বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি ও খাওয়ার নিয়ম

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি

বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে যেমন শ্বাসকষ্ট ঠান্ডা লাগা বা কাশির জন্য টোফেন সিরাপ খাওয়ানো হয়। টোফেন সিরাপ খাওয়ানোর ফলে বাচ্চাদের এই সকল সমস্যাগুলো ভালো হয়। একটি বাচ্চা নানা কারনপ অসুস্থ হয়ে পড়তে পারে এবং তার অসুস্থ হওয়ার লক্ষণগুলো বড়দের বুঝে নিতে।

সেই অনুযায়ী ঔষধ দিতে হবে। বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জেনে যদি মনে হয় বাচ্চাকে এই সিরাপ খাওয়ালে আরোগ্য লাভ করবে তাহলেই কেবল এই ঔষধ খাওনোর ব্যাবস্থা করতে হবে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

বাচ্চাদের ঠান্ডা লাগা সমস্যার জন্য টোফেন সিরাপটি খুবই কার্যকর। যখন আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে বা শ্বাসকষ্ট হচ্ছে তখন যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী টোফেন সিরাপ আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে তাড়াতাড়ি সুস্থ। তবে প্রতিটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।

সেজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি ওষুধ খাওয়ান তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আপনার বাচ্চার সমস্যা দেখা দিতে পারে। এটি  প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হয় এবং যেকোনো স্থানীয় ওষুধের দোকান বা ফার্মাসিতে কেনা যায়। আজকের আর্টিকেলে বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি, খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

আরও পড়ুনঃ- বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম ও খাওয়ার নিয়ম

টোফেন সিরাপ এর কাজ

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা সম্পর্কে ভালো করে জানা প্রতি মা বাবার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে।টোফেন সিরাপের এক্সপেক্টোরেন্ট সক্রিয় উপাদান  গুয়াইফেনেসিন।

শ্বাসনালীতে শ্লেষা থেকে সহজে কাশি হতে পারে এবং ফুসফুস প্রদাহ হতে পারে  সেক্ষেত্রে টোফেন সিরাপ ব্যবহার করা যেতে পারে। বাচ্চারা যদি বুকে কনজেশনে ভুগে তবে এটি উপসর্গগুলি কমাতে সাহায্য করতে পারে।

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি – কেন গুরুত্বপূর্ণ

টোফেন সিরাপ হল একটি বিশেষ ধরনের মেডিসিন যা সাধারনত বাচ্চাদের জন্য প্রস্তাবিত হয়। এটি বচ্চাদের স্বাস্থ্যকে উন্নয়ন করতে সাহায্য করে । টোফেন সিরাপ শিশুদের ব্যথা ও স্নায়ু ব্যথা সম্পর্কিত সমস্যা সমাধান করতে সাহায্য করে।

এছাড়াও এটি বাচ্চাদের শিশুক্ষমতা উন্নয়ন করে এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতিতে করতে সাহায্য করে। সর্দি, জ্বর এবং অন্যান্য উপসর্গের কারণে শিশুরা অসুস্থ হলে টোফেন সিরাপ ব্যবহার করা হয়।মূলত বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জানলেই এর গুরুত্ব উপলব্ধি করা যায়।

বাচ্চাদের সিরাপ খাওয়ার নিয়ম

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জেনে নিয়ম মেনে ঔষধ খাওয়াতে হবে। নিচে বাচ্চাদের টোফেন সিরাপ খাওয়ার নিয়ম বয়স অনুযায়ী দেওয়া হলো।

  • বয়স ০-১ বছর হলে হাফ চামচ করে দিনে দুইবার (সকাল ও রাতে)
  • বয়স ১-৩ বছর হলে ১ চামচ করে দিনে দুইবার (সকাল ও রাতে)
  • বয়সঃ ৩-৬ বছর হলে দেড় চামচ করে দিনে দুইবার (সকাল ও রাতে)
  • বয়সঃ ৬-১২ বছর হলে ২ চামচ করে দিনে দুইবার (সকাল ও রাতে)

যেসব ক্ষেত্রে সেবন যোগ্য নয়

সাধারনত টোফেন সিরাপ ধূমপান, হাঁপানি বা এম্ফিসেমার মতো স্থায়ী বা দীর্ঘস্থায়ী কাশির জন্য ব্যবহার করা উচিত নয়।আবার যদি কাশির সাথে উল্লেখযোগ্য শ্লেষ্মা উৎপাদন বা বুকে ব্যথা হয় তাহলেও চিকিৎসকের পরামর্শ নিয়েই সিরাপটি সেবন করা উচিত।

এছাড়াও যদি একজন ডাক্তার দ্বারা নির্দেশিত না হয় তাহলে  টোফেন সিরাপ একবারে ৭ দিনের বেশি গ্রহণ করা উচিত নয়। এক্সপেক্টোরেন্টের ক্রমাগত ব্যবহারের পলে  লক্ষণগুলোকে আরও খারাপ ভাবে প্রকাশিত হতে পারে  এমনকি রিবাউন্ড কনজেশন হতে পারে।

যেসব বাচ্চারা ঠাণ্ডা, ফ্লু, বা অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে কাশি এবং বুকের ভিজে ভুগছে তাদের জন্য টোফেন সিরাপ একটি অত্যন্ত প্রস্তাবিত ওভার-দ্য-কাউন্টার ওষুধ যা সহজেই পাওয়া যায়। শ্বাসনালীতে শ্লেষ্মা পাতলা এবং ঢিলা হয়ে যাওয়াতে কাশি হয় টোফেন সিরাপ কাশী দূর করে।

তবে দীর্ঘস্থায়ী কাশির জন্য ব্যবহার করা উচিত নয়।আমরা অনেকেই বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাচ্চাদের এই সিরাপ দিয়ে থাকি এতে মারাত্মক ক্ষতি হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া

সঠিকভাবে গ্রহণ করলে টোফেন সিরাপ সুস্থ ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রভাবের ঝুঁকি কমায়কম। তবুও অনেকের পক্ষে অবাঞ্ছিত নেতিবাচক প্রভাবগুলো অনুভব করা সম্ভব, যেমন গা চুলকানো,মাথা ব্যাথা বা অস্বস্তি বোধ করা।

যদি এই নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে যেকোন একটি  ঘটে তবে ওষুধ গ্রহণ বন্ধ করতে হবে এবং অনতি বিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করতে হবে। অতঃপর তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

এই ওষুধের তথ্যের অভাবের কারণে, স্তন্যদানকারী মায়েদের টোফেন সিরাপ গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে নিতে হবে।

টোফেন সিরাপ এর দাম

১০০ মিলি টোফেন সিরাপ এর দাম ৬৫ টাকা। মোটামুটি আওতার মধ্যে বলা চলে। তাই বলে হুট হাট সেবন করলেই হবেনা বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জেনেই সেবন করতে হবে।

সতর্কতা

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জেনে বাচ্চাদের সেবন করানোর পাশাপাশি এটি বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে হবে।আলো থেকে দূরে এবং কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

টোফেন সিরাপ সেবন পূর্ব সতর্কতা:

টোফেন সেবনের পূর্বে তার মেয়াদ দেখে নেবেন। বাচ্চাদের ক্ষেত্রে দ্বিগুণ সতর্কতা অবলম্বন করা উচিত। সিজন চেঞ্জের সময় বা শীতের সময় একটু অনিয়ম হলে বাচ্চাদের ঠান্ডা লাগা,  সর্দি অনিবার্য।

ঠান্ডা নিরাময় না করলে শ্বাসকষ্ট হয় এবং তা থেকে নিউমোনিয়া  হতে পারে। তাই হাতের লাগালে রাখা উচিত টোফেন সিরাপ।বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জানা।

পরিশেষে

এই সিরাপ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ব্যাতিত কেউ বাচ্চাদের এই সিরাপ সেবন করাবেন না। তবে টোফেন সিরাপ বাচ্চাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

শুধু ঠান্ডার জন্য নয় এ্যান্টি হিসটামিন হিসেবেও ডাক্তার শিশুকে এ ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। আশা করি আজকের আর্টিকেলে বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি সম্পর্কিত বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ।

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। টোফেন সিরাপ কিসের জন্য ব্যবহৃত হয়?

উত্তর: টোফেন 100 মিলি শ্বাসনালী ও হাঁপানির প্রফিল্যাকটিক চিকিৎসায় এবং কনজেক্টিভাইটিস সহ অ্যালার্জিজনিত অবস্থার লক্ষণীয় চিকিৎসায় নির্দেশিত হয়।বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জেনে সেবন করা জরুরি।

২। Ketotifen syrup এর বাড়তি কাজ কি?

উত্তর: মুখ দিয়ে গ্রহণ করতে হয় Ketotifen  syrup। এটি হাঁপানি, অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস, দীর্ঘস্থায়ী ছুলি, ব্যায়াম প্রবর্তিত ছুলি, অ্যালার্জি রিনাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, কোলিনার্জিক ছুলি, ঠান্ডা লেগে ছুলি এবং অন্যান্য অ্যালার্জিক সমস্যাগুলি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আরও পড়ুন-

নাপা এক্সট্রা এর কাজ কি ও এর কার্যকারিতা

Fexo 120 এর কাজ কি, ব্যাবহারবিধি ও সতর্কতা

Leave a Comment