সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম

আপনারা অনেকেই হয়তো জানেন না সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম অথবা এটি খাওয়ার নিয়ম কী? সাধারণত আমরা প্রত্যেকে ৩ মাস পর পর কৃমির ঔষধ খেয়ে থাকি।

সেটি আবার চুষে খাওয়ার ঔষধ যেমন: Alben DX অথবা Almex 400 mg আমরা বেশি খেয়ে থাকি। এটি চুষে খেতে হয়। কিন্তু এমন অনেকেই আছেন, এই চুষে খাওয়ার ঔষধটি ঠিকভাবে খেতে পারে না। তাই অর্ধেকে গিয়ে ঔষধটি গিলে ফেলে বা বেশিরভাগ ক্ষেত্রে ফেলে দেয়। তাদের জন্যই মূলত দরকার সোলাস ট্যাবলেটটি।

আজকের আর্টিকেলে আমরা সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

আরও পড়ুনঃ কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম, সতর্কতা ও সেবনবিধি

সোলাস ট্যাবলেট এর কাজ কি 

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম

Sizofrenia থেকে আক্রান্ত রোগীদের জন্য মূলত নির্ধারিত। Solaze 100 MG Tablet  এই মানসিক রোগটির লক্ষণগুলির চিকিৎসা করে এবং এর অবস্থা নিয়ন্ত্রণ করে।

এটি মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থ পরিবর্তন করে যাতে Sizofrenic রোগীদের আচরণ ও চিন্তাভাবনা উন্নত হয়। এছাড়াও সোলাস ১০০ এমজি ট্যাবলেট কৃমি রোগ নিরাময়ে কাজ করে থাকে।

সোলাস ট্যাবলেট সেবনের নিয়ম

  • সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো এটি ৩ মাস পর পর খেতে হয়। আর এই সোলাস ট্যাবলেটটি প্রতিদিন সকালে ও রাতে ১টি করে ৩ দিন ৬টি ট্যাবলেট খেতে হবে। এটি  খাবার খাওয়ার পর অবশ্যই ভরা পেটে খাবেন। 
  • আপনি চাইলে আরও সাত দিন অথবা চৌদ্দ দিনের পর নিতে পারবেন। তবে সব সময় খেয়াল রাখতে হবে যে, দুই বছরের কম বয়সী শিশুদের এই সোলাস ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • কৃমিনাশক ট্যাবলেট গুলো খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ করে সোলাস ট্যাবলেট খাওয়ানোর সময় বেশ কিছু নিয়ম মানার প্রয়োজন রয়েছে, এসব ট্যাবলেট খাওয়ানোর পর চিনি বা মিষ্টি জাতীয় কোন কিছু খাওয়ানো যাবে না এ ধরনের ধারণা একদম ভুল। এই সোলাস  ট্যাবলেট খাওয়ানোর পর যে কোন ধরনের মিষ্টি জাতীয় খাদ্য খাওয়ানো যায়। 
  • তবে সব সময় খেয়াল রাখতে হবে নোংরা ও অস্বাস্থ্যকর খাবার  খাওয়া  যাবে না, যেটি খেলে নিশ্চিত আপনার পেটে কৃমি হতে পারে।

সোলাস ট্যাবলেট এর দাম

প্রতি পিস সোলাস ট্যাবলেটের দাম  ১.১৫ টাকা মাত্র। কিন্তু কখনো কখনো দামের ব্যবধান হতে পারে।এটি বলা অসম্ভব যে দাম সবসময় একই থাকবে।

সোলাস ট্যাবলেট এর কাজ

  • দেহে সুতাকৃমির সংক্রমণ দমন করে।
  • বক্রদেহে কৃমিবিশেষ সংক্রমণ দমন করে।
  • পিন ওয়ার্ম সংক্রমণে ব্যবহার করা হয়।
  • পরজীবী পোকা সংক্রমণ দমনে ব্যবহার করা হয়।
  • পেট সংক্রমণে ব্যবহার করা হয়।
  • কেঁচোকৃমি সংক্রমণ দমনে ব্যবহার করা হয়।
  • অন্ত্রে সংক্রমণে ব্যবহার করা হয়।

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া

সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে খেলে এ  ট্যাবলেট সকল বয়সের মানুষের জন্য নিরাপদ একটি ট্যাবলেট। সোলাস ট্যাবলেট খেলে তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে আমরা লোক মুখে শুনে থাকি যে, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বাচ্চারা নাকি অসুস্থ হয়ে পড়ে, যেটা মূলত একটি কুসংস্কার।

সোলাস কখন খাবেন

কৃমি সাধারণত আকারে খুবই ছোট হয়, এরা আমাদের শরীরের ভেতরে বাসা বাঁধে। আপনারা জেনে আরো অবাক হবেন যে, এ ধরনের একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে ০.২ মিলিলিটার রক্ত শোষণ করে নেয়। অনেক কৃমি শরীরে থাকলে প্রতিদিনই বেশ কিছু পরিমাণ রক্ত কমে যায়। ফলে শিশুরা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভুগতে থাকেে।

এমনকি বড়রাও কম ভোগেন না। এ ছাড়া কৃমির কারণে এ্যালার্জি, ত্বকে চুলকানি, শুকনো কাশি, শ্বাসকষ্ট হতে পারে। কখনো অন্ত্রের বা পিত্তথলির নালিতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি  হয়। এরকম ধরণের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সোলাস খেতে পারেন।

কখন বিরত থাকবেন

কিছু কিছু সময় চিকিৎসকেরা সোলাস খাওয়া থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে থাকেন। যাদের এলার্জির সমস্যা  আছে অথবা দুই বছরের কম বয়সী শিশু অথবা গর্ভবতী নারীরা সোলাস গ্রঞণ করা থেকে অবশ্যই বিরত থাকবেন।

সোলাসে কৃমি দূর করবেন যেভাবে

  •  প্রত্যেক ৩ মাস পর পর পরিবারের সকলে ৩ দিনে ৬টি করে সোলাস ট্যাবলেট খেলে সোলাসে কৃমি  দূর করা সম্ভব
  • সোলাস ট্যাবলেটটি  দিনে ও রাতে ১টি  করে খেতে হয়। আপনি চাইলে ৭ দিন বা ১৪ দিন পর আরেকটি ডোজ নিতে পারেন। ২ বছরের কম বয়সের কোনো শিশুকে খাওয়াতে হলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন।
  • অনেকের ধারণা  চিনি খেলে বা মিষ্টি খেলে কৃমি হয়, এটি সঠিক নয়। মিষ্টি বা চিনি খাওয়ার সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই। বরং নোংরা হাতে বা অস্বাস্থ্যকর খাবার খেলে কৃমি হবে, এটা নিশ্চিত।
  • কৃমি হলে অধিকাংশ বাচ্চা-কাচ্চা পায়খানার রাস্তা চুলকায় তাই তারা সেখানে হাত দেয়। পরে সেই হাত আবার মুখে বা অন্নকারো শরিরে দেয় আর এভাবেই সংক্রমণ এক জনের কাছ থেকে অন্ন জনের কাছে ছড়াতে থাকে। তবে পায়খানার রাস্তা চুলকানো মানেই যে ব্যক্তির কৃমি হয়েছে বিষয়টি এমন না, এটি অন্য কারনেও হতে পারে। 
  • কৃমি রোগে আক্রন্ত হলে এর আরো কিছু লক্ষণ প্রকাশ পায় । সেগুলো হলো: ওজন বৃদ্ধি না পাওয়া,  পেট ফাঁপে যাওয়া, পেট কামড়ানো, আমাশয় হওয়া, রক্তশূন্যতা দে ইত্যাদি।
  • গরমকালে কৃমিনাশক খাওয়া যাবে না এই ধারণারও সম্পূর্ণ ভুল। গরম, শীত, বর্ষা যেকোনো সময়ই কৃমিনাশক ঔষধ সোলাস খাওয়া যাবে। তবে এটি খাবার খাওয়ার আগে ও পরে খাওয়া যায়।
  • কৃমি থেকে বাঁচার জন্য অবশ্যই পানি ফুটিয়ে নিতে হবে। শাকসবজি, মাছ-মাংস রান্না কারার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।  খাবার প্রস্তুত করার আগে অবশ্যই ভালো সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। 
  • শিশুদের খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে কীভাবে ভালো করে হাত  ধুতে হয়, তা শেখানো অত্যন্ত  জরুরি। 
  • যেখানে সেখানের খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়ানোই ভালো। মাঠ-ঘাটে শিশুদের খালি পায়ে খেলাধুলা করতে দিবেন না। শুধুমাত্র গ্রামে বা পথশিশুদের কৃমি হয়,এই ধারণাও সম্পূর্ণ  ভুল। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারো কৃমি সংক্রমণ হতে পারে। তাই অপুষ্টি এড়াতে নিয়মিত কৃমিনাশক খাওয়াই ভালো।তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

সংরক্ষণ পদ্ধতি

আলো ও আর্দ্র বাতাস থেকে দূরে,২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নীচে রাখুন ।অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিশেষে

এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম,এর দাম ,সোলাস ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া ও সোলাস ট্যাবলেটের অন্যান্য বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।

এই আর্টিকেলটি পড়ার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের প্রয়োজন ব্লগটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ।

সোলাস ট্যাবলেট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। কিভাবে সোলাস ট্যাবলেট খাবেন?

উত্তর: সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো মৌখিক ব্যবহারের জন্য, সোলেজ ১০০ এম জি ট্যাবলেট (Solaze 100 MG Tablet) খাবারের আগে গ্রহণ করা উচিত। এই ঔষধের রোগীদের অ্যালকোহল খরচ এড়াতে বলা হয় কারণ এটি সোলেজ ১০০ এম জি ট্যাবলেট (Solaze 100 MG Tablet) এর কাজকে প্রভাবিত করতে পারে।

২। সোলাস কিসের ঔষধ?

উত্তর :সোলাস 100 মিলিগ্রাম হল একটি সিন্থেটিক ব্রড-স্পেকট্রাম অ্যানথেলমিন্টিক যা বেশিরভাগ নেমাটোড এবং অন্যান্য কিছু কৃমির বিরুদ্ধে সক্রিয়। Solas 100 mg প্রধানত অন্ত্রের নেমাটোড সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা  হয়। সোলাস 100 মিলিগ্রাম কৃমির মাইক্রোটিউবুলস গঠনে বাধা দেয় এবং কৃমির গ্লুকোজ ক্ষয় ঘটায়।

৩। সোলেজ ১০০ এম জি ট্যাবলেট এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি?

উত্তর :সোলেজ ১০০ এম জি ট্যাবলেট (Solaze 100 MG Tablet) এর ক্ষতিকর প্রভাবগুলি হলো:

  • জ্বর (Fever)
  • অতিরিক্ত ঘাম (Excessive Sweating)
  • হৃদস্পন্দনের পরিবর্তন (Change In Heart Rate)
  • গুরুতর বুকে ব্যথা (Severe Chest Pain)
  • পায়ের ব্যথা, লাল ভাব ও ফোলা (Swelling, Pain And Redness In The Legs)

আরও পড়ুন-

alatrol এর কাজ কি, ব্যবহার, সতর্কতা ও সেবনবিধি

মাথা ব্যথার ওষুধের নাম, কার্যকারিতা ও চিকিৎসা

Leave a Comment