ইফতার ও নামাযের সময় সূচি

ইফতার ও নামাযের সময় সূচি

নামাজ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। ইসলামের পাঁচটি স্তম্ভ-  কালেমা, নামাজ রোজা, হজ,  যাকাত। মুসলমানদের ইবাদতের অন্যতম মাধ্যম নামাজের মাধ্যমেই মহান আল্লাহর সাথে সংযোগে স্থাপন করা সম্ভব।

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে ,সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে। তাই ইফতার ও নামাযের সময় সূচি দেওয়া হল। নয়তো নামাজ হবে না এক ওয়াক্ত নামাজ কাজে গেলে ৭০ হাজার বছর

জাহান্নামের আগুনে পুড়তে হবে। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে থাকি। রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৩০ দিন সাওম পালনের মাধ্যমে মুসলমানগণ আল্লাহতালার অশেষ রহমত লাভ করে। সাওম পালনের পূর্বশর্ত সঠিক সময়ের মধ্যে সেহেরী সম্পন্ন করা এবং ইফতার করা।

এজন্য অবশ্যই “ ইফতার ও নামাজের সময়সূচী” সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন জেলায় আলাদা সময়ে ইফতার ও নামাজ হয়ে থাকে। ঢাকা জেলার সময় জানতে পারলে বাকি সব জেলার সময় নির্ধারণ করা সহজতর হয়ে যাবে নিচে ঢাকা জেলার সময় উল্লেখ করা হলো।

ইফতার ও নামাযের সময় সূচি

আরও জানুনঃ ফিতরা দেওয়ার নিয়ম ও পদ্ধতি

২০২৩ সালের রমজান মাসে ইফতারের সময়সূচি

অন্যান্য জেলার জন্য ঢাকার সাথে কিছু সময় বাড়াতেও কমাতে হবে।

সময় বাড়াতে হবেঃ

  1. গাজীপুর, শরীয়তপু্‌র, মাদারীপু্‌র, পিরোজপু্‌র, বরিশাল, ঝালকাঠি, বরগুনাঃসাহরী ১মিনিট ও ইফতার ১ মিনিট।
  2. ময়মনসিংহ, টাঙ্গাইল,  বাগেরহাট,  জামালপুর,  শেরপুর,  মানিকগঞ্জঃ সাহরি ২ মিনিট ও ইফতার ২ মিনিট
  3. ফরিদপুর,  গোপালগঞ্জ,   সিরাজগঞ্জ, নড়াইল,  খুলনাঃ সাহরি ৩ মিনিট ও ইফতার ৩ মিনিট
  4. মাগুরা, রাজবাড়ি, পাবনাঃ সাহরি ৪মিনিট ও ইফতার ৪ মিনিট
  5. সাতক্ষীরা, কুস্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহঃ সাহরি ৬ মিনিট ও ইফতার ৬ মিনিট
  6. নিলফামারী,চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধাঃ সাহরি ৬ মিনিট ও ইফতার ৬ মিনিট
  7. রাজশাহি, বগুড়া, মেহেরপুর, লালমনিরহাটঃসাহরি ৭ মিনিট ও ইফতার ৭মিনিট
  8. চাঁপাইনবাবগঞ্জ, নওগা্‌ নাটোরঃ সেহরি ৮ মিনিট ও ইফতার ৮ মিনিট
  9.  দিনাজপুর, ঠাকুরগা, পঞ্চগড়ঃ সাহেরি ৬ মিনিট ও ইফতার ১১ মিনিট

ঢাকার সময়ের সাথে কমাতে হবে

  1. নরসিংদী,  নারায়ণগঞ্জ,  মুন্সিগঞ্জ,  চাঁদপুরঃ সেহরি ১ মিনিট ইফতার ও ১ মিনিট
  2.  কিশোরগঞ্জ, পটুয়াখালী,  ভোলা, লক্ষীপুরঃ সাহরি ২মিনিট ও ইফতার 2 মিনিট
  3.  নেত্রকোনা, কুমিল্লা,  ব্রাহ্মণবাড়িয়াঃ সাহরি৩ মিনিট ও  ইফতার ৩ মিনিট
  4.  নোয়াখালী, ফেনী,  সুনামগঞ্জ, হবিগঞ্জঃসাহরি৪ মিনিট ও ইফতার ৪ মিনিট
  5. চট্টগ্রামঃ সেহরি ৫মিনিট ও ইফতার ৫ মিনিট
  6.  কক্সবাজার, সিলেট, মৌলভীবাজারঃসেহরি ৬মিনিট ও ইফতার ৬ মিনিট
  7.  খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানঃ সাহরির ৭ মিনিট ও ইফতার ৭ মিনিট

আপনার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। 

ধন্যবাদ 

আরও পড়ুন-

বদনজর থেকে বাঁচার দোয়া

জাজাকাল্লাহ খাইরান অর্থ কি?

Leave a Comment