মাজা ব্যাথার ঔষধের নাম, দাম ও ঔষধের সেবনবিধি

মাজা ব্যাথার ঔষধের নাম

মাজা ব্যাথা এমন একটি সমস্যা যা পৃথিবীর অধিকাংশ মানুষের হয়ে থাকে। ছোটোখাটো বিষয় নিয়েই মানুষের শরীরে মাজার ব্যাথা হয়ে থাকে। হালকা পরিশ্রম, ভারী পরিশ্রম, অনেক্ষণ এক জায়গায় বসে থাকা এসবের ফলে

আমাদের মাজার ব্যাথা হতে পারে। তবে এ ব্যাথা কারো সাময়িক আবার কারোর দীর্ঘসময় পর্যন্ত হয়ে থাকে। কারোর মাজার ব্যাথা ওষুধ সেবনে ঠিক হয়ে যায় আবার কারো এই ব্যাথা ওষুধ খাওয়ার পর পুরোপুরি নিরাময় না হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।

আজ আপনাদেরকে এই আর্টিকেলটির মাধ্যমে মাজা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

আরও পড়ুনঃ টাইফয়েড জ্বর কতদিন থাকে, চিকিৎসা ও প্রতিকার

মাজা ব্যাথার ঔষধের নাম এবং ইনজেকশন

  • Zerodol th 4 Tablet
  • Pan 40 Tablet
  • Gaba Pax NT100 Tablet
  • Hi-Cobal Tablet
  • Voveran Injection
  • Rantac 50 mg Injection
  • Esgipyrin 50 Mg/500 Mg Tablet

ব্যাথা কমানোর ট্যাবলেট এর নাম

মাজা ব্যাথার ঔষধের নাম

 উপরে উল্লেখিত ঔষধের নাম ছাড়াও বাজারে আরো বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় ঔষধগুলোর নাম নিচে উল্লেখ করা হলো-

  • Naprox (500mg)
  • Napro (500mg)
  • Diproxen (500mg)
  • Sonap ( 500mg)
  • Ecless (500mg)
  • Napryn ( 500mg)
  • Napro A (500mg)
  • Xenapro (500mg)
  • Nuprafen (500mg)
  • Naspro (500mg)

মনে রাখবেন,ব্যাথার ঔষধ অতিরিক্ত খাওয়ার ফলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রয়া তৈরি হতে পারে ।এজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔসধ খেতে হব।

মাজা ব্যাথার ঔষধের দাম

মাজা ব্যাথার ঔষধের নাম অনুযায়ী কম দামে পাবেন, আবার কিছু ঔষধের দাম একটু বেশি। কয়েকটি ঔষধের দাম এখানে উল্লেখ করেছি। সর্বনিম্ন তিন টাকা দিয়ে আপনি মাজার ব্যাথার ঔষধ কিনতে পারবেন। এরমধ্যে Naprox (500mg)  ট্যাবলেটের দাম প্রতি পিস এগারো টাকা।

আবার Napro (500mg) ট্যাবলেটের দাম প্রতিটি সাত  টাকা। এছাড়াও অন্যান্য ঔষধের মধ্যে Ecless  ট্যাবলেট এর দাম প্রতি পিস নয় টাকা। Naprosyn (500mg) এর দাম- প্রতি পিস পনেরো টাকা এবং Seclo 40 (40mg) এর দাম – প্রতি পিস নয় টাকা।

মাজা ব্যাথার হোমিওপ্যাথিক চিকিৎসা

মাজা ব্যাথার ঔষধের নাম এ প্রাথমিক হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে  Rhus Tox খুবই কার্যকরী ঔষধ।রোগীরা ভারি কাজ বা একটানা অনেক্ষণ বসে থাকার কারণে তাদের  মাজা ব্যাথা করে, যার ফলে এরা বেশিক্ষণ বসে থাকতে পারে না। তাদের জন্য এই ঔষধটি খুবই ভালো কাজ করবে।

১। Rhus Tox 

[adinserter block=”1″]

মাজা ব্যাথার প্রাথমিক হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে  Rhus Tox খুবই কার্যকরী ঔষধ।রোগীরা ভারি কাজ বা একটানা অনেক্ষণ বসে থাকার কারণে তাদের  মাজা ব্যাথা করে, যার ফলে এরা বেশিক্ষণ বসে থাকতে পারে না। তাদের জন্য এই ঔষধটি খুবই ভালো কাজ করবে।

২। Bryonia Alb  

নতুন এবং পুরাতন মাজা ব্যাথায় Bryonia Alb  ব্যবহার করা হয়। মাজাতে সুই ফোঁটানোর মত ব্যাথা, Bryonia রোগীর লক্ষণ হ্রাস  টক্সের বিপরীত। রোগীর মাজার ব্যাথার সাথে কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও থাকে।

৩। Arnica Mont

যেকোনোভাবে  আঘাত পেয়ে মাজা ব্যাথা হলে Arnica Mont কার্যকরী। Arnica Mont এর রোগীরা শক্ত বিছানায় ঘুমাতে পারে না। এজন্য সবসময় নরম বিছানা চায়।

৪। Ruta Grave

নতুন মাজা ব্যাথার বিকল্প গুরুত্বপূর্ণ ঔষধ হলো Ruta Grave। Ruta Grave এর রোগীরা হাঁটাচলা বা উঠাবসার সময়  হাড় ভেঙ্গে যাওয়ার মতো শব্দ হয় । 

মাজা ব্যাথা কেন হয়

আমাদের শরীরের ভিন্ন ভিন্ন অংশে বিভিন্ন কারণে ব্যাথা হয়ে থাকে। তবে যাদের মাজাতে ব্যাথা হয় তাদের বেশ কিছু কারণ আছে। যার কারণে আপনার মাজার ব্যাথা অনুভুত হয়। নিচের কারণগুলো দেখলে হয়তো আপনার মাজা ব্যাথার সাথে মিলে যাবে। নিচে মাজার ব্যাথা কেন হয় তা দেওয়া হলো-

  • অনেক্ষণ কম্পিউটারে কাজ করলে মাজা ব্যাথা হয়ে থাকে।
  • অনেকে বাসা অথবা অফিসে অনেক্ষণ একই ভাবে বসে কাজ করে থাকেন। একারণে দেখা যায়, মাজার ব্যাথা তীব্র হয়ে থাকে।
  •   চেয়ারে সঠিক ভঙ্গিতে না বসলে বা চেয়ার টেবিল ঠিকমতো না হলে অনেকক্ষণ এভাবে বসে থাকার ফলে মাজায় তীব্র ব্যাথা অনুভূত হতে পারে। 
  • অনেক্ষণ গাড়ি চালালে এই সমস্যা হয়ে থাকে। আবার কোনো সময় বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে মাজা ব্যাথা হতে পারে। 
  • যাঁরা অনেক্ষণ শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা মোবাইল ব্যবহার করেন অথবা অন্য যেকোনো কাজ করেন, তাঁদের মেরুদণ্ডের ক্ষতি হয় এবং মাজা ব্যাথা  হয়ে যায়।
  • অনেক  ভারী কাজ করার ফলে মাজায় চাপ পড়ার কারণে ব্যাথা হতে পারে।

মাজা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

যদি আপনার মাজার ব্যাথা হয়ে থাকে তাহলে আপনি মাজার ব্যাথাকে বিভিন্ন উপায়ে ভালো করতে পারবেন। তবে কিভাবে ঘরোয়া উপায়ে আপনার মাজার ব্যাথা ঠিক করবেন তা সংক্ষিপ্ত আকারে জেনে নিন। 

  •  যদি মাজার ব্যাথা দূর করতে চান তাহলে প্রতিদিন দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেয়ে ফেলুন। 
  •  লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের ব্যাথা এবং যন্ত্রণা কমাতে অনেক সাহায্য করে।
  •  আপনার যদি মাজা ব্যাথা অনেকটা তীব্র আকার ধারণ করে এবং এর থেকে যদি নিস্তার পেতে চান তাহলে আপনারা এ্যালোভেরার শরবত খেতে পারেন। এটি শরীরের মাজা ব্যাথার জন্য অনেক বেশি উপকারী।
  • আপনি আপনার এই  মাজা ব্যাথা দূর করতে সেই ব্যাথার জায়গায় গরম সেক দিতে পারেন। কাপড় গরম করে ব্যাথা জনিত জায়গায় বারবার লাগিয়ে নিন। এতে অনেকটা ব্যাথা কমে যাবে।
  • ক্যালসিয়াম খাবার খেতে হবে ,যেমন প্রতিদিন দুধ, ডিম, শাকসবজি ও ফলমূল ইত্যাদি।
  •  যদি আপনার মাজার ব্যাথা থেকে থাকে তাহলে আপনি নিয়মিত পরিমাণ মতো আদা খেতে পারেন। প্রতিদিন নিয়মিত আদা খেলে মাজার ব্যাথা ও নার্ভের সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।

মাজা ব্যাথা থেকে বেঁচে থাকার উপায়

যদি মাজার ব্যাথা থেকে দূরে থাকতে চান তাহলে প্রতিদিন নিয়মিত পরিমাণ ব্যায়াম করুন। প্রতিদিন নিয়মিত পরিমাণ ব্যায়াম করলে আপনার শরীরের মাজাসহ বিভিন্ন অংশের ব্যাথা দূর হবে। এছাড়াও মানসিক চাপ অনেকাংশে কম হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। যেসকল উল্লেখযোগ্য কারণগুলো থেকে দূরে থাকতে হবে তা হলো-

১। একই জায়গায় বেশিক্ষণ বসে থাকা যাবে না। বেশি সময় বসে থাকলে এতে মাজাসহ পুরো শরীরে ব্যাথা হতে পারে।

২। নির্দিষ্ট জায়গা থেকে মাঝে মাঝে উঠে হাটাহাটি করুন। মোবাইল ফোনে কথা বলার সময় বসে কথা না বলে হাটাহাটি করে কথা বলুন। দিনে যতো বেশি হাঁটবেন, ততো শরীরের অবস্থা ভালো থাকবে।

৩। মাঝে মাঝে আপনার মাজাকে ভাঁজ করে হালকা ব্যায়াম করতে পারেন।

৪। মেঝেতে বসে কখনো কাজ করবেন না।

৫। নরম বা আরামদায়ক ফোমের বিছানায় ঘুমানো উচিৎ নয়। রাতে অবশ্যই শক্ত জায়গায় ঘুমানোর চেষ্টা করবেন। 

পরিশেষে

বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই মাজা ব্যাথার ঔষধের নাম জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে থাকেন। এরইমধ্যে আজকের আর্টিকেলে আমরা আপনাদের জন্য বিভিন্ন মাজা ব্যাথার ঔষধের নাম জানিয়েছি। যাতে আপনারা খুব সহজেই মাজা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে জানতে  পারেন। 

উপরিউক্ত আলোচনা থেকে আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে মাজা ব্যাথার ঔষধের নাম  এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। আপনারা যদি এই আর্টিকেলটি পড়ে লাভবান হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের এই আর্টিকেলটি শেয়ার করে জানিয়ে দিবেন যেন তারাও উপকৃত হতে পারে, ধন্যবাদ।

মাজা ব্যাথার ঔষধ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ

১। ব্যাথার ঔষধ এর নাম কি?

উত্তর: Tapenax 100 MG Tablet ER হালকা থেকে গুরুতর ব্যাথা আচরণ করার জন্য ব্যবহার করা হয়। ট্যাপেন্যাক্স ১০০ এম জি ট্যাবলেট ই আর (Tapenax 100 MG Tablet ER) ডায়াবেটিক রোগীদের নার্ভ ক্ষতির কারণে ব্যাথা চিকিৎসায় ব্যবহার করা হয়।

২। কোন ব্যথার ঔষধ সবচেয়ে দ্রুত কাজ করে?

উত্তর: আইবুপ্রোফেন (অ্যাডভিল) এবং নেপ্রোক্সেন (আলেভ) উভয়ই এনএসএআইডি ব্যথা উপশমকারী যা ব্যথা উপশম প্রদান, প্রদাহ কমাতে এবং জ্বরের বিরুদ্ধে লড়াই করতে দ্রুত এবং কার্যকর। আইবুপ্রোফেন 20 মিনিটের মধ্যে কাজ করে, যেখানে নেপ্রোক্সেন কার্যকর হতে প্রায় এক ঘন্টা সময় লাগে।

৩। ব্যাক পেইন এর জন্য কোন ঔষধ ভালো?

উত্তর: NSAIDs। NSAIDs প্রায়ই পিঠের ব্যথা উপশমের জন্য ব্যবহৃত ওষুধ। এগুলি কাউন্টারে ক্রয় করা যেতে পারে (বা, প্রেসক্রিপশন দ্বারা উচ্চ মাত্রায়) এবং এতে আইবুপ্রোফেন (অ্যাডভিল) এবং নেপ্রোক্সেন (আলেভ) অন্তর্ভুক্ত রয়েছে। NSAIDs পেশী এবং ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডের ডিস্ক বা আর্থ্রাইটিক জয়েন্টগুলির চারপাশে ব্যথা, ফোলাভাব এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

আরও পড়ুন-

ঠান্ডার ওষুধের নামসমুহের তালিকা ও ব্যবহারবিধি

alatrol এর কাজ কি, ব্যবহার, সতর্কতা ও সেবনবিধি

Leave a Comment