কাশির সিরাপ এর নাম
এখন শীতকাল,শীতকালে কমবেশি আমাদের অনেকেরই কাশি হয়ে থাকে। কাশির আবার কয়েকটি ধরন রয়েছে। একেক জনের একেক ধরনের কাশি হয়ে থাকে। কারো কারো কাশি সর্দি একসাথে হয়।
আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় শুকনো কাশি হয়। শুকনো কাশি সাধারণত বেশি মাত্রায় হয়ে থাকে। একটু পর পরই কাশি পায়।
অনেকের অতিরিক্ত গরমে কাশি হয়, ধুলাবালির জন্য কাশি হয়, অনেকের আবার ঋতু পরিবর্তনের কারণেও কাশি হয়ে থাকে। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখা যায়
অতিরিক্ত গরমে বা ঋতু পরিবর্তনের কারণে কাশি হয়। বেশিদিন কাশি থাকলে আমাদের অনেকেরই মাথা ঘুরপাক খায় যক্ষা হয়ে গেল না তো! বেশিদিন কাশির সিরাপ বা ট্যাবলেট খেলে সেটার কি কোন সাইট এফেক্ট আছে? আজকের আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন কাশির সিরাপ এর নাম এবং কোন সিরাপটি ভালো।
সেই সাথে এই সিরাপের কোন সাইড এফেক্ট আছে কিনা। চলুন দেরি না করে জেনে নেই, কাশির সিরাপের নাম ও কাশির জন্য কোন সিরাপটি সবচেয়ে ভালো কাজ করে।
আরও পড়ুনঃ
কাশি কেন হয়

কাশির একমাত্র কোনো কারণ নেই। কাশি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন কারণে হয়ে থাকে। ঋতু পরিবর্তনের জন্য কাশি হতে পারে। অতিরিক্ত গরমের কারণে শরীর ঘামে এবং সেই ঘাম যদি শরীরেই শুকিয়ে যায় তাহলে ঠাণ্ডা লেগে কাশি হতে পারে।
অনেকে আছে অতিরিক্ত গরম লাগলে সাথে সাথে গোসল করে নেন ঘামা শরীর নিয়ে। ঘামা শরীর নিয়ে যদি গোসল করি তাহলে জ্বর বা কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় দেখা যায় হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত রোগীরা কাঁশছে, হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকেও কাশি হয়।
অনেকে আছে ধূমপান করেন। ধূমপান করলে আমাদের ফুসফুসে এর প্রভাব পড়ে। ধূমপান বা তামাক দ্রব্য আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে। ধূমপানের কারণে কাশি হয় এবং অতিরিক্ত ধূমপান করলে যক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ধূমপানের ফলে অনেক সময় ক্যান্সার হয়।
কাশির সিরাপ
কাশির বিভিন্ন ধরনের সিরাপ রয়েছে। কাশির মাত্রা অনুযায়ী আলাদা ওষুধ রয়েছে। অল্প কাশি থাকতে তা নিরাময়ের চেষ্টা করা ভালো। অল্প কাশি তাড়াতাড়ি নিরাময় হয়, অতিরিক্ত কাশি নিরাময় হতে একটু সময় লাগে। নিচে কয়েকটি কাশির সিরাপ এর নাম
নিচে কিছু কাশির সিরাপ এর নাম উল্লেখ করা হলঃ
এডোভাস সিরাপ
আডোভাস সিরাপ কাশি নিরাময়ের জন্য খুবই ভালো একটি সিরাপ। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর সিরাপ হলো এডোভাস সিরাপ। স্কয়ার কোম্পানি শুনলেই মনে হয় ও সত্যি খুব ভালো হবে। এডোভাস সিরাপটি খুবই ভালো মানের একটি সিরাপ। এর কোন সাইড ইফেক্ট নেই। সিরাপের মূল্য ১০০ মিলি ৭০ টাকা। সিরাপটি আপনি কাশির জন্য নিঃসন্দেহে খেতে পারেন।
তুসকা প্লাস সিরাপ
তুসকা প্লাস সিরাপ স্কয়ার কোম্পানির একটি ভালো মানের ঔষধ। শুষ্ক কাশি, গলা ব্যথা, বুকে কফ জমাট বাধা এ ধরনের সমস্যার জন্য তুসকা প্লাস সিরাপটি সাজেশন করা হয়। আপনার যদি কাশি অল্পমাত্রায় থাকে তাহলে এক সপ্তাহের ভিতরেও কাশি কমে যেতে পারে। বর্তমানে এর বাজার মূল্য ১০০ মিলি ৮০ টাকা।
অফকফ সিরাপ
অফ কফ সিরাপ সাধারণত শুকনো কাশির জন্য সাজেশন করা হয়ে থাকে। আপনার যে শিশুর শুষ্ক কাশি থাকে তাহলে এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এই সিরাপটি সাধারণত ঠান্ডা, জ্বর, কাশির জন্য ব্যবহার করা হয়। শুকনো কফ দূর করতে এই সিরাপের গুরুত্ব অপরিসীম।
পিউরিসাল সিরাপ
পিউরিসাল সিরাপ হলো শুকনো কাশি বা ভেজা কাশী ২ ধরনের কাশির জন্য এই সিরাপ খুবই কার্যকরি। সিরাপটি বড় ছোট ভাই খেতে পারবে। তবে গর্ভবতী নারীরা এই সিরাপ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।
কাশি দূর করার ঘরোয়া উপায়
তুলসী পাতা
তুলসী পাতা আমাদের শরীর অনেক রোগ নিরাময় করে থাকে। তুলসী পাতা কাশির জন্য অনেক উপকারী। তুলসী পাতা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। তুলসী পাতার রস খেলে কাশি কমে।
তুলসী পাতা রস করে সাথে দুই তিন ফোঁটা মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে কাশি ভালো হয়। মধু নাম সালেও হবে কিন্তু মধু মেশালে তুলসী পাতার তেতো ভাবটা একটু কমে আসবে।
বাসক পাতা
বাসক পাতা কাশির জন্য অনেক উপকারী একটি পাতা। বাসক পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে উক্ত সিদ্ধ পানি কুসুম গরম থাকা অবস্থায় খেলে কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাসক পাতাকে কাশির প্রধান ঔষধও বলা হয় থাকে।
লবঙ্গ
অনেকের খুসখুসে কাশি হয়ে থাকে। খুশখুসে কাশি দূর করতে লবঙ্গ অনেক ভালো কাজে দেয়। লবঙ্গ মুখের মধ্যে রেখে দিন মাঝে মাঝে দাঁত দিয়ে হালকা চেপে রস খেয়ে ফেলুন। এতে গলায় আরাম পাবেন এবং এতে খুশখুসে কাশি দূর হয়ে যাবে। দিনে তিন থেকে চারবার এটা করুন।
আদা ও লেবু
আদা ও লেবু কাশির জন্য অনেক কার্যকরী। কাশি হলে আদা যে হতে পারেন বা হালকা গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারে। এতে কাশির ব্যথা থেকে শান্তি পাবেন এবং কাশি দূর হবে।
বাচ্চাদের কাশির সিরাপ
বাচ্চাদের সর্দি কাশি হতেই পারে এটি খুবই সাধারণ। তবে সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। বাচ্চাদের কে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অসৎ খাওয়ানো ঠিক নয়। তবে বাচ্চাদের সর্দি কাশির জন্য কোন ওষুধ খাওয়াতে হবে বা কোন সিরাপ খাওয়াতে হবে তা জেনে রাখা ভালো।
আসুন জেনে নেই বাচ্চাদের কাশির জন্য কোন সিরাপ গুলো ভালো। সে রকম কিছু কাশির সিরাপ এর নাম হচ্ছে –
- Tusca plus (তুসকা প্লাস)
- Remocof (রেমোকফ)
- Abex (এবেক্স)
- Madhuvas (মধুভাস)
- Adovas (এডোভাস)
- Adolef (এডোলেফ)
- E- cof (ই- কফ)
উপরে যে কাশির সিরাপ এর নাম গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য।
শেষ কথা
কোন রোগকেই ছোট চোখে দেখা উচিত নয়। সেটা বড় ধরনের কোন রোগ হয় বা সর্দি কাশি হোক না কেন। সর্দি-কাশি থেকেও কিন্তু বড় ধরনের রোগ হতে পারে। তাই যে কোন রোগ হলেই প্রথম থেকেই তার চিকিৎসা নিয়ে এবং সতর্ক হোন।
আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কাশি কেন হয়, কাশির সিরাপ এর নাম এবং কাশির কয়েকটি ঘরোয়া উপায়। আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে।
এতক্ষণ আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শীতকালে নিজের প্রতি ও বাচ্চাদের প্রতি সতর্ক থাকুন ও খেয়াল রাখুন। ধন্যবাদ।
কাশির সিরাপ এর নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
প্রশ্ন ১: কাশির জন্য কোন সিরাপ ভালো?
উত্তর:- আপনার গলার শ্লেষ্মাকে আলগা করে এবং পাতলা করে কাজ করে যাতে আপনি আরো সহজে কাশতে পারেন। কাশির জন্য ভালো একটি ঔষধ হচ্ছে guaifenesio (Mucinex)। এই ঔষধটি ভিজা কাশির জন্য ভালো কাজ করে।
প্রশ্ন ২: কাশির সিরাপ খেলে কি হয়?
উত্তর:- অতিরিক্ত কাশির সিরাপ খেলে হ্রদস্পন্দন বেড়ে যেতে পারে। অস্থিরতা করবে এবং শ্বাস নিতে সমস্যা হতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যসহ, বমি বমি ভাব এবং পেটের সমস্যা ও দেখা দিতে পারে, অতিরিক্ত কাশির সিরাপ খাওয়ার ফলে।
প্রশ্ন ৩: গলায় কাশি দূর করার উপায়?
উত্তর:- গলার শুষ্ক কাশির উপশমের ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে কিছু হচ্ছে, হিউমিডিফায়ার ব্যবহার করা, হাইড্রেটেড থাকা, লজেন্স অথবা গলার ক্যান্ডি চুষা, উষ্ণ ভেষজ চা পান করা, এবং ধোঁয়া ও তীব্র গন্ধের মতো জ্বালা এড়িয়ে চলবেন।
প্রশ্ন ৪: শুকনো কাশির জন্য কোন ঔষধ ভালো?
উত্তর:- কাশি দমনকারী প্রতিরোধী এই ওষুধগুলি আপনার কাশির প্রতিফলনকে ব্লক করে আপনার কাশি শান্ত করবে। এটি শুষ্ক কাশির জন্য সহায়ক যা বেদনাদায়ক বা যা আপনাকে রাতে জাগিয়ে রাখে। প্রাথমিক ওটিসি কাশি দমনকারী ওষুধ হল ডেক্সট্রোমেথরফান রোবিটুসিন Robitussin, ডেলসিম Delsym, থেরাফ্লু থিন স্ট্রিপস Theraflu thin)।