আইপি এড্রেস কি IP Address কিভাবে কাজ করে

আইপি এড্রেস কি

আইপি অ্যাড্রেস (IP Address) এর পূর্ণরূপ হল ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস (Internet Protocol Address)। কম্পিউটার, ট্যাব, মোবাইল, প্রিন্টার ও রাউটার ইত্যাদির সঠিক অবস্থান সনাক্ত করার জন্য এক ধরনের ইউনিক নাম্বার ব্যবহার করা হয়।

এজন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে, আইপি এড্রেস কি, IP Address কিভাবে কাজ করে, আইপি প্রকারভেদ কি কি? আর এই ইউনিক নাম্বার গুলোকেই বলা হয় আইপি অ্যাড্রেস।  মূলত একটি নির্দিষ্ট আইডেন্টিটি অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলে। একটি ডিভাইসের একটি মাত্র আইপি অ্যাড্রেস হয়ে থাকে। 

বিশ্বের প্রতিটি মানুষকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য যেমন  প্রত্যেক এর একটা নির্দিষ্ট নাম থাকে, তেমনি ইন্টারনেটে প্রত্যেকটি কম্পিউটারকে আলাদাভাবে সনাক্ত করার জন্য আইপি এড্রেস ব্যবহৃত হয়। যেমনঃ-  507.453.11.613 ; এটি একটি IP Address এর উদাহরণ।

আইপি অ্যাড্রেস কী

মনে করুন, আপনার এক দূর দেশে থাকা বন্ধুর সাথে আপনি বহুদিন পর ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন। সেজন্য প্রথমেই আপনার বন্ধুর মোবাইল নাম্বার টি আপনার লাগবে। যা অবশ্যই একটি ইউনিক নাম্বার হতে হবে। আর এই নাম্বার এ কল দিলে শুধু মাত্র আপনার বন্ধুর কাছেই কল যাবে এবং আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে পারবেন। একটি নির্দিষ্ট ইউনিক মোবাইল নাম্বার এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবেন।

ঠিক তেমনিভাবে আলাদা আলাদা কম্পিউটা্র এর মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য একটি ইউনিক নাম্বার এর প্রয়োজন হয়, এটাকেই আমরা বলে থাকি আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রটোকল। এই IP Address এর মাধ্যমে খুব সহজেই একটি কম্পিউটার এর সাথে আরেকটি কম্পিউটার এর সংযোগ বা যোগাযোগ স্থাপন করা যায়।

আইপি অ্যাড্রেসের আবার ২ টি অংশ রয়েছে। একটি নেটওয়ার্ক অংশ, অপরটি হোস্ট অংশ। আর এই প্রতিটি হোস্টকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। প্রতিটি হোস্টের আবার একটি করে ফিজিক্যাল এড্রেস থাকে যাকে ম্যাক এড্রেস বলে। আর এই ম্যাক এড্রেস ডিভাইস তৈরি কারক কোম্পানি আগে থেকেই ঠিক করে দেয়। এছাড়াও প্রতিটি হোস্টের আবার একটি করে লজিক্যাল অ্যাড্রেস এর প্রয়োজন হয়। আর এই লজিক্যাল অ্যাড্রেস কেই বলা হয় ইন্টারনেট প্রটোকল আইপি অ্যাড্রেস।

আইপি অ্যাড্রেস ছাড়া কোন কম্পিউটার বা হোস্ট ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে না। অর্থাৎ নেটওয়ার্কের আওতাভুক্ত প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে সংযোগ স্থাপন এর জন্য অবশ্যই আইপি অ্যাড্রেসের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ ২০২৩ সালের সেরা ১০টি স্মার্টফোন এর তালিকা

আইপি প্রকারভেদ কি কি?

আইপি অ্যাড্রেস মূলত চার প্রকারের যথাঃ

  • প্রাইভেট আইপি অ্যাড্রেস
  • পাবলিক আইপি অ্যাড্রেস
  • স্ট্যাটিক আইপি অ্যাড্রেস
  • ডায়নামিক আইপি অ্যাড্রেস

নিচে আইপি অ্যাড্রেসের ব্যাখা দেওয়া হল।

আইপি অ্যাড্রেস কি IP Address কিভাবে কাজ করে Ip address ki IP Address kivabe kaj kore

প্রাইভেট আইপি অ্যাড্রেস/Private IP Address 

একটি ব্যক্তিগত IP Address হল আপনার ডিভাইসের ঠিকানা যা আপনি আপনার বাড়ি বা ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকেন। মোটকথা আপনার ব্যক্তিগত কাজে যেই IP Address ব্যবহার করে থাকেন। আপনার যদি একটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP) এর সাথে সংযুক্ত কয়েকটি আলাদা ডিভাইস থাকে তাহলে আপনার সমস্ত ডিভাইসের একটি ব্যক্তিগত আইপি অ্যাড্রেস থাকবে।

আর এই আইপি অ্যাড্রেস আপনার বাড়ি বা ব্যবসায়িক নেটওয়ার্কের বাহিরের কোন ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে না। যেমনঃ 192.168.1.1 এটি একটি ব্যক্তিগত IP Address এর উদাহরণ। ব্যক্তিগত আইপি অ্যাড্রেস গুলি খুব বেশি অনন্য নয়। কারণ আপনার নেটওয়ার্কে সীমিত সংখ্যক ডিভাইস এই সংযুক্ত থাকে৷ আপনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করেই আপনার ডিভাইসের এই ব্যক্তিগত আইপি অ্যাড্রেস খুঁজে পেতে পারেন।

পাবলিক আইপি অ্যাড্রেস/Public IP Address

আপনার পাবলিক আইপি অ্যাড্রেস হল প্রধান আইপি অ্যাড্রেস যার সাথে আপনার বাড়ি বা ব্যবসায়িক নেটওয়ার্ক সংযুক্ত। এই আইপি অ্যাড্রেস টি আপনাকে খুব সহজেই বিশ্বের সাথে সংযুক্ত করতে সাহায্য করে এবং এটি সমস্ত ব্যবহারকারীর জন্যই অনন্য। 

স্ট্যাটিক আইপি অ্যাড্রেস/Static IP Address

সমস্ত প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেস গুলি Static/স্থির এবং Dynamic/গতিশীল হতে পারে। আপনার ডিভাইসের নেটওয়ার্কে আপনি ম্যানুয়ালি যে আইপি অ্যাড্রেস গুলি কনফিগার করেন এবং সেট করেন সেগুলিকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বলে। আর এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায় না।

ডায়নামিক আইপি অ্যাড্রেস/Dynamic IP Address

আপনি যখন আপনার ইন্টারনেট সিস্টেম এর সাথে রাউটার সেট আপ করেন তখন ডায়নামিক আইপি অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে কনফিগার হয়। তখন আপনার নেটওয়ার্কের জন্য একটি আইপি অ্যাড্রেস বরাদ্দ করা হয়। আর আইপি অ্যাড্রেস গুলির এই বিতরণ সিস্টেম, ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল (DHCP) দ্বারা পরিচালিত হয়। DHCP মূলত আপনার ইন্টারনেট রাউটার হতে পারে যা আপনার বাড়ি বা ব্যবসায়িক পরিবেশে আপনার নেটওয়ার্কে একটি আইপি অ্যাড্রেস বরাদ্দ করে থাকে।

আরও পড়ুনঃ কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবো

ভার্শন অনুযায়ী আইপি এড্রেস

এছাড়াও ভার্শন অনুযায়ী আইপি এড্রেসকে ২ ভাগে ভাগ করা যায়। 

  • IPv4/আইপি ভার্শন 4
  • IPv6/আইপি ভার্সন 6

IPv4/আইপি ভার্শন 4

ইন্টারনেট প্রটোকল এর প্রথম ভার্সন হল IPv4. যা ১৯৮৩ সালে প্রথম তৈরি হয়। এই IPv4 অ্যাড্রেসে ৪ টি অংশ থাকে। প্রতিটি অংশকে পৃথক করার জন্য ডট (.) ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ- 192.168.1.34 এটি একটি IPv4/আইপি ভার্শন 4 এর উদাহরণ। আর প্রতিটি অংশ ৮ বিটের হয়ে থাকে অর্থাৎ ৪ টি অংশে ৩২ বিটের আইপি অ্যাড্রেস হয়ে থাকে। তাই আইপি ভার্শন 4/IPv4 এর বিট সংখ্যা হল 32.

কিন্তু বর্তমানে কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদির ব্যবহার দিন দিন বেড়ে যাওয়ার কারণে IPv4 আর বেশি দিন থাকবে না। কারণ এর ধারণক্ষমতা কিন্তু খুব বেশি না। মানুষের কাজের চাহিদা এবং প্রয়োজন অনুসারে IPv4 এর  ধারণক্ষমতা খুব কম। আর এই কথা মাথায় রেখেই  কিন্তু IPv6 তৈরি করা হয়েছে। 

IPv6/আইপি ভার্সন 6

ইন্টারনেট প্রটোকল এর শেষ ভার্সন হলো IPv6. ১৯৯৯ সালে আইপি ভার্সন 6 তৈরি করা হয়। এর ধারণক্ষমতা কিন্তু অনেক বেশি। আর এই IPv6 অ্যাড্রেস এর বিট সংখ্যা হল 128

IP Address/আইপি অ্যাড্রেস বের করার নিয়ম

আইপি অ্যাড্রেস বের করার জন্য প্রথমেই আপনার ডিভাইসের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে “What is my IP Address” লিখে। তারপর, আপনারা প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা খুব সহজেই আপনার ডিভাইসের IP address দেখতে পারবেন। এছাড়াও সার্চ দেওয়ার পর কিছু কিছু ওয়েবসাইট এ ক্লিক করার আগেই আপনাকে অটো আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস শো করে থাকে। এভাবেও আপনি আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস চেক করতে পারবেন।

পরিশেষে বলতে পারি, আজকে আমরা আইপি এড্রেস কি, IP Address কিভাবে কাজ করে আইপি অ্যাড্রেস এর প্রকারভেদ কি কি? এইসব বিষয় নিয়ে সহজ ও সাবলীল ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করলাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি, আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা আইপি এড্রেস সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। 

আরও পড়ুন-

রাউটার কি? রাউটার কিভাবে কাজ করে

অপটিক্যাল ফাইবার কাকে বলে

Leave a Comment