ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

ব্যাংক একাউন্ট খোলা খুবই সহজ। এজন্য প্রয়োজন শুধু গ্রাহকের এবং নমিনির কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য। দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে।

সেটা যদি হয় ইসলামিক ব্যাংক একাউন্ট তাহলেতো আর কথাই নেই। অল্প অল্প করে সঞ্চয় করতে পারেন নিজস্ব একাউন্টে। যা দেশের সর্বোপরি নিজের অর্থনৈতিক অবস্থাকে ধীরে ধীরে উন্নতি করতে সাহায্য করবে।

তাছাড়া একজন মুসলিম হিসাবে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানা প্রয়োজনীয় বলে মনে করছি। সুদ মুক্ত ব্যবসায়িক পলিসিতে টাকা জমা রাখতে আমাদের সর্বপ্রথম একটা ইসলামি ব্যাংকে (islami bank) একাউন্ট প্রয়োজন। তাহলে আর দেরি কেন? চলুন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নেই।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার? 

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানার আগে চলুনে জেনে নেই ইসলামি ব্যাংক একাউন্ট কত প্রকার।ইসলামী ব্যাংক একাউন্ট (islami bank) তিন ধরনের। আপনি চাইলে এই তিন ধরনের অ্যাকাউন্ট যেকোনো ধরনের একাউন্ট খুলতে পারেন। যেমন :

  • সেভিংস অ্যাকাউন্ট 
  • স্টুডেন্ট একাউন্ট 
  • কারেন্ট একাউন্ট 

আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ইসলামী  ব্যাংক সেভিংস একাউন্ট মুনাফা বছরে দুইবার দিয়ে থাকে। আর তা ছয় মাস অন্তর অন্তর দেন। যার মুনাফার হার ৩. ৫%. যদিও পরিমাণ খুবই নগণ্য, তবে হালাল। আর আপনাকে দেওয়া এই মুনাফার উপর সরকারি প্রায় ১৫ – ১৬% ভ্যাট কার্যকর হয়। ইসলামিক ব্যাংক (islami bank) এসএমএস এর মাধ্যমে সেভিংস একাউন্টে আপনাকে যে সার্ভিস দিয়ে থাকে তার চার্জ আপনার জমাকৃত অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এবং সাথে ভ্যাট প্রযোজ্য। সেভিংস অ্যাকাউন্ট খোলার নিয়ম জেনে নেইঃ 

  • যিনি একাউন্ট খুলবেন তার আইডি কার্ডের ফটোকপি। 
  • গ্রাহকের সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন) 
  • অ্যাকাউন্ট হোল্ডারের ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন এর ফটোকপি। (এক্ষেত্রে অবশ্য জন্ম নিবন্ধনের ফটোকপি  না থাকলে  পাসপোর্ট এর ফটোকপি দিলেও সমস্যা হবে না) 
  • লাগবে নমনী ব্যক্তির এনআইডির ফটোকপি এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 
  • তাছাড়া যদি আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট। 
  • একাউন্ট খোলার সাথে সাথে ৫০০ টাকা জমা দিতে হবে।

কারেন্ট একাউন্ট খোলার নিয়ম 

কারেন্ট একাউন্টে যতবার ইচ্ছা ততবার টাকা জমা দেওয়া যায় এবং টাকা উঠানো যায়। ইসলামিক ব্যাংকের অধীনে কারেন্ট একাউন্ট খোলার নিয়ম জেনে নেই

  • সদ্য তোলা হয়েছে এমন দুই কপি পাসপোর্ট সাইজের ফটোকপি। 
  • আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি যা অবশ্যই অনলাইন থাকতে হবে। 
  • আপনার গ্যাস বিল কারেন্ট বিল প্রভৃতির ফটোকপি। 
  • নমনী ব্যক্তির ফটোকপি এক কপি। জাতীয় পরিচয় পত্রের   এক কপি ফটোকপি। 
  • আর লাগবে আপনার একজন ইন্ট্রোডিউসারের।যার অলরেডি ইসলামিক ব্যাংকে একাউন্ট আছে।
  • অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ডিপোজিট করতে হয় ১০০০ টাকার।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

খুব সহজে বাড়িতে বসে ইসলামি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়। যদি একজন ছাত্র বা ছাত্রী ইসলামিক ব্যাংকের (islami bank) অধীনে একাউন্ট খুলতে চায় তাহলে ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম জেনে নেই:-

  • স্টুডেন্ট অবস্থায় সাধারণত  এনআইডিকেট থাকে না সে ক্ষেত্রে এটার পরিবর্তে  জন্ম নিবন্ধন দিয়েন একাউন্ট খুলতে পারি ।
  • যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তার আইডি কার্ডের ছবি। 
  • আবেদনকারীর দুই কপি ফটোকপি (পাসপোর্ট সাইজ  )
  • নমনী ব্যক্তির ফটোকপি এবং পাসপোর্ট এক কপি করে। 
  • স্টুডেন্টরা সাধারণত টাকা জমা দিতে হয় ন। 

আরও পড়ুনঃ শেয়ার বাজার কি? শেয়ার বাজার কিভাবে কাজ করে

কারেন্ট সেভিংস এবং স্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে আপনি এইসব প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নিকটস্থ ইসলামী ব্যাংকে যাবেন তখন তারা আপনাকে সঠিক দিকনির্দেশনা দিবে কিভাবে কি কাজ করতে হবে কোন ফরম পূরণ করতে হবে। ফলে আপনি খুব কম সময়ে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

এখন  ব্যাংকিং সুবিধাটাও ঘরে বসেই চাই। সেই সুযোগ ইসলামি ব্যাংক  (islami bank) আপনাদের জন্য নিয়ে এসেছে। ঘরে বসে ইসলামিক ব্যাংক একাউন্ট খোলা যাবে মাত্র কয়েক মিনিটে। অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিচে দেওয়া হলো  :-

  • প্লে স্টোরে যেয়ে callFin অ্যাপসটি ইনস্টল করে নিয়ে রেজিস্টার করবেন। 
  • আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এবং অপারেটরটি ক্লিক করবেন
  • তারপর ছয় সংখ্যার একটি কোড নাম্বার দিবেন।
  • রেজিস্টারে গিয়ে এলাও তে ক্লিক করে দিবেন।
  •  তারপর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে।
  • উক্ত ভেরিফিকেশন কোডটি লিখে সাবমিট করে দিবেন। 
  • আপনি আপলোড এনআইডিতে ক্লিক করে আপনার এন আইডির একটি ফটোকপি  নিয়ে নিবেন। 
  • ভোটার আইডি কার্ডের ছবি তোলার ক্ষেত্রে কর্নার থেকে টেনে উপরে তুলতে হবে। তারপর একটা অপশন আসবে কনফার্ম আপলোড। 
  • সেখানে ক্লিক করলে একটি ফর্ম চলে আসবে আপনার সামনে। সে ফর্মটির  নিচের দিকে নামলে দেখা যাবে প্রফেশন নামে একটি অপশন।
  • এখানে ক্লিক করে সাবমিট করলেই  আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে।অর্থাৎ আপনাকে সেলফি তুলতে হবে।
  • শুধু আপনার চোখের পলকে সাহায্যে করতে হবে। চোখ তিনবার বন্ধ এবং খোলা, এমনটা করলে আপনার সেলফি তোলা হয়ে যাবে। 
  • সেলফিটি সাবমিট করার সাথে সাথে আপনার দেখতে পারবেন  cellfin  একাউন্ট হয়ে গেছে। 

Cellfin একাউন্টে লগিং করে 

আপনার একাউন্টটি খুলতে চাইলে আপনার যা যা লাগবে তা নিচে দেওয়া হলো:-

  •  আপনার ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি 
  • এবং আপনার যে নমনী হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার ফটোকপি।
  •   তারপর cellfin একাউন্টে যেয়ে ওপেন একাউন্টে ক্লিক করতে হবে। তখন আপনার কাছে cellfin অ্যাকাউন্ট কোডটি চাইবে। 
  • আপনার সেলফিনঅ্যাকাউন্ট পিনটি দিয়ে সাবমিট করলে. select branch নামের একটি অপশন আসবে।
  •  সুবিধা মত একটি ব্রাঞ্চ  সিলেক্ট করে সাবমিট করবেন। আপনার কাছে অনেকগুলি ইনফরমেশন জানতে চাইবে সে ফর্মটা পূরণ করবেন। 
  •  সবগুলো ইনফরমেশন সঠিক এবং গোছানো হতে হব।  তারপর কনফার্মে ক্লিক করবেন। আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করতে হবে। 
  • অন্যান্য ইনফরমেশনসহ নমনীর সকল  ইনফরমেশনগুলো এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ভালোভাবে চেক করে কনফার্ম অপশন টি চাপবেন। 
  • তারপর আপনি দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন সাকসেসফুল অপশনটি। এখানে আপনার ব্যাংক একাউন্ট নাম্বারটি দিয়ে দেয়া থাকবে।
  •  এখান থেকে আপনি ব্যাংক একাউন্টে কপি করে ওকেতে ক্লিক করবেন। ব্যাস আপনার অনলাইন ইসলামী ব্যাংক একাউন্ট খোলা হয়ে গেল। 

আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম  

খুব সহজেই এখন আল আরাফা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নেই। আপনি আল আরাফা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার নিকটস্থ কোন আল আরাফা ব্যাংকের শাখায় যাবেন সেখানে যে বলবেন যে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন সেভিংস অ্যাকাউন্ট তখন আপনি তাদেরকে বলবেন যে ফর্ম দেওয়ার জন্য তখন সেটা আপনি ফিলাপ করবেন।

যদি আপনি ব্যক্তিগত একাউন্ট খোলেন তাহলে আর যদি আপনি ব্যবসায়িকভাবে কোন প্রতিষ্ঠানের জন্য খুলতে চান একাউন্ট (islami bank account opening) তাহলে তাদের কাছে আগেই বলে নিবেন তারা সে অনুযায়ী ফর্মটা দিবে। এর জন্য  আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট গুলো হলো :-

  • আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি
  • আপনার আপনার এনআইডি কার্ড ফটোকপি
  • যিনি নমনীয় হবেন তার ফটোকপি অথবা আপনার অবর্তমানে যিনি কাজ চালাবেন তার ফটোকপি এবং এনআইডি ফটোকপি।
  • আর লাগবে আপনার সঠিক অ্যাড্রেস ।
  • আপনার কারেন্ট বিল গ্যাস বিল অথবা বাসা ভাড়া ইত্যাদি ফটোকপি লাগতে পারে।
  • একজন ইন্টিডিউসার  ব্যক্তি লাগবে যিনি আপনারা একাউন্ট খোলার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

যদিও আল আরাফাতে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কারেন্ট একাউন্টে ১০০০ টাকা দিলে কাজ হয়ে যাবে তারপর আপনি ৮থেকে ১০হাজার টাকা জমা দিলে ভালো হয় আপনার পরবর্তী ট্রানজেকশন সহজ হবে। 

আরও পড়ুনঃ সঞ্চয়পত্রের নতুন নিয়ম

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম  

মুহূর্তের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট (islami bank account opening) খুলতে পারবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক:

  • আপনার যা প্রয়োজন প্লে স্টোরে গিয়ে FSIBI Cloud app  ডাউনলোড করে নিবেন।
  • app  টির ফ্রিডম বাটনে ক্লিক করলে আপনার সামনে দুইটি অপশন আসবে। আপনি কারেন্ট একাউন্ট খুলতে চাইলে সে অপশনটিতে ক্লিক করবেন।  কিছু নির্দেশনা সহ এই অ্যাকাউন্ট মাধ্যমে কি কি সুবিধা পাবেন লেখা দেখা যাবে । ওপেনিং ব্যালেন্সে কত টাকা থাকতে হবে সেটাও বলে দিবে।
  • প্রোসিড অপশনে গিয়ে আপনার নিকটস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা সিলেক্ট করুন। ট্রানজেকশন লিমিট কত নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে সাবমিট করে দিন।
  • মোবাইল নাম্বার দেওয়ার পর এন আইডি সাবমিট করুন । অবশ্যই এনআইডির উভয় পার্ট এর ফটো সাবমিট করতে হবে।
  • কন ফার্মে ক্লিক করার পর আপনার সামনে টেক ফটো অপশনটি আসবে। ছবি তোলা হয়ে গেলে এডিশনাল ইনফু ইনফোতে তথ্য দিয়ে সাবমিট করুন।
  • যিনি আপনার নমনি হবেন তার বিস্তারিত সব তথ্য দিতে হবে। অর্থাৎ তার জন্ম নিবন্ধন  তার এনআইডি কার্ড তার ফটোকপি সবকিছু দিয়ে সাবমিট করতে হবে। তখন আপনার একাউন্ট খোলা টি সাকসেস দেখাবে।
  • সিগনেচার অপশনে গিয়ে আপনার আঙ্গুলের সাহায্যে সিগনেচার সাবমিট করবেন। আপনার সকল তথ্য এখানে আবার রিভিউ হবে। আপনি সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তা দেখতে পারবেন।

শেষ কথা  

ইসলামিক ব্যাংক (islami bank) অর্থাৎ এখানে ইসলামী শরিয়া মোতাবেক দ্বারা ব্যাংক পরিচালনা করতে পরিকল্পবদ্ধ। তাদের স্লোগান আজ সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা করা। আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য সুদ হারাম। তাই আমরা চাই আমাদের জমানো টাকাগুলো একটু নিরাপদ জায়গায় থাকুক হালাল থাকুক আমরা দিনশেষে হালাল খাই প্রভৃতি। সেই সুযোগ ইসলামিক ব্যাংক আংশিক হলেও আমাদের জন্য করে দিচ্ছে সহজেই। আমরা কারেন্ট সেভিংস কিংবা স্টুডেন্ট একাউন্ট খুলে ইসলামিক ব্যাংকে (islami bank) সেবা নিতে পারি। এমনকি ঘরে বসেই মোবাইলের সাহায্যে মুহূর্তের মধ্যে একাউন্ট খুলতে পারি। আশা করছি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারলেন।  

ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর / FAQ’s 

প্রশ্ন-১: ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে? 

উওর: সেভিংস একাউন্টে সর্বনিম্ন ৫০০ থেকে শুরু হয়। 

প্রশ্ন -২: ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে? 

উওর: আপনি একজন গ্রাহক হিসেবে যদি ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট করতে চান তাহলে আপনার এবং আপনার নমিনির ২ কপি করে সর্বমোট ৪ কপি রঙিন ছবি লাগবে। এই ছবিগুলো অবশ্যই সদ্য তোলা হতে হবে।

প্রশ্ন -৩: ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা কি? 

উত্তরঃ এটিএম বুথের চার্জ দেয়া লাগে না, সর্বনিম্ন ৫০০ টাকা জমা করা যায়।  

প্রশ্ন -৪ঃ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম কি? 

উওর: আপনি আপনার মোবাইল দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন।  

আরও পড়ুন- 

ডাটা এন্ট্রি কি ? ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়

ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৩

Leave a Comment