হুমায়ুন আহমেদের উক্তি ও মূল্যবান কিছু কথা

হুমায়ুন আহমেদের উক্তি

বিখ্যাত কবি হুমায়ুন আহমেদ ছিলেন(১৩ নভেম্বর ১৯৪৮ থেকে ১৯ জুলাই ২০১২) বাংলাদেশের কথাসাহিত্যিকদের মধ্যে একজন।

হুমায়ুন আহমেদ ১৯৭২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস “নন্দিত নরকে” দিয়ে কথাসাহিত্যে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন।

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হুমাযুন আহমেদ একদিকে যেমন ঔপন্যাসিক ,অন্যদিকে তেমনি লেখক,চলচিত্র পরিচালক, গীতিকার,নাট্যকার এবং রসায়নেরও অধ্যাপক ছিলেন।

হুমায়ুন আহমেদের উক্তি  মানুষের চলার পথে দারুণভাবে অনুপ্রেরণা যোগায়। এখানে বিশেষ কিছু হুমায়ুন আহমেদের উক্তি উল্লেখ করা হলো।

আরও পড়ুনঃ মনীষীদের উক্তি, জীবনদর্শন, চিরন্তন সত্য বাণী

হুমায়ুন আহমেদের বিখ্যাত কিছু উক্তি

হুমায়ুন আহমেদের উক্তি

ভালোবাসা সম্পর্কিত প্রয়াত কথাসিাহিত্যিক হুমায়ুন আহমেদের উক্তি :-

  • সবাই তোমাকে কষ্ট দেবে,তোমাকে শুধুমাত্র এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
  • যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মত হয়না।
  • প্রেমিকাবিহীন তরুণের পৃথিবীতে বেচেঁ থাকা ,ঘাসবিহীন মাঠে গরুর পায়চারীর মত।
  • এই পৃথিবীতে প্রায় সবাই ,তার তেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে।
  • পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে।ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারেএ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায়না,শুধু সহ্য করে নিতে হয়।
  • ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগেনা,যা জাগে সেটা হলো সহানুভূতি।
  • কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে একধরনের দূর্বলতা আছে ।নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এ ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
  • বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো নিজের মধ্যে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।
  • ভালোলাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে।
  • ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই,একটি মুহূর্তই যথেষ্ট।
  • ভালোবাসা যদি তরল পানির মত কোনো বস্তু হতো,তবে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত,হিমালয় পর্বতও।
  • ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো ।কারণ বিয়ে হলে মানুষটাতো একই থাকে তবে ভালোবাসাটা আর থাকেনা।মানুষ এবং ভালোবাসা এ দুইয়ের মধ্যে ভালেঅবাসাটায় হয়তো বেশি প্রিয়।
  • অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মত,শুধু একদিকেই যায়।যুক্তি দিয়ে ,বুদ্ধি দিয়ে ,আদর দিয়ে এ গন্ডারকে সামলানো যায়না।

হুমায়ুন আহমেদের কিছু দার্শনিক উক্তি

আরও কিছু হুমায়ুন আহমেদের উক্তি  নিচে উল্লেখ করা হলো:-

  1. জীবনে কখনোই কাউকে বিশ্বাস করতে যাবেননা, কারণ অবশেষে নিজেকেই সর্বদা প্রতারিত হতে হবে।
  2. সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছে। মানুষকে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে হয়, শুধুুুমাত্র সে মানুষ তা প্রমাণ করার জন্য।
  3. ভালোবাসা একটি পাখির মত। লোকে এটিকে খাচাঁয় আটকে রাখতে চায়, যখন এটি খোলা আকাশে থাকে, আবার এটিকে মুক্তি দিতে চায় যখন এটিকে খাঁচায় দেখে।
  4. কান্নার সাথে সমুদ্রের অনেক মিল রয়েছে। সমুদ্রের জল নোনতা এবং চোখের জলও নোনতা।
  5. শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের লোকেরাই পৃথিবীর আসল রুপ দেখতে পারে।
  6. যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী।
  7. অতিরিক্ত রুপবতী মেয়েরাই বোকা হয়, আর এটিই পৃথিবীর স্বতঃসিদ্ধ নিয়ম।
  8. মানব জাতির স্বভাবই হচ্ছে সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা।
  9. সূর্যোদয় দেখাটা অত্যান্ত জরুরী, এই দৃশ্য হৃদয়কে বড় করে তুলতে শেখায়।
  10. মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়।

জীবনের বাস্তবতা নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি

  • কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। কারণ মানুষ কল্পনায় অথবা সুন্দর দূর থেকেই,কাছে এলেই আকষৃণ কমে যায়।
  • যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট।
  •  কখনো কখনো আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে গাঢ় হয়ে যায়।
  • মেয়েদের যেকোনো ধরণের খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার বিশেষ ক্ষমতা রয়েছে।
  •  প্রতিটি মেয়ে তার স্বামীর কাছে রানী হয় না, কিন্তু প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা।
  •  জীবনে কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না।
  • ভালোবাসা চিরকাল বেচেঁ থাকে। কখনো কবিতা,কখনো স্মৃতি হয়ে আবার কখনো চোখের জল হয়ে।
  • কিছু কিছু মানুষের ভাগ্য নিজের হাতে গড়ে ,আবার কিছু কিছু মানুষের ভাগ্য এমনি চলে আসে।
  •  জীবনে কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না।
  • আমরা জানি আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি আমরা জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে এই পৃথিবীকে কখনোই সুন্দর লাগত না।

হুমায়ুন আহমেদের প্রেমের উক্তি

  • করুনাও একধরনের ভালোবাসা ,তবে এটা ক্ষতিকারক ভালোবাসা। যা মানুষকে অসুস্থ করে দেয়।
  • যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর।
  • পৃথিবতে বিচিত্র জিনিস মানুষ।সমস্ত নক্ষত্রপুঞ্জে যে জটিলতা ও রহস্য আছে,তার থেকেও রহস্যময় মানুষের মন।
  • ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লেখা থাকে।
  • যে মানুষ যত বেশি গম্ভীর,সে তত বেশি রাগী।তবে তার মধ্যে ভালোবাসাটাও থাকে ততটাই।

অনুপ্রেরণামূলক উক্তি

  1. তুমি খারাপ কাজ করেছো মানে তুমি একজন মানুষ। আর তুমি যদি সেই কাজটার জন্য অনুতপ্ত হও তবে তুমি ভালো মানুষ।
  2. চাঁদের এক মায়বী ক্ষমতা আছে। কারন চাঁদের আলোয় পরিচিতদেও অপরিচিত লাগে।
  3. নিজে ভালো থাকতে হলে তোমাকে স্বার্থপর হতে হবে।আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে তোমাকে নিস্বার্থ হতে হবে।
  4. আপনি কখনোই একসঙ্গে সকলকে সুখী রাখতে পারবেননা,কেউ না কেউ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেই।
  5. দুুুঃসময়ে অপমান গায়ে মাখতে নেই।
  6. আজকের এই দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা তুমি গতকাল চিন্তা করেছিলে।
  7. সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয় ,সবাই সাধারণ হতে পারেনা।
  8. পৃথিবীতে চোখের জলের মত পবিত্র আর কিছু  নেই। এই পবিত্র জলের স্পর্শেইি আমাদের সব গ্লানি,মালিন্য কেটে যায়।
  9. ভালো কাজ চিন্তা ভাবনা করে করতে হয়না,তবে খারাপ কাজ ানেক চিন্তা ভাবনা করে করতে হয়।
  10. আমাদের চারপাশে অনেক অপূর্ব দৃশ্য থাকে কিন্তু মন দিয়ে আমরা কখনো তা দেখিনা। সময় শেষ হয়ে গেলে আমরা হাহাকার করি।

পরিশেষে

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে হুমায়ুন আহমেদের উক্তি গুলো জানিয়েছি। যারা কাব্যপ্রেমী রয়েছেন তারা অবশ্যই আর্টিকেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আশাকরি, হুমায়ুন আহমেদের উক্তি আপনাদের জীবনে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে। ধন্যবাদ।

হুমায়ুন আহমেদের উক্তি সম্পর্কিত প্রশ্ন ওউত্তর/FAQ

১ ) হুমায়ুন আহমেদের জন্মদিন কখন?

উত্তর: হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।

২) হুমায়ূন আহমেদ কত সালে মারা গেছেন?

উত্তর: ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠিক বারো বছর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হাসপাতালে মারা যান। বাংলাদেশের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ।

৩) হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: নন্দিত নরকে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস। এর রচনাকাল ১৯৭০ এবং প্রকাশিত হয় ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নকালে হুমায়ূন আহমেদ উপন্যাসটি রচনা করেন।

আরও পড়ুন-

বাণী চিরন্তন, মনীষীদের বাণী, উপদেশ ও পরামর্শ

ইসলামিক শিক্ষামূলক উক্তি, মূল্যবান বানী ও তথ্য

Leave a Comment