উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ ও নিয়ম নীতি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

১৯৯২ সালের ২১ অক্টোবর থেকে যাত্রা শুরু করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এর মূল অবস্থান ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোর্ড বাজারে হলেও সারা বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র রয়েছে। 

বিভিন্ন কারণে যারা পড়াশোনায় পিছিয়ে পড়েছে তাদের সুবিধামতো প্রয়োজনীয় সার্টিফিকেট অর্জনে এবং শিক্ষিত উঠার মিশনে সাহায্য করে থাকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। চলুন তবে আজকের এই আর্টিকেলের সাহায্যে জেনে নিই

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ কি কি এবং সম্পর্কিত অন্যান্য বিস্তারিত তথ্য। 


আরও পড়ুনঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়ম


উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ কি কি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

অনার্স সমতুল্য বিবিএ প্রোগ্রাম, ডিগ্রি কোর্স, এসএসসি কোর্স, এইচএসসি কোর্স কি নেই এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে? মোটামুটি বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যাক্তির সকল শিক্ষাগত সার্টিফিকেট অর্জনের জন্য প্রায় সকল কোর্স নিয়েই কাজ করছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ চালু রয়েছে সেসমস্ত কোর্স হলোঃ 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি কোর্স

মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখা থেকে যারা এসএসসি সার্টিফিকেট চাচ্ছেন তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি কোর্সে ভর্তি হতে পারেন। 

এক্ষেত্রে ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে হবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের ই-মেইলে, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে। 

এসএসসি কোর্সে ভর্তি যোগ্যতা

অন্যান্য কলেজগুলির মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা কলেজে ভর্তি হতে হলেও আপনাকে জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত যেকোনো সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। 

এক্ষেত্রে প্রয়োজন পড়বে সেই পরীক্ষার সার্টিফিকেট। আর যাদের সার্টিফিকেট নেই তাদের বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর। তাছাড়া জেনে রাখতে হবে: 

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি কোর্সের ভর্তি ফি বিকাশ, ডিবিবিএল বা রকেটের মাধ্যমে পে করা যাবে
  • বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে উন্মুক্তের এই এসএসসি কোর্সে ভর্তি হওয়া যাবে না
  • উন্মুক্ত ও দূরশিক্ষণ দুই মাধ্যমেই আপনি চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্স 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এইচএসসি কোর্সেরও ব্যবস্থা রেখেছে। যে কোর্সটি করতে হলে আপনাকে অনলাইনের সাহায্যে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে রিজিওনাল বা সাব রিজিওনাল যেকোনো ক্যাম্পাসে সরাসরি গিয়েও আবেদন করতে পারেন৷ 

সবচেয়ে মজার ব্যাপার হলো গত বছর এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্স ফির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ৬০% ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছিলো। আশা করি এই বছরও তার ব্যাতিক্রম হবে না। 

এইচএসসি কোর্স ভর্তি যোগ্যতা 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্স ভর্তি যোগ্যতা হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শিক্ষার্থীর এসএসসি সার্টিফিকেট। যেখানে শিক্ষার্থীর রেজাল্ট, সঠিক নাম এবং ঠিকানা থাকা জরুরি। 

কারণ একই নাম ঠিকানায় ভবিষ্যতে এইচএসসি সার্টিফিকেট বেরুবে। যারা অনলাইনে ভর্তি হবেন তারা আবেদন করার পর যদি কোনো জটিলতা দেখেন বা কোনোকিছু যদি ঠিক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হেল্প লাইনে যোগাযোগ করবে এবং মনে রাখবেন: 

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্স ভর্তি হতে অনলাইন আবেদন ফি ১০০/- এবং রেজিষ্ট্রেশন ফি ১৫০/- পে করতে হবে
  • এই বিশ্ববিদ্যালয়ের এইচএসসি কোর্সের ভর্তি ফি মূলত ৪,৫২৩/- পড়ে 
  • আবেদন করার সময় সকর তথ্য সঠিকভাবে দিতে হবে এবং এসএসসি সার্টিফিকেটে থাকা তথ্যের সাথে উক্ত তথ্যসমূহের মিল থাকতে হবে 
  • সবশেষে বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করতে হবে এবং SMS ও e-mail এ “payment successful” ম্যাসেজ এলে তবেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স 

এইচএসসি পাশের পর যাদের অনার্স পড়ার ইচ্ছা ছিলো কিন্তু পড়তে পারেন নাই তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স করতে পারেন৷ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স প্রোগ্রামে আপনি মোট ৮ টি সাবজেক্ট অপশন পাবেন। 

সেখান থেকে নিজের পছন্দ অনুযায়ী এটি সাবজেক্টে পড়াশোনা শুরু করে দিতে পারেন। তবে হ্যাঁ আপনার নিকটবর্তী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে তা আপনাকেই চেক করে নিতে হবে। 

অনার্স কোর্সে ভর্তি যোগ্যতা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হওয়ার আলাদা কোনো যোগ্যতা নেই। তবে আপনাকে অনার্সে পড়তে হলে অবশ্যই এইচএসসি পাশ করতে হবে। বলে রাখা ভালো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহের আন্ডারে এইচএসসি কোর্সও রয়েছে। 

সুতরাং যারা এইচএসসি পাশ করেননি তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও মাথায় রাখতে হবে:

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তির শুরুতে আপনাকে ৫০০০/- পে করতে হবে
  • অনার্সে প্রতি বছর ২ সেমিস্টার থাকে
  • প্রতি ২ টি সেমিস্টারের জন্য ২ বার করে ৪০০০/- পে করতে হবে
  • ৩ বছরের অনার্স কোর্সে ভর্তি হতে সর্বমোট খরচ পড়বে ২৪,০০০/-
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে সরাসরি ক্যাম্পাসে, রিজিওনাল বা সাব রিজিওনাল ক্যাম্পাসে ভর্তি হতে পারেন 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স 

যারা সময়ের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ডিগ্রি কোর্স সম্পন্ন করতে পারেননি তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি বিএ ও বিএসএস প্রোগ্রামে জয়েন হতে পারেন। বলে রাখা ভালো বিএ এবং বিএসএস কোর্স শেষ করতে আপনার ৩ বছরের মতো সময় লাগবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট হিসাবে পড়তে হবে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, নৃবিজ্ঞান, নারী ও জেন্ডার স্টাডিজ ইত্যাদি সাবজেক্ট! 

ডিগ্রি কোর্সে ভর্তি যোগ্যতা

মূলত উন্মুক্তের এই ডিগ্রি কোর্সে পড়তে আপনাকে ৩১ জুলাই থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো একটি দিনে আবেদন করতে হবে। আর আবেদন করতে হবে কাছের কোনো আঞ্চলিক অথবা উপ-আঞ্চলিক কেন্দ্রে সরাসরি উপস্থিত থেকে। এছাড়াও মনে রাখতে হবে:

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার ফি আগেভাগেই অনলাইন পেমেন্টের সাহায্যে পে করতে হবে
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে ভর্তি ফি একাডেমিক বছর অনুযায়ী ৩৮৯০-৪০০০/-
  • হতে পারে
  • চাইলে শিক্ষার্থীরা নিজের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানার সাহায্যে ঘরে বসে আবেদন সম্পন্ন করতে পারবে 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্স 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একটি হলো মাস্টার্স অব সায়েন্স (এমএসসি) এবং অন্যটি হলো মাস্টার্স অব অ্যাপ্লাইড সায়েন্স (এমএসএস) কোর্স। বাউবির মাস্টার্স অব সায়েন্স (এমএসসি) কোর্সটি করলে আপনি পাবেন ১৪টি বিভাগ থেকে যেকোনো একটি পছন্দ করে নেওয়ার সুযোগ। 

অন্যদিকে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব অ্যাপ্লাইড সায়েন্স (এমএসএস) কোর্স করতে চাইলে পাবেন এর ১১টি বিভাগ থেকে যেকোনো একটি বিভাগে ডিগ্রি অর্জন করার সুযোগ। 

মাস্টার্স কোর্স ভর্তি যোগ্যতা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে ভর্তি হতে হলে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়ে মাস্টার্স করতে চাচ্ছেন সেই বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। আর রেজাল্ট হিসাবে পূর্বের কোর্সগুলিতে থাকতে হবে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ। এছাড়াও মাথায় রাখবেন: 

  • কোর্সটিতে ভর্তি হতে চাইলে বাউবির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং ১০০০/- ফি পরিশোধ করতে হবে
  • যেহেতু বাউবির মাস্টার্স পরীক্ষা ফেব্রুয়ারি ও আগস্ট মাসে হয় সেহেতু সময়টুকু মাথায় রেখে সার্কুলার অনুযায়ী ভর্তি হতে হবে
  • বাউবির মাস্টার্সে আপনাকে প্রতি সেমিস্টারে ৮টির মতো কোর্স কমপ্লিট করতে হবে 

ইতি কথা

বুঝতেই পারছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহের দিক দিয়ে সাধারণ শিক্ষাব্যবস্থার সাথে এর খুব একটা অমিল নেই। তাছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ থেকে পড়ে আপনি বাংলাদেশে যেকোনো সনামধন্য প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন এবং বিসিএসও দিতে পারবেন।

নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সঠিক ক্যারিয়ার গড়ে তুলতে আশা করি উন্মুক্ত আপনার সহায়ক হয়ে উঠবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার নিয়ম কি? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার নিয়ম হলো সংশ্লিষ্ট কোর্সের জন্য নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি জমা দিয়ে ক্লাস করার জন্যে প্রস্তুতি নিতে হবে। 

২. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য কেমন? 

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের তুলনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মূল্য মোটেও কম নয়। মানের দিক দিয়ে সবই একই। যদি এতে থাকে ভালো রেজাল্ট এবং গুড সাবজেক্ট চয়েজ। 

৩. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ কি কি? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স সমূহ হলো বিএসএন, সিএসই এবং বিএফএসএন। 

৪. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যাচাই করবো? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যাচাই করতে হলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নাম এবং পাসওয়ার্ডের সাহায্যে আইডি লগইন করতে হবে। 

আরও পড়ুন-

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় ও সংরক্ষন

জাতীয় পরিচয় পত্র যাচাই

Leave a Comment