সাবমারসিবল পাম্প দাম কত, পাম্প এর যাবতীয় তথ্য

সাবমারসিবল পাম্প দাম কত

সাবমারসিবল পাম্প এমন একটি পাম্প যেটির সাহায্যে আপনি খুব সহজেই মাটির অনেক গভীর থেকে অনেক উপর পর্যন্ত পানি উঠানামা করতে পারবেন। বর্তমান সময়ে পানি উত্তোলনের জন্য এটি একটি আধুনিক পাম্প।

এই পাম্প বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। তবে এর মধ্যে কিছু ক্যাটাগরির সাবমারসিবল পাম্প রয়েছে যা পেট্রোল ও ডিজেল দিয়ে পরিচালিত হয়। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মানুষজন এখন ক্ষেত-খামারের কাজে এই আধুনিক পাম্প ব্যবহার করা পছন্দ করে থাকেন।

বাংলাদেশে এখন নানাধরণের সাবমারসিবল পাম্প পাওয়া যায়।উন্নত মান থেকে শুরু করে নিম্নমান সকল ধরনের সাবমারসিবল পাম্প পাওয়া যায়। তাই একেক সাবমারসিবল পাম্পের দামও একেকরকম। আপনার চাহিদা ও সুবিধা অনুযায়ী কোন সাবমারসিবল পাম্প দাম কত সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা সাজানো।  


আরও পড়ুনঃ দারাজ অনলাইন শপিং দারাজ থেকে পণ্য কেনার নিয়ম


সাবমারসিবল পাম্প দাম কত ও প্রকারভেদ

সাবমারসিবল পাম্প দাম কত

আমাদের দেশের নানা কোম্পানির সাবমারসিবল পাম্প রয়েছে। যেমনঃ এসিআই সাবমারসিবল পাম্প,১ ঘোড়া সাবমারসিবল পাম্প,পেডরোলো সাবমারসিবল পাম্প, গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প, আরএফএল সাবমারসিবল পাম্প,মারকুইস সাবমারসিবল পাম্প।

এসব পাম্পের এবং কোম্পানির বিভিন্ন ক্যাটাগরির পাম্প রয়েছে। চলুন সাবমারসিবল পাম্প দাম কত ও খুঁটিনাটি নিয়ে জেনে নেয়া যাকঃ 

এসিআই সাবমারসিবল পাম্প

বাংলাদেশের এসিআই কোম্পানির সাথে পরিচিত নন এমন মানুষ খুজে পাওয়া খুবই কষ্টকর। এসিআই কোম্পানি শুধু এখন মোটরই নয়, কৃষিকাজের সুবিধার জন্য তারা এখন সাবমারসিবল পাম্পও তৈরি করা শুরু করেছেন। তাদের সাবমারসিবল অনেকটাই উন্নত ও সেরা সেবা প্রদান করে আসছে।

এসিআই- এর সাবমারসিবল পাম্পের হর্স পাওয়ার অনেকবেশি হয়ে থাকে। এই সাবমারসিবল পাম্প দিয়ে আপনি কৃষি ক্ষেত্রে সেট দিতে ও অনেক সুউচ্চ ভবন থেকে পানি উঠানো ও নামানোর কাজ খুব সহজেই করা যায়।

আপনার সুবিধার জন্য বলে রাখি, অনেক গভীর থেকে পানি উঠানোর কাজে এসিআই-এর সাবমারসিবল পাম্পগুলো সেরা।আপনি এসিআই কোম্পানীতে বিভিন্ন  হর্স পাওয়ারের সাবমারসিবল পাম্প পেয়ে যাবেন যার দাম মূল্য ১০০০০ টাকা -৬০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। 

  •  ACI-4Sm-0.5-6/5 এই মডেলের 0.5 হর্স পাওয়ার এর পাম্পের মূল্য ৯৭০০ টাকা।
  • ACI-3Sm-1.0-3/21  এই হর্স পাওয়ার এর পাম্পের মূল্য ১০ হাজার টাকা।
  • ACI-4Sm-2.0-16/6) এই মডেলের 2 এই হর্স পাওয়ার এর পাম্পের মূল্য ১৫৮০০ টাকা।
  • ACI-6Sm-3.0-25/2 এই মডেলের  3  এই হর্স পাওয়ার এর পাম্পের মূল্য ২৫ থেকে ২৬ হাজার টাকা।
  • ACI6-500B-502-SP এই পাম্পের  5.5  এই হর্স পাওয়ার এর পাম্পের মূল্য ৬০ হাজার ৫০০ টাকা।

পেডরোলো সাবমারসিবল পাম্প

আপনি কি আপনার বাসা-বাড়ির কাজের জন্য সাবমারসিবল পাম্প খুঁজছেন? তাহলে আপন পেডরোলো কোম্পানির সাবমারসিবল পাম্পগুলো যাচাই করে দেখতে পারেন। এই পাম্পগুলোর কিছু সুযোগ-সুবিধা রয়েছে।

যেমন ধরেন, পেডরোলোর পাম্পগুলো দিয়ে আপনি কম সময় অনেক দ্রুত অনেক পানি উত্তোলন করতে পারবেন। বাসা-বাড়ি ছাড়াও কৃষিকাজেও এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন। একটি কথা বলে রাখা ভালো পেডরোলো সাবমারসিবল পাম্প ডিজেলের সাহায্যে চালাতে হবে।

বিভিন্ন ধরণের পেডরোলো সাবমারসিবল পাম্পের দাম নিচে দেয়া হলঃ 

  •  ১ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ৬০০০ টাকা
  •  কিছু সাবমারসিবল পাম্প রয়েছে ৪০০০ থেকে ৫ হাজার টাকা।
  • এছাড়াও ৬৫ হাজার ৫০০ টাকায় ৫ হর্স পাওয়ার এর পাম্প হয়েছে।
  •  ২৯ হাজার টাকায় পেডরোলো সাবমারসিবল পাম্প কিনতে পাবেন।
  •  এক হর্স পাওয়ার এর ডোমেস্টিক সিভিল সাবমারসিবল পাম্প এর দাম ২৯ হাজার ৫০০ টাকা।

আর এফ এল সাবমারসিবল পাম্প 

আর এফ এল কোম্পানির একটি পণ্য হলেও সব বাঙ্গালির ঘরে আছে। তাই এই কোম্পানির সাথে নতুন করে পরিচিত করিয়ে দেয়ার মত কিছুই নাই। আর এফ এল কোম্পানির আসবাবপত্র ও অন্যান্য পণ্যের মত এই কোম্পানির সাবমারসিবল পাম্পও ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে।

এদের সাবমারসিবল পাম্পগুলো অনেকটা দামে কম মানে ভালো ধরনের।তাহলে চলুন আর এফ এল এর সাবমারসিবল পাম্পের বিভিন্ন ক্যাট্যাগরিসহ দামও জেনে নেয়া যাক। 

  • RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″-0.5 HP( RPM 60- 1)-কোড 85001-0.5 হর্স পাওয়ার-0.37 kWh-220 ভোল্ট( একক ফেজ)-মূল্য 4,415 টাকা।
  • RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( XPART 10M)-কোড 801214-1.0 হর্স পাওয়ার-0.75 কিলোওয়াট-220 ভোল্ট( একক ফেজ)-মূল্য 9075 টাকা।
  • RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″-0.75 HP( RSJ 1BE)-কোড 85006-0.75 হর্স পাওয়ার-)0.56 kW-220 ভোল্ট( একক ফেজ)-মূল্য 7,650 টাকা।
  •  RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″-0.75 HP( XPTm 1B- E)-কোড 801365-0.75 হর্স পাওয়ার-0.56 kWh-220 ভোল্ট( একক ফেজ)-মূল্য 7,650 টাকা।
  •  RFL ওয়াটার পাম্প সেন্ট্রিফিউগাল WP- 1 ″ X1 ″- 1HP( RAC 158)-কোড 85005-1.0 হর্স পাওয়ার-0.75 কিলোওয়াট-220 ভোল্ট( একক ফেজ)-মূল্য 9,650 টাকা।

১ ঘোড়া সাবমারসিবল পাম্প

আপনি যদি ৮ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে সাবমারসিবল পাম্প কিনতে চান, তবে আপনি ১ ঘোড়া সাবমারসিবল পাম্প কিনতে পারেন। ১ ঘোড়া সাবমারসিবল পাম্প অনেক কোম্পানিরই পেয়ে যাবেন।

যেমনঃ আর এফ এল, গাজী, মারকুইস,এসিআই কোম্পানিতে ১ ঘোড়া সাবমারসিবল পাম্প সুলভ মূল্যে পাওয়া যায়। 

গাজী সাবমারসিবল পাম্প

গাজী নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে নাম্বার ওয়ান আস্থা। গাজী সাবমারসিবল পাম্প দিয়ে অনেক গভীর থেকে পানি উত্তোলন করা যায়।গাজী সাবমারসিবল পাম্প শুরু মানেই ভালো নয়, টেকসইও হয়। গাজী সাবমারসিবল পাম্প দাম কত তা আপনি নিম্ন থেকে উচ্চ দাম সবগুলোতেই পাবেন।

  • 3SDM-3.5-9  গাজী সাবমারসিবল পাম্পের বর্তমান দাম  ৮৫০০ টাকা।
  • 3SDM-3.5-16 এর দাম ১০৯০০ টাকা।
  •  4SDM-612  সাবমারসিবল পাম্প এর দাম ১৩২০০ টাকা।
  • SDM-10-10  সাবমারসিবল পাম্প এর দাম ১৪০০০ টাকা।

গাজী কোম্পানিতে গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পও পাওয়া যায়। ভারী কাজের জন্য গাজীর ২ ঘোড়া সাবমারসিবল পাম্পটি অনেক কার্যকরী। এই পাম্পগুলর দাম ১৪ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত হয়ে থাকে। 

মারকুইস সাবমারসিবল পাম্প

মারকুইস কোম্পানিও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি যা নানা ধরণের উন্নতমানের সাবমারসিবল পাম্প পাওয়া যায়। মারকুইস সাবমারসিবল পাম্পের মূল্য ৭ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত হয়ে থাকে। এসব পাম্পের দাম তার মান ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। 

ইতিমধ্যেই আমরা বাংলাদেশের উন্নতমানের সকল সাবমারসিবল পাম্প দাম কত ও বৈশিষ্ট্য এই পোস্টে উল্লেখ করেছি। আপনার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী আপনার পছন্দের সাবমারসিবল পাম্পটি বেছে নিতে পারেন। 

শেষ কথা

যদি কখনো পাম্প কিনতে চান তাহলে উপরে উল্লেখিত পাম্পগুলোর মধ্যে থেকে বিবেচনা করে কিনতে পারেন। আশা করছি সাবমারসিবল পাম্প দাম কত এই আর্টিকেলে আপনারা সাবমারসিবল পাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন।

প্রয়োজনীয় তথ্য যাচাই করে চাহিদা মোতাবেক পাম্প কিনতে পারেন। আমরা এই আর্টিকেলের মাধ্যমে পাম্প গুলোর সঠিক দাম জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।

সাবমারসিবল পাম্প দাম কত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। বাংলাদেশে কি মিনি সাবমারসিবল পাম্প পাওয়া যায়?

উত্তরঃ অবশ্যই। বড় বড় বাস, ট্রাক ও গাড়ি ধোয়ার কাজে অনেকেই মিনি সাবমারসিবল পাম্প ব্যবহার করে থাকেন। এসব মিনি সাবমারসিবলের দাম ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। 

২। বাংলাদেশের কোন সাবমারসিবল পাম্পটি সবচেয়ে ভালো? 

উত্তরঃ আমাদের উল্লেখ করা প্রতিটি কোম্পানির সাবমারসিবল পাম্প ভালো। আপনি আপনার দাম ও চাহিদা অনুযায়ী যেকোন একটা বেছে নিতে পারেন। 

আরও পড়ুন-

হাতের লেখা সুন্দর করার কৌশল

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

Leave a Comment