বাচ্চাদের জামা ডিজাইন
বাচ্চাদের জামা ডিজাইন শুধু সুন্দর বা ফ্যাশনেবল হলেই হবে না। এর পাশাপাশি ছোট বাচ্চাদের পোশাক এমনভাবে তৈরি করতে হবে
যেটা বাচ্চাদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং টেকসই হবে। এজন্য ছোট বাচ্চাদের জামা ডিজাইন করার সময় ডিজাইনারদের কিছু বিষয় মাথায় রাখা উচিৎ।
আজকের আর্টিকেলে আমরা জানাবো কীভাবে ছোট বাচ্চাদের জন্য উপযোগী ও উন্নত ডিজাইনের পোশাক তৈরি করা যায়।
সুতরাং আপনার ছোট্ট সোনামনিদের জন্য নতুন নতুন ডিজাইনের জামা তৈরির জন্য আজকের আর্টিকেলটি অনেক সহায়ক হতে পারে।
যারা বাচ্চাদের নতুন নতুন আলাদা ডিজাইনের জামা বানাতে চান, তাদের জন্য জামা তৈরি করার পদ্ধতি এবং জামার ডিজাইনগুলো সম্পর্কে সম্পূর্ণ জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন।
আরও পড়ুনঃ- গোল জামার ডিজাইন পিক ও কাপড়ের কোয়ালিটি
বাচ্চাদের জামা ডিজাইন এর সাইজ

বাচ্চাদের জামার বিভিন্ন সাইজ রয়েছে । শূন্য থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন মাপ রয়েছে। তবে ২ বছর থেকে শুরু করে ১০ বছর বয়স পর্যন্ত বয়সী বাচ্চাদের জন্য জামা বেশি বানানো হয়।
২ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের জামার মাপ
- জামার ঝুলের মাপ হবে ৬ ইঞ্চি
- জামার বুকের মাপ নিতে হবে ২০ ইঞ্চি
- জামার কাধের মাপ নিতে হবে ৯ ইঞ্চি
- জামার গলার মাপ নিতে হবে ২ ইঞ্চি
- জামার গলার চওড়া নিতে হবে ২ ইঞ্চি
বাচ্চাদের জামা ডিজাইন এর জন্য কাপড় কাটার নিয়ম
- জামা বানানোর জন্য প্রথমে দুই হাত বহরের আধা গজ কাপড় নিতে হবে।
- এ কাপড়টি আড়াআড়িভাবে ৪ ভাজে ভাঁজ করতে হবে।
- এরপর জামার পাশের ঘের অংশটুকু কেটে নিতে হবে।তারপর ঝুলের নিচের দাগ দেয়া অংশটুকু কাটতে হবে।
- এবার ওপর থেকে দাগ দেয়া অংশটুকু কেটে নিতে হবে।একই পদ্ধতিতে সামনের অংশের গলা ও বগরের অংশ কেটে নিতে হবে।
জামাটির সেলাই পদ্ধতি
- কেটে রাখা অংশ দুটির ভাঁজ খুলে একটির ওপর আরেকটি অংশ রাখতে হবে।
- এরপর একে একে দুই কাঁধ সেলাই করে নিতে হবে।
- এরপর গলা ও হাতা সেলাই করতে হবে।
- এরপর জামার লম্বার ঘের দুইপাশ সেলাই করতে হবে।
- তারপর জামার নিচের ঘের সেলাই করতে হবে।
- এরপর জামাটি উল্টিয়ে দিতে হয় এভাবেই ধাপে ধাপে একটি জামা তৈরি করা হয়।
এভাবেই বিভিন্ন ডিজাইনের প্যাটার্ন তৈরি করে বাচ্চাদের জামা ডিজাইন করা হয়।এবার আপনি এধরনের সব আকমন ডিজাইনের জামা তৈরি করতে পারেন আপনার ছোট্ট সোনামণির জন্য।
বাচ্চার জামা তৈরিতে যে ধরনের কাপড় ব্যবহার করবেন
শুধুমাত্র জামা বানালেই হবেনা। কোন কাপড়টি পড়লে শিশু আরাম পাবে সেদিকের কথা বিবেচনা করে কাপড় নির্বাচন করতে হবে।আপনাদের সুবিধার জন্য বাচ্চাদের জামা বানানোর উপযোগি কিছু কাপড়ের ধারণা দেওয়া হলো।
১০০ কটন ডাবল গজ ফেব্রিক
ডাবল গজ ফেব্রিক নির্দিষ্ট ব্যবধানে একটি সুতা দিয়ে একটি ফেব্রিকে গজের দুইটি টুকরা তৈরি করা হয়। এটি দুইটি গজের মধ্যে চলাচল রোধ করার জন্য।
তুলো স্প্যানডেক্স স্ট্রেচ জার্সি বুনা
সুতির প্রসারিত জার্সি বুনা ফ্যাব্রিক স্প্যানডেক্সের একটি নির্দিষ্ট অনুপাত যোগ করার মাধ্যমে ভালো স্থিতিস্থাপকতা পায়, এদিকে এই ইলাস্টিক ফাইবার অন্য উপাদানের সুবিধাগুলোকে প্রভাবিত করবে না।
প্রাকৃতিক রঙের তুলো ইন্টারলক ফেব্রিক
এটিতে সাধারণ ইন্টারলক ফ্যাব্রিক, পুরু, উষ্ণ, নরম এবং ভাল স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্যও রয়েছে।
শিশুর পোশাকের জন্য এয়ার লেয়ার কুইল্টেড ফেব্রিক
এয়ার লেয়ার কুইল্টেড ফেব্রিক দুইটি কাপড়ের টুকরাএবং তাদের মধ্যে ফিলিং হিসাবে কিছু ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। কাপড়ের দুইটি টুকরা ফিলিংকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে এবং একটি এয়ার ইন্টারলেয়ার তৈরি করতে পারে।
উপরে উল্লেখিত শিশুদের জন্য আরামদায়ক কিছু কাপড়ের নাম উল্লেখ করলাম যাতে করে আপনারা উপকৃত হতে পারেন।
জামাকাপড়ের উপযোগিতা
ছোট বাচ্চাদের জামা ডিজাইন করার সময় উপযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব জামা সহজে পড়া যায় এবং খুলে ফেলা যায় এমনভাবে তৈরি করা উচিৎ।
বিশেষ করে বাচ্চাদের অভিভাবকরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল করে থাকেন। পোশাকে যেন স্ন্যাপ, চেইন কিংবা অন্যান্য ক্লোজার থাকে সেদিকে খেয়াল রাখা উচিৎ, এতে বাচ্চাদের জামা খুলতে ও পড়তে সুবিধা হয়।
পরিশেষে
আর্টিকেলটিতে আমরা ছোট বাচ্চাদের সকল সেরা জামার ডিজাইন শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার পছন্দের ডিজাইন খুঁজে পেয়েছেন। আপনি যদি খুঁজে পান তাহলে কমেন্ট করে জানান কোন ডিজাইনগুলো আপনার ভালো লেগেছে।
এছাড়াও আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আর্টিকেলটি আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
আপনাকে ধন্যবাদ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এমন আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
বাচ্চাদের জামা ডিজাইন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
১) ছোট বাচ্চাদের জামার ডিজাইনগুলো কিভাবে ডাউনলোড করব?
উত্তর: আর্টিকেলে যেসব ছোট বাচ্চাদের জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আপনার চাইলে সেগুলো অনেক সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। যে ছবিটি ডাউনলোড করবেন সেই ছবির উপর কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। কম্পিউটার হলে মাউসে রাইট ক্লিক করবেন। তাহলে ছবি সেভ করার অপশন পাবেন।
২) আর্টিকেলে কি কি ধরনের ছোট বাচ্চাদের জামার ডিজাইন আছে?
উত্তর: এই আর্টিকেলে আপনি বিভিন্ন ধরনের বাচ্চাদের জামার ডিজাইন পাবেন। যেমনঃ ছোট বাচ্চার জামা, ছেলে বাচ্চার জামা, মেয়ে বাচ্চার জামা,ফ্রোক ডিজাইন ইত্যাদি।
৩) আর্টিকেলের ছবির মতোন জামা কোথায় পাব?
উত্তর: আর্টিকেলের ছবির মতোন জামাগুলো আপনি জামা আপনি আপনার নিকটস্থ কাপড়েরর দোকানে পেলেও পেতে পারেন। এছাড়াও বিভিন্ন অনলাইন শপে একটু খোঁজ করলে পেয়ে যাবেন।
আরও পড়ুন-
গজ কাপড়ের ডিজাইন
গজ কাপড়ের জামার ডিজাইন