রবিতে এমবি চেক করার কোড সমুহ ও ব্যবহারের নিয়ম

রবিতে এমবি চেক

একজন রবি ব্যবহারকারী হিসাবে খুব জরুরি একটি ব্যাপার রবি এমবি চেক কোড এবং রবি ইন্টারনেট ব্যালেন্স জানাটা। কারণ ব্যবহারকারী প্যাকেজের ইন্টারনেট নিয়ে ব্যাবহার করে তার বিভিন্ন সিমে।

এটা জানা খুব জরুরি যে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করার ক্ষেত্রে কি পরিমাণ এমবি রয়েছে,

সেই এমবির মেয়াদ কতদিন রয়েছে এবং কি পরিমাণ ইন্টারনেট ব্যালেন্স রয়েছে। এই জিনিসগুলো জানতে হবে প্লান অনুযায়ী এমবি ব্যাবহার করার ক্ষেত্রে।

এই রবিতে এমবি চেক পদ্ধতি কয়েক ধরণের রয়েছে। প্লে স্টোর হতে রবি অ্যাপ এর মাধ্যমে আমরা চেক করতে পারি এমবি অথবা সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে এমবি চেক করতে পারি।

এমবি চেক করে নেওয়া যায় যে কোন মোবাইল হতে যে কোন সময়। সব থেকে সহজে ইউএসএসডি কোড ডায়াল করে।

বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচেছ রবি এর গ্রাহক সংখ্যা। রবি তার সর্বনিম্ন কলরেট এবং ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

আজকের আর্টিকেলে আমরা রবিতে এমবি চেক ও এর কোড সম্পর্কে বিস্তারিত জানবো।

আরও পড়ুনঃ রবি ইন্টারনেট অফারের কোডসমুহ, রিচার্জ ও মেয়াদ

রবির কিছু গুরুত্বপূর্ন কোড সমূহ 

রবিতে এমবি চেক

রবির কিছু কিছু গুরুত্বপূর্ণ কোড রয়েছে যেগুলো অনেক রবি ব্যবহারকারী জানেনা। এই কোড গুলো অনেকে ভুলে যায় কারণ এই কোডগুলো কম ব্যবহার করা হয়। নিম্নে রবি কোড সর্ম্পকে আলেঅচনা করা হলো:

এমবি চেক

*8444*44# এই কোডটি ডায়াল করেরবিতে এমবি চেক করা যায়। 

এমবি নতুন ব্যালেন্স চেক

*3# এই কোডটি ডায়াল করতে হবে রবি এমবি নতুন ব্যালেন্স চেক করতে।

এমবি প্যাক কেনার কোড 

*4# এই কোডটি ডায়াল করতে হবে রবি এমবি প্যাক কিনতে।

মূল ব্যালেন্স চেক কোড

*222# কোডটি ডায়াল করতে হবে রবি সিমের ব্যালেন্স চেক করতে।

মোবাইল নম্বর চেক কোড

*140*2*4# এই কোডটি ডায়াল করতে হবে মোবাইল নাম্বার চেক করতে।

সকল ধরণের প্যাকেজ চেক কোড

*140*14# এই কোডটি ডায়াল করে রবির সকল ধরণের প্যাকেজ চেক করা যায়।

মিনিট ব্যালেন্স চেক কোড 

*222*3# এই কোডটি ডায়াল করতে হবে রবির মিনিট ব্যালেন্স জানতে

এসএমএম ব্যালেন্স চেক কোড

*222*11# এই কোডটি ডায়াল করতে হবে এসএমএস ব্যালেন্স চেক করতে।

সকল ধরণের সার্ভিস চেক কোড

*123# এই কোডটি ব্যাবহার করতে হবে রবির সকল ধরণের সার্ভিস চেক করতে। 

রবি বোনাস ব্যালেন্স চেক কোড 

*222*1# এই কোডটি ব্যাবহার করতে হবে রবি বোনাস ব্যালেন্স চেক করতে।

রবি নাম্বার চেক 

 *2# এই কোডটি ব্যাবহার করে রবির নাম্বার চেক করা যায়

কিভাবে এমবি চেক করবো 

নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে যদি এউএসএসডি কোড ডায়াল করে এমবি চেক করতে চান। নিম্নে ধাপগুলো সর্ম্পকে আলোচনা করা হলো: 

১। প্রথমে আপনার স্মার্টফোন অথাবা একটি মোবাইল ফোন এর দরকার হবে।

২। তারপর একটি রবি সিম প্রবেশ করপাতে হবে সেই ফোনটিতে। 

৩। আপনার ফোনকলে নির্দেশিত একটি লগসহ অ্যাপ পরিলক্ষিত হবে যদি আপনার র্স্মাটফোন হয়ে থাকে।

৪। বাটন ফোনের ক্ষেত্রে সরাসরি ফোন চালু করার পর কোডে রাখা নাম্বারগুলো ডায়াল করতে হয়।

৫। মোবাইলের ড্যাল প্যাড ওপেন করে ইউএসএসডি কোড *8444*88# ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করার পরে ব্যালেন্স এবং রবি এমবি মেয়াদ দুটোই দেখতে পাওয়া যাবে আপনার মোবাইল স্ক্রীনে। 

৬। এছাড়াও এমবি বা ইন্টারনেট প্যাক দেখতে পাওয়া যাবে *3# এই কোডটি ডায়াল করলে 

৭। রবি অ্যাপসটি গুগল প্লে স্টোর হতে ডাউনলোড করা যায়। রবি অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে রবি সিম নাম্বারটি। সিম সর্ম্পকিত যাবতীয় তথ্য পাওয়া যায় রেজিস্টেশন করার পর সেই অ্যাপটি ঢুকলে। সেখান থেকে সহজেই রবিতে এমবি চেক করা যায়।  

৮। সিম সর্ম্পকিত যাবতীয় তথ্য জেনে নেওয়া আরেকটি পদ্ধতি হলো রবি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনার নাম্বার দিয়ে লগইন করার মাধ্যমে।

৯। রবি এমবি চেক করার আরোও একটি পদ্ধতি আছে তা হলে *121*3*5# কোডটি ডায়াল করে রবি এমবি চেক করা যায়।

রবি এমবি চেক – কোড ডায়াল করে ব্যালেন্স চেক

বর্তমানে খুব সহজেই এমবি ব্যালেন্স নেওয়া যায় রবিতে এমবি চেক কোড ডায়াল করার মাধ্যমে। এর জন্য মনে রাখতে হবে কিছু কোড। সহজেই ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায় উক্ত কোডগুলোর মাধ্যমে। নিম্ন আলোচনা করা হলো কিভাবে রবি সিমে ব্যালেন্স চেক করা যায:

১। প্রথমে প্রবেশ করুন মোবাইলোর ডায়াল অপশনে

২। *8444*88# এই কোডটি মোবাইলে তুলতে হবে।

৩। এরপর কল করতে হবে রবি ‍অফিসে

৪। অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স এবং এর সময় সীমা কিছুক্ষণ পর ফিরতি এসএমএষ এর মাধ্যমে দেখতে পাওয়াপ যাবে। 

অনেক সময় ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায় না উপরের দেওয়া কোডের মাধ্যমে। এর ফলে অনেক বিড়ম্বনায় পড়ে থাকে গ্রাহকরা মাঝে মাঝে। তাদের জন্য এম্বি এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারে *123*3*5# এই কোডটি ডায়াল করার মাধ্যমে। 

যদি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে  পারা না যায় এই কোডটি ডায়াল করার পরও তাহলে আরো দুটি কোড ডায়াল করতে হবে *222*81# এবং *৩#। ইন্টারনেট চেক করা নিয়ে টেনশন করতে হবে না এই চারটি কোড মনে রাখলে।

অ্যাপ এর মাধ্যমে ইন্টারনেট চেক এবং এমবি চেক 

খুব সহজেই রবিতে এমবি চেক করে নিতে পারা যায় রবি অ্যাপস এর মাধ্যমে। এমবি ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণ আছে কিনা তা খেয়াল রাখতে হবে। আপনার কথা বলার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে মোটা অঙ্কের টাকা যদি পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ব্যালেন্স না থাকে মোবাইলে। 

১। প্রথমে গুগল প্লে স্টোরে  চলে যেতে হবে রবি অ্যাপস ডাউনলোড করার জন্য এবং লিখতে হবে রবি অ্যাপস।

২। লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে।

৩। এখন এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।

৪। অনেক ফেচার দেখতে পারবেন চিত্রের ন্যায়। ব্যালেন্স চেক করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী।

৫। এমবি বা ইন্টারনেট ব্যালেন্স  চেক করতে পারবেন ইন্টারনেট ব্যালেন্স চেক এই অপশনটিতে প্রেস করে। 

৬। এখান থেকে খুব সহজে অফার সর্স্পকে বিস্তারিত তথ্য জানা যায় এবং খুব সহজে বিভিন্ন অফার একটিভ করা যায়।

শেষ কথা

রবি সিমের গ্রাহককে অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স সর্ম্পকে এবং এমবি চেক সর্ম্পকে জানতে হবে যদি নিয়মিত ইন্টারনেট ব্যাবহার করার প্রয়োজন পড়ে।

আমরা খুব সহজেই ইন্টারনেট ব্যালেন্স জানতে পারি রবিতে এমবি চেক  কোড ডায়াল করার মাধ্যমে। তাছাড়া খুব সহজে এমবি বা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি রবি আপ্স ব্যবহার করার মাধ্যমে। বর্তমানে এ কোডগুলোর মাধ্যমে খুব সহজে রবিতে ইন্টারনেট এবং এমবি চেক করা যায়। 

রবিতে এমবি চেক সম্পর্কিত প্রশ্ন-উত্তর / FAQ

১। রবিতে এমবি চেক করে কি দিয়ে?

উত্তরঃ রবি’তে এখন ইন্টারনেট-এর ব্যালেন্স চেক করুন আরও সহজে। ডায়াল করুন *3# |

২। রবি ব্যালেন্স চেক করে কিভাবে?

উত্তরঃ আপনার রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য, আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়েল করবেন । *২২২# অথবা ২২২ এটা ডায়াল করার সাথে সাথে আপনার রবি সিমে কত টাকা ব্যালেন্স আছে তা চলে আসবে।

৩। রবি কাস্টমার কেয়ার নাম্বার কত?

উত্তরঃ ডায়াল করুন ১২১ নম্বরে রবি সেবা লোকেশন রবি সেবা লোকেটর নিয়োজিত সার্ভিস পয়েন্ট।

আরও পড়ুন-

গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স পাওয়ার উপায়

রবি ইন্টারনেট চেক করার নিয়ম ও কোড সমুহ 

Leave a Comment