডায়াবেটিস রোগীর খাবার তালিকা

মুখে ব্রণ কমানোর উপায়

Leave a Comment