রবি সিমের ব্যালেন্স চেক করার পদ্ধতি ও কোড সমুহ

রবি সিমের ব্যালেন্স চেক

বাংলাদেশে রবি একটি খুবই জনপ্রিয় টেলিকম কোম্পানি। আর আপনি যদি রবির গ্রাহক হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই রবি সিমের ব্যালেন্স চেক কোডটি জানতে হবে। কেননা যেকোনো মুহুর্তে আমাদের রবি সিমের ব্যালেন্স চেক করার প্রয়োজন হতে পারে।

বর্তমানে এমন অনেকেই রয়েছে যারা এখনও জানেনা রবি সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। আশা করছি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন রবি সিমে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এবং এর সাথে সম্পর্কিত আরও কিছু আনুষাঙ্গিক বিষয় সম্পর্কেও জানতে পারবেন।

আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও কাগজপত্র

রবি সিমের ব্যালেন্স চেক করার কোড সমুহ

রবি সিমের ব্যালেন্স চেক

তাহলে চলুন জেনে নেওয়া যাক রবি সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। রবিতে ব্যালেন্স চেক করার ৩টি পদ্ধতি রয়েছে ।যথা:-

১) রবি ব্যালেন্স চেক কোড: রবি সিমের ব্যালেন্স চেক করার কোড হলো *222# এই কোডটির মাধ্যমে রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। 

২) রবি ব্যালেন্স চেক নাম্বার: নাম্বার দিয়ে রবিতে ব্যালেন্স চেক করা যায়। এর জন্য আপনাকে রবি ব্যালেন্স চেক নাম্বার 222 ডায়াল করে ফোন করতে হবে। তারপর ভয়েসের মাধ্যমে আপনাকে আপনার রবি সিমের ব্যালেন্স এর পরিমাণ জানিয়ে দেওয়া হবে। 

৩) রবি ব্যালেন্স দেখার নিয়ম: রবি ব্যালেন্স দেখার জন্য আপনাকে প্লে স্টোর থেকে My Robi App টি ডাউনলোড করে নিতে হবে ।

তারপর অ্যাপটিতে আপনার রবি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার সাথে সাথেই আপনি রবি ব্যালেন্স দেখতে পাবেন। এটাই হলো অ্যাপ থেকে রবি ব্যালেন্স চেক করার  নিয়ম।

 রবি সিম সম্পর্কিত তথ্য

রবি সিমের ব্যালেন্স চেক করা ছাড়াও  রবি সিমের গ্রাহকদের আরও বিভিন্ন তথ্য জানার প্রয়োজন রয়েছে। যা রবির গ্রাহকদের জন্য জানা খুবই প্রয়োজনীয়। আজ তাই আমরা রবি সিম সম্পর্কিত আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিবো।

(ক) রবি সিমের নাম্বার দেখার কোড

আপনার ব্যবহৃত রবি সিমের নাম্বার যদি দেখতে চান বা বের করতে চান তবে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাড অপশনে  গিয়ে *১৪০*২*৪# কোডটি ডায়াল করতে হবে এবং কোডগুলো টাইপ করে রবি সিম থেকে কল করতে হবে।

(খ) রবি সিমের টাকা ধার নেওয়ার কোড

কোনো ভাবে যদি আপনার ফোনের মূল ব্যালেন্স শেষ হয়ে যায় ,তবে আপনার ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন পরে। আর এই ইমারজেন্সি ব্যালেন্স নিতে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে সঠিকভাবে *৮৮১১*১# কোডটি ডায়াল করতে হবে। তবে আপনি আপনার কাক্ষিত ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন খুব সহজেই। 

(গ) রবি সিমের মিনিট কেনার কোড

রবি সিমের মেইন ব্যালেন্স ব্যবহার করে কথা বলার চেয়ে মিনিট কিনে কথা বললে টাকা কিছুটা সাশ্রয় হয়। যদি কখনো রবি সিমে মিনিট কিনেন তাহলে আপনাকে একটি শর্ট কোড ব্যবহার করতে হবে। কোডটি হলো *২২২*৩#

(ঘ) রবি সিমের এমবি চেক করার নিয়ম

বর্তমানে ইন্টারনেট ছাড়া প্রায় সবকিছুই অসম্ভব। আর ইন্টারনেটের জন্য এমবি প্রয়োজন। আর এই এমবি চেক করার জন্য প্রয়োজন কোডের।আপনার রবি সিমে কত এমবি আছে সেটি চেক করার জন্য একটি কোড রয়েছে। কোডটি হলো *২২২*৮১# বা *৮৪৪৪*৮৮# 

(ঙ) রবি সিমে এসএমএস চেক করার কোড

বিভিন্ন সময়ে আমাদের এসএমএস পাঠানোর প্রয়োজন হয়। রবি সিমে এসএমএস চেক করার নাম্বারটি অথবা কোডটি হলো *২২২*১০#

চ) রবি সিমের কাস্টমার সার্ভিসের নাম্বার

আপনার রবি সিম ব্যবহারের সময় যেকোনো সমস্যা সম্পর্কিত তথ্য বা সেবা পেতে রবির কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি রবির কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে চান তবে অবশ্যই আপনাকে নিচের কোডটি মনে রাখতে হবে।কোড অথবা নাম্বারটি হলো ১৫৮।

মাই রবি এ্যাপ থেকে অন্যান্য ব্যালেন্স চেক করার নিয়ম

আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং সেটিতে যদি ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে তবে খুব সহজেই আপনি  রবি এ্যাপ ব্যবহার করে মিনিটসহ অন্যান্য ব্যালেন্স চেক করতে পারবেন।

এজন্য আপনার ফোনে মাই রবি এ্যাপটি ইন্সটল করে নিতে হবে। যেভাবে মাই রবি এ্যাপটি ইন্সটল করেতে হবে এবং মিনিট ব্যালেন্স চেক করবেন তা নিচে উল্লেখ করা হলো:-

  • প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান।
  • তারপর সেখানে মােই রবি এ্যাপ লিখুন।
  • এবার এখান থেকে রবির এসল এ্যাপটি সিলেক্ট করুন।
  • এবার ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এবার আপনার রবি নাম্বার এন্ট্রি করে সাইনআপ করুন।
  • আপনার সিমের ওটিপি কোডটি প্রবেশ করুন।
  • ওটিপি দেওয়া হলে রবি হোম পেইজে প্রবেশ করানো হবে।
  • হোম পেইজ থেকে মেইন ব্যালেন্স চেক অপশনে ক্লিক করুন।
  • আপনার স্ক্রিনে আসা মেসেজ টি পড়ুন।

এই মেসেজের মধ্যে আপনার মিনিট ব্যালেন্সের সকল তথ্য দেওয়া হবে। অবশিষ্ট মিনিট ব্যালেন্সের সময়ের মেয়াদ, ব্যালেন্সের পরিমাণসহ সকল ইনফরমেশন এখানে উল্লেখ করা থাকবে। এছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য ব্যালেন্স সম্পর্কেও জানতে পারবেন।

 আপনাদের সুবিধার্থে রবি সিমের প্রয়োজনীয় সকল কোড একসাথে উল্লেখ করা হলো;-

  • রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কোড – *8444*88# বা *222*81#
  • রবি সিমের ব্যালেন্স চেক কোড – *222#
  • রবি MMS চেক – *222 *13#
  • রবি সিমের নাম্বার কোড – *140*2*4#
  • রবি সিমের মিনিট চেক কোড – *222 *3# এবং *222*9#
  • রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার – 121
  • রবি সিমের SMS  চেক কোড – *222 *10#
  • রবি সিমের প্যাকেজ চেক কোড – *140 *14#

পরিশেষে

আজকের  আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে রবি সিমের ব্যালেন্স চেক সম্পর্কিত এবং রবি সিম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানিয়েছি। এ থেকে আশা করা যায় আপনারা রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।

এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন তৈরি হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর জেনে নিতে পারেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।ধন্যবাদ।

 রবি সিম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১) রবি সিমের ব্যালেন্স চেক করার কোড কী?

উত্তর: রবিতে ব্যালেন্স চেক করার কোড হলো *222# এই কোডটি আপনার ডায়াল অপশনে ডায়াল করার মাধ্যমে রবি ব্যালেন্স চেক করতে পারবেন। 

২) রবি সিমে কিভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করব?

উত্তর: আপনার রবি সিমে কত এমবি আছে সেটি চেক করার জন্য একটি কোড রয়েছে। 

কোডটি হলো *২২২*৮১# বা *৮৪৪৪*৮৮# 

৩) রবি এসএমএস চেক?

উত্তর: রবিতে এসএমএস চেক করতে ডায়াল করুন *222*12# 

আরও পড়ুন-

মোটর সাইকেল রেজিস্ট্রেশন ফি ও আবেদনের নিয়ম

রহিম আফরোজ আইপিএস এর দাম ও যাবতীয় তথ্যস

Leave a Comment