গজ কাপড়ের ডিজাইন

গজ কাপড়ের জামার ডিজাইন

উল, তিসি, তুলা, বা অন্যান্য উপাদানের সাহায্যে তৈরি হয় সুতা। আর সুতা থেকেই তৈরি করা হয় গজ কাপড়। সবশেষে গজ কাপড়ের মাধ্যমে সৃষ্টি হয় ডিজাইনার জামা কাপড়। অনেকেই টেইলরের সাহায্যে নিজেই জামার ডিজাইন করতে চান।

এক্ষেত্রে গজ কাপড়ের জামার ডিজাইন সম্পর্কে আইডিয়া পেতে এবং সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। মূলত এই জামা বা কাপড় শব্দটির হিন্দি অর্থ হলো जामा , উর্দু অর্থ হলো جام‎‎ ; বাংলা অর্থ হলো জামা;

আরও পড়ুনঃ চুল পড়া বন্ধ করার উপায়

কাপড় বা জামার পরিচিতি

ওড়িয়া অর্থ হলো ଜାମା আপনি জেনে খুশি হবেন মুঘল আমলে দক্ষিণ এশিয়া এই কাপড় বা জামার জন্য সারাবিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। 

অন্যদিকে গজ কাপড় বলতে থান কাপড়কে বোঝায়। এই ধরণের কাপড় কিনতে হলে সাধারণ ক্রেতার চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্রেতা চাহিদা বলতে এখানে ক্রেতা কাপড়ের কতটুকু অংশ চাইছে তা বোঝাচ্ছে। গজ কাপড় আগে থেকেই কেটে কেটে আলাদা করে না রেখে বরং সরাসরি গ্রাহকের প্রয়োজন অনুসারে কাটিয়ে নেওয়া হয়।

আর এই কাটা কাপড় বা গজ কাপড় দিয়ে ক্রেতারা নিজের ইচ্ছামতো ডিজাইন করে পোষাক তৈরি করে। এক্ষেত্রে আইডিয়া নেওয়ার জন্য এবং বর্তমান ট্রেন্ড সম্পর্কে জানতে আগে থেকেই গজ কাপড়ের জামার ডিজাইন সম্পর্কে বিভিন্ন রিসোর্সের সাহায্য নিতে হয়। আর আমাদের আজকের এই লেখাটি ঠিক তেমনই একটি রিসোর্স হিসাবে বিবেচিত হবে। 

goj kaporer jamar design

বাংলাদেশে গজ কাপড়ের দাম 

বর্তমানে বিভিন্ন ধরণের গজ কাপড় প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে আপনি ৩৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত দামের গজ কাপড় কিনতে পারবেন। সেই সাথে অনেকেই এখন ট্রেন্ডি হয়ে উঠতে খাদি, ধুপিয়ানের মতো একরঙা কাপড় আর সিল্ক ব্যবহার করে। এছাড়াও মার্কেটে বিভিন্ন প্রিন্ট বা এক রঙের জর্জেট, প্রিন্টের জর্জেট, লিলেন কাপড়ও আছে। আর যারা সরাসরি সুতি গজ কাপড় কিনতে চান দাম হিসাবে তাদের প্রতি গজ ৩’শ থেকে ৭’শ টাকা গুণতে হবে। 

আবার যারা পাটের কাপড় পছন্দ করেন তারা জুট কটন কাপড় কিনতে পারবেন। এই কাপড় গজ প্রতি কেনা যাবে ৪০০ টাকা দিয়ে। অরগেন্ডি কাপড়ের ওপর সুতা আর চুমকির নকশা করা কাপড় দিয়ে কামিজ এবং সেলোয়ারের নিচের অংশ ডিজাইন করেন সেক্ষেত্রে দেখতে তা নজরকাড়া ড্রেসে পরিণত হবে। বলে রাখা ভালো এই ধরণের কাপড়ের গজ প্রতি দাম ৪০০ থেকে ৬০০ টাকা হতে পারে৷

আরও পড়ুনঃ মেয়েদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ ফ্যাশন টিপস

কাপড়ের ডিজাইন

সাধারণত গজ কাপড় দিয়ে ছেলে মেয়ে, তরুণ প্রজন্মের ব্যাক্তিগণ, বয়স্ক ব্যাক্তি এমনকি শিশু পর্যায়ের সকলেই ডিজাইন করে পোষাক তৈরি করতে পারে। সুতরাং আপনাদের সুবিধার্থে আমরা বেশ কিছু স্টাইলিশ, রুচি সম্মত এবং দেখতে ভালো লাগে এমন কিছু গজ কাপড়ের জামার ডিজাইন শেয়ার করেছি। আপনারা চাইলে এসব ডিজাইন সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এসব গজ কাপড়ের জামার ডিজাইনের ছবি ডাউনলোড করতে পছন্দের ছবিটিতে প্রেস করে রাখুন। এরপর Download Image অপশনে ক্লিক করুন। আর এতেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন৷ 

এক কালার গজ কাপড়ের জামার ডিজাইন

শেষ কথা

গজ কাপড়ের জামার ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আশা করি গোল জামা, কামিজ জামা, শর্ট জামা থেকে শুরু করে সকল ডিজাইনের জামা তৈরি করিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ যারা এই ডিজাইনার জামা তৈরি করবেন তারা অবশ্যই মাপ ঠিকঠাক রেখে তৈরি করবেন এবং কাপড়ের সাথে যেনো পাইপিং, লেইস, পট্টি ইত্যাদি মানানসই হয় তা নিশ্চিত করবেন। যারা গজ কাপড় দিয়ে আনকমন ডিজাইনের জামা তৈরি করতে চান তারা অবশ্যই গজ কাপড়র কেনার সময় ভালো এবং ট্রেন্ডি ডিজাইনের কাপড় কেনার চেষ্টা করবেন। 

 

গজ কাপড়ের জামার ডিজাইন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ’s

১. থ্রি পিস বানাতে কত গজ কাপড় লাগে?

উত্তরঃ থ্রি পিস বানাতে ৫ থেকে ৭ গজ কাপড় লাগবে। 

২. কোথায় ভালো গজ কাপড় পাওয়া যায়?

উত্তরঃ পিংক সিটি, বসুন্ধরা সিটি, মেট্রো, রাপার মতো সুপার মলে ভালো গজ কাপড় কিনতে পাওয়া যায়। 

৩. গজ কাপড় দিয়ে পায়জামা ডিজাইন করতে কত কাপড় লাগে? 

উত্তরঃ গজ কাপড় দিয়ে পায়জামা ডিজাইন করতে ২ গজ ৪ গিরা কাপড় লাগে।

৪. সুতির গজ কাপড়ে কত বহর থাকে? 

উত্তরঃ সুতির গজ কাপড়গুলো সাধারণত 2 দুই থেকে 2½ আড়াই হাত বহরের হয়। 

আরও পড়ুন- 

ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

Leave a Comment