পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম ও ব্যবহারবিধি

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

পুরুষাঙ্গে চুলকানি পুরুষদের জন্য অনেক বিরক্তিকর ও সংবেদনশীল সমস্যা। সেজন্য পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর নাম জানা খুবই জরুরি। কেউ কেউ এই সমস্যার জন্য ডাক্তারের কাছে লজ্জায় যেতে চান না

এবং কারো কাছে বলতেও পারে না। এতে করে সমস্যা আরো বাড়তে থাকে। অতিরিক্ত চুলকানি হলে চুলকানির ঔষধ গ্রহণের পাশাপাশি চুলকানির ক্রিম ব্যবহার করতে হবে। পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম খুবই কার্যকর।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষাঙ্গের চুলকানির জন্য ক্রিম দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। 

আরও পড়ুনঃ রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম এর ব্যাবহার

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর নাম

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

আজ কয়েকটি পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমের নাম সম্পর্কে জানাবো আপনাদের-

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমের নামকাজদামকোম্পানি
Lotrimin Creamক্রিমটি পুরুষাঙ্গে চুলকানি বা জক ইচ রোগ এবং ত্বকের ইনফেকশন রোগে ব্যবহৃত হয়। এটি এন্টি ফাংগাল ক্রিম, যেটা ত্বকের সংক্রমণ দূর করে। ইনফেকশনের কারণে কালো দাগগুলো মুছে ফেলতে সাহায্য করে। ক্রিম টি দিনে দুইবার এবং একই সময়ে ব্যবহার করতে হবে।$7.74Servocare Lifesciences Private Limited
Lamisil Creamক্রিমটি পুরুষাঙ্গে চুলকানি বা জক ইচ রোগে ব্যবহৃত হয়ে থাকে। ইনফেকশনের কারণে যে প্রদাহ হয়ে থাকে, সেটা কমাতে এই ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। ক্রিম ব্যবহারের পূর্বে আক্রান্ত জায়গা ভালো ভাবে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিতে হবে। চোখে মুখে ব্যবহার করা যাবে না।$12.99Haleon US Services Inc.

ক্রিমের নাম গুলো সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করা হলো। ক্রিম গুলো আপনাদের চুলকানি সহজেই দূর করতে সহায়তা করবে। তবে বিশেষ সতর্কতার সহিত চিকিৎসকের পরামর্শে ক্রিম গুলো ব্যবহার করা উচিত।

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিমকাজদামকোম্পানি 
Micatin Creamক্রিমটিতে রয়েছে  এন্টি ফাঙ্গাল। যেটা ত্বকের গোলকৃমির সংকৃমির সংস্পর্শে তৈরি ক্ষত এবং পুরুষাঙ্গে চুলকানি বা জক ইচ রোগের জন্য ব্যবহৃত। ইনফেকশনের কালো দাগ দূর করে। ক্রিম ব্যবহারের পূর্বে আক্রান্ত জায়গা ভালো ভাবে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিতে হবে। চোখে মুখে ব্যবহার করা যাবে না।$16.45EMCW9
Cortisone Creamএলার্জি জনিত কারণেহওয়া চুলকানি দূর করতে ব্যবহৃত হয়। নাভির নিচে চুল কাটার পর অনেকের চুলকানি হয়ে থাকে। ক্রিমটি দিনে ৩-৪ বার করে সাত দিন লাগালে চুলকানি ভালো হয়ে যাবে।$4.45SHEFFIELD’S Pharmaceuticals
Fungiderm Creamছত্রাক ও ব্যাকটেরিয়া পুরুষাঙ্গে আক্রমণের ফলে পুরুষাঙ্গ সংক্রমিত হয়। রানের চিপায়, নিতম্বে, গোপনাঙ্গে ও দুই পায়ের কুঁচকিতে চুলকানি হয়ে থাকে।এর থেকে পরিত্রাণ পেতে ফাঙ্গিডার্ম ক্রিমটি চিকিৎসকরা ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। আক্রান্ত স্থান পরিষ্কার করে দিনে ২/৩ বার করে দিতে হবে। প্রথমে জ্বালাপোড়া হতে পারে, পরে ঠিক হয়ে যাবে।₹50.00DERMOCARE LABORATORIES 
Clotrimazole Creamপুরুষাঙ্গে ক্যানডিডা নামক ছত্রাক আক্রমণের কারণে চুলকানি হয়ে থাকে। এই ক্রিমটি চুলকানি দূর করে। এটার স্প্রে ফর্মও রয়েছে। ১২ বছরের নিচের বাচ্চাদের এই ক্রিমটি ব্যবহার করা যাবে না।৳31.50Amico Laboratories LTD.
Ketoconazoleপুরুষাঙ্গে ঈস্ট নামক ছত্রাকের কারণে চুলকানি হয়। এই ক্রিমটি শুধু চুলকানি দূরই করে না এবং পুনরায় ফিরে আসা ঈস্ট নামক ছত্রাক কে রোধ করতে পারে। ১২ বছরের বাচ্চাদের এই ক্রিম ব্যবহার করা যাবে না। ক্রিম টি দিনে ২-৩ বার করে ২ সপ্তাহ ব্যবহার করতে হবে। যদি অসুখটি জটিল হয়ে যায়,  তাহলে ৩-৬ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। কিছুটা জ্বালাপোড়া হতে পারে।₹100Medihome Pharma, Surat

পুরুষাঙ্গের আশেপাশে চুলকানি

পুরুষদের নিম্নাঙ্গের চুলকানির সমস্যায় ভোগান্তি পোহাতে হয়। চিকিৎসা সঠিক সময়ে না করলে মৃত্যু হতে পারে। অবাধ শারীরিক সম্পর্ক ছাড়াও এই ধরনের অসুখ হয়ে থাকে। এইডস সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। এটা ছাড়াও আরো কিছু যৌনরোগ রয়েছে, যেটা আমাদের সবারই অজানা। কয়েকটি যৌনরোগের নাম জেনে নেওয়া যাক-

  • ক্ল্যামিডিয়া:

গড়ে ৫০ শতাংশ পুরুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ হয়ে থাকে। খুব সহজেই এটা বাসা বাঁধে শরীরে। দ্রুত চিকিৎসা করলে পরিত্রাণ পাওয়া সম্ভব।

  • গনোরিয়া:

ক্ল্যামিডিয়া ও গনোরিয়া সচরাচর একই সঙ্গে হয়ে থাকে। অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগ করার সময় যন্ত্রণা হয়ে থাকে। দ্রুত চিকিৎসা না করলে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

  • এইচআইভি:

এইচআইভি মানে মরণ না। কিন্তু এই রোগ শরীরে প্রতিরোধ ক্ষমতা ভেঙ্গে পড়া। সেজন্য এই রোগ শরীরে থাকাকালীন অন্য যেকোনো রোগ থাকলে মরণ আকার ধারণ করে।

  • যৌন কেশে উকুন:

মাথার চুলে যেমন উকুন হয়, সেরকম অবাঞ্ছিত লোমেও উকুন দেখা দেয় নিয়মিত পরিষ্কার না করলে। শারীরিক মিলনের সময় অন্যের শরীরে সংক্রমণ হয়ে যায় সহজেই। আর এই কারণে চুলকানি হতে পারে।

পুরুষাঙ্গে চুলকানির ইনফেকশন

পুরুষাঙ্গের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গালে সংক্রমিত হয়। এতে করে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। অনিরাপদ যৌনমিলনের কারণেও বিভিন্ন পুরুষাঙ্গ সমস্যা ও ইনফেকশন হতে পারে।

পুরুষরা যখন শারীরিক পরিশ্রম করে থাকেন, তখন রানের চিপায় ঘাম হলে সেটা থেকে দাদ হওয়ার সম্ভাবনা থাকে।

পুরুষাঙ্গ চুলকানির কারণ

পুরুষাঙ্গে চুলকানি হয় বিভিন্ন কারণে। অনেকে সেটা খেয়ালই করেন না। সাধারণ চুলকানি বলে চালিয়ে দেন। আসলে পুরুষাঙ্গ চুলকানি হওয়ার অনেক কারণ আছে। পুরুষরা বেশিরভাগ সময় বাইরে কাজ করে থাকে। শারীরিক পরিশ্রমের কারণে তাদের শরীরে অনেক ঘাম হয়।

দীর্ঘসময় এই ঘাম নিয়ে থাকলে শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তৈরি হয়ে যায়। এটা থেকে চুলকানি হয়ে যায়। অনেকে বিভিন্ন কাপড়ের অন্তর্বাস পড়ে থাকেন। এগুলো থেকেও চুলকানি হয়ে যায়। আবার অনেকে অনেকে গামছা, লুঙ্গি ও প্যান্ট পরিধান করে থাকেন।

অন্যের ব্যবহৃত জিনিসপত্র পরিধান করলে এমনটা চুলকানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের একজিমা, ডায়াবেটিস অথবা রক্তে কোনো সমস্যা থাকলে চুলকাতে পারে। আঁটশাটো পোশাকেও চুলকানি হয়ে থাকে। সুগন্ধিযুক্ত সাবান রানের চারপাশে ব্যবহার করার কারণে চুলকানি হয়ে থাকে।

পুরুষাঙ্গে ঘা হলে করণীয়

অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরুষাঙ্গে ছোট ছোট বিচির মতো দেখা যায়। তারপর সেখান থেকে ইনফেকশন হয়ে যায়। এর থেকে দ্রুত পরিত্রাণ না পেলে বড় আকার ধারণ করতে পারে।

  • যেখানে ইনফেকশন দেখা দিবে সেখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই সেখানে অপরিষ্কার রাখা যাবে না। 
  • প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করা। কমপক্ষে ১ সপ্তাহ একই অন্তর্বাস পড়া যাবে না। 
  • যদি চুলকানি শুরু হয়, তাহলে চুলকানো যাবে না। চুলকালে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে।
  • সব সময় সুতির কাপড়ের অন্তর্বাস পড়তে হবে।
  • আর এরকম অবস্থা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে।

শেষ কথা

আজকের আর্টিকেলে পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ক্রিম গুলোর কাজ দেখে সরাসরি ব্যবহার করতে যাবেন না। যেই ক্রিম ব্যবহার করেন না কেন প্রথমে আপনার নিশ্চিত হতে হবে যে কি কারণে চুলকানি হচ্ছে।

আমরা সাধারণ মানুষরা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস নির্ধারণ করতে পারবো না। কারণ এগুলো খালি চোখে দেখা যায় না। সেজন্য পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম নিতে হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সংক্রমণের ধরণ দেখে ডাক্তার ঔষধ বা ক্রিম দিবেন। নিজে নিজে ক্রিম ব্যবহার করতে গেলে বরং সমস্যা বাড়তে পারে।

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। পুরুষের প্রস্রাবের রাস্তায় চুলকানি কেন হয়?

উত্তর: বিভিন্ন কারণে চুলকানি হয়ে থাকে। এলার্জি জনিত সমস্যা থাকলে, ঘাম অবস্থায় দীর্ঘসময় থাকলে, রক্তে কারো সমস্যা থাকলে, অপরিষ্কার আরো ইত্যাদি কারণে চুলকানি হয়ে থাকে। 

২। পুরুষাঙ্গে ইনফেকশন হলে কি করতে হবে?

উত্তর: ইনফেকশন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একই অন্তর্বাস বার বার পড়া যাবে না। ডাক্তারের পরামর্শে ক্রিম বা ঔষধ ব্যবহার করতে হবে।

৩। পুরুষাঙ্গের চুলকানি হলে কি করণীয়?

উত্তর: চুলকানি হলে তাৎক্ষণিক অবস্থায় পুরুষাঙ্গে এবং চারপাশে ভালো করে নারকেল তেল মালিশ করবেন এবং সাবান লাগানো যাবে না।  হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন-

দাউদ কিভাবে ভালো হয় ও নিরাময়ের কার্যকরী চিকিৎসা

মুখের ব্রণ দূর করার উপায়, চিকিৎসা পদ্ধতি

Leave a Comment