আর্জেন্টিনা আসবে বাংলাদেশে
ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা । বিশ্বকাপের উম্মাদনা শেষ হতে না হতেই বাঙ্গালীর জন্য নতুন উম্মাদনার সুখবর চলে আসলো।
সপ্নের মতো লাগছে আর্জেন্টিনা আসবে বাংলাদেশে। বাঙ্গালির আবেগ ভালোবাসা সব কিছু জুড়ে আর্জেন্টিনা ফুটবল। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা। মাত্র এক মাস হলো লিওনেল মেসির আর্জেন্টিনা দল বিশ্বকাপ জয়ী হয়েছে।
আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। এবারও এই মাঠেই খেলা আয়োজন করার পরিকল্পনা বাফুফের।
আর্জেন্টিনা প্রতিপক্ষ কে?
এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’ তবে সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ নয়, জাপান অথবা মরক্কো হতে পারে বলে জানা গেছে।
সময় যাবে, মাস পেরিয়ে ঠিক জুন মাস চলে আসবে। আর গ্যালারীতে বসে দেখতে পাবে প্রিয় খেলুয়ার লিওনেল মেসির পায়ের জাদুকরি সব ডেব্লিং এবং ফ্রি কিক।
আরও পড়ুন-
দাবা খেলার নিয়ম ও শর্তাবলিসুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা