হারানো সিম বন্ধ করার উপায়

হারানো সিম বন্ধ করার উপায়

হারানো সিম বন্ধ করার উপায় যদি না জানেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। অনেক সময় সিম হারিয়ে যায়। সেই সময় আমরা বুঝে উঠতে পারিনা কি করব। সিম হারিয়ে যাওয়ার সাথে সাথে সিম কোম্পানির কাস্টমার কেয়ারের যোগাযোগ করতে হবে।

কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জানাতে হবে সিম হারিয়ে গেছে সিমটি বন্ধ করতে চাই। এই অভিযোগ জানালে তারা আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাইবে। সিম যদি হারিয়ে যায় তাহলে শেষ সিম অবশ্যই বন্ধ করতে হবে। কারণ,  আপনার সিম দিয়ে আপনার বিভিন্ন একাউন্ট খোলা থাকতে পারে।

যেমন ব্যাংক একাউন্ট, ফেসবুক একাউন্ট,  জিমেইল অ্যাকাউন্ট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্ট খোলা থাকতে পারে। যদি কেউ আপনার সিম পেয়ে থাকে তাহলে  এই একাউন্ট গুলো ব্যবহার করতে পারবে।

সিম হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সিম  অস্থায়ী বা স্থায়ীভাবে  বন্ধ করতে হবে। সিম বন্ধ থাকলে আপনার কোন অ্যাকাউন্ট কেউ চালাতে পারবে না। ইচ্ছা করলে পরবর্তীতে আপনার আইডি কার্ড দিয়ে নতুনভাবে সিম উঠাতে পারবেন। অনেকে কুড়িয়ে পাওয়া সিম দিয়ে অনেক ধরনের সন্ত্রাসীমূলক কাজ করে থাকে।

যদি আপনার সিম কার্ড দিয়ে কোন অপরাধ করে থাকে তাহলে পুলিশ আপনাকে অপরাধী মনে করবে। সেই সময় সিম হারিয়ে গেছে কোন প্রমাণ না থাকে আপনাকে দোষী বলে ধরা হবে। সিম হারিয়ে গেলে যদি সিম বন্ধ না করে তাহলে অবশ্যই থানায় জিডি করতে হবে।

থানায় জিডি করা থাকলে আপনারা সিম দিয়ে কেউ কোন অপরাধ করলে আপনার কোন সমস্যা হবে না। কারন আপনার কাছে সিম হারানোর ডকুমেন্টস রয়েছে। সিম হারিয়ে গেলে সিম তোলা যায়। আপনি যদি মনে করেন পশ্চিমের কোন প্রয়োজন নেই তাহলে সিম বন্ধ করাই ভালো।

আরও পরুনঃ ২০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

হারানো সিম কেন বন্ধ করবেন

বর্তমান সময়ে সিম সাথে সাথে বন্ধ করে দিতে হবে। বর্তমান সময়ে সিম দিয়ে বিভিন্ন ধরনের পার্সোনাল একাউন্ট খোলা থাকে। কেউ যদি সিম পায় তাহলে সব একাউন্ট ওই ব্যক্তি চালাতে পারবে। তাহলে আপনি বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে পড়বেন। কারণ, যে ব্যক্তি আপনার সিম পেয়েছে আপনার নাম একাউন্ট খুলে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িয়ে পড়তে পারে।

যদি কোন খারাপ কাজ করে তাহলে পুলি সাধারণত সিমের মালিক কে খুঁজে। যে সিম দিয়ে অপরাধ গুলো করা হয় অপরাধী কে ধরার জন্য সিমের মালিক কে ধরে। পুলিশ যদি সিমের মালিক খোঁজে তাহলে আপনাকেই  অপরাধী মনে করবে। কারণ আপনার আইডি কার্ড দিয়ে সিম নিবন্ধন করা হয়েছে। যার ফলে সিমের মালিক আপনি নিজে। অপরাধীকে খোঁজার আগে আপনার সাথে থাকবে। আপনি যদি যথেষ্ট প্রমাণ দিতে না পারেন তাহলে আপনি অপরাধী হয়ে থাকবেন।

এসব কারণে সিম হারিয়ে গেলে সাথে সাথে সিম কোম্পানিতে ফোন দিতে হবে।  সকল সিম কোম্পানির  নাম্বার ১২১। এই নম্বরে ফোন দিয়ে সিম বন্ধ করার কমপ্লেন দিতে হবে। তাহলে আর আপনার সিম কেউ হারাতে পারবে না।

হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায়

হারিয়ে যাওয়া সিম বন্ধ করার কিছু উপায় রয়েছে। নিম্নে আলোচনা করা হল।

  1.  যে কোম্পানির সিম হারিয়ে গেছে তার কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে।
  2.  ফোন দিবার পর তাদেরকে জানাতে হবে সিম হারিয়ে গিয়েছে।
  3.  তারা আপনার কাছে আইডি কার্ড এর নাম্বার জানতে চাইবে যে যার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে।
  4.   তাদের কাছে আইডি কার্ডের নম্বর পাঠাতে হবে এবং তারা কিছু প্রশ্ন করতে পারে।
  5.   তারা কিছু প্রশ্ন করবে, সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম, তার বয়স এবং থানা জিজ্ঞেস করবে। আপনাকে সঠিক উত্তর দিতে হবে।
  6.  তারা যদি বুঝতে পারে সিমটি আপনার তাহলে বন্ধ করে দিবে।
  7.  কিছু কিছু সময় সিম বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে যেতে হয়।
  8.  কাস্টমার কেয়ারে যাবার সময় অবশ্যই যার নামে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তাকে যেতে হবে এবং সাথে আইডি কার্ড থাকতে হবে।
  9.  সিম বন্ধ করার আগে আপনাদের জিজ্ঞেস করতে পারে কেন সিম বন্ধ করবেন কেন। যথেষ্ট কারণ দেখাতে পারলেই সিম বন্ধ করবে।

উপরে যে সব তথ্য দেয়া হয়েছে এগুলো ফলো করলে আপনি হারিয়ে যাওয়া সিম বন্ধ করতে পারবেন। ইচ্ছা করলে কিছুদিনের জন্য সিম বন্ধ করা যায়। আপনার আইডি কার্ডের নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নতুন করে সিম উঠাতে পারবেন।

আরও পড়ুনঃ অফিসিয়াল ফোন চেনার উপায়

সাময়িকভাবে সিম বন্ধ করার উপায়

সিম হারিয়ে গেলে সাধারণত সিম বন্ধ করে  দিয়ে থাকি। কিন্তু কিছু সিম রয়েছে যাতে ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ, ডাচ বাংলা, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকে। এ কারণে  সিমটি আপনার উঠাতে হবে। যদি আপনি কোন কাজে ব্যস্ত থাকেন তাহলে ফোন দিয়ে কিছুদিনের জন্য সিম বন্ধ করতে পারবেন। আপনার ইচ্ছামত সিম পরবর্তীতে পারবেন।

সাময়িকভাবে সিম বন্ধ না করলে অনেক ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারেন। বর্তমান সময়ে হারিয়ে যাওয়া সিম দিয়ে অনেকে অপরাধমূলক কাজ করে থাকে। আপনার সিম দিয়ে যদি কেহ অপরাধ করে অপরাধী আপনি ভাবেন। কারণ সিম আপনার নামে রেজিস্ট্রেশন রয়েছে। এ কারণে সিম হারানোর সাথে সাথে সাময়িকভাবে বন্ধ করতে হবে। তাহলে আর  আপনার সিম কেউ ব্যবহার করতে পারবে না। আপনার সুবিধা মত সিম উঠাতে পারবে।

শেষ কথা

অনেক সময় সিম হারিয়ে যায়। কিন্তু আমরা সিম বন্ধ করি না। কিন্তু সিম বন্ধ না করলে আমরা বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে ধরতে পারি। অপরাধ থেকে বাঁচার জন্য অবশ্যই হারানো সিম বন্ধ করার উপায় বন্ধ করতে হবে।

উপরে হারিয়ে যাওয়া সিম বন্ধ করার উপায় আলোচনা করা হয়েছে। আশা করি কন্টেন পুরোপুরি পড়ে সবকিছু বুঝতে পেরেছেন। কন্টেন পড়ে যদি উপকৃত হয়ে থাকেন লাইক দিয়ে সাথে থাকবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। তাই হারানো সিম বন্ধ করার উপায় সম্পর্কে জানতে সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।  আপনার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

আরও পড়ুন-

শেয়ার বাজার কি? বিনিয়োগের নিয়ম

গ্রাফিক্স ডিজাইন কি

Leave a Comment