মাথা ব্যথার ওষুধের নাম, কার্যকারিতা ও চিকিৎসা

মাথা ব্যথার ওষুধের নাম

মাথা ব্যথা এমন একটি সমস্যা যা কমবেশি আমরা সকলেই অনুভব করি। বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে। যেমন – পর্যাপ্ত ঘুমের অভাব, ক্লান্তি, অসুস্থতা ইত্যাদি। মাথা ব্যথা থেকে মুক্তির উপায় কি জানেন? 

দৈনন্দিন জীবনের কিছু ভালো অভ্যাস এবং কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তবে যাদের এসবেও কাজ হয় না তারা ওষুধ সেবন করতে পারেন মাথা ব্যথার। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে।

মাথা ব্যথার ওষুধের নাম সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। এছাড়াও মাথা ব্যথার প্রকারভেদ, লক্ষণ, কারণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে। আশা করছি আপনারা উপকৃত হবেন। সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো। 

আরও পড়ুনঃ দাঁতের ব্যাথার ট্যাবলেট, করনীয় ও সঠিক চিকিৎসা

মাথা ব্যথার প্রকারভেদ 

মাথা ব্যথার ওষুধের নাম

মাথা ব্যথা যেমন বিভিন্ন কারণে হয়ে থাকে তেমনি বিভিন্ন জায়গায়ও হয়ে থাকে। যেমন – চোখের পাশে অর্থাৎ শিরায়, ব্রক্ষতালুতে, কপালের একপাশে, কপালের দুইপাশে ইত্যাদি। সাধারণত বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে মাথা ব্যথাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 

১. প্রাথমিক মাথা ব্যথা

২. সেকেন্ডারি মাথা ব্যথা

প্রাথমিক মাথা ব্যথা 

রোগের ধরণ নির্ণয় করে চিকিৎসা করা সবচেয়ে উত্তম পন্থা। তাই মাথা ব্যথার ওষুধের নাম জানার আগে এর ধরণ এবং এর কারণ জানা জরুরী। কোনো অসুস্থতা বা এলার্জির কারণে প্রাথমিক মাথা ব্যথা হয় না। প্রাথমিক মাথা ব্যথার প্রকারভেদ –

  • ক্লাস্টার 
  • মাইগ্রেন
  • টেনশন

সেকেন্ডারি মাথা ব্যথা

কোনো অঙ্গ-প্রতঙ্গের সমস্যা, এলার্জি বা কোনো অসুস্থতাজনিত কারণে সেকেন্ডারি মাথা ব্যথা হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের যে অংশের সমস্যার কারণে মাথা ব্যথা হয়েছে, সেই সমস্যার চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। সেকেন্ডারি মাথা ব্যথার প্রকারভেদ –

  • হরমোনজনিত
  • এলার্জি বা সাইনাস
  • পরিশ্রম
  • উচ্চ রক্তচাপ 
  • পোস্ট-ট্রমাটিক

ক্লাস্টার মাথা ব্যথা 

ক্লাস্টার মাথা ব্যথার ফলে প্রচন্ড জ্বালা যন্ত্রণা এবং সুই ফুটানোর মতো ব্যথা অনুভূত হয়। এক চোখে অথবা কপালের একপাশে সাধারণত এই ধরনের মাথা ব্যথা হয়। ক্লাস্টার মাথা ব্যথা মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়। 

ক্লাস্টার মাথা ব্যথার লক্ষণ 

  • লালচে ভাব দেখা দিবে। 
  • চোখে পানি দেখা দিবে। 
  • ফোলা ভাব দেখা দিবে। 
  • আক্রান্ত স্থানে ঘাম হবে। 
  • নাক বন্ধ হয়ে যাবে। 

মাইগ্রেনের মাথা ব্যথা 

সাধারণত মাইগ্রেনের ব্যথা মাথার একপাশে হয়। এই ধরনের মাথা ব্যথার ফলে মনে হবে যেন, আপনার মস্তিষ্কের ভিতর থেকে ব্যথা বাইরে চলে আসছে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা সাধারণত আলো এবং শব্দের প্রতি সংবেদনশীল হন। অর্থাৎ আলো এবং শব্দ তারা সহ্য করতে পারেন না। মাইগ্রেনের সমস্যায় পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভুগে থাকেন। 

লক্ষণ 

  • তীব্র মাথা ব্যথার জন্য বমির ভাব হয়। 
  • চোখমুখে অন্ধকার দেখা। 
  • মাথার দুপাশের শিরায় প্রচন্ড ব্যথা হওয়া। 

টেনশনের মাথা ব্যথা 

টেনশনের মাথা ব্যথায় মনের মধ্যে বিষাদ এবং সম্পূর্ণ মাথায় একই ধরনের ব্যাথা অনুভূত হয়। মানসিক চাপ থেকে এই ধরনের মাথা ব্যথা বেশি হয়। যেমন – পড়াশোনার প্রেসার, কাজে প্রেসার, ফ্যামিলির প্রেসার ইত্যাদি। 

লক্ষণ 

  • ঘাড়ে ব্যথা হওয়া। 
  • কাঁধে ব্যথা হওয়া। 
  • মাথার ত্বকে ব্যথা হওয়া এবং 
  • বিভিন্ন পেশীতে ব্যথা হওয়া। 

হেমিক্রেনিয়া কন্টিনিউয়া

এটি দীর্ঘস্থায়ী রোগ। এই রোগ মাথার যেকোনো একদিকে হতে পারে এবং মাঝারি ধরনের হয়।

লক্ষণ

  • চোখ লাল হয়ে যায়
  • চোখ ছল ছল করে
  • নাক বন্ধ হয়ে যাই
  • চোখের পাতা ব্যাথায় ঢোলে পড়ে

মাথা ব্যথার ওষুধের নামসমূহ 

পরিসংখ্যান অনুযায়ী, ৬৫ থেকে ৭৮ শতাংশ জনগণ জীবনের কোনো না কোনো সময়ে মাথা ব্যথায় আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, বিশ্বের প্রায় অর্ধেক বয়স্ক লোক বছরে মাথা ব্যথা একবার অনুভব করে থাকেন। তবে চিন্তার কোন কারণ নেই।

৯০% এর বেশি মাথা ব্যথা জটিলতাবিহীন বা ক্ষতিকর নয়। ওষুধ সেবন করার মাধ্যমে মাথা ব্যথা নিরাময় বা কন্ট্রোল করা সম্ভব। মাথা ব্যথার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। মাথা ব্যথার ওষুধের নাম এর তালিকা নিচে দেওয়া হল :

১. টাফনিল (Tufnil) 

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা. এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা) 

২. এনিলিক (Anilic)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, মূল্য : ৯ টাকা (৯×১০ = ৯০ টাকা)

৩. আরিন (Arain) 

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., অপসোনিন ফার্মা লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা) 

৪. লোগ্রেন (Lograin)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা) 

৫. মিনোপা (Minopa)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., মেডিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা)

৬. মিগরেক্স (Migrex)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা)

৭. মিগ্রাটল (Migratol)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা)

৮. নামিটোল (Namitol)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., এ সি আই লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা)

৯. টোলফি (Tolfi)

টলফেনামিক এসিড, ২০০ মি.গ্রা., বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মূল্য : ১০ টাকা (১০×১০ = ১০০ টাকা)

বিশেষ দ্রষ্টব্য : টলফেনামিক এসিড বিশেষভাবে মাইগ্রেনজনিত মাথা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা, বেদনানাশক হিসেবে নির্দেশিত। 

অ্যাজমা, রক্তপাত সমস্যা, ব্রাস্কোম্পাজম,  হৃদসংবহনতন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপ, পাকস্থলীর আলসার, যকৃত সংক্রমণ, হৃদযন্ত্র বা বুকের ক্রিয়াকলাপে অসম কার্যকারিতা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 

মাথা ব্যথার ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া 

মাথা ব্যথার ওষুধের নাম তো জানলেন। মাথা ব্যথার ওষুধ বা ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন –

  • রেয়ের সিনড্রোম (একটি স্নায়বিক অথবা স্নায়ু সম্পর্কিত অবস্থা। যা মারাত্মক হতে পারে।) 
  • রক্তকণিকার পরিবর্তন। 
  • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ। 
  • অ্যানাফিল্যাক্সিস (জীবন-হুমকি এলার্জি প্রতিক্রিয়া) 
  • ব্রঙ্কোস্পাজম (এর ফলে শ্বাসনালী সংকুচিত হয়)। অ্যাস্থমা রোগীরা অত্যন্ত সংবেদনশীল। 
  • বমির ভাব 
  • ডায়রিয়া 
  • ঘাত
  • মাথা ঘোরা 
  • বদহজম 
  • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিপর্যস্ত 
  • তন্দ্রা 
  • দৃষ্টি সমস্যা 
  • কোষ্ঠকাঠিন্য 
  • যকৃতের ক্ষতি 
  • ক্ষুধামান্দ্য 
  • ফোলা 
  • প্রস্রাব গাঢ় হওয়া 
  • দুশ্চিন্তা 
  • শুষ্ক মুখ 

মাথা ব্যথার ঘরোয়া চিকিৎসা

বিভিন্ন জায়গায় অনেক রকম প্রথার কারনে অনেক ঘরোয়া চিকিৎসা প্রচলিত আছে। মাথা ব্যথার জন্যও আছে কিছু ব্যাবস্থা। এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যাথার প্রভাব বৃদ্ধি ঠেকাতে কিছুটা সহায়ক হতে পারে। মাথা ব্যথার ওষুধের নাম জানলেও এই তথ্যগুলো জানা থাকা ভাল।

১। আকুপাংচার

২। বায়োফিডব্যাক

৩। পেশি শিথিলকরণ

৪। নিয়মিত ঘুম

৫। নিয়মিত সময়ে আহার

৬। নিয়মিত শরীরচর্চা

৭। ওজন কমান

শেষ কথা 

উপরোক্ত আলোচনায় চেষ্টা করেছি মাথা ব্যথা এবং মাথা ব্যথার ওষুধের নাম সম্পর্কে একটি ধারণা দেওয়ার। মাথা ব্যথা বিভিন্ন রোগের উপসর্গ। হালকা মাথা ব্যথা হলে চিন্তার কারণ নেই। কিন্তু যদি মাথা ব্যথার পরিমাণ যদি তীব্র হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

ডাক্তার আপনার মাথা ব্যথার লক্ষণ এবং ধরন দেখে উপযুক্ত ঔষধ প্রেসক্রাইব করবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত মাথা ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়। মাথাব্যথা রোধ করার জন্য ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন। একটি শুকনো কাপড়ে কালোজিরা বেঁধে কিছু সময় তার গন্ধ নিতে থাকবেন।

দেখবেন মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। এছাড়া মাথা ব্যথার ওষুধের নাম সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিতে। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে জানানোর সুযোগ করে দিন। 

মাথা ব্যথা সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর / FAQ’s 

১. মাইগ্রেনের ব্যথার জন্য কোন ঔষধ ভালো? 

উত্তর : মাইগ্রেনের ব্যথার জন্য টাফনিল (Tufnil) খেতে পারেন।

২. মাথা ব্যথার জন্য কি খেতে হয়? 

উত্তর : কলা অনেক উপকারী একটি ফল মাথাব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি। এছাড়াও মাথা ব্যথা রোধের জন্য অ্যাভোকাডো, তরমুজ, ডাবের পানি খেতে পারবেন। 

৩. দ্রুত মাথা ব্যথা কমানোর ওষুধ কি? 

উত্তর : দ্রুত মাথা ব্যথা কমানোর জন্য  Elipran 20 mg ট্যাবলেট খেতে পারেন। যে মাথা ব্যথা পূর্বে থেকেই শুরু হয়েছে, শুধুমাত্র সেই ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহৃত হয়। 

আরও পড়ুন-

হাত পা ঘামার ঔষধ এর নাম ও সঠিক চিকিৎসা পদ্ধতি

নাপা এক্সট্রা এর কাজ কি ও এর কার্যকারিতা

Leave a Comment