alatrol এর কাজ কি, ব্যবহার, সতর্কতা ও সেবনবিধি

alatrol এর কাজ কি

এটি একটি শক্তিশালী এন্টিহিস্টামিন। alatrol এর কাজ কি, এক কথায় এলার্জির চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সিটিরিজিনের এলার্জি বিরোধী কার্যকারিতা ৪-৬ ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এবং ২৪ ঘন্টা পর্যন্ত স্খায়ী হয়। 

একারণে সিটিরিজিন দৈনিক একক মাত্রায় কার্যকর। এ ছাড়াও ঠান্ডা,সর্দির প্রশমক ট্যাবলেট হিসেবে চিকিৎসক সেবনের নির্দেশনা দিয়ে থাকেন। এটি এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় চিকিৎসক দ্বারা নির্দেশিত। 

এটি এ্যালার্জেন এর ফলে সৃষ্ট এ্যাজমাকে দূর করে। আজকের আর্টিকেল alatrol এর কাজ কি, ব্যবহার, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ নাপা এক্সট্রা এর কাজ কি ও এর কার্যকারিতা

alatrol এর ব্যবহার

alatrol এর কাজ কি

ব্যবহারের ‍পূর্বে alatrol এর কাজ কি জানতে হবে। এটি সাধারনত এন্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা হয়। এলার্জি জনিত কারণে সিজনাল এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় চিকিৎসক নির্দেশিত করে থাকেন। 

এটি এ্যালার্জেন এর ফলে সৃষ্ট এ্যাজমাকে দূর করতে সাহায্য করে থাকে। সর্দি জনিত কারণে নাক দিয়ে পানি ঝরা, শ্বাসকষ্ট, কাশি ইত্যদি দূর করতে সাহায্য করে। 

alatrol এর ফার্মাকোলজি হিস্টরি

alatrol এর কাজ কি এর সাথে ফার্মাকোলজি হিস্টরি সম্পর্কে জানতে হবে। সেটিরিজিন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী H1 রিসেপ্টর এন্টাগোনিস্ট।

 এটির কোন গুরুত্বপূর্ণ কোলিনার্জিক বা সেরেটোনার্জিক বিরোধী কাজ নেই। ফার্মাকোলোজিক্যাল মাত্রায় এটি কোন ধরনের ঝিমুনি তৈরী করে না বা আচরনগত কোন পরিবর্তন তৈরী করে না। 

এটি হিস্টামিনজনিত এলার্জির প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে, প্রদাহ তৈরীকারী কোষের বিচরণ হ্রাস করে এবং এলার্জির শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ হ্রাস করে।

ফার্মাকোকাইনেটিক্‌স

সেটিরিজিন এর প্লাজমা ঘনত্ব ২৫৭ মিগ্রা/লিটার অর্জিত হয় ১০ মিগ্রা অনুমোদিত মাত্রা গ্রহন করার ১ ঘন্টার মধ্যে। ঔষধ গ্রহনকালীন সময়ে খাদ্য গ্রহনের করণে শোষন কমে না তবে গতিমাত্রা কমে যায়। 

সর্বোচ্চ মাত্রা ০.৩ মিগ্রা/মিলি অর্জিত হয় ১০ মিগ্রা সেটিরিজিন গ্রহনের ৩০-৬০ মিনিটের মধ্যে। ইহার প্লাজমা হাফ লাইফ প্রায় ১১ ঘন্টা। ইহার শোষনের মাত্রা এক থেকে অন্য রোগীতে কোন পরিবর্তন পরিলক্ষিত হয় না। 

ইহার রেনাল ক্লিয়ারেন্স ৩০ মিনিট এবং এক্সক্রিয়েশন হাফ লাইফ প্রায় ৯ ঘন্টা। সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড শক্তভাবে প্রোটিনের সাথে যুক্ত থাকে।

alatrol এর কাজ কিসেবন বিধি

alatrol এর কাজ কি সঠিকভাবে জানার পর ট্যাবলেট বা সিরাপ সেবন করতে হবে। এটি সাধারণত দুই ধরণের হয়ে থাকে। ট্যাবলেট এবং সিরাপ বা ড্রপ। 

  1. ৬ বছর এর বেশী বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে: ট্যাবলেট প্রতিদিন ১টি ট্যাবলেট সেবন করতে হবে। সিরাপ ২ চা চামচ প্রতিদিন একবার অথবা ১ চা চামচ প্রতিদিন দুই বার খেতে পারবে। 
  2. ২-৬ বৎসরের বাচ্চাদের সিরাপ ১ চা চামচ প্রতিদিন। বা ১/২ চা চামচ প্রতিদিন দুই সেব্য। 
  3. ৬ মাস-২ বছরের নীচে বাচ্চাদের সিরাপ প্রতিদিন ১/২ চা চামচ সেবন করানো যেতে পারে।  
  4. ১২-২৩ মাসের শিশুদের জন্য সিরাপ সর্বোচ্চ মাত্রা ১/২ চা চামচ করে প্রতি ১২ ঘন্টা পর পর দেয়া যেতে পারে। 
  5. পেডিয়াট্রিক ড্রপস্: ১ মি.লি. করে দিনে একবার। 
  6. ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মি.লি. করে প্রতি ১২ ঘন্টা পর পর দেয়া যেতে পারে।

যথা নিয়মে সেবন করলে কোন প্রকার ক্ষতির সম্মুখীন বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। এই জন্য সেবনে পূর্বে alatrol এর কাজ কি জানতে হবে। অব্যশই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে।

ঔষধের মিথস্ক্রিয়া

থিওফাইলিন, এজিথ্রোমাইসিন, সিউডোইফেড্রিন, কিটোকোনাজোল বা এরিথ্রোমাইসিন এবং অন্যান্য ঔষধের সাথে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কোন মিথস্ক্রিয়া দেখা যায় না।

প্রতিনির্দেশনা

সেটিরিজিন বা হাইড্রোক্সিজিন এর প্রতি অতিসংবেদনশীল রোগীর জন্য সেটিরিজিন প্রতিনির্দেশিত করা হয়েছে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সেটিরিজিন ব্যবহারজনিত সাধারন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা খুব বেশী ক্ষতিকর নয়, তবে হালকা ঝিমুনি ভাব হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরী অনুযায়ী সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ‘B’ শ্রেণীভূক্ত ঔষধ। অর্থাৎ, গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত কোন তথ্য পাওয়া যায় নি। 

যেহেতু প্রাণিজ প্রজনন গবেষনা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেটিরিজিন হাইড্রোক্লোরাইড স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়। 

সুতরাং স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বন করা আব্যশক।

সতর্কতা

গাড়ী চালানোর সময়, ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা আব্যশক।

পরিশেষে

যে কোন ঔষধ সেবনের পূর্বে সেই ঔষধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। চিকিৎসকের নির্দেশনা ছাড়া কোন ঔষধ সেবন করা উচিত নয়। alatrol এর কাজ কি ভালো ভাবে জেনে নিয়ে সেবন করতে হবে। 

alatrol এর কাজ সাধারণত এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া দূর করতে এ্যান্টিহিসটামিন হিসেবে ব্যবহৃত হয়। 

সর্দি জনিত কারণে নাক দিয়ে পানি ঝরা, কাশি ইত্যাদির উপশম হিসেবে চিকিৎসক নির্দেশনা দিয়ে থাকে। আশা করি আর্টিকেলে alatrol এর কাজ কি সম্পর্কিত বিস্তারিত বোঝাতে পেরেছি। ধন্যবাদ।

alatrol সম্পর্কিত প্রশ্ন-উত্তর / FAQ

১। অ্যালাট্রল কখন খাওয়া উচিত?

উত্তরঃ Alatrol 10mg Tablet 10’s হল একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির অবস্থা থেকে তাত্ক্ষণিক ত্রাণ প্রদান করে; যাইহোক, কিছু লোকের মধ্যে এটি ঘুমের কারণ হতে পারে এবং দিনের বেলা কিছুটা তন্দ্রা সৃষ্টি করতে পারে। অতএব, আপনি যদি দিনে অতিরিক্ত তন্দ্রা অনুভব করেন তবে আপনাকে এটি রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

২। Alatrol সিরাপ কিসের ঔষধ?

উত্তরঃ Alatrol অ্যালার্জেনের কারণে বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত উপসর্গগুলির উপশমের জন্য নির্দেশিত হয়। কার্যকরভাবে চিকিত্সা করা লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁচি, রাইনোরিয়া, নাক-পরবর্তী স্রাব, অনুনাসিক প্রুরিটাস, ওকুলার প্রুরিটাস এবং ছিঁড়ে যাওয়া।

৩। Alatrol একটি sedative হয়?

উত্তরঃ Alatrol 10 mg হল একটি শক্তিশালী H1 রিসেপ্টর বিরোধী কোনো উল্লেখযোগ্য অ্যান্টিকোলিনার্জিক এবং অ্যান্টিসেরোটোনিক প্রভাব ছাড়াই। ফার্মাকোলজিকাল সক্রিয় ডোজ স্তরে, এটি প্রায় কোন তন্দ্রা প্রভাব নেই এবং আচরণগত পরিবর্তন ঘটায় না।

আরও পড়ুন-

doxicap এর কাজ কি, খাওয়ার নিয়ম ও প্রতিক্রিয়া

বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম ও খাওয়ার নিয়ম

Leave a Comment