Quora মার্কেটিং কি? কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন

Quora মার্কেটিং কি

কোন শিল্প বা বিজনেস একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় এবং যুগোপযোগী পদ্ধতি হল Quora মার্কেটিং। শিল্প বা বিজনেস এর ক্ষেত্রে কোন ব্র্যান্ডকে পেশাদার ব্র্যান্ড (brand) করার জন্য Quora মার্কেটিং (quora marketing) একটি দুর্দান্ত উপায়।

আজ আমরা Quora মার্কেটিং কি? ও কেন Quora মার্কেটিং করবেন সেই সম্পর্কে জানব। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কল্যাণে জীবন যেমন সহজ হয়েছে তেমনি আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রেও পেয়েছে প্রযুক্তির ছোয়া। আর এই ছোয়ার কারনে ব্যবসা ক্ষেত্রেও হয়েছে আমূল পরিবর্তন।

কোন বিজনেস সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য প্রধান এবং কার্যকারী বিষয় হলো সেটার প্রচার করা। আর এই জন্যই অনেকেই বলে থাকে, পণ্য প্রচারণা হলো ব্যবসায়ের মুল প্রাণ। এক সময় এই সকল পণ্য প্রচরণার জন্য বিলবোর্ড (billboard) এবং অন্যান্য সকল পদ্ধতি অবলম্বন করা হলেও

বর্তমানে পণ্য প্রচরণার জন্য সবচেয়ে কার্যকারী মাধ্যম হলো অনলাইন (online)। একটি তথ্য অনুয়াযী ২০২২ সালে বিশ্ব ব্যাপী পণ্য প্রচরনার জন্য ৫৭০ বিলিয়ন খরচ করেছে অনলাইনের মাধ্যমে প্রচরণার জন্য। ২০২২ সালে মার্কেটাররা তাদের মার্কেটিং (marketing) এর ৫৪% ই খরচ করছে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে। 

ভিডিও (video), পোস্টার (poster), ওয়েবসাইটের (website) মাধ্যমে মার্কেটিং করার পাশাপাশি সবচেয়ে বেশি কার্যকর আরেকটা পদ্ধতি হলো Quora মার্কেটিং (quora marketing)। তাই আপনারা যারা আপনাদের বিজনেস এর প্রচার এবং প্রসারের জন্য Quora মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

Quora কি

Quora হলো একটি প্রশ্নোত্তর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে ব্যবহারকারীগণ সহজেই প্রশ্ন করতে পারে এবং উত্তর পেতে পারে, একই সাথে সে নিজেও উত্তর প্রদান করতে পারে। 

২০০৯ সালে অ্যাডাম অ্যাঞ্জেলা এবং চার্লি চেভারের মাধ্যমে কোরা (quora) প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১০ সাল থেকে কোরা মার্কেটিং (marketing) চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখানে বাংলা ভাষা সহ আরো অনেক ভাষাতে নিয়মিত প্রশ্ন এবং উত্তর প্রদান হয়ে থাকে। যেকেউ চাইলেই এটি ব্যবহার করতে পারে। এছাড়াও এই সাইটে আপনি চাইলেই শেয়ার, আপ-ডেট এবং যেকোন প্রশ্নের উত্তর দিতে পারবেন।

আরও পড়ুনঃ দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

Quora মার্কেটিং কি? ও কেন Quora ব্যবহার করবেন

ফ্রি মার্কেটিং এর কোরা একটি সবচেয়ে উত্তম এবং কার্যকারী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Social media platform)। অনেক কারণ রয়েছে যেগুলার জন্য  মার্কেটিং (Marketing) এর কোরাকে ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। নিন্মে কয়েকটি কারণ দেওয়া হলো:-

  • কোরা বিশ্বের বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করে আর এখানে অনেক ভাষার ইউজার রয়েছে, একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে কোরা ইউজার সংখ্যা ৩০০ মিলিয়ন। তাই আপনি যদি মার্কেটিং (marketing) এর প্লেস হিসেবে কোরা কে ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনার বিজনেস এক্সপেন্ড করতে পারবেন।  
  • বর্তমানের বিজনেস এর জন্য একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রডাক্ট (digital product) হলো একটি ওয়েব সাইট (website)। আপনি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোরাতে মার্কেটিং করেন তাহলে আপনার ওয়েবসাইটে অনেক বেশি পরিমাণ ট্রাফিক পাবেন। 
  • কোরাতে রয়েছে মার্কেটিং করার জন্য অসংখ্য বিষয়। একটা তথ্য অনুযায়ী দেখা যায় যায় কোরা তে ৩০০০০০ টিরও বেশি মার্কেটিং বিষয় (marketing topic) রয়েছে। তাই আপনি আপনার ব্যাবসাকে (business) খুব সহজেই প্রদর্শন করতে পারবেন। 
  • কোরা যেহেতু একটি প্রশ্ন এবং উত্তর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (social media platform) তাই আপনি চাইলে খুব সহজেই আপনার পণ্য এবং পরিষেবা নিয়ে কোন প্রশ্ন করলে সেটার সরাসরি উত্তর প্রদান করতে পারবেন। 
  • কোরা তে অসংখ্য বিষয় থাকার কারনে আপনি আপনার প্রোফাইল্র (profile) বিষয়কেন্দ্রিক বোর্ডগুলিতে অন্যান্য ওয়েবসাইট থেকে বিভিন্ন পণ্য এবং সামগ্রী ভাগাভাগি করতে পারবেন। 

উপোরোক্ত কারণে মার্কেটিং এর জন্য কোরা কে ব্যবহার করা উচিত। 

Quora মার্কেটিং কেন সেরা

Quora মার্কেটিং কি? সেই সম্পর্কে আমরা জেনেছি। এবার জানব কেন Quora মার্কেটিং সেরা। ডিজিটাল মার্কেটিং এ যেহেতু পৃথিবীর বড় বড় কোম্পানি গুলো তাদের মার্কেটিং খাতের বেশি অংশ ব্যবহার করতেছে তাই বোঝাই যাচ্ছে দিন দিন মার্কেটিং পদ্ধতি টি পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ২০২৩ সালে মার্কেটিং খাতের ব্যায়ের ৬০% শতাংশ ব্যয় করা হবে ডিজিটাল মার্কেটিং (digital marketing) এর পিছনে। 

আর ডিজিটাল মার্কেটিং জন্য যে সকল সেক্টর রয়েছে তাদের মধ্যে কোরা মার্কেটিং সবচেয়ে এগিয়ে। এটির মাধ্যমে ডিরেক্ট কাস্টমারের নিকট পণ্যের প্রচরণা করা সম্ভব। নিন্মের মার্কেটিং এর ক্ষেত্রে কোরা মার্কেটিং কেন সেরা সেটির কয়েকটি কারণ উল্লেখ করা হলোঃ 

  • কোরাতে (Quora) তে আপনি আপনার পন্যের সরসরি প্রচারণা চালাতে পারবেন, যেটা অন্যেন্য মাধ্যমে করাটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। 
  • কোরাতে যেহেতু প্রশ্ন এবং উত্তর করার উভয় সুবিধাই রয়েছে, তাই আপনার পণ্যের বিষয়ে কোন প্রশ্ন করলে আপনি সেটার উত্তর দিতে পারবেন। 
  • কোরাতে প্রতি মাসে ১০০ মিলিয়ন দর্শক (visitor) আসে যারা গুগল সার্চ  এর মাধ্যমে পাওয়া যাই। এত সংখ্যক দর্শকের কাছে নিজের ব্যাবসার প্রচারণা করা সম্ভব। 
  • কোরাতে রয়েছে অনেক বেশি ব্যবহারকারী (users) তাই আপনি চাইলে খুব সহজেই অনেক বেশি সংখ্যক গ্রাহকের নিকট রিচ করাতে পারবেন, 
  • কোরাতে লিংক শেয়ার অপশনও (link share option) রয়েছে তাই সহজেই পন্যের লিংক শেয়ার করতে পারবেন। 
  • কোরাতে প্রোডাক্ট অনুযায়ী কন্টেন্ট (content) পাবলিশ (publish) করতে পারবেন
  • যেকোনো প্রশ্নের উত্তর দেবার সময় আপনি নিজের ওয়েবসাইট এঙ্কর টেক্সট এর মাধ্যমে ব্যাক লিঙ্ক করতে পারেন। 
  • নিজের একটিভিটি বাড়িয়ে তুলা সম্ভব এবং এর মাধ্যমে বিজনেসের ব্র্যান্ড গড়ে তোলাও সম্ভব।

উপরোক্ত কারণেই কোরা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) এর অন্যান্য প্লাটফর্ম গুলো থেকে সেরা। 

Quora মার্কেটিং এর ধাপ সমূহ

Quora মার্কেটিং কি? ও কেন Quora  সবার সেরা তা আমরা জানলাম। তবে কিভাবে Quora মার্কেটিং শুরু করবেন জানা দরকার। প্রত্যেকটা মার্কেটিং স্ট্রেটিজির (marketing strategy) অনেকগুলো ধাপ থাকে, তেমনি কোরা মার্কেটিং এর অনেকগুলো ধাপ রেয়েছে। কোরা মার্কেটিং করে বিজনেসের উন্নতির জন্য নিন্মোক্ত ধাপ গুলো অনুসরণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিন্মে কোরা মার্কেটিং এর ধাপগুলো উল্লেখ করা হলোঃ-

আরও পড়ুনঃ ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়

ধাপ-১ঃ Quora প্রোফাইল সেট আপ করা

Quora তে অ্যাকাউন্ট (account) খোলা অত্যন্ত সহজ একটি কাজ। আপনি খুব সহজেই কোরাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে কোরা’র ওয়েবসাইট কিংবা অ্যাপে যেতে হবে।

আপনার ইমেইল (email) ঠিকানা দিয়ে বা ফেসবুক (facebook) বা টুইটার অ্যাকাউন্ট (twitter account) সংযুক্ত করে কোরাতে সাইন-আপ (sign-up) করুন। সাইন আপ করা হলে আপনাকে প্রাফাইল সেটাপ (profile set-up) করতে হবে। 

আপনি যখন কোরাতে মার্কেটিং শুরু করবেন তখন ক্রেতাগণ আপনার সার্ভিস (service) নেওয়ার পূর্বে আপনার প্রফাইল প্রথমে ভিজিট করবে যদি আপনার প্রোফাইল সুন্দর ভাবে সাজানো থাকে তবে সেলের পরিমাণ বেড়ে যাবে। একটি রিসার্সে দেখা গেছে যে সাজানো গোছানো প্রফাইল (profile) এ ক্রেতাগণ বেশি স্বাচ্ছন্দ বোধ করে। 

আপনার প্রোফাইল (profile) এডিট করার জন্যের সার্চ বারের পাশে ডানদিকে আপনার প্রোফাইলে ক্লিক করুন তারপর, ড্রপ ডাউন মেনু থেকে আপনার নামের উপরে ক্লিক করেন। 

এটা করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। যেখানে থেকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এগুলা হলোঃ- 

  • বায়ো (bio) যুক্ত করতে হবে
  • নাম সম্পাদনা করতে হবে 
  • প্রোফাইলের ছবি পরিবর্তন করতে হবে 
  • আপনার বিষয় সম্পাদনা করতে হবে 
  • শিরোনাম যুক্ত করতে হবে
  • প্রোফাইল প্রশংসা পত্র যুক্ত করতে হবে। 

এছাড়াও আপনার বিজনেসের জন্য ব্যবহৃত প্রধান ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের (social media) অ্যাকাউন্ট গুলোর লিংকগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। এগুলা করলে আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ যেমন:- বেড়ে যাবে একই সাথে আপনি স্বল্প পরিশ্রমে বেশি মানুষের কাছে আপনার সার্ভিসের প্রচরণার কাজটি করতে পারবেন। 

ধাপ-২ঃ বিজনেসের সাথে সম্পর্কিত বিষয়গুলো খোজা এবং অনুসরণ করা

আপনার প্রোফাইল (profile) প্রস্তুত হয়ে গেলে আপনাকে এবার আপনার বিজনেসের সাথে সম্পৃক্ত বিষয়গুলো খুজে বের করতে হবে, এর জন্য আপনাকে উপরের দিকের সার্চ নামক অপশনটি তে ক্লিক করতে হবে এবং কি ওয়ার্ড (keyword) টাইপ করে সার্চ করতে হবে। 

আপনি যেই কিওয়ার্ড (keyboard) লিখে সার্চ করবেন কোরা আপনাকে সেই বিষয়ে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করবে। 

আপনি বিষয় সিলেক্ট করলে দেখতে পাবেনঃ 

  • ডানদিকে সাইডবারে আপনার সার্চকৃত সম্পর্কিত বিষয়
  • বিষয়ের সাথে সম্পর্কে কোরা স্পেসেস 
  • সবচেয়ে রিসেন্টলি করা প্রশ্ন এবং উত্তর সমূহ

এবার আপনার বিজনেসের সাথে রিলেটেড পেজগুলো ফলো টপিক বাটনে ক্লিক করুন এবং পরবর্তীতে এর ফলে আপনার নিউজফিডে (newsfeed) সেই বিষয়ের সর্বশেষ কার্যকলাপ পাবেন।  

ধাপ-৩ঃ প্রোফাইলে অভিজ্ঞতা শেয়ার করা

আপনার ইন্টারেস্ট টপিকগুলাতে ফলো করার পরে আপনি আপনার প্রফাইলে ফিরে যান এবং আপনার ক্রেডিনশিয়াল এবং হাইলাইটের পাশের এডিট অপশনটিতে ক্লিক করুন।

প্রমাণপত্র অ্যাড করুন এই বাটোনে ক্লিক করুন এবং সেই সাথে আপনার টপিক সিলেক্ট করুন।

আপনি যে বিষয়গুলো অনুসরণ করেন তার প্রতিটির সাথে আপনার অভিজ্ঞতার বিষয়টি বর্ণনা করেন।

আরও পড়ুনঃ ব্রডব্যান্ড কি এবং ব্রডব্যান্ড কিভাবে কাজ করে

ধাপ-৪ঃ গ্রাহকের পরিষেবা এবং ব্যবস্থা

কোরা মার্কেটিং (Quora Marketing) এর সময়ে একটা বিষয় মনে রাখবেন, টপিক গুলা অনেক ক্ষেত্রে ব্র্যান্ড ভিত্তিক হতে পারে। তাই আপনার প্রডাক্ট বা আপনার পরিষেবা নিয়ে কেউ কথা বলতেছে কিনা সেটা অনুসন্ধান করেন। এতে করে আপনার প্রডাক্টের সেলের কার্যকারিতা বৃদ্ধি পাবে। 

আপনার ব্যবসা সম্পর্কে বিশেষভাবে যেকোনো বিষয় অনুসরণ করবেন যাতে করে আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে নতুন কোন প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি সেটা জানতে পারেন এবং সেটির কথোপকথনে আপনি যুক্ত হতে পারেন।

এটি করলে আপনি আপনার পণ্যের বিক্রয়ের সুযোগগুলো আর বেশি পেতে পারেন কারণ আপনি আপনার পণ্যের বিষয়ে অন্যদের থেকে বেশি জানেন এবং অন্যরা যখন প্রশ্ন করবে তখন আপনি যেগুলার উত্তর ভালো করে দিতে পারবেন। 

ধাপ-৫: প্রশ্ন ও উত্তর

আপনি আপনার প্রিয় বিষয়গুলো অনুসরণ করার পরে আপনি নিজেই প্রশ্ন তৈরি করতে পারেন এবং আপনিইই সেগুলার উত্তর জমা দিতে পারেন। 

প্রশ্ন তৈরি করা (Creating questions)

আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে জানার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো আপনার নিজের টপিকের উপরে প্রশ্ন তৈরি করা এবং সেগুলার উত্তর করা।

আর এর জন্য উপযুক্ত বিষয়ে গিয়ে পেইজের উপরের দিকে অ্যাড কোয়েশ্চুন (add question) বাটনে ক্লিক করুন। এর পরে আপনি আপনার পণ্যের বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করুন প্রশ্ন তৈরি হয়ে গেলে নিচের দিকে অ্যাড কোয়াশ্চুন এ ক্লিক করুন। 

এবার আপনার প্রশ্নের উত্তর পেতে শুরু করলে আপনি প্রতিটি উত্তরের নীচে আপভোট (upvote) বাটনে ক্লিক করে লোকদের অবশ্যই জানাবেন যে আপনি তাদের হেল্প করার জন্য প্রশংসা করেছেন।

আপনার তৈরি কৃত কোন প্রশ্নের যদি উত্তর না পেয়ে থাকেন অথবা আপনার প্রশ্নের যদি উত্তর যুক্ত করতে চান তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে নির্দিষ্ট কোরা সদস্যদের জিজ্ঞেসা করতে পারেন। 

এছাড়াও আপনি কোরা ব্যাবহারীর নামের উপরে হোভার ক্লিক করুন এবং যখন প্রফাইল পপ আপ প্রদর্শিত হবে তখন একটি কুয়েশ্চেন আস্ক নামক বাটনে ক্লিক করেন এবং আপনি ব্যবহারকারী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজে থেকে অনুরোধ করতে পারবেন।  

উত্তর প্রদান (Answers)

আপনার দক্ষতা প্রদর্শন করার জন্য উত্তর প্রদান করতে হবে। আর এই জন্য একটা টপিক এর উপর ক্লিক করে উত্তর নামক ট্যাব নির্বাচন করতে হবে। 

আপনি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ডাউনভোট করতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন। 

উত্তর লেখার সময়ে যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার তা হলোঃ

  • @ ব্যবহার করে অন্যান্য ব্যাক্তি এবং অনেক বিষয়কে ট্যাগ হিসেবে যুক্ত করা
  • প্রশ্নের উত্তর জমা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন ছবি আপলোড করার। 
  • আপনার উত্তর এর সর্মথন করার জন্য একটি টিকা ব্যবহার করেন এবং সেই সাথে আপনার নিজেস্ব ওয়েবসাইটের ইউ আর এল যুক্ত করুন 
  • আপনার যদি বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে ড্রাফটস থেকে সেইভ করে রাখুন 

মনে রাখতে হবে, আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু পণ্য বা পরিষেবার জন্য এই পদ্ধতি এই দুর্দান্ত উপায়। আর দয়া করে অবশ্যই উত্তর গুলো সঠিক লিখার চেষ্টা (try) করবেন।

ধাপ-৬ঃ Quora Spaces ব্যবহার 

কোরা স্পেস (quora space) হলো এমন একটি সম্প্রদায় যারা সাধারণ স্বার্থ ভাগ করে নেয়। আপনি যদি কোরা স্পেস ব্যবহার করেন তাহলে এই বৈশিষ্ট্যটি আপনাকে ওয়েব জুড়ে বিষয়ের বিষয়বস্তু শেয়ার করার পাশাপাশি প্রশ্নের উত্তর দেওয়ার ও পারমিশন দিয়ে থাকে। 

আপনি একবার স্পেস এ যুক্ত হলে আপনি স্পেস ফিডে (space feed) পোস্ট করা সব কিছুর আপডেট পাবেন। এটা অনেকটা ফেসবুকের গ্রুপ গুলোর মতো মনে হলেও প্রার্থক্য রয়েছে। 

স্পেস মালিকেরা নির্দিষ্ট করতে পারেন যে, শুধুমাত্র নির্দিষ্ট সামগ্রীতে অবদান রাখতে এবং প্রশ্নের উত্তর দিতে পারেন। স্পেসের সবচেয়ে বড় সুবিধা হলেও স্পেসের নীচের সার্চ নামক অপশনে ক্লিক করলে আপনি স্পেস ফলো করা সব ব্যক্তিদের তালিকা পাবেন।

আরও পড়ুনঃ এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন

Quora মার্কেটিং এর শর্ট লিস্ট

কোরা নিয়ে সংক্ষিপ্ত আকারে শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটি শর্টলিস্ট আকারে দেওয়া হলোঃ- 

  • ভালো প্রফাইল তৈরি করা যাতে করে যে কেউ আপনার ওয়েবসাইট (website) এবং সোশ্যাল অন্যান্য প্লাটফর্মগুলো সম্পর্কে জানতে পারে।
  • আপনার ইন্ডাস্ট্রির টপিকগুলো ফলো করুন এবং সেগুলো তে পোস্ট করুন এবং সেই সাথে সেগুলোতে রিলেভেন্ট লিংক শেয়ার করুন। তবে অবশ্যই স্প্যামিং লিংক শেয়ার থেকে বিরত থাকবেন। 
  • আপনার সাথে রিলেভেন্ট টপিক নিয়ে যারা প্রশ্ন করে এবং উত্তর দেয় তাদের সাথে কানেক্ট হোন। 
  • অন্যদের আপনাকে বেশি বেশি ফলো করতে উৎসাহিত করেন। 
  • যেসকল প্রশ্ন বেশি কৌতুহল সৃষ্টি করে সেগুলার বেশি উত্তর দেওয়ার ট্রাই করেন। 

পরিশেষ কথা

আপনার বিজনেসের (Business) প্রচার প্রসার করার জন্য Quora মার্কেটিং একটি কার্যকারি পদ্ধতি, কোরার মাধ্যমে আপনি অনায়াসেই পেশাদার ব্র্যান্ড এবং আপনার বিজনেসের মার্কেটিং করতে পারেন। 

আশা করি, আজকের আর্টিকেলের মাধ্যমে Quora মার্কেটিং কি? (quora marketing) এবং এটি কিভাবে করবেন সেটির একটি পূর্ণাঙ্গ তথ্য পেয়েছেন। এছাড়া আপানারা আপনাদের ব্লগ সাইটের ট্রাফিক (traffic) বাড়াতে কোরা ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি কোরাতে যদি রেগুলার একটিভ থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের রেগুলার এবং রিটার্নিং ভিজিটর অনেক বৃদ্ধি পাবে। 

কোরা মার্কেটিং সম্পর্কে যদি আরও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারনে। অবশ্যই উত্তর প্রদান করা হবে। 

Quora মার্কেটিং কি? Quora মার্কেটিং সম্পর্কে কিছু প্রশ্ন – উত্তর / FAQ

১। Quora কি? 

উত্তরঃ Quora হলো এমন একটি প্লাটফর্ম যেখানে ব্যবহারীগণ যেকোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সেটার উত্তর প্রদান করতে পারে।

২। Quora তে কি বিজ্ঞাপন আছে?

উত্তরঃ হ্যাঁ কোরাতে বেশ কিছু বিজ্ঞাপন আছে।

৩। Quora তে কি সোসিয়াল মিডিয়া কি অ্যাড করা যাবে? 

উত্তরঃ অবশ্যই, চাইলে ফেসবুক এর মত যে কোন অ্যাকাউন্ট অ্যাড করা যাবে।

৪। Quora তে কি ব্যাক লিঙ্ক দেয়া যাবে?

উত্তরঃ প্রশ্নের উত্তর দেয়ার সময় নিজের ওয়েবসাইট কে ব্যাক লিঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে।

৫। Quora তে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে?

উত্তরঃ হ্যাঁ,  Quora তে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে।

আরও পড়ুন –

শেয়ার বাজার কি? শেয়ার বাজার কিভাবে কাজ করে

ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

Leave a Comment