মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম ও ব্যবহার

মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

বর্তমানে প্রতিটি মানুষের একটি প্রধান সমস্যা হলো চুল পড়া। সাধারণত শীতকালে চুল পড়ার প্রবণতা তুলনামূলক ভাবে বেড়ে যায়।

রুক্ষ চুল,ঘনঘন চুল পড়া, খুসকি, চুলের আগা ফাটা ইত্যাদি সমস্যার কারণে আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে ছুটে যায়।

মূলত চুল পড়ার প্রধান সমস্যা চুলের প্রতি আমাদের অযত্নের কারণে হয়ে থাকে। তাই আজকের আর্টিকেলে আমরা মেয়েদের চুল পড়া বন্ধ করার

তেলের নাম এবং বিভিন্ন গুনাগুণ সম্পর্কে জানবো। যা ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং চুল ঘন হবে।

আরও পড়ুনঃ চুল পড়া বন্ধ করার উপায়

চুল পড়া বন্ধ করার তেল

চুল পড়া বন্ধ করার জন্য বিভিন্ন ব্রান্ডের তেল পাওয়া যাচ্ছে বাজারে, তবে সেগুলোর অধিকাংশেই কেমিক্যাল মিশ্রিত।আমরা এমন ৫ টি মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম জানাবো যা ব্যবহারে আপনার চুল পড়া কমে চুল হবে ঘন।

  • নারকেল তেল
  • অলিভ অয়েল
  • ক্যাস্টর অয়েল
  • আমন্ড অয়েল
  • রোজমেরি অয়েল

উপরে উল্লেখিত তেল গুলো একত্রে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন।২-৩ সপ্তাহের মধ্যে এর ফলাফর আপনি পেয়ে যাবেন।

মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম কিছু অর্গানিক তেল

১) খাদি ন্যাচারাল রোজমেরি এন্ড হেনা হেয়ার অয়েল

মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম এর মধ্যে এটি অন্যতম। এতে রয়েছে প্রাকৃতিক নির্যাস রোজমেরি ও হেনা যা চুলের পুষ্টি যোগিয়ে চুলের বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনকে দূর কেরতে সাহায্য করে। বিশেষ করে যাদের চুলের নিচের আংশ ফেটে যায়,তাদের জন্য এটি বিশেষ ভাবে উপকারী একটি তেল।

কার্যকারীতা –
  • চুলকে সবসময় নমণীয় করে।
  • চুলের রুক্ষতা দূর করতে সহায়তা করে।
  • চুলকে মিনারেল অয়েল মুক্ত রাখে।
  • চুলের স্বাস্থ্য ঝলমলে রাখে।
  • এটি ব্যবহরে দ্রুত চুল পড়া বন্ধ হয় ইত্যাদি।

২) রিচফিল ব্রাহ্মি জাবোরদি হেয়ার অয়েল

এটিও মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম এর মধ্যে একটি কার্যকরী তেল।এতে রয়েছে শক্তিশালী ভেষজ উপাদানের মিশ্রণ ,যা চুলকে ঘন ,মসৃণ ও উজ্জ্বল করে তোলে।ভেষজ উপাদানগুলো হলো নারেকেল তেল,জাবোরদি পাতা,আমলা,ব্রাহ্মি ইত্যাদি।

কার্যকারীতা –
  • খুসকি দূর করে।
  • চুল পড়া বন্ধ করে এবং চুল লম্বা হতে সাহায্য করে।
  • চুলকে দৃশ্যমানভাবে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। 
  • চুলকে পুনরুজ্জীবিত ও হারানো দীপ্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

৩) সোলফ্লাওয়ার অলিভ অয়েল

চুলকে উজ্জ্বল ও চুল পড়া রোধে যেসকল পুষ্টি উপাদান কাজ করে যেমন ভিটামিন ই (E),কে (K),ডি (D) ইত্যাদি এই তেলের মধ্যে রয়েছে। একারণে  চুলের খুসকি ও রুক্ষতা দূর করে।

কার্যকারীতা –
  • ১) চুলকে স্বাস্থ্যজ্জ্বল ও মজবুত করে তোলে।
  • ২)চুলের বৃদ্ধিতে ও মাথার ত্বক শুষ্ক রাখতে সহায়তা করে।
  • ৩)ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজার করতে সহায়তা করে।

৪) বায়ো-অর্গানিক গ্রোথ হেযার অয়েল

এতে রয়েছে প্রাকৃতিক ভেষজ উপাদানের মিশ্রণ যা চুলকে গোড়া থেকে মজবুত করে দ্রুত চুল গজাতে সাহায্য করে।এতে কোনো প্রকার কেমিক্যাল মিশ্রিত না করায়ে এটি মাথার ত্বকে প্রবেশ করে চুলকে শেকড় থেকে শক্তিশালী করে তোলে। ফলে চুল পড়া কমে যায় এবং চুল পূর্বের তুলনায় আরও ঘন ও মজবুত হয়।

কার্যকারীতা –
  • পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই তেল উপকারী।
  • এতে কোনো প্রকার কেমিক্যাল যুক্ত না থাকায় চুল পূর্ণ শক্তিলাভ করতে পারে।
  • নিয়মিত ব্যবহারে এটি কন্ডিশনারের কাজ করে এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

মেয়েদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া পদ্ধতি

আপনারা অনেকেই ইন্টারনেট ব্যবহার মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম ও কিছু ঘরোয়া পদ্ধতি জানার জন্য সার্চ করে থাকেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক মেয়েদের চুল পড়া বন্ধ করার কিছু ঘরোয়া পদ্ধতি।

১) মেথি

আধা কাপ মেথির সাথে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আরও ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে তেলটি ব্যবহার করে ঘুমাতে পারেন। সকালে উঠে শ্যাম্পু করে ফেললেও ভালো ফলাফল পাবেন।

২) অ্যালোভেরা জেল

সপ্তাহে অন্তত দুইদিন অ্যালোভেরা জেল চুলে লাগাতে পারেন। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে। কমপক্ষে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ভালভাবে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল  চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুল ঝলমলে করে তুলে।

৩) মেহেদি ও সরিষার তেল

আড়াইশো মিলি সরিষার তেলের সাথে ২০ টি মেহেদি পাতা দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করার পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করবেন এই রেমিডিটি।

৪) পেয়াজের রস

চুল পড়া বন্ধ করতে পেয়াজের রস অনেক কার্যকরী ভূমিকা পালন করে। পেয়াজের রস সরাসরি আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫) ডিমের কুসুম ও মধু

ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন।মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন।আধা ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পরিশেষে

আমরা কেউই এটা মানতে পারিনা যে ,আমাদের সৌন্দর্যের প্রধান আকর্ষণ চুল অকালে ঝরে যাক। নারী এবং পুরুষ উভয়ের সৌন্দর্যের এটিই প্রধান আকর্ষণ।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম(এটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য), এর ব্যবহার, কার্যকারীতা ও চুলের যত্নের ঘরোয়া কিছু পদ্ধতি।

আশা করছি আজকের আর্টিকেলটি পড়ে এবং এই পদ্ধতি অনুসরণ করে নিজের চুলের যত্ন নিয়ে নিজে উপকৃত হবেন এবং আজকের আর্টিকেলটি আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।আজ এ পর্যন্তই। আবারো কোনো নতুন আর্টিকেল নিয়ে হাজির হবো।ততদিন ভালো থাকবেন ধন্যবাদ। 

মেয়েদের চুল পড়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১) চুল পড়া বন্ধ করতে কোন তেল ব্যবহার করতে হবে?

উত্তর: আমলকীর গুঁড়া, নারিকেল তেল, কারিপাতা এরকম প্রাকৃতিক উপাদান চুলের স্বাস্থ্য উন্নত করতে পারে। তেলের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে ব্যবহারে চুল পড়ার সমস্যা কমানো যায়। মানসিক চাপ, খাদ্যাভ্যাস, ঘুমের ঘাটতি, হরমোনের ভারসাম্যহীনতা এবং নানান কারণে চুল পড়ার সমস্যা দেখা যায়।

২) চুল পড়া বন্ধ করতে কোন ভিটামিন খেতে হবে?

উত্তর: চুলের জন্য পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন (এ, বি, বিশেষ করে বায়োটিন, সি, ডি ও ই) এবং বেশকিছু খনিজ (আয়রন, জিঙ্ক) নিয়মিত গ্রহণ করা অপরিহার্য। এসব উপাদান সমৃদ্ধ খাবার হচ্ছে মিষ্টি আলু,ডিমের কুসুম, কলিজা,মাশরুম, বাদাম, বীজ, কলা ইত্যাদি। অতিরিক্ত চুল পড়ার আরেকটি কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা।

৩) চুল পড়া ও গজানোর জন্য কোন তেল ভালো?

উত্তর: প্রাকৃতিক এবং জৈব উপাদান একটি কার্যকর চুল পড়া নিয়ন্ত্রণ তেলের ভিত্তি। ভৃঙ্গরাজ আমলা, ব্রাহ্মী, নিম এবং নারকেল তেলের মতো উপাদানগুলি তাদের চুলের পুষ্টিকর বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত।

৪) চুলের গোড়া শক্ত করার জন্য কি করা উচিত?

উত্তর: যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি একটি উপকারী উপাদান। নিয়মিত নিমপাতা ব্যবহার করলে তা স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে। ফলে চুলের গোড়া শক্ত হবে।

আরও পড়ুন-

সর্দির ট্যাবলেট এর নাম, সেবনবিধি ও সঠিক চিকিৎসা

এলার্জি চুলকানি দূর করার উপায় ও ঘরোয়া পদ্ধতি

Leave a Comment