এলার্জি ঔষধ এর নাম
এলার্জি এখন একটি কমন রোগের নাম। শরীরে বিভিন্ন জায়গায় চুলকানির জন্য তো সমস্যা তৈরি হওয়ার কারণে আমাদের প্রায় এলার্জির ঔষধ সেবন করার প্রয়োজন হয়। এলার্জির লক্ষণ গুলো প্রকাশ পাওয়ার পর বোঝা যায় যে রোগী কোন ধরনের এলার্জিতে আক্রান্ত হয়েছেন।
তবে এই রোগের প্রধান কিছু লক্ষণ রয়েছে। যেগুলো দেখে সহজেই রোগী ধরে নিতে পারেন যে সে কোন ধরনের এলার্জিতে আক্রান্ত হয়েছেন। ত্বকের বিভিন্ন সমস্যা যেমন: লাল ছোপ অথবা দাগ, কিছু অংশে চুলকানি জনিত সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনি স্কিন এলার্জিতে আক্রান্ত।
আবার চোখ লাল হয়ে যাওয়া বা চোখে চুলকানি দেখা দিলে বুঝতে হবে আপনি চোখের এলার্জিতে আক্রান্ত। এভাবে রোগী নিজেই শনাক্ত করতে পারেন যে সে কোন ধরনের এলার্জিতে ভুগছেন।
কিছু কিছু সময় ঘরোয়া টোটকা ব্যবহার করে এলার্জি থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু কিছু কিছু সময় ঔষধ এর প্রয়োজন হয়। আজকের এই আর্টিকেলে আমরা এলার্জি ঔষধ এর নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আরও পড়ুনঃ পাতলা পায়খানা হলে করণীয়, চিকিৎসা ও খাবার তালিকা
ত্বকের এলার্জি ঔষধ এর নাম

আমরা ইতোমধ্যে আলোচনা করেছি যে রোগী কিছু লক্ষণ দেখলেই বুঝতে পারবেন তিনি ত্বকের এলার্জিতে আক্রান্ত। সেগুলো হলো ত্বকের উপর লাল লাল দাগ অথবা ছোপ পড়া, ত্বকে জ্বালাপোড়া করা এবং চুলকানি অনুভব করা।
তবে এসব ছোটখাটো এলার্জি ঔষধ এর জন্য বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার পড়ে না। কিন্তু অবস্থা খারাপের দিকে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। চলুন জেনে নেই ত্বকের এলার্জি ঔষধ এর নাম গুলো কি কি?
ত্বকের এলার্জির ঔষধ | মিলিগ্রাম | মূল্য |
ডলাবি ট্যাবলেট (Dola b tablet) | চার পিস | ২০০ টাকা |
এন্টিওচ ডান্ট ট্যাবলেট ( Antioch Dunt tablet) | ২০০ মিলিগ্রাম | ৮১ টাকা ৩২ পয়সা |
ফেক্সোফ্যানারডিন ট্যাবলেট (fexofenadine tablet) | ১২০ গ্রাম | ৫৯ টাকা ৫০ পয়সা |
অ্যালিগরা এলার্জি ট্যাবলেট(allegra allergy tablet) | ১২০ গ্রাম | ৫৪ টাকা |
এলাট্রল ট্যাবলেট (alatrol tablet) | ১০ গ্রাম | ২৭ টাকা |
টেল ফাস্ট ট্যাবলেট (telfast tablet) | ১২০ গ্রাম | ৯২ টাকা |
এলার্জি ঔষধ এর নাম – এন্টিবায়োটিক
এলার্জি সাধারণ পর্যায়ে থাকলে কোন রকম এন্টিবায়োটিক ঔষধ এর দরকার পড়ে না। তবে কিছু কিছু সময় অনেকদিন যাবত এলার্জি সমস্যায় ভুগলে এন্টিবায়োটিক খাওয়ার দরকার হতে পারে।
আবার আপনি যদি এলার্জির প্রকট সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলেও বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে এন্টিবায়োটিক ঔষধ খাওয়ার পরামর্শ প্রদান করতে পারেন। নিয়ম মেনে এন্টিবায়োটিক এর কোর্স শেষ করলে আশা করি কিছুদিন এই ভালো ফলাফল পাবেন। চলুন তাহলে এলার্জি ঔষধ এর নাম গুলো জেনে নেই।
এলার্জি এন্টিবায়োটিক ঔষধের নাম | মিলিগ্রাম | মূল্য |
পাইপেরাসিলিন (Piperacillin) | ১০০ মিলিগ্রাম | ২৮ টাকা |
টেমোসিলিন (Temocillin) | ১০ মিলিগ্রাম | ১০৪ টাকা |
টাইকারসিলিন ( Ticarcillin) | ১০০ মিলিগ্রাম | ৩২০ টাকা |
নেফসিলিন (Nepsilin) | ৫৬ মিলিগ্রাম | ৪০৫০ টাকা |
অক্সাসিলিন (Oxacillin) | ১০ মিলিগ্রাম | ২৫৫ টাকা |
পেনিসিলিন জি (Penicillin G) | ২৫০ মিলিগ্রাম | ২ টাকা ৫ পয়সা |
পেনিসিলিন ভি (Penicillin v) | ২৫০ মিলিগ্রাম | ১ টাকা ৩৭ পয়সা |
এলার্জি ঔষধ এর জন্য যদি এন্টিবায়োটিক সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। কারণ এন্টিবায়োটিক গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া এলার্জি রোগের এন্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। আমরা এখানে এলার্জি ঔষধ এর নাম এবং দাম সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করেছি। যারা এন্টিবায়োটিক ঔষধ গুলোর দাম জানতে চাচ্ছিলেন আশা করি তারা উপকৃত হয়েছেন।
নাকের এলার্জি ঔষধ এর নাম
নাকে বারবার চুলকানি জনিত সমস্যা এবং নাক লাল হয়ে আসা হল নাকের এলার্জি এর লক্ষণ। এই লক্ষ্য গুলো স্বাভাবিক ধরনের থাকলে কিছু ওষুধের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায়। সাধারণত অপরিষ্কার পরিবেশ এবং ধুলাবালি থেকে এই ধরনের সমস্যা তৈরি হয়।
তবে এই ধরনের সমস্যা তৈরি হলে ঔষধ গ্রহণ করার পাশাপাশি নোংরা পরিবেশ এড়িয়ে চলতে হবে। এবং সব ধরনের অস্বাস্থ্যকর জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। চলুন জেনে নেই নাকের এলার্জির ঔষধের নাম:
নাকের এলার্জির ঔষধের নাম | মিলিগ্রাম | মূল্য |
থুজা ওসি ( Thuja Oc) | ২০০ মিলিগ্রাম | ২৭৫ টাকা |
আয়নালথাস গ্লান্ডুলাস ৪ এক্স ( Aynalthus Fundulus 4x) | ১০০ মিলিগ্রাম | ২০০ টাকা |
ইউফ্রেসিয়া ৬ এক্স (EUPHRASIA 6x) | ১০০ মিলিগ্রাম | ২৭৫ টাকা |
যুগ্লান ৪ এক্স (juglan 4x) | ১০০ মিলিগ্রাম | ১৫০ টাকা |
এলার্জি ঔষধ এর নাম – মলম
এলার্জি কমানোর জন্য বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের মলম কিনতে পাওয়া যায়। তবে কিছু কিছু মলম ব্যবহারে আপনি কোন ফলাফল পাবেন না। কারণ সেগুলো আপনার অ্যালার্জি সৃষ্টিকারী প্রদাহের বিরুদ্ধে ফাইট করতে পারে না।
এলার্জি ঔষধ এর নাম মলম এর কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে সালোবেট মলম এর নাম। এই মলমটি দিনে সাধারণত দুইবার ব্যবহার করতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন। তবে আপনার ডাক্তারের অনুমতি ছাড়া যেসব জায়গায় এলার্জি হয়নি সেসব জায়গায় এই মলম ব্যবহার করা যাবে না।
মুখের স্কিনে অবশ্যই এই মলমটি ব্যবহার করবেন না। ডাক্তার কর্তৃক আপনাকে ঔষধের পরিমাণ যতটুকু বলা হবে তার থেকে বেশি বা কম ব্যবহার করা যাবে না। এলার্জি কমানোর পাশাপাশি এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো হলো:
- মাথাব্যথা এবং বমি বমি ভাব হতে পারে।
- বেশ কিছু সময় ধরে ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
- কাশি এবং শরীর ব্যথা হতে পারে।
- শুষ্ক ত্বক অনুভূত হতে পারে।
যেহেতু এই মলমে উপকারিতা থাকার পাশাপাশি কিছু অপকারিতা রয়েছে তাই ব্যবহার করার আগে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে।
এলার্জির সবচেয়ে ভালো ঔষধ কি
ইতোমধ্যে আমরা অ্যালার্জির বেশ কিছু ঔষধ নিয়ে আলোচনা করেছি। এলার্জির ঔষধ সেবন করার আগে আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনি কোন ধরনের এলার্জিতে আক্রান্ত হয়েছেন।
সব ধরনের এলার্জির চিকিৎসা এক রকম নয়। যেমন: স্কিনের এলার্জির চিকিৎসা যেমন হবে চোখের এলার্জির চিকিৎসা তেমনটা না হওয়ায় স্বাভাবিক। তাই এলার্জির সবথেকে ভালো ঔষধ খুঁজে বের করতে হলে আপনাকে এলার্জির কারণ চিহ্নিত করতে হবে।
চলুন নিচে এলার্জির সবথেকে ভালো ঔষধ কি তা নিয়ে আলোচনা করা যাক:
এলার্জির ঔষধ | মিলিগ্রাম | মূল্য |
হিস্টাকাইন্ড (Histakind) | ১২০ মিলিগ্রাম | ৫০০ টাকা |
গ্লেনফাইন (Glenfine) | ১২০ মিলিগ্রাম | ১৫০ টাকা |
অ্যালারনেক্স (Alernex) | ১২০ মিলিগ্রাম | ৬৩ টাকা ৪ পয়সা। |
মোটামুটি সব ধরনের এলার্জিতে আক্রান্ত হলে এই ঔষধ গুলো সেবন করা যায়। যেমন: ঠান্ডা লাগা, ঘন ঘন শরীরে চুলকানি অনুভব করা, শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ অনুভব করা, ত্বকে লাল লাল ছোপ অথবা দাগ ইত্যাদি হলে এই ঔষধ গুলো পরিণত পরিমাণে সেবন করা যায়।
তবে ঔষধ গুলো সেবন করার আগে একবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। কারণ আপনার শরীরে অন্য কোন অসুখ রয়েছে কিনা এবং এই ঔষধ গুলো কতটুকু পরিমাণে খেতে হবে তা শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণ করে থাকেন।
আমরা এখানে এলার্জি ঔষধ এর নাম সাজেস্ট করেছি। বাজারে বর্তমানে এলার্জি ওষুধগুলোর মধ্যে এই ঔষধ গুলো সব থেকে ভালো।
প্রতিদিন এলার্জির ঔষধ খাওয়া কি ক্ষতিকর
কিছু কিছু এলার্জি রোগী রয়েছেন যারা প্রায় সারা বছরই এলার্জি সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। তারা এলার্জি ঔষধ খাওয়া ছেড়ে দিলে আবার এই রোগে আক্রান্ত হয়ে দ্বিগুণ সমস্যা ভোগ করেন।
তাদের পক্ষে একটা কমডোজ সম্পন্ন এলার্জি ওষুধ চালিয়ে গেলে তেমন ক্ষতির কোন কারণ নেই। এটি বরং নিরাপদ তাদের শরীরের জন্য। এক্ষেত্রে এন্টিহিস্টামাইন ওষুধটি দীর্ঘদিন ধরে সেবন করা যেতে পারে। তবে এই ওষুধটি ক্রয় করার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।
ওষুধটি ক্রয় করার সময় অবশ্যই ব্রান্ডের নামে “ডি” উল্লেখ করা আছে এমন ঔষধ কেনা থেকে বিরত থাকুন। এই “ডি” দ্বারা সাধারণত ডিকনজেস্ট্যান্টকে বোঝানো হয়ে থাকে। এই “ডি” চিহ্নিত ঔষধটি যে একেবারে সেবন করা যাবে না বিষয়টি এমন নয়।
ঔষধটি সেবন করার জন্য নিরাপদ কিন্তু এটি দীর্ঘদিন সেবন করার জন্য একেবারেই নিরাপদ নয়। দীর্ঘদিন সেবন করলে এলার্জির সমস্যা আর তীব্র আকার ধারণ করতে পারে। শুধু এই ঔষধটি নয় যেকোনো এলার্জির ঔষধ দীর্ঘমেয়াদী সেবন করা যুক্তিসঙ্গত নয়।
এলার্জির ঔষধ বন্ধ করলে কি হয়
অনেকেই আছেন যারা এলার্জি সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই ঔষধ সেবন করেন। আবার এলার্জি শেষ না হতেই ঔষধ খাওয়া বন্ধ করে দেন। এটা খুবই ভুল পদক্ষেপ। কারণ এলার্জি রোগ প্রকাশ পাওয়ার সাথে সাথে ঔষধ খাওয়া উচিত নয়।
কিছু কিছু ঘরোয়া টোটকা এক্ষেত্রে ব্যবহার করে দেখতে হবে এলার্জি কমে কিনা। সেক্ষেত্রে কাজ না হলে পরবর্তীতে ঔষধ সেবন করা যেতে পারে। আবার এলার্জি থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই এই ঔষধ ছেড়ে দেওয়া উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে এই ঔষধের যে কোর্স রয়েছে তা কমপ্লিট করতে হবে।
যদি কোন ঔষধের সাত দিনের কোর্স থাকে তিন দিনে আপনার এলার্জি শেষ হয়ে যায় তবুও ঔষধটি ৭ দিন সেবন করতে হবে। ওর সম্পূর্ণ হওয়ার পর আপনি ওষুধ বন্ধ করে দিতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
এলার্জি ঔষধ এর নাম – হোমিওপ্যাথি
এলার্জি চিকিৎসাতে হোমিওপ্যাথি ঔষধ বেশ জনপ্রিয়। হোমিওপ্যাথি ঔষধ এলার্জি চিকিৎসার জন্য বেশ ভালো। কারণ এসব ওষুধে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। ওষুধটি সেবন করার সাথে সাথে ফল পাওয়া না গেলেও কিছুদিনের মধ্যেই ভালো প্রতিক্রিয়া পেতে শুরু করবেন।
এবং এই ওষুধের তেমন কোর্সের উপর চাপ দেওয়া হয় না। যতদিন এলার্জির সমস্যা থাকবে ততদিন আপনি এই ওষুধ সেবন করতে পারবেন।
চলুন কিছু এলার্জি ঔষধ এর নাম হোমিওপ্যাথি সম্পর্কে জেনে নেওয়া যাক:
এলার্জি ওষুধের নাম হোমিওপ্যাথি | মূল্য |
Dollicos (ডলিকস) | ২৫৫ টাকা |
Netram mure (নেট্রাম মিউর) | ৫০০ টাকা |
Histamine (হিস্টামিন) | ২ টাকা ৫০ পয়সা |
Apis Mel (এপিস মেল) | প্রতি পিস ১০ টাকা |
হোমিওপ্যাথি ঔষধ এলার্জি চিকিৎসার জন্য বেশ ভালো।
শেষ কথা
বর্তমানে প্রায় সব বয়সের মানুষের এলার্জি সমস্যা আক্রান্ত হন। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধরনের এলার্জিতে আক্রান্ত হয়ে থাকেন। এবং এলার্জি অসুখটি যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। একমাত্র ভুক্তভীরাই এই অসুখের নির্মমতা সম্পর্কে জানেন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা এলার্জি ঔষধ এর নাম সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন এলার্জি এর জন্য কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে তাও আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। যারা এলার্জি ঔষধ সম্পর্কে জানতে চাচ্ছিলেন আশা করি আজকের আর্টিকেলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।
এলার্জি ঔষধ এর নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
১) স্কিন এলার্জি ক্রিম এর নাম কি?
উত্তর: টোকোডার্ম প্লাস ক্রিম।
২) এলার্জির ঔষধ বেশি খেলে কি হয়?
উত্তর: ডায়রিয়া হতে পারে। তবে অনেকদিন যাবত খেতে থাকলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩) এলার্জির এন্টিবায়োটিক ঔষধ কোনটি?
উত্তর: Histakind 120 MG Tablet.
৪) হঠাৎ এলার্জি দূর করার উপায় কি?
উত্তর: ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে পারেন। এবং এক পারসেন্ট মেন্থল ক্রিম ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন-
কাশি দূর করার উপায় ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি
থাইরয়েড হলে কি কি সমস্যা হয়