মাথা ভারী লাগার কারণ, প্রতিকার ও স্থায়ী চিকিৎসা

মাথা ভারী লাগার কারণ

আমাদের মাথা অনেক সময় ভারী থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজকে বেশি গুরুত্ব দিয়ে মাথা ভারীর বিষয়টি একেবারেই পাত্তা দিচ্ছি না। এতে আপনার বড় ধরনের বিপদ ঘটতে পারে। সময় থাকতে এ বিষয়গুলোর প্রতি খেয়াল করা দরকার।

বিশেষজ্ঞ ডাক্তারদের মতে,মাথা ভারী লাগার কারণ হিসেবে এটি ব্রেন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ বলে ধরা হয়। তাই দেরি না করে সময় থাকতে সচেতন হতে হবে।

এভাবে প্রতিনিয়ত মাথা ভারী থাকলে অথবা ব্রেন স্ট্রোকের লক্ষণ দেখা দিলে আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে মাথা ভারী লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

আরও পড়ুনঃ নাকের পলিপাস এর ওষুধ, চিকিৎসা পদ্ধতি ও সতর্কতা

হঠাৎ মাথা ভারী লাগার কারণ

মাথা ভারী লাগার কারণ

দ্রুত নড়াচড়া করার কারণে মাঝে মাঝে মাথা ভারী হয়ে যায় এবং সারা শরীরে জ্বালা ছড়িয়ে পড়ে।সূর্যের অত্যাধিক এক্সপোজার এর কারণেও আপনার মাথা ভারী হয়ে যেতে পারে।

আবার রোদে বেশিক্ষণ সময় কাটালেও মাথা ভারী হয়ে যেতে পারে।এছাড়াও আপনার মাথা ব্যথার প্রধান কারণ হতে পারে মাইগ্রেনের ব্যাথা। বাইরে হাঁটার সময় অনেকের মাথাব্যাথা হয়ে থাকে।

দুশ্চিন্তাজনিত মাথাব্যাথার লক্ষণ

  • সম্পূর্ণ মাথা জুড়ে ব্যাথা হয়।
  • মাথা চেপে রাখার মত অনুভূতি হয়।
  • ব্যাথা মাইগ্রেনের মত তীব্র নয়।
  • এই মাথাব্যাথা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
  • উদ্বেগ,পারিবারিক,পেশাগত বা মানসিক চাপ সবই এই ব্যাথার সাথে সম্পর্কযুক্ত।

মাথা ভারী লাগার অন্যান্য কারণ

এছাড়াও প্রতিদিনই অনেকের মাথা ভারী থাকে।এর পেছনেও মাথা ভারী লাগার কারণ হিসেবে থাকতে পারে বেশকিছু গুরুতর কারণ-

বছরে একবার দুইবার মাথা ভারী হলে তেমন কোনও সমস্যার আশঙ্কা নেই। তবে মাঝেমাঝে মাথা ভারী, নিয়মিত ভারী বা ব্যাথা হলে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এর পিছনে গুরুতর কোনো বিষয়  থাকলেও থাকতে  পারে।

১.অতিরিক্ত দুশ্চিন্তা

মাথার পিছনের দিকে হয় চিন্তার মাথাব্যাথা। এই ব্যাথা ঘাড়ের সামান্য উপরে হয়। প্রথমে মাথার এই অংশটি ভারী হয়ে যায়। তারপর ব্যাথা করতে শুরু করে। কাঁধ এবং গলা শক্ত হয়ে যাওয়াই এই সমস্যার প্রধান লক্ষণ। আবার অনেকসময় এই চিন্তার মাথাব্যাথা কপালে শুরু হয়। সেক্ষেত্রে চোখেও এই সমস্যা শুরু হয়।

২. চোখের সমস্যা

চোখের সমস্যা হলে সেই লক্ষণ কেবল চোখেই সীমাবদ্ধ থাকে না। চোখের পাশাপাশি মাথা ভারী হতে পারে। এক্ষেত্রে মাথার সামনের দিকে, আরও নির্দিষ্ট করে বললে গেলে কপালে ব্যাথা হয়। একটু আরাম  করলে এই ব্যাথা কমে যায়।

৩. সাইনাস

সাইনাস হলো মাথার ভিতরে থাকা ছোট ছোট বায়ুভর্তি অংশ। এই বায়ু ভর্তি অংশ মাথা হালকা রাখতে সাহায্য করে। তবে কোনও সংক্রমণের কারণে মাথার ভিতরের এই অংশে সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে এই অংশে প্রদাহ তৈরি হয় এবং মাথা ভারী হয়।

৪. মাইগ্রেন

মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ভারী হতে পারে।পরবর্তীতে সেই ব্যাথা মাথা থেকে চোখেও চলে আসতে পারে। তবে এই ব্যাথা মানুষ হিসেবে আলাদা হয়। এবার বিশেষজ্ঞ ডাক্তার বলছেন, মাইগ্রেনে মাথা ভারীর জন্য কিছু বিশেষ কারণ থাকতে পারে।তাই আলো, অতিরিক্ত বাতাস,শব্দ, গন্ধ সহ বিভিন্ন কারণে মাথা ভারী হয়ে থাকতে  পারে।

পরিশেষে

মাথা ভারী হওয়ার বিষয়টি  কোনোভাবেই ফেলে দেওয়ার বা অবহেলা করার মত বিষয় নয়।দীর্ঘমেয়াদি মাথা ভারীর বিষয়টি দ্রুত চিকিৎসা না করালে আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার উচিৎ দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হবেন এবং এটি শেয়ার করে অন্যদের এ বিষয়টি জানার সুযোগ করে দিবেন।ধন্যবাদ।

মাথা ভারী লাগার কারণ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ

১) মাথা ব্যাথার জন্য কি ঔষধ খেতে হবে?

উত্তর:Elipran 20mg Tablet মাইগ্রেন মাথাব্যাথার চিকিত্সা করতে ব্যবহৃত হয়। Elipran 20mg Tablet শুধুমাত্র যে মাথা ব্যাথা আগে থেকেই শুরু হয়েছে শুধুমাত্র সেই ধরনের মাথা ব্যাথাকে চিকিৎসা  করতে ব্যবহার করা হয়। এটি মাথা ব্যাথাকে প্রতিরোধ করেনা বা অ্যাটাকের সংখ্যাকে কমায় না করে না।

২) মাথা ভারী লাগছে কেন?

উত্তর:মাথাব্যথা বা কানের সংক্রমণের ফলে মাথার চাপ হতে পারে, তবে এটি আরও গুরুতর অবস্থার সংকেত দিতে পারে, যেমন একটি আঘাত বা টিউমার। এটি মাথা ঘোরা মত অন্যান্য উপসর্গ সঙ্গে ঘটতে পারে. বেশ কয়েকটি অবস্থার কারণে মাথায় টানটানতা, ওজন বা চাপের অনুভূতি হতে পারে।

 ৩) রিবাউন্ড মাথা ব্যাথার চিকিৎসা?

উত্তর: ওষুধ (গুলি) বন্ধ করা রিবাউন্ড মাথাব্যথায় অবদান রাখে । এটি রিবাউন্ড মাথাব্যথার চিকিত্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং এটি কাজ করার জন্য স্টপেজ সম্পূর্ণ হতে হবে। কিছু ওষুধের সাথে, বিশেষ করে ওপিওডস বা বারবিটুরেটস, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রত্যাহার রোধ করতে আপনার ডোজ ধীরে ধীরে হ্রাস করতে পারে।

আরও পড়ুন-

tofen syrup এর কাজ কি, এর ব্যাবহার ও নির্দেশনা

নাপা সিরাপ খাওয়ার নিয়ম ও প্রয়োজনীয় তথ্য

Leave a Comment