গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব ও প্রয়োজনীয় দক্ষতা

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব

গ্রাফিক্স ডিজাইন হলো অনলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। প্রতিনিয়ত পুরো পৃথিবীব্যাপী মানুষ এর প্রয়োজন বুঝতে পেরেছে। দিনে দিনে তুমুল হারে বেড়েই চলেছে এর চাহিদা।

তাই সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনিও যুক্ত হতে পারেন সম্ভাবনাময় পৃথিবীর সাথে। এটি হলো এমন একটি সেক্টর যেখানে আপনার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তাই অনেকের মনে প্রশ্ন জাগে গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব আর কিভাবে কাজ করব? আপনি চাইলেই নিজেকে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন।

তবে এর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। তাহলেই আপনি নিজেকে এই সেক্টরের সাথে এগিয়ে নিতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব, কিভাবে কাজ করব ও ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেমন সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব।

আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় ও নিয়মনীতি

গ্রাফিক্স ডিজাইন কি

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব এটা জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে গ্রাফিক্স ডিজাইন কি?তবে চলুন জেনে নেওয়া যাক গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হলো কোনো একটি তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন আকৃতির মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য গুলো হয় মার্কেটিং এর সাথে সম্পর্কযুক্ত। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর আছে গ্রাফিক্স ডিজাইনের আওতাভুক্ত।

গার্মেন্টস কোম্পানি তার মধ্যে  অন্যতম। গার্মেন্টস শিল্পের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই এিই সেক্টরে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে।

আপনি অনেক বড় বড় কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন যদি দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক টাকা উপার্জন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য  বিভিন্ন কাজে এই দক্ষতার প্রয়োজন হয়।  

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব – দরকারি তথ্য

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব এর উত্তর হলো, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনি যা যা করতে পারেন সেগুলো হচ্ছে ইংরেজী যে কোন ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল দেখবেন। এর মাধ্যমে  আপনি অনেক কিছু খুঁটিনাটি বিষয় জানতে পারবেন।

এমনই দুইটি জনপ্রিয় ওয়েবসাইট হলো – lynda.com এবং tutsplus.com, গুগলে graphics design tutorial লিখে সার্চ করলেই অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো এই সকল সাইটের টিউটোরিয়াল গুলো ফ্রী নয়, এই জন্য আপনি চাইলে টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনে নিতে পারেন।

তবে আমি বলব- যারা টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন তারা টরেন্ট এ একটু খুঁজে দেখবেন, ভাল করে খুঁজলে অবশ্যই ভিডিও গুলো ফ্রীতে পেয়ে যাবেন। টরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনারা বিভিন্ন বাংলা ব্লগ অথবা ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন।

যদি ইংরেজী টিউটোরিয়াল গুলো সংগ্রহ করতে না পারেন তাহলেেইন্টারনেটে অনেক সাইট রয়েছে যেগুলো আপনাকে অনেক লিখিত টিউটোরিয়াল পেতে সহযোগিতা  করবে।আপনি চাইলেই ওগুলো দেখে শিখতে পারেন। তবে এখন বাংলা ভাষায় অনেকেই অনেক টিউটোরিয়াল তৈরি করেছেন যেগুলো দেখে আপনি শিখতে পারেন।

তবে বাংলা টিউটোরিয়াল গুলো দেখে প্র্যাক্টিস করলে আপনি অনেকটাই উপকৃত হবেন। যারা ইংরেজি ভাল জানেন তারা অবশ্যই ইংরেজি টিউটোরিয়াল গুলোই দেখার চেষ্টা করবেন, কারন ইংরেজি টিউটোরিয়াল গুলোতে একদম ভেতর থেকে আলোচনা করা হয়।

যা অন্য কোনো ভিডিওতে এত বিস্তারিত করে আলোচনা করা হয় না।এসব ভিডিও দেখলে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব এই কথাটি বলার প্রয়োজন হবেনা বলে ধারণা করা যায়।

ফটোশপের অনেক টিউটোরিয়াল পাবেন নিচের এই সাইটগুলোতে-

https://www.digitalartsonline.co.uk/features/illustration/50-best-photoshop-tutorials/

https://www.photoshoptutorials.ws/

https://www.photoshopessentials.com/

https://www.youtube.com/user/pstutorialsws

ক্যারিয়ার হিসেবে কেমন

বর্তমানে ক্যারিয়ার হিসেবে বেশিরভাগ মানুষ গ্রাফিক্স ডিজাইনকেই বেঁছে নিচ্ছেন। এর পেছনে বিশেষ কিছু কারণ বিদ্যামান রয়েছে।যেকোনো মানুষই চাই এমন একটি পেশা যার ভবিষ্যৎ উজ্জ্বল।তাহলে জেনে নেওয়া যাক গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার হিসেবে কেন এত জনপ্রিয়;

সৃজনশীল পেশা

গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণরুপে একটি সৃজনশীল পেশা। এই পেশায় আপনার সৃজনশীলতাই আপনার মূল হাতিয়ার,সার্টিফিকেটগত উচ্চশিক্ষা এখানে তেমন কোনো কাজে আসবে না। আপনি যদি সৃজনশীল না হন, তাহলে আপনি এই সেক্টরে উন্নতি করতে পারবেন না।

গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার সম্পূর্ণরুপে না জানলে আপনি আপনার ক্রিয়েটিভিটি সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। আপনাকে অনেক চর্চা এবং ধৈর্য্যের সাথে বিভিন্ন প্রজেক্ট করতে হবে নিজের কাজের দক্ষতা বাড়িয়ে নেয়ার জন্য।

আপনি  অনেক ডিজাইনই অনলাইনে পেয়ে যাবেন,তবে আপনি যদি নিজেকে সেই ফ্রি ডিজাইনগুলোর মধ্যেই আটকে রেখে দেন, তবে আপনার জন্যে এই পেশা না। আপনাকে নিজেকে শেখার প্রতি আগ্রহী হতে হবে।

উচ্চতর চাহিদা

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে বর্তমানে গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য হয়ে উঠেছে।গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা ক্রমেই বেড়ে চলেছে, কারণ এই সেক্টরে পেশাগত মানুষ হাতে গোনা।

যদি আপনি নিজেকে এই কাজে পারদর্শী করে তুলতে পারেন তাহলে বিশ্বের অসংখ্য বড় বড় কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যেখানে আপনার বেতনের পরিমাণ অনেক বেশি।

বাসায় বসে আয়ের সুযোগ

গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যেকোন জায়গায় বসে এই কাজ করতে পারেন। আপনাকে কোনো নির্দিষ্ট অফিসে বসে কাজ করতে হবে না। আপনি চাইলে ঘরে বসে কাজ করতে পারেন।

শুধু মাত্র একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করেই আপনি কাজ শুরু করতে পারবেন যেকোন জায়াগায় বসে। এই পেশাটা সবটাই আপনার কাজের পারদর্শিতার উপর নির্ভর করবে।তাই শিক্ষাগত যোগ্যতা খুব বেশি জরুরী নয়। আপনি যদি পারদর্শী হন, তবেই আপনি এই সেক্টরে সফলতার সাথে কাজ করতে পারবেন।

কাজের স্বাধীনতা

গ্রাফিক্স ডিজাইনাররা সাধারণত স্বাধীনচেতা হয়ে থাকেন।। তারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজেও এই সেক্টরে কাজ করতে পারবেন। আপনি নিজের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন বায়ারের সাথে যোগাযোগ করে নিজেই কাজ করতে পারবেন।

 অনলাইনে আপনি অনেক প্লাটফর্ম পাবেন যেখানে নিজের একাউন্ট খুলে নিয়ে নিজের কাজগুলো দিয়ে রাখতে পারেন। আপনার কাজ দেখে যদি কারো ভাল লাগে তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রোজেক্টে কাজ করার জন্য।

পরিশেষে

আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জানিয়েছি গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব এবং গ্রাফিক্স ডিজাইন কি এ সম্পর্কে। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। সময় এখনই  নিজেকে কাজে নিয়োজিত করার।

যেকোনো একটি পদ্ধতিতে নিজেকে দক্ষ করে নিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখুন এবং বিভিন্ন জব সাইটে একাউন্ট খুলে  কাজ শুরু করুন। আর কোনো বিষয়ে যদি জানতে চান,তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

আজকের আর্টিকেলটি  আপনাদের ভালো লেগে থাকলে আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ

১) গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যত কি?

উত্তর: যখন কোন কম্পিউটার দ্বারা কোন নকশা ডিজাইন করা হয় তখন তাকে বলে কম্পিউটার গ্রাফিক্স । কম্পিউটার গ্রাফিক্স এমনি একটি প্রক্রিয়া যার দ্বারা কোন সিস্টেম প্রোগ্রামিং ছাড়াই কোন ব্যক্তি দৃশ্যমান টুল ব্যবহারের মাধ্যমে একটি নকশাকে উন্নত করতে পারে ।

২) গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা ইনকাম করা যায়?

উত্তর: দক্ষতা অনুযায়ী একজন গ্রাফিক্স ডিজাইনার এর স্যালারি 40 হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে যারা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করে থাকেন তারা প্রতি মাসে $৫০০ ডলার থেকে শুরু অবশ্যই সম্ভব। এর জন্য আপনাকে প্রচুর সৃজনশীলতার সাথে ধর্য্য ধরে পরিশ্রম করতে হবে।

৩) গ্রাফিক্স ডিজাইন কি কাজ করে?

উত্তর: গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম।

আরও পড়ুন-

গ্রাফিক্স ডিজাইন কি

সফটওয়্যার কি ও সফটওয়্যারের প্রকারভেদ

Leave a Comment