সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

সিম রেজিস্ট্রেশন চেক

আপনি কি আপনার সিম রেজিস্ট্রেশন চেক করেছেন? যোগাযোগের অন্যতম মাধ্যম হলো মোবাইল। তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা ঘরে বসেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করতে পারি। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াও আমরা যোগাযোগ করতে পারি, সেক্ষেত্রে মোবাইলের সিম কার্ড প্রয়োজন।

আপনার মোবাইলের সিম কার্ড (sim number check) সুরক্ষিত রাখার জন্য সিম রেজিস্ট্রেশন করা এবং সিম রেজিস্ট্রেশন চেক করা খুবই প্রয়োজনীয়। আপনার সিম কার্ডটি যদি সুরক্ষিত না হয়,

তাহলে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে যেতে পারেন। বাংলাদেশে সর্বপ্রথম ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড রেজিস্ট্রেশন (sim registration check) চালু করা হয়। পূর্বে সিম কার্ড রেজিস্ট্রেশন করার জন্য আঙ্গুলের ছাপ অথবা জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন ছিল না। বর্তমানে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম (SIM – Subscriber Identity Module) রেজিস্ট্রেশন করতে পারবেন।

আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন অথবা আরও বিস্তারিত জানতে সিম রেজিস্ট্রেশন চেক করা খুবই জরুরী। আজকে আলোচনা করব সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম, রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম, পরিবর্তন করার নিয়ম ইত্যাদি সম্পর্কে।

আরও পড়ুনঃ Quora মার্কেটিং কি? কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন

সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম 

সিমের (Sim) রেজিস্ট্রেশন চেক করা খুবই প্রয়োজন। আপনি নিজেই আপনার মোবাইলের সিমটির রেজিস্ট্রেশন (sim registration check) চেক করতে পারবেন। সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম নিচে দেওয়া হল –

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *১৬০০*১# কোডটি ডায়াল করতে হবে। এরপর একটি ইনপুট ডায়াল অপশন আসবে। 
  • ইনপুট ডায়াল অপশনে আপনার এনআইডি কার্ডের (NID Card) শেষের চারটি সংখ্যা দিতে হবে। 
  • ১৬০০ নাম্বার থেকে আপনার ফোনে একটি এসএমএস (SMS) আসবে। এসএমএসের মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন  করা হয়েছে এবং রেজিস্ট্রেশন করা সকল সিমের নাম্বার (sim number check)।
  • এছাড়া আরো জানতে পারবেন কোন কোন কোম্পানির সিম তুলেছেন এবং সমস্ত কিছুর বিস্তারিত। 

গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক

আপনার জিপি সিম রেজিস্ট্রেশন চেক (gp number check) করতে হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন –

  • প্রথমে আপনি মোবাইলের মেসেজ অপশনে যান। 
  • এরপর  Info টাইপ করুন। 
  • টাইপ করা হয়ে গেলে মেসেজটি 4949 নাম্বারে পাঠিয়ে দিন। 
  • এরপর জিপি সিম থেকে একটি এসএমএস আসবে আপনার ফোনে। এর মাধ্যমে আপনার জিপি সিম রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে পারবেন। 

টেলিটক সিম চেক 

আপনার টেলিটক সিমের রেজিস্ট্রেশন চেক করতে হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন –

  • প্রথমে আপনি মোবাইলের মেসেজ অপশনে যান। 
  • এরপর  Info টাইপ করুন। 
  • টাইপ করা হয়ে গেলে মেসেজটি 1600 নাম্বারে পাঠিয়ে দিন। 
  • এরপর টেলিটক সিম থেকে একটি এসএমএস আসবে আপনার ফোনে। এর মাধ্যমে আপনার টেলিটক সিম রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

বাংলালিংক সিম চেক 

আপনার বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন চেক (banglalink number check) করতে হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন –

 আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *১৬০০*২# কোডটি ডায়াল করলে জানতে পারবেন বাংলালিংক সিম রেজিস্ট্রেশনের বিস্তারিত। 

এয়ারটেল সিম চেক 

আপনার এয়ারটেল সিম চেক (airtel number check) করতে হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন –

ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*৪৪৪৪#  বা *১৬৬*১# কোড ডায়াল করতে হবে । তাহলে জানতে পারবেন আপনার সিমটির রেজিস্ট্রেশন চেকের বিস্তারিত। 

রবি সিম রেজিস্ট্রেশন চেক

আপনার রবি  সিমের রেজিস্ট্রেশন চেক (robi number check) করতে হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন –

মোবাইলের ডায়াল অপশনে *১৬০০*৩# কোডটি ডায়াল করলে জেনে যাবেন আপনার রবি সিমের রেজিস্ট্রেশন সম্পর্কে। 

সিম রেজিস্ট্রেশন পরিবর্তন 

অনেক সময় সিম রেজিস্ট্রেশনের (sim registration check) মালিকানার পরিবর্তন করার প্রয়োজন হয়। ধরুন আপনার সিমটি আপনার বাবার নামে (বাবার এনআইডি কার্ড দিয়ে ) রেজিস্ট্রেশন করা হয়েছে। কিন্তু আপনি নিজের নামে (আপনার এনআইডি কার্ড দিয়ে) সেটি রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন। এক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন পরিবর্তনেরও উপায় রয়েছে। 

সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার জন্য কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনি যেতে পারেন নিকটস্থ সিম অপারেটরের কাস্টমার কেয়ারে। যার নামে বর্তমানে সিম রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ড এবং যার নামে নতুন করে সিমটি রেজিস্ট্রেশন করা হবে তার এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে। লাগবে প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (দুইজনকেই যেতে হবে)। কাস্টমার কেয়ারে কর্মরত ব্যাক্তিদের জানানোর পর তারা খুব সহজেই আপনার সিমের রেজিস্ট্রেশন পরিবর্তন করে দিবেন। এই পদ্ধতি সম্পন্ন ফ্রি। 

প্রায় সব মোবাইল অপারেটর সিমের মালিকানা পরিবর্তন করতে এই পদ্ধতি অনুসরণ করেন। তবে বর্তমানে Grameenphone Sim Ownership Transfer করার জন্য অনলাইনে সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুনঃ ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়

সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম 

আপনি যদি সিম রেজিস্ট্রেশন চেক করার সময় দেখতে পান যে, আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে যেটি আপনি নিজে থেকে রেজিস্ট্রেশন করেন নাই। সেক্ষেত্রে তাৎক্ষণিক সিম রেজিস্ট্রেশন বাতিল করুন। এছাড়াও আপনি যদি আপনার রেজিস্ট্রেশনকৃত সিম (sim number check) ব্যবহার করতে না চান, তাইলে আপনি আপনার সিমের রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম নিচে দেওয়া হল –

  • যে কোম্পানির সিম সেই কোম্পানিতে যেতে হবে। কোন এজেন্ট এর কাছে গেলে কিন্তু হবে না। 
  • চাইলে আপনি সিম কোম্পানির কাস্টমার কেয়ারে কল করতে পারেন। 
  • সিমের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে। 
  • সিমের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য একটি আবেদন করতে হবে। যে কারণে সিমের রেজিস্ট্রেশনটি বাতিল করবেন তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। 
  • আবার অনেক সময় সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য থানাতে জিডি করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে থানায় একটি জিডি করে নিবেন।

শেষকথা 

আশা করছি আজকের আলোচনায় বুঝতে পেরেছেন সিম রেজিস্ট্রেশন চেক (sim registration check) সম্পর্কে। সিম কার্ড হচ্ছে নিত্যদিনের যোগাযোগের অন্যতম মাধ্যম। অনেকদিন ধরে সিম কার্ড ব্যবহার করা হচ্ছে কিন্তু সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি অনেকে জানে না। সিম রেজিস্ট্রেশন করা এবং চেক করা আমাদের দায়িত্ব। আপনার সিমটি সুরক্ষিত করতে চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন চেক করুন। আপনার সিম যদি সুরক্ষিত না থাকে তাহলে যেকোনো সময় বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়ে যেতে পারেন।

সিম রেজিস্ট্রেশন চেক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ’s 

১. জন্ম নিবন্ধন দিয়ে কি সিম রেজিস্ট্রেশন করা যায়? 

উত্তর : না, জন্ম নিবন্ধন দিয়ে সিম রেজিস্ট্রেশন করা যায় না। 

২. অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম কি? 

উত্তর : সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য অনলাইন বা ইন্টারনেটের প্রয়োজন নেই। বাটন ফোন বা স্মার্ট ফোন দিয়েই  *১৬০০১# কোডটি ডায়াল করে আপনার যে কোন সিমের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। 

৩. সিম রেজিস্ট্রেশন বাতিল করতে কি কি লাগে?  

উত্তর : সিম রেজিস্ট্রেশন বাতিল করতে লাগবে এনআইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। 

৫. আমার NID দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে? 

উত্তর : NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানতে হলে মোবাইল থেকে *১৬০০১# কোডটি ডায়াল করুন। এরপর আপনার এনআইডি কার্ডের সর্বশেষ চারটি সংখ্যা দিন। তাহলেই জেনে যাবেন কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। 

৬. এনআইডি কার্ড দিয়ে সর্বমোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা যায়? 

উত্তর : BTRC এর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, একটি এনআইডি কার্ড দিয়ে সর্বমোট ১৫ টি সিম রেজিস্ট্রেশন করা যায়। 

আরও পড়ুন- 

চুল পড়া বন্ধ করার উপায়

সিরাম ব্যবহারের নিয়ম

Leave a Comment