ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী
আপনারা যারা ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য, ট্রেন ভ্রমণ সবসময় আরামদায়ক এবং নিরাপদে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি সহায়ক হবে।
আজকের ব্লগে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য নিয়ে।
আপনি যদি ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় যাত্রা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে হবে।
কারণ আপনি যদি ট্রেনের সময়সূচি না জানেন তবে ট্রেন ভ্রমণ করতে পারবেন না। কারণ ট্রেন নির্দিষ্ট সময় মেনে চলে,তাই আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী জানতে হবে।
আরও পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
ট্রেনের সময়সূচী

ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে বর্তমানে ৭ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আপনারা হয়তো জানেন যে, প্রত্যেকটি ট্রেন একটি নির্দিষ্ট সময়সূচী মেনে চলাচল করে।
তাই আপনারা যারা ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের মাধ্যমে যাত্রা করবেন তারা অবশ্যই ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য জেনে তারপর যাত্রা করবেন।
আরো যা জানবেন তা হলো বর্তমান সময়ে ময়মনসিংহ থেকে যে ৭ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেই সবগুলো ট্রেনের সময়সূচী। আপনাদের জন্য নিচে ৭ টি আন্তঃনগর ট্রেনের সময়সূচী প্রকাশ করা হলো।
ট্রেনের নাম | ট্রেন নম্বর | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
মোহনগঞ্জ এক্সপ্রেস | 790 | 01:25 AM | 04:20 AM | শুক্রবার |
যমুনা এক্সপ্রেস | 746 | 04:30 AM | 07:00 AM | নাই |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস | 744 | 08:55 AM | 11:55 AM | নাই |
হাওর এক্সপ্রেস | 778 | 10:25 AM | 12:40 PM | বৃহস্পতিবার |
তিস্তা এক্সপ্রেস | 708 | 05:06 PM | 08:25 PM | সোমবার |
অগ্নিবিনা এক্সপ্রেস | 736 | 08:48 PM | 11:50 PM | নাই |
জামালপুর এক্সপ্রেস | – | – | – | – |
জামালপুর এক্সপ্রেসঃ বর্তমানে টাঙ্গাইলের বঙ্গবন্ধু পূর্ব সেতুর রেল স্টেশন উন্নয়নের কাজ চলছে তাই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে।
এজন্য বর্তমানে ময়মনসিংহ রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশন থেকে রাত ৭ঃ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুদীর্ঘ ২ ঘন্টা ৪২ মিনিট পথ পড়ি দিয়ে কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছায়।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সুবিধা
- ময়মনসিংহ টু ঢাকা যাতায়াত নিরাপদ।
- সড়ক পথে যাতায়াতের চাইতে খরচ তুলনামূলক অনেক কম।
- যাত্রী তার পছন্দ অনুযায়ী সিট কিনতে পারবেন।
- অনলাইনে টিকিট কেনার সুযোগ।
- দেশের যেকোনো কাউন্টার থেকে টিকিট কেনা সম্ভব।
- মনমতো আরামদায়ক ট্রেন সার্ভিস।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী – ঢাকা মেইল ট্রেনের সময়সূচী
বর্তমানে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ঈশা খান এক্সপ্রেস (40), মহুয়া এক্সপ্রেস (44), দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (48), বালাকা কমিউটর (50), জামালপুর কমিউটর (52), ভাওয়াল এক্সপ্রেস(56) এই মেইল ট্রেনগুলো চলাচল করছেে এজন্য আপনারা যারা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করবেন তারা এই মেইল ট্রেনগুলোর সময়সূচি জেনে নিতে পারেন।
ট্রেনের নাম | ছাড়ায় সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
ঈশা খান এক্সপ্রেস (৪০) | 12:00PM | 11:00 PM | নাই |
মহুয়া এক্সপ্রেস (৪৪) | 05:22 PM | 11:25 PM | নাই |
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) | 03:33 PM | 07:15 PM | নাই |
বালাকা কমিউটর (৫০) | 01:45 PM | 05:25 PM | নাই |
জামালপুর কমিউটর (৫২) | 07:30 AM | 11:15 AM | নাই |
ভাওল এক্সপ্রেস (৫৬) | 05:30 AM | 11:45 AM | নাই |
ট্রেনের টিকিটের মূল্য
সব শ্রেণীর পেশার যাত্রীদের কথা বিবেচনা করে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয় ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করেছে।
তাই আপনারা যারা ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য জানেন না তারা নিম্নলিখিত লিস্ট থেকে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য জেনে নিন।
আসনের শ্রেণী | টিকেট মূল্য |
২য় শ্রেণী সাধারণ | ৪৫ টাকা |
২য় শ্রেণী মেইল | ৫০ টাকা |
কমিউটার | ৬০ টাকা |
সুলভ | ৭০ টাকা |
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪০ টাকা |
১ম শ্রেণী চেয়ার | ২১৫ টাকা |
স্নিগ্ধা | ২৭১ টাকা |
১ম শ্রেণী কেবিন | ২৮০ টাকা |
এসি সিট | ৩২২ টাকা |
এসি কেবিন | ৪৮৩ টাকা |
পরিশেষে
আজকের আর্টিকেলে আপনারা জানতে পেরেছেন ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি এবং টিকিটের মূল্য কত টাকা সে বিষয়ে।
এই আর্টিকেল এর মাধ্যমে আরো জানতে পেরেছেন ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের টিকিটের সকল ক্যাটাগরির মূল্য। এই বিষয়ে যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।ধন্যবাদ।
ট্রেনের সময়সূচী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ
১) ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
উত্তর: ঢাকা থেকে ময়মনসিংহ (বাস)বাসে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা।
২) ময়মনসিংহ এক্সপ্রেস কোথায় কোথায় থামে?
উত্তর: ময়মনসিংহ এক্সপ্রেস (ট্রেন নং ৩৭/৩৮) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি এক্সপ্রেস ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম স্টেশন থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে এটি টাঙ্গাইল,জামালপুর,ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলাকে সংযুক্ত করেছে।
৩) গাজীপুর থেকে ময়মনসিংহের ভাড়া কত?
উত্তর: শেরপুরের দিকে যেতে চান তারা হাইস গাড়ি পাবেন। ময়মনসিংহের ভাড়া-২৫০ টাকা।
আরও পড়ুন-
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
রবিতে এমবি চেক করার কোড সমুহ ও ব্যবহারের নিয়ম