অনলাইনে শিক্ষক বদলির নিয়ম ও আবেদনের প্রক্রিয়া

অনলাইনে শিক্ষক বদলি

অনলাইনে শিক্ষক বদলি এর  আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জানাই স্বাগতম। কেননা আজ আমরা প্রাথমিক শিক্ষক বদলির অনলাইন আবেদন করার নিয়মানুবর্তিতা সম্পর্কে তুলে ধরবো। তাই যারা প্রাথমিক শিক্ষক বদলির জন্য অনলাইনে আবেদন কার্য সম্পন্ন করতে চান।

কিন্তু সঠিক ইনস্ট্রাকশন না জানার কারণে বুঝে উঠতে পারেন না। কোথায় এবং কিভাবে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির জন্য আবেদন করবেন। তাদেরকে বলব দেরি না করে আজকের এই আর্টিকেলটি পড়ে ফেলুন। 

নিচে শিক্ষক অনলাইন বদলী লিংক, শিক্ষক বদলের আবেদন ফরম, অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন ২০২৩ এবং অনলাইনে শিক্ষক বদলির আবেদন ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।


আরও পড়ুনঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ ও নিয়ম নীতি


অনলাইন শিক্ষক বদলির ২০২৩

অনলাইনে শিক্ষক বদলি
  • অনলাইন শিক্ষক বদলির আবেদন করার নিয়ম হিসেবে বেশ কিছু শর্তাবলী উল্লেখ থাকে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন নোটিসে। মূলত প্রত্যেক বছর জানুয়ারি মাসের শুরুতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক বদলির কার্যপ্রক্রিয়া শুরু হয়।
  • প্রাথমিক শিক্ষক আন্ত:বিভাগ বদলির আবেদন ২০২৩ নোটিস্টি এবারে প্রকাশিত পেয়েছিল মার্চ মাসের ২৩ তারিখে। 
  • তবে সচরাচর বছরের শুরুতেই মূলত প্রাথমিক শিক্ষক বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নীতিমালা অনুসরণ করে।
  • একটা সময় ছিল যখন প্রাথমিকে হাতে লিখে বদলির আবেদন করার সিস্টেম চালু ছিল। কিন্তু এখন প্রাথমিক শিক্ষক বদলির অনলাইন আবেদন করার নিয়ম জানতে হবে । কেননা আগের মত এখন হাতে লিখে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। যদি না অনলাইনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় আবেদন কার্যটি সম্পন্ন করা না  হয়। 
  • মূলত এখন সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় শিক্ষক বদলির আবেদনের অনলাইন পদ্ধতি গ্রহণ করতে হবে এবং আবেদন করার সময় শর্ত ও নির্দেশনাবলী মেনে চলে বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হবে। যেগুলো আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব

অনলাইনে শিক্ষক বদলি লিংক

 অনলাইনে শিক্ষক বদলি এর আবেদন করার নিয়ম এর কথা উঠতেই সবাই প্রাথমিক শিক্ষক অনলাইন বদলী লিংক এর জন্য হুমকি খেয়ে পড়ে। কেননা অনেকেই বুঝে উঠতে পারে না– শিক্ষক বদলির জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং কোথায় থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবে।

এর জন্য আমরা সাজেস্ট করব উল্লিখিত লিংকের সরাসরি প্রবেশ করতে অথবা google chrome ব্রাউজারে একটা নিউট্যাব নিয়ে search এর জন্য। কেননা ক্রোম ব্রাউজারে গিয়ে প্রাথমিক শিক্ষক অনলাইন বদলী লিংক লিখে গুগল করেন তাহলেই আসল ওয়েবসাইট সবার প্রথমে সাজেস্ট করা হবে।

যেটাতে গিয়ে প্রাথমিক শিক্ষক বদলির অনলাইন আবেদন করার নিয়ম খুব সহজেই বুঝতে পারবে। কেননা শিক্ষক বদলির নোটিশ প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে । যদি এক ক্লিকে প্রাথমিক শিক্ষক বদলির জন্য সঠিক ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে ক্লিক করুন এই লিংকে

শিক্ষক বদলির আবেদন ফরম

  • শিক্ষক বদলির আবেদন ফরম পূরণের প্রয়োজন পড়লে এটা মূলত প্রাথমিক শিক্ষক বদলির নোটিসে উল্লেখ করা থাকে। তবে অনলাইনের মাধ্যমে আবেদনকার্য সম্পন্ন করার কথা উল্লেখ থাকলে মূলত শিক্ষক বদলির আবেদন ফরম সংগ্রহ করার প্রয়োজন পড়বে না। তবে যদিও বা শর্ত পূরণের জন্য পরবর্তীতে আবেদন ফরম পূরণ করে সেটা অফিসে জমা দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 
  • কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষক বদলির নোটিস থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত যেকোনো নোটিস প্রকাশ করা হয়ে থাকে। তাই সরাসরি www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন ফরম সংগ্রহ করতে পারেন । 

অনলাইনে শিক্ষক বদলির আবেদন

অনলাইনে শিক্ষক বদলি এর আবেদন করার জন্য ধারাবাহিকভাবে নিচে উল্লেখিত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে , তা হল –

প্রথম ধাপ

 প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট লিখে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ।

দ্বিতীয় ধাপ

অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

তৃতীয় ধাপ

 হোমপেজ থেকে প্রবেশ করতে হবে অনলাইন শিক্ষক বদলি পেজে। এর জন্য আপনি সরাসরি ক্লিক করতে পারেন https://ttms.dpe.gov.bd/login এই লিংকে।

চতুর্থ ধাপ

প্রয়োজনীয় ইনফরমেশন পূরণ করার মাধ্যমে লগইন প্রক্রিয়ার সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে আপনাকে ব্যবহারকারীর ধরন হিসেবে নির্বাচন করতে হবে যে কোন একটি।

মনে করুন আপনি প্রধান শিক্ষক হিসেবে কোন একটা বিদ্যালয়ে কর্মরত রয়েছেন এখন বদলি হওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক। তাহলে আপনাকে ব্যবহারকারীর ধরনের উপর ক্লিক করে নির্বাচন করতে হবে “প্রধান শিক্ষক” ধরনটি। 

পঞ্চম ধাপ

  শুধু প্রাপ্ত শিক্ষক পিন নম্বর বসাতে হবে ই প্রাইমারি থেকে নিয়ে ।

ষষ্ঠ ধাপ

 ব্যবহৃত মোবাইল নম্বর বসাতে হবে ই প্রাইমারি স্কুল সিস্টেমে ফাঁকা বক্সে ।এরপর লগইন অপশনে ক্লিক করে লগইন কার্যপ্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

সপ্তম ধাপ

লগইন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার সামনে ই প্রাইমারি স্কুল সিস্টেম এর নিবন্ধিত শিক্ষকের তথ্য পূরণের জন্য একটা লম্বা চার্ট বা পেজ সাজেস্ট করা হবে।

সেখানে মূলত আপনাকে আপনার নাম, বিদ্যালয় এর নাম, স্থায়ী ঠিকানা, পদবী যোগদানের তারিখ, বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের বদলিতে আগমনের তারিখ, কর্মরত প্রতিষ্ঠানের অনুমোদিত পদের সংখ্যা এবং ছাত্রছাত্রীর সংখ্যা সহ নানা ইনফরমেশন তুলে ধরা হবে। আর যদি ঐ তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। 

অষ্টম ধাপ

 নির্বাচন করতে হবে বদলির ধরন। বদলির ধরন হিসেবে আপনার সামনে সিলেক্ট করার জন্য যে অপশন গুলো থাকবে সেগুলো হচ্ছে:-

  1. একই উপজেলা/থানা,
  2. আন্তঃ জেলা বদলির আবেদন,
  3. আন্তঃ বিভাগ বদলির আবেদন,
  4. আন্তঃ উপজেলা/থানায় বদলির আবেদন,
  5. সিটি কর্পোরেশন বদলির আবেদন।

নবম ধাপ

সকল কিছু সিলেক্ট করা সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর সাবমিট বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনার প্রোফাইলে বদলির আবেদনটি শো করবে। এ সময় আপনি মূলত আরো যা যা দেখতে পাবেন সেগুলো হচ্ছে:- বদলির আবেদন, জমাকৃত আবেদনসমূহ এবং অসম্পূর্ণ আবেদন সমূহ। 

আর তাই আপনারা যারা প্রাথমিক শিক্ষক বদলের অনলাইন আবেদন করার নিয়ম মেনে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি ভিজিট করুন উল্লেখিত অনলাইন শিক্ষক বদলি লিংকে এবং প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রদান করার মাধ্যমে সম্পন্ন করুন আবেদন প্রক্রিয়া। 

অনলাইনে শিক্ষক বদলির সর্বশেষ খবর ২০২৪

এই আর্টিকেলে প্রাথমিক শিক্ষক বদলির যে সর্বশেষ খবর রয়েছে সেগুলো শেয়ার করতে চলেছি। আমাদের দেশের যে সকল সংবাদপত্র রয়েছে তারা প্রতিনিয়ত শিক্ষাবিষয়ক সকল ধরনের তথ্য শেয়ার করে থাকেন।

এদের ধারাবাহিকতা এবং তাদের সংবাদপত্র নিয়মিত পাঠের মাধ্যমে আজকে আপনাদের সাথে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবর সংক্রান্ত তথ্যাদি আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করেছি। সুতরাং যাদের কাছে এই তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তারা অবশ্যই পুরো আর্টিকেলটি পড়বেন।

  • আগামী ৩ জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য আবেদনের কার্যক্রম অনলাইনে এর মাধ্যমে শুরু হতে চলেছে। শিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্যমতে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দ করে নিতে পারবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাক শুধু একটি বা দুইটি স্কুল পছন্দ করতে পারছেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে আবেদন অনলাইনে নেয়া হবে। অধিদপ্তরের দেয়া শর্ত অনুযায়ী, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দ দিতে পারবেন। তবে, কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুইটি স্কুল পছন্দ দিতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

পরিশেষে

অনলাইনে শিক্ষক বদলি এর আবেদন করার নিয়ম সম্পর্কে জানার পর নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মনের সকল প্রশ্নের খোরাক মিটেছে।তাই  প্রাথমিক শিক্ষক বদলির নতুন নোটিশ পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উক্ত নোটিশ প্রকাশ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে আবারো প্রকাশ করব। সেই সাথে দিয়ে দেবো আবেদনের সঠিক লিংক ও ইনস্ট্রাকশন এবং উল্লেখিত শর্তাবলী।

অনলাইনে শিক্ষক বদলি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১। প্রাথমিক শিক্ষক বদলি কবে শুরু হবে?

আগামী ৩ জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য আবেদনের কার্যক্রম অনলাইনে এর মাধ্যমে শুরু হতে চলেছে।

২। অন্য স্কুলে বদলির চিঠি কিভাবে লিখতে হয়?

স্কুল স্থানান্তরের অনুরোধ পত্র লেখার বিন্যাসে শিক্ষার্থীর ঠিকানা, স্কুলের ঠিকানা, তারিখ, বিষয় এবং চিঠির মূল অংশে ব্যাখ্যা করা স্কুল স্থানান্তরের পিছনের কারণ অন্তর্ভুক্ত থাকবে। একটি প্রশংসাসূচক সমাপ্তি, স্বাক্ষর এবং বড় অক্ষরে নাম দিয়ে চিঠিটি শেষ করুন।

৩। শিক্ষক বদলি পত্র কি?

স্থানান্তরের একটি চিঠি এমন কর্মচারীদের অনুমতি দেয় যারা তাদের বর্তমান নিয়োগকর্তার সাথে খুশি কিন্তু নির্দিষ্ট ধরনের পরিবর্তনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করার জন্য তাদের কর্মসংস্থানের একটি দিক পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন-

কৃষি ব্যাংক লোন, নিয়মকানুন ও লোনের জন্য শর্তাবলি

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় ও সংরক্ষন

Leave a Comment