ঈদুল ফিতরের নামাজের নিয়ত
ঈদ হলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মুসলমানেরা বছরে দুই বার ঈদের উৎসব পালন করে থাকে। যে কারণে ঈদের নামাজের নিয়ম কানুন আমরা অনেকেই ভুলে যায।
ঈদের নামাজ পড়া মুসলিম উম্মাহার জন্য ওয়াজিব। ঈদের নামাজের প্রথম কাজ হলো তাকবির মনে রাখা। আজকের আর্টিকেলে ঈদুল ফিতরের নামাজের নিয়ত, তকবির এবং নিয়ম তুলে ধরা হলো।
আরও পড়ুনঃ ফিতরা কাকে দেওয়া যাবে, পরিমান ও আদায়ের নিয়ম
নামাজের নিয়ত (আরবি)

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
উচ্চরণ: নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইনি সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝিহান ইলা ঝিহাতিল কাকাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত – বাংলায়
ইমামের পেছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে আদায় করছি।
প্রথম রাকাত
১। তাকবীরে তাহরিমা
ঈদের নামাজের নিয়ত করে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে দুই হাত বাঁধতে হবে।
২। সানা পড়া
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতায়ালা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
৩। অতিরিক্ত তিন তাকবির দেওয়া
এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে বিরত থাকতে হবে তিন তাসবিহ পরিমাণ।
প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় দুই হাত উঠিয়ে আবার হাত ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবির দিয়ে উভায় হাত বেঁধে নেতে হবে।
৪। আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়তে হবে।
৫। সুরা ফাতেহা পড়া
৬। সুরা মেলানো। অত:পর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।
দ্বিতীয় রাকাত
১। বিসমিল্লাহ পড়া
২। সুরা ফাতেহা পড়া
৩। সুরা মেলানো
৪। সুরা মিলিয়ে পড়ার পর অতিরিক্ত তিন বার তাকবির দেওয়া হয়। প্রথম রাকাতের মতো দ্বিতীয় তাকবীরে বকাঁধ বরাবর উভয় হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে, অত:পর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধতে হবে।
৫। তারপর রুকুতে যেতে হবে।
৬। সিজদা আদায় করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা।
৭। নামাজ শেষে ইমাম সাহেব মিম্বারে উঠে বসবেন। তিনি আরবীতে দুটি খুতবা পাঠ করেন। এ সময় ইমামের খুতবা মনোযোগসহকারে শুনতে হবে।
৮। খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করে এবং পরিচিত ও অপরিচিত সকলের সাথে কোলাকোলি করে।
শেষকথা
ঈদের নামাজের পদ্ধতি অন্যান্য নামাজের থেকে আলাদা। ঈদের নামাজের কোন আজান, ইকামত কিছুই নাই। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজে অতিরিক্ত ছয়টি তাকবিরসহ আদায় করতে হয়।
ঈদের নামাজে তাকবিরে ভুল হলে বা কমবেশি হলে সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নেই। আশা করছি ঈদের নামাজ সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন।
ঈদুল ফিতর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
১। ঈদ উল ফিতর এর নামাজ কত রাকাত?
উত্তরঃ অন্যান্য সালাতের ন্যায় এই সালাতের জন্যও নিয়ত করা ফরজ। ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য নিয়ত করছি – মনে মনে এই সংকল্প বা থাকাই যথেষ্ট।
২। ঈদের নামাজ কি সুন্নত না ফরজ?
উত্তরঃ ঈদের নামাজ দুই রাকাত। এবং তা পড়া ওয়াজিব।
আরও পড়ুন-
লাইলাতুল কদর নামাজের নিয়ম, দোয়া ও আমলসমুহ
ইসলামিক শিক্ষামূলক উক্তি, মূল্যবান বানী ও তথ্য