নাপা এক্সট্রা এর কাজ কি ও এর কার্যকারিতা

নাপা এক্সট্রা এর কাজ কি 

নাপা এক্সট্রা ট্যাবলেট হলো ক্যাফেইন ও প্যারাসিটামল এর সমন্বিত একটি ঔষধ। প্যারাসিটামল এর জ্বর ও  ব্যথানাশক উপশমকারী গুণাবলী রয়েছে সঙ্গে রয়েছে প্রদাহ বিরোধী কার্যকারিতাও। এটি মাথা ব্যাথা ও মাইগ্রেনের চিকিৎসায় সহায়তা করে।

এছাড়াও নাপা এক্সট্রা ট্যাবলেট ঠান্ডা, জ্বর, সংযোগে ব্যথা, দন্তশূল, অবসাদ কানের ব্যথা, ফ্লু এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নাপা এক্সট্রা এর কাজ কি জানতে হলে আজ এই আর্টিকেলে আমাদের সঙ্গেই থাকুন আশা করি উপভোগ করবেন। 


আরও পড়ুনঃ Fexo 120 এর কাজ কি, ব্যাবহারবিধি ও সতর্কতা


নাপা এক্সট্রা এর পরিচিতি

নাপা এক্সট্রার পরিচিতি
জেনেরিকপ্যারাসিটামল + ক্যাফেইন 
বাণিজ্যিক নামনাপা এক্সট্রা
পরিমাপ500 mg + 65 mg
ধরনট্যাবলেট
চিকিৎসাগত শ্রেণিNon opioid analgesics
উপলভ্য দেশBangladesh 
উৎপাদনকারক কোম্পানি Beximco Pharmaceuticals Ltd
দাম600 (1 box)

নাপা এক্সট্রা এর কাজ

নাপা এক্সট্রা এর কাজ কি এটা অনেকেই জানে না। নাপা এক্সট্রার বিভিন্ন কাজে রয়েছে। এতে সাধারণত মাথা ব্যথা, জ্বর, পিঠে ব্যথা এবং দাঁত ব্যাথাসহ বিভিন্ন ব্যাথা নাশক রোগ হতে মুক্তি লাভ করতে এটি বেশ কার্যকর। অনেকে দেখা যায় মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য চিকিৎসকেরা নাপা এক্সট্রা খাবার পরামর্শ দেন।

এছাড়াও স্নায়বিক যন্ত্রণা, কান ব্যথা, মাংসপেশী এবং বাতের যন্ত্রণার জন্য এমনকি পিরিয়ড ব্যথার জন্য নাপা এক্সট্রা  অনেক বেশি কার্যকরী একটি ঔষধ।

নাপা এক্সট্রা ট্যাবলেট কেন খায় 

নাপা এক্সট্রা ক্যাফেইন এবং প্যারাসিটামলের সমন্বয় সংযুক্ত। ক্যাফেইন এক প্রকার অ্যালক্যালয়েড জেনথিন যৌগ। এই ওষুধটি বিভিন্নভাবে কাজ করে। এতে অবস্থিত আণবিক সংযুক্তির সমন্বয়ে প্যারাসিটামল এবং ক্যাফেইনের যে দ্রবণীয়তা রয়েছে তা ভেদ্যতা বৃদ্ধি করে থাকে। ক্যাফেইন ব্যথার সহনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে।

মস্তিষ্কের ভেসেল টোন বৃদ্ধিতে ক্যাফেইন সহায়ক। ইতিপূর্বে আমরা নাপা এক্সট্রার  বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করেছি। নাপা এক্সট্রার কাজ কি আরো বিশদভাবে আলোচনা করব আমাদের সঙ্গেই উপভোগ করুন।

সাধারণত মাথাব্যথা, জ্বর মাইগ্রেন, ইত্যাদির জন্য নাপা এক্সট্রা ঔষধ খাওয়ার জন্য  ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন।  তবে উপরোক্ত সমস্যায় ভোগলে ঔষধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কেননা নিজের মতো করে ওষুধ খাওয়ার সঠিক পদ্ধতি নয়।

কিন্তু বেশিরভাগ মানুষই ইচ্ছাকের পরামর্শ ছাড়াই খান যেকোনো ধরনের ব্যাথা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হলে। উপরে উল্লেখিত যেকোনো প্রকার মাথাব্যথায় যখন ঔষধ খাবেন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

নাপা এক্সট্রা খাওয়ার নিয়ম

নাপা এক্সট্রা এর কাজ কি  এটি জানতে আমরা খুবই আগ্রহী কিন্তু এটি খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানিনা। চলুন না পেস্টা খাওয়ার সঠিক নিয়ম জেনে নিই-

  • প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর।
  • ৬ থেকে ১২ বছর শিশুদের জন্য আধা থেকে একটি ট্যাবলেট তিন থেকে চার বার। সানপেনশন ও সিরাপ ৩ বছরের নিচে ১০ মি.গ্রাম হিসেবে দিনে ৩-৪ বার আর জন্ডিস থাকলে ৫ মি.গ্রাম হিসেবে।
  • ৩ মাস থেকে ১ বছরের শিশুর জন্য দিনে ১/২ চামচ থেকে ১ চা চামচ। 
  • ১-৫ বছর বয়সী শিশুর জন্য এক থেকে দুই টেবিল চামচ তিন থেকে চারবার এবং ৬ থেকে ১২ বছর বয়সী শিশুর জন্য দুই থেকে চার টেবিল চামচ তিন থেকে চারবার। 
  • প্রাপ্তবয়স্কদের জন্য তার থেকে ৮ চামচ দিনে তিন থেকে চারবার। সাপোজিটরি তিন তিন মাস থেকে এক বছর তারিখের মধ্যে ৬০-১২ মি.গ্রাম আগামী চার বার। এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর জন্য ১২৫-২৫০ মি.গ্রাম আগামী চার বার। ছয় থেকে বার বছর বয়সের জন্য ২৫০-৫০০ মিলিগ্রাম আগামী চার বার। ১২ বছর বয়সের জন্য  ০.১ গ্রাম চার বার।
  • পেডিয়াট্রিক ড্রপস শিশুদের জন্য: ৩ মাস বয়স পর্যন্ত ০.৫ মি.লি. (৪০ মিলিগ্রাম) চার বার। ৪-১১ মাস বয়স এর জন্য ১ মি.লি. চার বার (৮০ মিলিগ্রাম)।

অবশ্যই নাপা এক্সট্রা খেলে উপরোক্ত নিয়ম মেনে বয়স অনুপাতে খাবেন নইলে সঠিকভাবে ফলাফল পাবেন না।

নাপা এক্সট্রা এর দাম কত 

নাপা এক্সট্রা এর কাজ কি এটি যেমন জানা জরুরী তেমনি নাপা এক্সট্রা ট্যাবলেট এর দাম কত এটিও জানা জরুরী। নাপা এক্সটার প্রতি পাতায় সাধারণত 12 টি ট্যাবলেট থাকে এবং একটি বক্সে বিশটি পাতা থাকে।

এই হিসেবে একটি বক্সের মূল্য পরে ৬০০ টাকা এবং ট্যাবলেট এর দাম ২ টাকা ৫০ পয়সা। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর মাধ্যমে এই ওষুধটি তৈরি হয়ে থাকে। তবে ফার্মেসি ভেদে  ঔষধের মূল্য কম বেশি হতে পারে।

নাপা এক্সট্রা কি এন্টিবায়োটিক 

এই ঔষধে রয়েছে ক্যাফিনো ইউএসপি ৬৫ মিলিগ্রাম এবং প্যারাসিটামল বিপি ৫০০ মিলিগ্রাম। মূলত এই ওষুধটি জ্বর এবং ব্যথার নিরাময় হিসেবে  চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অনেকের মনে এই প্রশ্ন জাগে যে না পাইকারি অ্যান্টিবায়োটিক?  এর উত্তরে আমরা বলতে পারিনা নাপা এক্সট্রা আসলে একটি ব্যথা উপশমকারী ঔষধ। 

গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা 

গর্ভাবস্থায় নাপা এক্সট্রা খাওয়া যাবে কোন সমস্যা নেই। তবে এই সময় যে কোন ওষুধ খাওয়ার পড়বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। গর্ভাবস্থায় খুব একটি সেনসিটিভ সময় ছোট একটি ভুলের কারণে অনেক সময় মারাত্মক সমস্যা হতে পারে মা এবং বাচ্চা উভয়ের জন্যই।

তবে এ সময় কোন মা যদি জ্বর বা মাথাব্যথা বার সর্দির মতো সমস্যায় ভোগে থাকেন সে ক্ষেত্রে ডাক্তাররা নাপা এক্সট্রা খাওয়ার পরামর্শ দেন। 

নাপা এক্সট্রা সংরক্ষণ 

সরাসরি তাপ এবং আলো পড়ে এমন জায়গা থেকে দূরে রাখবেন। ওষুধটি বরফে পরিণত করা যাবে না। পোষা প্রাণী ও শিশু থেকে দূরে রাখবেন। অবশ্যই ঔষধ টয়লেটে ঢালবেন না কেননা এটি পরিবেশ সংক্রমণ ছড়াতে পারে। 

নাপা এক্সট্রা ডোজ মিস করলে কি করবেন 

কোনরকম ডোজ না নিয়ে থাকলে যখন খেয়াল হবে তখন নিয়ে নিন এবং পরবর্তী ডোজের সময় যদি কাছে চলে আসে তবে আগেরটি ছেড়ে পরবর্তী ডোজ সঠিক সময়ে গ্রহণ করুন। কোন ডোজ না নিয়ে থাকলে সেটির ক্ষতিপূরণ করতে অতিরিক্ত কোন ডোজ নেবেন না।

এছাড়াও একটি ভালো বুদ্ধি হলো দোষ নিতে ভুলে গেলে এলার্ম সেট করতে পারেন অথবা পরিবারের সদস্যদের মনে করিয়ে দেওয়ার জন্য বলবেন।

নাপা এক্সট্রা এর পার্শ্বপ্রতিক্রিয়া 

একটু মাথা ব্যথা বা একটু জ্বর বা সর্দি অন্য কিছু হলে আমার  নাপা এক্সট্রা খেয়ে থাকি। কিন্তু মাত্রাতিরিক্ত নাপা এক্সট্রা খেলে বা আর ডাক্তারের পরামর্শ ছাড়াই অতিরিক্ত সেবন করা উচিত নয়। কেননা এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। নিচে এর প্রতিক্রিয়াগুলি আলোচনা করা হলো:

  • অস্থির লাগতে পারে 
  • হৃদস্পন্দন বর্ধিত হতে পারে 
  • অনিয়মিত ভাবে না বা এক্সট্রা সেবন করলে ত্বকের সংক্রমণ হতে পারে যেমন আরটিক্যারিয়া হতে পারে। 
  • যাদের লিভারের এবং কিডনির সমস্যার রয়েছে তারা না পাই গ্রহণ থেকে সতর্ক থাকবেন। 
  • যারা অ্যালকোহল গ্রহণ করে তারা যদি নাপা এক্সট্রা সেবন করে  তবে তাদের কিডনির মারাত্মক ঝুঁকি বাড়তে পারে। 
  • মাত্রাতিরিক্ত এবং নিয়মমাফিক গ্রহণ না করলে লিভারের ক্ষতি হতে পারে। 
  • রক্ত কণিকার অস্বাভাবিকতা লক্ষ্য হতে পারে। 
  • শ্বেত রক্তকণিকা কম হতে পারে। 
  • অসুস্থ অসুস্থ ভাব অনুভূত হতে পারে। 
  • জন্মগতভাবে বিকলাঙ্গ তারা দেখা দিতে পারে। 
  • তীব্র রেনাল নলাকার কলাবিনষ্টি 
  • গ্যাস্ট্রিক এসিড 
  • রক্তের dyscrasias
  • শরীরের খিচুনি থাকলে মাত্র অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

উপসংহার

আশা করি আজ এই আর্টিকেল পড়ে নাপা এক্সট্রা এর কাজ কি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আমি চেষ্টা করেছি নাপা এক্সট্রা সম্পর্কে বিভিন্ন তথ্য এই আর্টিকেলে তুলে ধরার।

আপনি যদি এই আর্টিকেলটি পড়ে থাকেন তবে অবশ্যই নাপা এক্সট্রা খাবার ব্যাপারে সতর্ক থাকবেন এবং আশেপাশের অসুস্থ ব্যক্তিদের এ ব্যাপারে পরামর্শ দেবেন যেন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করে।

কেননা মাত্রাতিরিক্ত নাপা এক্সট্রা সেবন এবং সঠিক নিয়ম না মেনে চললে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আপনার সুস্থ এবং স্বাভাবিক শরীর এছাড়াও গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা। 

এই ঔষধটি ব্যথা, মাইগ্রেন, জ্বর, সাধারণ ফ্লু ও সর্দি, স্নায়বিক যন্ত্রণা এছাড়াও ঋতুস্রাব ব্যথা ইত্যাদি ব্যথার জন্য বিশেষজ্ঞেরা নির্দেশনা দিয়ে থাকে। তবে এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সেগুলো বিবেচনা করে সঠিক নিয়মে সেবন করতে হবে। 

নাপা এক্সট্রা এর কাজ কি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ 

১. নাপা ট্যাবলেট বেশি খেলে কি হয়? 

উত্তর: নাপা ট্যাবলেট বেশি খেলে পেটের ভিতরে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, লিভারের ক্ষতি হতে পারে, কিডনির ক্ষতি হয়, হজমের সমস্যা হয় এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। 

২. নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম? 

উত্তর: প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি ডোজ ৫০০ মিলিগ্রামের সাধারণত একটি বা দুইটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এইভাবে চারবার ২৪ ঘন্টায়  প্যারাসিটামল খাওয়া যাবে। এক ডোজ প্যারাসিটামল সেবন করার পর অন্তত চার ঘণ্টা বিরতি দিয়ে পরবর্তী ডোজটি সেবন করা যাবে।

৩. শিশুদের নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম? 

উত্তর: ছয় বছরের চেয়ে বড় শিশুদের সাধারণত ট্যাবলেট সেবন করার পরামর্শ দেওয়া হয়। ৬ থেকে ১২ বছর যেসব শিশুদের বয়স তাদের প্রতি ডোজে অর্ধেক হতে একটি  ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট সেবন করার পরামর্শ দেওয়া হয়। 24 ঘন্টায় তাদের  চারবার প্যারাসিটামল খাওয়ানো যাবে। বসে সতর্ক থাকতে হবে শিশুকে যাতে ২৪ ঘন্টায় চার ডোজ এর বেশি প্যারাসিটামল দেওয়া না হয়। 

৪. জ্বরের ট্যাবলেটের নাম কি? 

উত্তর: জ্বরের ট্যাবলেটের নাম গুলি হলো-

  • Ceftum 500 MG Tablet
  • Zefu 500 MG Tablet
  • Fervay 500 MG Tablet
  • Foru 500 MG Tablet etc.

৫. নাপা সাপোজিটরি কিভাবে সংরক্ষণ করবেন? 

উত্তর: অবশ্যই শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে এবং ৩০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নাপাশা পজিটরি সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন-

কাশির সিরাপ এর নাম, সঠিক চিকিৎসা ও কার্যকারিতা

ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় ও চিকিৎসা

Leave a Comment