অফিসিয়াল ফোন চেনার উপায়

অফিসিয়াল ফোন চেনার উপায়

প্রযুক্তি নির্ভর এই যুগে অফিসিয়াল ফোন চেনার উপায় গুলো জানতে হবে কারন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ফোন (মোবাইল ফোন) । সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এই “দেখতে ছোট তবে কাজে বড়” জিনিসটি

অর্থাৎ ফোন ব্যবহার করে থাকি বড় ছোট সব রকম প্রয়োজনে। বর্তমান সময়ে ফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই সীমিত। তাই একটু ভেবে দেখুন তো ছোট্টো এই গ্যাজেট টি আমাদের জীবনে কতটা জায়গা করে নিয়েছে ।

কিন্তু আমরা বাজেট কম থাকাই অনেক সময় অবৈধ  ভাবে কম দামে ল্যাপটপ ও ফোন কিনে থাকি। যদি এই ভাবে ফোন কিনে থাকেন তাহলে আপনাকে জানতে হবে অফিসিয়াল ফোন চেনার উপায়তাই আজকে অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে আলোচনা করা হবে।

তবে অফিসিয়াল ফোন চেনার আগেও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেগুলো হলো : ইমপোর্ট টাইপ অনুযায়ী বাজারে কত ধরনের ফোন রয়েছে, অফিসিয়াল ফোন কি ,আন- অফিসিয়াল ফোন কি, ফোনের সুবিধা এবং অসুবিধা ,আন-অফিসিয়াল ফোনের কি সুবিধা এবং অসুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ ১৫-২০ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ

চলুন তাহলে জেনে নেওয়া যাক উক্ত বিষয়গুলো :

ইমপোর্ট টাইপ অনুযায়ী ফোনের প্রকারভেদ

বর্তমানে ফোন ব্যবহারকারী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আর এর পেছনে দুটি কারণ রয়েছে :

  •  মানুষ অনেক রকম প্রয়োজন এই গ্যাজেটটির দ্বারা পুরন করতে পারে।
  • গ্যাজেটটি বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

আপনি হয় তো খেয়াল করে দেখেছেন আপনি বা আপনার বন্ধু একটি ফোন কিনেছে বেশি দাম দিয়ে। কিন্তু আপনার পরিচিত কেউ একজন একই কোম্পানীর একই মডেলের ফোন কিনেছে তবে অনেক কম মূল্যে।

এমন ঘটনা অহরহ ঘটে থাকে এবং এর পেছনে একটি কারণও রয়েছে। পূর্বের তুলনায় এখন বাংলাদেশে ফোনের মার্কেট বেশ বড় হয়ে গেছে। আর বাংলাদেশে ফোনের মার্কেটে দুই ভাবে ফোন ঢোকে। একটি অফিসিয়াল ভাবে এবং অন্যটি আন- অফিসিয়াল ভাবে।

আসুন অফিসিয়াল ফোন এবং আন- অফিসিয়াল ফোন সম্পর্কে একটু বিস্তারিত ভাবে জেনে নিন –

অফিসিয়াল ফোন 

কেউ যদি ফোন নিয়ে ব্যবসা শুরু করতে চায় সর্বপ্রথম তাকে উক্ত কোম্পানীর ফোনটি দেশে আনতে হয়। সেই ফোনটি আনার সময় দেশের সরকারকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কর/ ট্যাক্স দিয়ে রেজিস্টার করতে হয় । আর এই সব কার্যক্রম সম্পন্ন করার পর সেটি দেশে বৈধতা লাভ করে। এই ভাবে রেজিস্টারকৃত ফোন গুলোকে অফিসিয়াল ফোন বলা হয় ।

অর্থাৎ সহজ ভাবে বলা যায় কোনো ফোন উক্ত কোম্পানী কর্তৃক এক বা একাধিক দেশে পৌছানোর জন্য সেই দেশের সবরকম সরকারি কার্যক্রম আইনীভাবে সম্পন্ন করার পরে ক্রেতার হাতে তুলে দেওয়ার পরে ওয়্যারেন্টি সময় শেষ হওয়া পর্যন্ত সব দায়িত্ব বহন করে। এরকম ফোন বা ফোনসমূহকে অফিসিয়াল ফোন বলে । অফিসিয়াল ফোনে IMEI নম্বর থাকে। 

অফিসিয়াল ফোন চেনার উপায়

আন- অফিসিয়াল ফোন 

কিছু কিছু ব্যবসায়ীরা আছেন যারা তাদের ব্যবসায় একটু বেশি লাভবান হওয়ার আশায় চোরাই ভাবে বাইরের দেশ থেকে দেশে ফোন নিয়ে আসে। চোরাই বলতে বোঝানো হয়েছে বাইরের দেশ থেকে ফোন দেশে আনার সময় সরকার কে যে ভ্যাট ও ট্যাক্স দিতে হয় তা ফাকিঁ দেয়া, সরকারি ভাবে রেজিস্টার না করা এবং বেআইনী ভাবে আনা সেই ফোন সরাসরী বিক্রি করে দেয়া । এই ফোন গুলোই আন- অফিসিয়াল ফোন।

সহজ কথায়, সরকারের কাছে রেজিস্টার না করে এবং ট্যাক্স এবং ভ্যাট না দিয়ে ওয়্যারেন্টি ছাড়াই যে ফোন গুলো মার্কেটে বিক্রি করা হয় সেগুলো আন- অফিসিয়াল ফোন। আন -অফিসিয়াল ফোনে IMEI নম্বর থাকে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে “ IMEI নম্বর কি ?” আপনার প্রশ্নের উত্তরটি নিচে দেওয়া হলো:

IMEI নম্বর কি 

সহজ ভাষায় বলতে গেলে IMEI নম্বর হলো একটি মোবাইল ফোনের সংখ্যা সূচক পরিচয় পত্র এবং এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকয়্যুপমেন্ট আইডেনন্টিটি । এটি ১৫ ডিজিটের একটি নম্বর যা একেবারেই ইউনিক।একটি ফোনের জন্য এই নম্বর বেশ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে এই নম্বরটি আলাদা হয় ।অফিসিয়াল ফোনের IMEI নম্বর অবশ্যই থাকে ।

এতক্ষণ তো অফিসিয়াল ফোন এবং আন- অফিসিয়াল ফোন আসলে কি সে সম্পর্কে জানলেন।এখন তাহলে জেনে নিন অফিসিয়াল ফোন ও আন-অফিসিয়াল ফোন এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে –

অফিসিয়াল ফোন এর সুবিধা ও অসুবিধা 

যেসকল মোবাইল ফোন সরকারী অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন করে ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের বাজারে প্রবেশ করে কাস্টমারের কাছে বিক্রয় করা হয় তাকে অফিসিয়াল ফোন বলা হয়। অর্থাৎ ফোন কোম্পানি বৈধ ভাবে বিভিন্ন দেশে পৌছানোর জন্য সরকারী সকল কার্যক্রম বৈধ রেজিস্টেশন করণের পর কাস্টমারের হতে তুলে দিয়ে ওয়্যারেন্টি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সকল দায়-দায়িত্ব বহন করে তাকে অফিসিয়াল ফোন বলা যায়। যেসব ফোনে পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি আপডেটসহ সকল সার্ভিস পাওয়া যায়।

সুবিধা –

  • আইনী বৈধতার সাথে ফোনের মালিক হওয়া যায়।
  •  IMEI নম্বর থাকে।
  • যদি কোনো কারণ বসত ফোনটি হারিয়ে যায় তবে IMEI নম্বর ট্রাকিং এর মাধ্যমে সহজেই ফোনটি বের করে ফেলা সম্ভব হয় ।
  • ফোনটির সাথে সম্পূর্ণ ওয়্যারেন্টি থাকে এবং এটির লিগ্যাল ডকুমেন্টে মালিকের নাম লিখিত ভাবে থাকে ।
  •  এক্ষেত্রে ফোনটি ১০০% আসল হয় এবং ফোনের সবরকম আপডেট নিয়মিত পাওয়া যায় ।

অসুবিধা –

  • এই ফোনগুলো দাম একটু বেশি হয়।
  • সরকারের বাজেটে ভ্যাট বা ট্যাক্স এর পরিমাণ বেড়ে গেলে ফোনের দামও বেড়ে  যায় ।

 অফিসিয়াল ফোন এর অসুবিধার তুলনায় সুবিধা বেশি ।

আন-অফিসিয়াল ফোন এর সুবিধা ও অসুবিধা

অন্যদিকে যেসকল মোবাইল ফোন সরকারী অনুমোদন না নিয়ে চোরাই পথে ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বাজারে প্রবেশ করে এবং সরকারী ভাবে রেজিস্ট্রেশন না করে, ভ্যাট ও ট্যাক্স না দিয়ে, সরাসরি কাস্টমারের কাছে বিক্রয় করা হয়ে থাকে তাকে আনঅফিসিয়াল ফোন বলা হয়।

অর্থাৎ ফোন কোম্পানি, ব্যবসায়ী অবৈধ ভাবে বিভিন্ন দেশের ফোন সরকারী সকল ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, নিবন্ধন, রেজিস্টেশন না করে, কাস্টমারের কাছে সরাসরি বিক্রয় করে থাকে। যেগুলো ফোন কোম্পানি ওয়্যারেন্টি দেয় না বা কোন দায়-দায়িত্ব বহন করে না, তাকে আন অফিসিয়াল ফোন বলা যায়।

সুবিধা-

  •  এই ফোনগুলো অনেকটা কম দামে পাওয়া যায়।
  • সরকারের বাজেট এবং ট্যাক্স বা ভ্যাট কমা বা বাড়ার সঙ্গে এর দামে তেমন একটা পরিবর্তন হয় না ।

অসুবিধা-

  •  আইনী বৈধতা থাকে না ।
  •   IMEI নম্বর থাকে না ।
  • ফোন হারিয়ে গেলে সেটি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ।
  •   অনেক ক্ষেত্রে ফোন আসল হয় না বরং ক্লোন হয় ।
  •  সার্ভিস ওয়ারেন্টি এবং আপডেট কোনোটিই পাওয়া যায় না ।

আন- অফিসিয়াল ফোন এর সুবিধার তুলনায় অসুবিধা বেশি ।

সাধারণ এই তথ্যগুলো জানার পরে এখন জেনে নিন অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে-

আরও পড়ুনঃ ৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন

অফিসিয়াল ফোন চেক করার উপায়

  • ফোন কেনার সময় উক্ত ফোনের ব্রান্ড বা কোম্পানীর আসল সীল, সাইন বা অফিসিয়াল মেমো থাকে। এই জিনিসগুলো থাকলে মোটামুটি ভাবে বোঝা যায় যে ফোনটি অফিসিয়াল ।
  •  সব ব্রান্ডের অফিসিয়াল ফোনেরই বেশ কিছু সিক্রেট কোড/ নম্বর থাকে । আপনি যে ফোনটির অফিসিয়াল তথ্য জানতে চান সে ফোনটির ব্রান্ডের নাম এবং ফোনটির মডেলের নাম লিখে গুগলে সার্চ দিলে সে ফোনের সিক্রেট কোড/ নম্বর পেয়ে যাবেন । এই কোডগুলোর মাধ্যমে জানতে পারবেন ফোনটি অফিসিয়াল কি না ।
  •  ফোনের IMEI নম্বর চেক করে সেই ফোনের ফোনের মডেল, ভার্সন রিলিজ ডেট সম্পর্কে জানতে পারবেন । এখানে লক্ষণীয় যে আন-আফিসিয়াল ফোনে IMEI নম্বর থাকে না । IMEI নম্বর বের করার জন্য *#06# ডায়াল করতে হবে । ১৫ ডিজিটের এই IMEI নম্বর টি IMEI চেকার ওয়েবসাইটে গিয়ে সেই নম্বরটি সাইওট দিলে ফোনের সব ইনফরমেশন চলে আসবে ।
  •  এছাড়াও ২০১৮ সাল থেকে বিটিআরসি সার্ভিসে দেশে আসা সব অফিসিয়াল ফোনের তথ্য সংরক্ষণ করে রাখা হচ্ছে । তাই এইখান থেকেও ফোনটি অফিসিয়াল কি না তা এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারেন ।

শেষকথা

পরিশেষে এতটুকুই বলা যায়, একটি ফোন কেনার পূর্বে সেটি অফিসিয়াল কিনা তা অব্যশই যাচাই করুন এবং আন-অফিসিয়াল ফোন কেনা থেকে দূরে থাকুন। তাই অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে জানতে সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।
আপনার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ। 

আরও পড়ুন-

হারানো সিম বন্ধ করার উপায়

সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

Leave a Comment