টেলিটক নাম্বার দেখার উপায় ও নাম্বার দেখার কোড

টেলিটক নাম্বার দেখার উপায়

বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরণের সিম অপারেটর কোম্পানী রয়েছে। এদের মধ্যে টেলিটক অন্যতম একটি কোম্পানী।

আমরা অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকি। ব্যবহারের প্রয়োজনে নিজের সিমে টেলিটক নাম্বার দেখার প্রয়োজন পড়ে।

তবে আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যে তারা নিজের টেলিটক নাম্বার দেখার উপায় ও কিভাবে চেক করতে হয় সে বিষয় সম্পর্কে অবগত নন।

এবার নিশ্চয় ধারণা করতে পারছেন যে আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়টি কি? জ্বী আমাদের আজকের আর্টিকেলে আপনাদেরকে জানাবো

কিভাবে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখতে পারবেন অথবা টেলিটক নাম্বার দেখার উপায় টা কি? চলুন তাহলে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অফার কোড সমুহ 

টেলিটক নাম্বার দেখার পদ্ধতিসমুহ

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক সিমে নিজের নাম্বার দেখার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।পদ্ধতি গুলো হলো:-

১) কোড ডায়ালের মাধ্যমে

২) টেলিটক অ্যাাপসের মাধ্যমে

৩) এসএমএসের মাধ্যমে

৪) টেলিটক হেল্প লাইনে কলের মাধ্যমে

নিচে এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:-

১। কোড ডায়ালের মাধ্যমে

কোড ডায়ালের মধ্যেমে খুব সহজেই আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখতে পারবেন। টেলিটক সিমে নিজের নাম্বার দেখার এটিই সবচেয়ে সহজ মাধ্যম।

এজন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে। এরপর ডায়াল করুন *৫৫১# ।এরপর আপনি আপনার যে সিমের নাম্বার দেখতে চান সে সিমের মাধ্যমে কল করুন।

অতপর একটি ফ্লাশ মেসেজের মাধ্যমে আপনাকে আপনার সিমের নাম্বারটি দেখানো হবে।

২। টেলিটক অ্যাপসের মাধ্যমে

টেলিটক অ্যাপসের মাধ্যমেও খুব সহজে আপনি আপনার সিমের নাম্বারটি দেখে নিতে পারবেন। এটি করার জন্য প্রথমেই আপনি প্লে স্টোর থেকে টেলিটক অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।

তারপর অ্যাপটি ওপেন করে নিন। আপনি যে সিমের নাম্বারটি দেখতে চান সেই সিমের সাহায্যে অ্যাপটিতে লগ ইন করুন। লগ ইন করার পরই আপনি আপনার অ্যাপসটির হোম পেইজ এই আপনার ব্যবহৃত টেলিটক সিমের নাম্বারটি দেখতে পারবেন।  

৩। এসএমএসের মাধ্যমে

যদি কোনো গ্রাহক চান তবে এসএমএসের মাধ্যমেও নিজের সিমের নাম্বারটি চেক করতে পারবেন। এজন্য আপনি আপনার মোবাইলে থাকা

মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে P লিখতে হবে এবং মেসেজটি পাঠিয়ে দিতে হবে 154 নাম্বারে। পরবর্তিতে ফিরতি মেসেজে আপনাকে আপনার টেলিটক সিমের নাম্বারটি জানিয়ে দেওয়া হবে।

৪। টেলিটক হেল্প লাইনে কলের মাধ্যমে

টেলিটক হেল্প লাইনে কল করেও একজন গ্রাহক তার ব্যবহৃত টেলিটক নাম্বারটি জেনে নিতে পারেন। এর জন্য আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ১২১ নাম্বারে ফোন করতে হবে।

এরপর তাদের সাথে কথা বলে তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে আপনি আপনার নাম্বারটি জেনে নিতে পারেন।

টেলিটক সিমের কিছু প্রয়োজনীয় কোড

টেলিটক সিমে নিজের নাম্বার দেখা ছাড়াও বিভিন্ন ইন্টারনেট নাম্বার দেখার জন্য কোডের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই এসব কোড সম্পর্কে জানেননা।নিচে এরকম কিছু প্রয়োজনীয় টেলিটক সিমের কোড সমূহ জানানো হলো:-

১। ব্যালেন্স চেক

টেলিটক সিমে ব্যালেন্স চেক করার জন্য একটি নির্দিষ্ট কোড রয়েছে। ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *১৫২#।এই কোড ব্যবহার করে একজন গ্রাহক খুব সহজেই টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে পারেন।

২। ডাটা ক্রয়ের জন্য

নিজের পছন্দ অনুযায়ী ডাটা কেনার জন্য টেলিটক সিমে একটি নির্দিষ্ট কোড রয়েছে।নিজের পছন্দমত ডাটা কিনতে ডায়াল করুন *১১১#।

৩। ডাটা চেক

টেলিটক সিমে ডাটা চেক করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান। তারপর U লিখে পাঠিয়ে দিন ১১১ এই নাম্বারে। ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে আপনার ডাটর তথ্য জানিয়ে দেওয়া হবে।

৪। বোনাস চেক

টেলিটক সিমে বোনাস করতে অনেকেই জানেন না। টেলিটক সিমে বোনাস চেক করার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়র করুন *১৫২#।

ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে আপনার সিমের বোনাস সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

পরিশেষে

আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটকে বোনাস দেখার উপায়, ডাটা চেক করার পদ্ধতি ও এর আনুষাঙ্গিক আরও কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

আশা করছি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা। ধন্যবাদ।

টেলিটক নাম্বার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর/FAQ

১) টেলিটক সিমে টাকা দেখার উপায় কি?

উত্তর: টেলিটক নাম্বার টাকা দেখার উপায় – *১৫২#

২) টেলিটক নাম্বার এমবি দেখার উপায় কি?

উত্তর: টেলিটক নাম্বার এমবি দেখার উপায় হলো – মোবাইলের মেসেজ অপশনে গিয়ে U লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে। ফিরতি এসএমএসে আপনাকে ডাটার তথ্য জানিয়ে দেয়া হবে।

৩) টেলিটক নাম্বার দেখার উপায় কি?

উত্তর: টেলিটক নিজের সিমের নাম্বার দেখার কোড *৫৫১# ।

৪) টেলিটক অফার দেখার উপায় কি?

উত্তর: টেলিটক সিমের অফার দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১৫২# । ফিরতি এসএমএসে আপনাকে সব ধরনের অফার সম্পর্কে জানিয়ে দেয়া হবে

আরও পড়ুন-

ট্রেন টিকেট অনলাইন রেজিস্ট্রেশন ও টিকিট বুকিং

রবিতে এমবি চেক করার কোড সমুহ ও ব্যবহারের নিয়ম

Leave a Comment